নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চারিদিকে হতাশারা বিচ্ছুরিত হয়
শিকড়বাকর ডালপালা ছেড়ে বেড়ে
ছড়িয়ে ছিটিয়ে বাঁকা হাসি দেয় ছুড়ে
এভাবে সন্ধ্যা নামে আঁধার ঘন হয়।
অশুভ পেঁচারা চারিদিকে —পাখা মেলে
প্রেতাত্নার ছুটোছুটি— শিৎকার দিয়ে
যেখানে প্রত্যাশার— শেষ আলো নিয়ে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রদীপ জ্বেলে।
এর থেকে পরিত্রাণ আছে সে কোন পথে
যেখানে হতাশারা বিবর্ণ হয়ে থাকে;
যেখানে উচ্চাশাগুলো ঘুমিয়ে থাকে
সেখানেই আলোক প্রভা শান্তির পথে।
উচ্চাশা গুলোকে দমিয়ে রাখতে হয়
তাহলে কাটে ঘোর— রাজ্যের সংশয়।
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। মাথায় থাকলো ।
০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: লাইনটা ঠিক করা হলো। তীর্যক>বাকা করা হলো ।
২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:২২
ক্লান্ত তীর্থ বলেছেন: এটা কি বস চতুর্দশপদী??
ভালো লেগেছে......
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারেন।
৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৮
এম এ কাশেম বলেছেন: চমৎকার
অনেক ভাল লাগা।
কেমন আছেন আনোয়ার ভাই?
০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
এক্সপেরিমেন্ট চলছেই তাহলে
০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রচেষ্টায় আছি।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এম্বিশন গুলো দমিয়ে রাখতে হয়
তাহলে কাটে ঘোর— রাজ্যের সংশয়।
ভালো লাগলো সেলিম ভাই। তবে, এখানে ‘এম্বিশন’ শব্দটা বেমানান লাগছে।
শুভেচ্ছা।
০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম ।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: রাজ্যের সংশয় দূর হোক !
শুভকামনা সেলিম ভাই !
০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন। স্বপনবাজ অভি ।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:১১
আফ্রি আয়েশা বলেছেন:
সংশয়হীন থাকা কঠিন . . .
সুন্দর কবিতা
০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:০২
ডট কম ০০৯ বলেছেন: উচ্চাশা গুলোকে দমিয়ে রাখতে হয়
তাহলে কাটে ঘোর— রাজ্যের সংশয়
উচ্চাশা দমিয়ে রাখলে বড় হব কি করে কবি?
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আমিও একমত। বড় হতে গেলে সুখ নে ই। সুখী হতে গেলে বড় হওয়া যায়না। এ যে গোলক ধাধা। গোলক ধাধার একটাতে পরতে হবে । আমার প্রিয় ব্লগার বোকামন এর মতো বলতে পারি এটা আমার বোকামন ভাবনা।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
মহিদুল বেস্ট বলেছেন: ভালো লেগেছে
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫
একজন আরমান বলেছেন:
সন্ধ্যায় বুঝি সকল হতাশা নামে কবি?
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সন্ধ্যাটাকে প্রতীক হিসেবে নিলাম।দিনের শেষ মানে তো সন্ধ্যা তাই না।
কমেন্টে ধন্যবাদ ।
১১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩
মামুন রশিদ বলেছেন: প্রচেষ্টার ফল অমৃত!
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
১২| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান সেলিম ভাই।
শুভ সন্ধ্যা।
০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:১১
পাঠক১৯৭১ বলেছেন:
" ছড়িয়ে ছিটিয়ে তীর্যক হাসি দেয় ছুড়ে "
-এই লাইনে ১৫ অক্ষর!