নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিদায় সুচিত্রা দি

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮







নিয়তি



ফিকে হয়ে আসে পূর্ণিমার উজ্জ্বল জোছনা

রূপালী আলোকছটা মিলিয়ে যায় একসময়

বুঝি ধূসর হয়ে যাওয়াটা চিরন্তন নিয়ম

রংধনুর কোন রং আর অবশিষ্ট থাকেনা।



সবুজের স্বপ্নীল চোখ স্বপ্ন খোঁজে ফেরে না আর

ঢেউ ওঠে না আর গঙ্গাজলে

স্মৃতিগুলো একদিন ঝাপসা হয়ে আসে

পথে হয়ে যায় দেরি

তবু এ পথ অনন্ত নয়।



একদিন শেষ হয়ে যায়

বদ্ধ কপাট সেদিন খুলে যায়

শেষ হয় অন্তবাস।



নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টার ইতি হয়

সবার সামনে এসে বিদায় নিতে হয়।



থেকে যায় যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে

যৌবনের লাল -নীল -শাদা

চোখ ধাঁধানো আলোক জ্যোতি

রূপালী ফিতায় মেকি বিরহ - ভালবাসা-যৌবন

থেকে যায় দারুণ প্রত্যয়ে সুরক্ষিত।



সেগুলোর মৃত্যু নেই

সেগুলি মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকে ।



-----------------------------------

‍দুই বাংলায় সমান জনপ্রিয় কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন আর নেই। চলে গেছেন দূর অজানার অচীন দেশে। অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অনেক আগেই। বাংলাদেশে জন্ম নেয়া এই কিংবদন্তীর অভিনয়ে মুগ্ধ হননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সাদাকালো সময়ের অভিনেত্রী হয়েও এই সময়কার আধুনিক তরুণ তরুণির কাছে তিনি হয়ে ওঠেছেন দারুণ ভাল লাগার একজন।সময়কে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন চিরকালীন এক শ্বাশ্বত অবস্থানে ।ডাগর ডাগর চোখ, নিস্পাপ চেহারা ,চমৎকার অভিনয়ে তিনি হয়ে ওঠেছিলেন অনন্য।









১৯২৯ সালে জন্ম নেয়া বাংলাদেশের পাবনার মেয়ে রমা দাশগুপ্ত পরে সুচিত্রা নাম নিয়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হন। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও বাঙালির হৃদয়ে অমলিন।



সুচিত্রা অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র- শাপমোচন, সাগরিকা, পথে হলো দেরি, দীপ জ্বেলে যাই, সবার ওপরে, সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, দত্তা, গৃহদাহ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত ইত্যাদি। হিন্দি চলচ্চিত্র আঁধিতে অভিনয় করে প্রশংসিত হন।



শিল্পপতির ছেলে দীবানাথ সেনকে বিয়ে করেন সুচিত্রা, মুনমুন তাদের একমাত্র সন্তান।



তার অভিনিত প্রথম চলচ্চিত্র ‘শেষ কোথায়’ (১৯৫২ )। হিন্দি ছবিতে অভিনয় করেও সমান দক্ষতা দেখিয়েছেন এই অভিনেত্রী।



‘দেবদাস’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৫৫ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। ক্যারিয়ারের মধ্যগগণে এসে ‘আঁধি’ ছবিতে রাজনৈতিক দলের নেতা হিসেবে কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করে নেন সুচিত্রা।



‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৬৩ সালে ‘মস্কো ফিল্ম ফেস্টিভালে’ সেরা অভিনেত্রীর সম্মান পান তিনি। ভারতীয় কোনো অভিনেত্রীর জন্য সেটিই ছিল বড় মাপের প্রথম আন্তর্জাতিক পুরস্কার।



১৯৭৮ সালে ‘প্রণয় পাশা’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন জনপ্রিয় এই নায়িকা। এরপর আকস্মিকভাবেই অভিনয় জীবনের ইতি টেনে লোকচক্ষুর অন্তরালে চলে যান। পরিবারের লোকজন ছাড়া আর কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারনেনি।



২০০৫ সালে সুচিত্রাকে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত করা হলেও ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে বাড়ির বাইরে বেরিয়ে দিল্লি যেতে রাজি হননি তিনি। ফলে তাকে আর পুরস্কারটি দেয়া হয়নি।



কলকাতায় তিনি যে বাড়িতে থাকতেন, সেখানে মেয়ে ও দুই নাতনি রিয়া সেন ও রাইমা সেন ছাড়া গুটিকয়েক পারিবারিক বন্ধেই কেবল প্রবেশাধিকার পেত।





মৃত্যু হয়েছে তার। তারপরও তিনি থাকবেন অগণিত ভক্ত হৃদয়ে তার কর্ম মাঝে ।গভীর শোক প্রকাশ করছি তার মৃত্যুতে ।



তথ্যসূত্র:-View this link

মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

লিখেছেন বলেছেন: ভাল হয়েছে

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

লিখেছেন বলেছেন: উনি আপনারও দিদি হয়? ভাল

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ওনি বাঙালী এবং বাংলাদেশে জন্ম নেয়া মানুষ । আমি অনেক ছোট বেলায় ওনার সিনেমা দেখেছি ভিডিওতে বাসার সবাই একসঙ্গে বসে মনে আছে।সুতরাং অনেক আগে থেকে চিনি ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: অলটাইম ফেভারিট এই কিংবদন্তি অভিনেত্রির প্রতি বিনম্র শ্রদ্ধা ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আমারো ফেভারিট অভিনেত্রি।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: ‍দুই বাংলায় সমান জনপ্রিয় কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন আর নেই। চলে গেছেন দূর অজানার অচীন দেশে। "


"আর নেই। চলে গেছেন দূর অজানার অচীন দেশে। "
লিখার দরকার: "সুচিত্রা সেনের মৃত্যু হয়েছে"

'না ফেরার দেশ, পরলোক মরলোক, অচীন দেশ" এগুলো হাউকাউ

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ওগুলো হাউ কাউ নয় ওগুলো আবেগ সুপ্রিয় পাঠক। একজন কিংবদন্তীর বিদায়ে আবেগ আপ্লুত হওয়া । ভাল থাকবেন ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

উদাস কিশোর বলেছেন: মামুন রশিদ বলেছেন: অলটাইম ফেভারিট এই কিংবদন্তি অভিনেত্রির প্রতি বিনম্র শ্রদ্ধা ।

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট।সুচিত্রা উত্তম কুমার অসাম জুটি এমন জুটি উপমহাদেশে ২য়টি নেই।
সুচিত্রার প্রতি শ্রদ্ধাঞ্জলী ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

ঢাকাবাসী বলেছেন: বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী মহানায়িকার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। শান্তিতে থাকো।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । উনার রয়েছে বিরাট ভক্তকূল ।তাদের সবারই মন খারাপ।কিন্ত চলে যাওয়াটাই স্বাভাবিক।

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

মাহমুদ০০৭ বলেছেন: উনার খবরটা শুনেই মন টা খারাপ হয়ে গেছে আজ । একটা অধ্যায়ের অবসান
ঘটল । উনাকে নিয়ে লিখেছেন বলে ভাল লাগল ।

ভাল থাকুন সেলিম ভাই :)
শুভকামনা রইল।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আমারো মন খারাপ হয়েছে।জীবনটা কত নাটকীয় সেই রাতে ইন্ডিয়ান বাংলা মুভি দেখছিলাম। অনেকদিন পর এমনটা দেখা ।আর মৃত্যু ও হলো সেই সময়ে।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০০

েশখ েসিলম বলেছেন: আমার ভীষন প্রিয় নায়িকা।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আমারো

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

রমিত বলেছেন: সুচিত্রা সেন - লাখো বাঙালীর হৃদয়ের নায়িকা
------------------------------ ডঃ রমিত আজাদ
Click This Link

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থই বলেছেন।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

লাবনী আক্তার বলেছেন: উত্তম সুচিত্রা খুবই প্রিয় এই দুজন মানুষ।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমারো।সুচিত্রা সেন সত্যি অনন্যা

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

সালাউদ্দিন আহমেদ ভোর বলেছেন: কিছু কথা অধরাই রয়ে গেল

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কথাগুলো এমনই হয় ।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

পরিবেশ বন্ধু বলেছেন: আলোচিত অনন্যা
স্বর্গ হোক তার প্রাপ্য
ধন্যবাদ পোস্টে

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

সকাল রয় বলেছেন:
বিদায় মহানায়িকা

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: বিদায় মহানায়িকা ।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

নীল ভোমরা বলেছেন: রমা দাসগুপ্তের জন্ম ১৯৩১ এর ৬ই এপ্রিল..... বিভিন্ন টিভি চ্যানেলে সেই রকমই-তো দেখলাম!

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে নীল ভোমরা। ভাল থাকবেন।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

কয়েস সামী বলেছেন: ভাল লাগা!

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুচিত্রা সেন অনেকেরই ভাল লাগা রুপে গুণে অনন্যা ।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩

ভিয়েনাস বলেছেন: প্রিয় মহানায়িকা সবার মনে চিরদিন বেঁচে রবে.....

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কিংবদন্তীরা বেচে থাকেন চিরদিন। তিনি সবার অনেক প্রিয় নায়িকা আর কিংবদন্তীও বটে।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০১

পাঠক০০৭ বলেছেন: সে.লু. ভাই কিরাম আছেন? কবিতা সুন্দর হইছে। সুচিত্রার বিদায়ে মন খারাপ হইছে অনেক। মৃত্যুর আগে তিনি স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন।

উনার ফেসবুক বা ব্লগে একাউন্ট থাকলে আপনি কি সুন্দর ইনবক্সে গিয়ে নাম্বার চেয়ে নিতে পারতেন। বলতে পারতেন দিদি তোমাকে এই পোষাকে ভালো লাগে, দিদি তুমি আবার মিংগেল হইবা না?

মনটা খারাপ! খুব খ্রাপ!।

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ইচ্ছে খাতা। যা ইচ্ছে হয় তাই :)

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা অপবাদ আরো বড় পাপ।

আমি জব করি। এত সময় ন ইআমার? সুচিত্রাসেনকে অশ্রদ্ধ করা অনুচিত। এমন কি কাউকে নয়।


কবিতাতে সত্য বলার চেষ্টা করা হয়েছে ।সেটা নিয়ে কথা বলাটাই ভাল হতো।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১০

ইসতিয়াক অয়ন বলেছেন: //রূপালী ফিতায় মেকি বিরহ - ভালবাসা-যৌবন
থেকে যায় দারুণ প্রত্যয়ে সুরক্ষিত//

রূপালী পর্দায় যে নারীদের দেখে প্রেমে পড়ে গেছি, তার মধ্যে তিনি একজন ! সুচিত্রা সেন !!

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রেমে পড়ার আর ভাল লাগার মতই নারী সুচিত্রা ।

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

ইখতামিন বলেছেন: বিনম্র শ্রদ্ধা

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা এই কিংবদন্তীর অভিনেত্রির জন্য ।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

নাছির84 বলেছেন: থেকে যায় যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে
যৌবনের লাল -নীল -শাদা
চোখ ধাঁধানো আলোক জ্যোতি
রূপালী ফিতায় মেকি বিরহ - ভালবাসা-যৌবন
থেকে যায় দারুণ প্রত্যয়ে সুরক্ষিত।
...যথার্থ লিখেছেন ভ্রাতা। সুচিত্রা বাঙ্গালির চিরকালিন নায়িকা।
মজার ব্যাপার হলো, উনি জন্মেছেন বর্তমানের সিরাজগঞ্জ জেলায়। কিন্তু শৈশবটা বেড়ে উঠেছে পাবনা জেলায়। বাড়িটা এখন ইমাম গাজ্জালি এন্ড কলেজ।
তার পাশেই আমার বেড়ে ওঠা ! অর্থাৎ আমি পাবনার ছাওয়াল।
শুভ কামনা। ভাল থাকবেন।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার এলাকার মেয়ে। আপনার এলাকার কিংবদন্তী

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফিকে হয়ে আসে পূর্ণিমার উজ্জ্বল জোছনা
রূপালী আলোকছটা মিলিয়ে যায় একসময়
বুঝি ধূসর হয়ে যাওয়াটা চিরন্তন নিয়ম
রংধনুর কোন রং আর অবশিষ্ট থাকেনা।




-----------------আসলেই রংধনুর কোন রং অবশিষ্ট থাকেনা।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সৃতি গুলো এমনই হয়।পৃথিবীর সব রং এভাবেই সিটে যায় ।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

মোঃ ইসহাক খান বলেছেন: মহানায়িকাকে নিয়ে লেখায় সাধুবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে কমেন্টে ধন্যবাদ ।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা লিজেন্ড শেষ হলো :(
কবিতায় ভালো হয়েছে সেলিম ভাই।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। এত বড় লিজেন্ড যার সংখ্যা নগন্য। উত্তম-সুচিত্রা অসাধারণ জুটি। বলতে গেলে আনপ্যারালাল।

তার সঞ্জীব কুমারের সঙ্গে দারুণ একটা মুভি আছে।

সেখানে একটা দারুন জনপ্রিয় গান আছে.......
তেরে বিনা জিন্দেগী সে কো ই শিকওয়া তো নেহি...শিকওয়া নেহি শিকওয়া নেহি....গানটা অনেকবার শুনেছি।

কমেন্টে ধন্যবাদ।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:

নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টার ইতি হয়
সবার সামনে এসে বিদায় নিতে হয়।
...

ভালো বলেছেন ।।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯

মিজানুর রহমান মিলন বলেছেন: সময়কে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন চিরকালীন এক শ্বাশ্বত অবস্থানে ।ডাগর ডাগর চোখ, নিস্পাপ চেহারা ,চমৎকার অভিনয়ে তিনি হয়ে ওঠেছিলেন অনন্য।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

জুন বলেছেন: উত্তম সুচিত্রা যেন মেড ফর ইচ আদার ।
রিনা ব্রাউনের চরিত্রটা আমার বেশী ভালোলেগেছিল ।
তবে সব চরিত্রেই তার অভিনয় অসাধারন ।
ভালোলাগলো তাকে নিয়ে স্বৃতিচারণ।
+

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: উত্তম সুচিত্রা যেন মেড ফর ইচ আদার । সহমত।

কমেন্টে ধন্যবাদ ।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: লেখার নামটা দেখেই পড়তে আগ্রহী হলাম।

সুচিত্রা সেনকে বোন আখ্যা দিতে পারে- এমন পুরুষমানুষ পাওয়া দুষ্কর।

তিনি আমারও মানসপ্রেয়সী , আবার আমার বাবা -চাচাদেরও প্রথম প্রেম। কালজয়ী এক চরিত্র।

কবিতায় ভাললাগা। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম।কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.