নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটি নতুন পতাকার পতপত করে উড়া
একটি বজ্র কন্ঠ ভাষণ
একটি মহাসমাবেশ
একটি জনসমুদ্র—একটি বিজয়মন্ত্র।
সুনামির আকারে একটি চেতনার ঢেউ
চেতনার জড়ো হওয়া।
অগ্নিঝরা দিন—ভীষণ কালোরাত
আহত ব্যাঘ্রের রুদ্র আর্তনাদ;
বাংলা মায়ের বুকে তীব্র আকুতি
“অধিকার নাই—অধিকার চাই”
“স্বাধীনতা নাই—স্বাধীনতা চাই”
শকুনীর কুমন্ত্র—রুদ্ধদ্বার ষড়যন্ত্র
একটি নিকষ কালো রাত
শত বুলেটের নিনাদ
প্রচন্ড বিস্ফুরণ
রক্তস্নাত ভূমি—অগ্নিদগ্ধ জনপদ।
একটি ঘোষনার দিন
একটি দৃপ্ত শপথ অমলিন;
একটি স্বপ্ন মুখর কবিতা
একটি রক্তস্নাত ইতিহাস—
সবকিছুতে গড়া স্মরণীয় একটি মার্চ—স্বাধীনতার আগমনী সেই গান
আগুনে আগুনে পোড়ে খাটি সোনা ,একাত্তুরের সেই মহান রক্ত সোপান।
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ১কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ কথা ইতিহাসের সাক্ষ্য
উত্তাল মার্চ স্বাধীনতার বাক্য
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ বন্ধু। একটু পরে ই ৭ মার্চ বঙ্গবণ্ধুর সেই মহান ভাষণ দেয়ার দিন।
ভাল থাকবেন।
৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০
উজবুক ইশতি বলেছেন: ভালো লাগা
হৃদয় ছোঁয়া
ঊত্তাল ৭১ কে মনে করিয়ে দিল
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: উত্তাল ৭১ এর মধ্যে দিয়ে এই দেশের জন্ম। এই মাসে স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন দিবস ৭ ই মার্চ ,২৫শে মার্চের কালো রাত্রি।কত ঐতিহসিক দিন।
অনেক ধন্যবাদ কমেন্টে ।
৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩২
হাতীর ডিম বলেছেন: চমৎকার
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২
মামুন রশিদ বলেছেন: একটি ঘোষনার দিন
একটি দৃপ্ত শপথ অমলিন;
একটি স্বপ্ন মুখর কবিতা
একটি রক্তস্নাত ইতিহাস—
এবারের সংগ্রাম- স্বাধীনতার সংগ্রাম ।
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
ভাল থাকবেন। কিছুক্ষণ পরে হয়তো বঙ্গবন্ধুর ভাষণ বাজতে থাকবে নগর জুড়ে। সেই মন্ত্রমুগ্ধ পাঠে মানুষের আবেগে চেতনায় ভেসে ওঠবে ৭১ এর অগ্নিঝরা দিন গুলির কথা ।
৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮
আমি সাদমান সাদিক বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম আনোয়ার ভাই ।।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮
মিজানুর রহমান মিলন বলেছেন: সবকিছুতে গড়া স্মরণীয় একটি মার্চ—স্বাধীনতার আগমনী সেই গান
আগুনে আগুনে পোড়ে খাটি সোনা ,একাত্তুরের সেই মহান রক্ত সোপান।
চমৎকার লিখেছেন !
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ঢাকা বাসী ।ভাল থাকবেন সবসময় ।
৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: সেলিম আনোয়ার ভাই অসাধারণ।
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
১০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
অধিকার নাই—অধিকার চাই
স্বাধীনতা নাই—স্বাধীনতা চাই
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৪
সুমন কর বলেছেন: সবকিছুতে গড়া স্মরণীয় একটি মার্চ—স্বাধীনতার আগমনী সেই গান
আগুনে আগুনে পোড়ে খাটি সোনা ,একাত্তুরের সেই মহান রক্ত সোপান।
ভাল লাগল।
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১
সাজিদ উল হক আবির বলেছেন: সেলিম ভাই, আপনার কবিতাটায় প্যানারমিক ভিউ আছে। এক কবিতায় তুলে এনেছেন পুরো অগ্নিঝরা সময়টুকু ।
অভিনন্দন।
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র প্রয়াস। কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: স্বাধীনতার ডাকে
************পরিবেশ বন্ধু
অন্যায় পদধলে ভজ্রকন্টে সজ্ঞানে
বাঙালী জাতী মাথা তুলে দাঁড়াবার জানে
শোষক স্বার্থান্বেষীদের হিংশ্র খেলি
জেগেছিল সারে সাত কোটি বাঙালি
আসে ৭ই মার্চ অগ্নিঝরা দিন
নেতার ভাষণ চির অমলিন
নহে অন্যায় চাই জাতীয় মুক্তি
বেড়ে যায় জনতার শক্তি
নেতা ছাড়ে ডাক
রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব
তবু এদেশ কে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ ।।
অধিকার আদায়ে স্বাধীনতার মন্ত্রে
বীর বাঙালী জাগে মহামন্ত্রে
পাকিস্তানি হায়েনা
ঝাপিয়ে পড়ে ঘুমন্ত মানুষের উপর
রক্তে ভেসে যায় ঢাকা শহর
বঙ্গবন্ধু গ্রেফতার হয়
মুক্তি পাগল জনতা একত্রিত হয়
করে পন
সাজে রনাঙ্গন
মুক্তি পাগল বাঙালি
বুকে লয়ে গুলি
শ্ত্রুর বিরুদ্ধে করে লড়াই
এরি মাঝে লাল সবুজের পতাকা ওড়াই
দীর্ঘ নয় মাস শেষে
কতনা মানুষের রক্তে ভেসে
এল কাংকিত স্বাধীনতা
জন্ম নিল বিশ্ব বুকে বাংলাদেশ , গৌরব গাথা
অজেয় বাঙালি
আর জ্বলজ্বলে রঙ্গিন ইতিহাসের পাতা ।
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। কবিতা। বন্ধু ভাল থাকবেন সবসময় ।
১৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০৬
উদাস কিশোর বলেছেন: মুগ্ধ পাঠ কবি ।
অনেক ভাল লাগলো
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৫| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭
বোধহীন স্বপ্ন বলেছেন: অগ্নিঝরা প্রতিটি লাইন।
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। অগ্নিঝরা প্রতিদিন।৭১ এর মার্চে। একেকটা দিন একেকটা মাইলফলক হয়ে আছে।
১৬| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩০
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ....
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ। শুভকামনা নিরন্তর ।
১৭| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫
এম এ কাশেম বলেছেন: চমৎকার সেলিম ভাই।
০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
১৮| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬
অদৃশ্য বলেছেন:
bah... chomotkar hoyese
Selim vai er jonno
shuvokamona...
০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আজ ঐতিহাসিক ৭ মার্চ। যার অবস্থান লক্ষকোটি বাঙারীর হৃদয়ে সোনার হরফে লেখা। পুরো মাস জুড়ে সৃষ্টি হয়েছে একের পর এক অমর কবিতা।যার মধ্যে দিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল।স্বাধীনতা দিবস ২৬ মার্চ। ২৫ মার্চ কালোরাত। আরও কত কী।
১৯| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পড়ার পর ভিতরে অন্যরকম কিছু অনুভব হচ্ছে। একটা বেগ, কিছু আবেগ।
ভাল লেগেছে।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাল্লাগলো।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা
২১| ০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২১
নাছির84 বলেছেন: ভাল লাগা এবং মুগ্ধপাঠ। কবিতায় গোটা মার্চকেই ধারন করেছেন কবি। শুভ কামনা।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।
২২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৮
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: খুব ভালো সেলিম ভাই। মার্চ মাসের আগুন ফুটে উঠেছে প্রতিটা লাইনে।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮
বেলা শেষে বলেছেন: সবকিছুতে গড়া স্মরণীয় একটি মার্চ—স্বাধীনতার আগমনী সেই গান
আগুনে আগুনে পোড়ে খাটি সোনা ,একাত্তুরের সেই মহান রক্ত সোপান।
Red Salam to you.