নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
গতরাত ছিল উদ্বিগ্নতায় ঘেরা
রাতের আধার শেষে—অগ্নি পরীক্ষা যেন শোকের কুঞ্জে ফেরা ।
অচেনা এক পরিবেশে —জটিলতর পরিবেশনা
ব্যর্থ হলে মাথা হেট — সেই আশংকায় ঘুমহীনা চোখে চলেছে বিস্তর গবেষণা।
নিত্যকার সব দুশ্চিন্তার ঝুলি
মাথায় করে ভর সংশয়ে শ্বাস ফেলি।
রয়েছি দূর দেশে মন পরে থাকে প্রাণপ্রিয় সেই স্বদেশে
যেটি হয়েছে মৃত্যুপুরী যেথায় যমদূত নিত্য উল্লাসে
গুম -হত্যা -অপহরণ আর সদা দূর্নীতির কালো ছায়া
নিরাপত্তার লেশমাত্র নেই — নেই ভালবাসা মায়া
সেখানেই সব প্রাণের প্রিয়রা রয়েছেন শঙ্কা মাথায় নিয়ে
এসব ভেবে কটছে সময় আশঙ্কার চাদর গায়ে
আমার শ্রদ্ধাভাজন বাবা —আমার গর্ভধারিণী মা
আমায় ভেবে তাদের সময় —নিত্য সূর্যপরিক্রমা
আমার হৃদয়হীনা !
যার ভালবাসায় পাগল এ মন বাজায় বিষাদ বীনা
সেই সে আকাশলীনা !
কেমন করে কাটছে সময় তাঁর এই আমি হীনা?
এত ভাবনা মাঝে
কঠিনতর লেখাপড়ার বাদ্য নিত্য বাজে
সেই সব শংকার যাতাকলে ভোর হয়েছে আজ নিদারুণ অবহেলে
গেলাম সে এক কষ্টি পাথর বনে
যাচাই সেথা হয়েছে আজ সকল সাধক গণে
আশংকা ছিল মনে
সব শংকা জয় করে
এফোঁড় ওফোঁড় হয়েছি যেন সবার প্রশংসা বানে
ছিল জটিলতর পরিবেশনা
মুগ্ধ উপস্থিতি সব করছিল মম বন্দনা
সেটি নাকী বেশ হয়েছে —যেন সে মধুর বর্ষণ কবিতার দ্যোতনা
মনটা হলো ভালো —টাপুর টাপুর বৃষ্টি মাথায় যেন এ মন সুখের পরশ পেল।
সকল শংকা ঠেলে নিদারুণ অবেহেলে সফলতা এলো
এত শংকা মনে !
সুখের পাখিরা থাকে যেথা নিত্য প্রহসনে
তবু স্বপ্ন এঁকে যাই
এমনি করে যদি সব সফলতার দেখা পাই!
২০ শে মে, ২০১৪ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: এটা স্টাটাস। একটা জটিল প্রেজেন্টেশনে পরফর্ম করার ওপর লিখা অকবিতা। আমার প্রেজেন্টেশন নাকি কবিতার মত উপভোগ্য হয়েছে। আহলাদিত হয়ে এ অকবিতা খানা সৃস্টি করেছি। ইংরেজী এসাইনমেন্ট যদি আবৃত্তি হয়ে যায় তা হলে এটি ও হয়ে যেতে পারে।
২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
২০ শে মে, ২০১৪ রাত ৮:৩০
সেলিম আনোয়ার বলেছেন: দীর্ঘদিন পর আপনার আগমন। সুস্বাগতম।
ভাল থাকবেন নিরন্তর।
৩| ২০ শে মে, ২০১৪ রাত ৮:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেলিম ভাই, কবিতার বাইরে একটা কথা বলি। যখন লিখবেন সাথে সাথেই ব্লগে দিবেন না। লেখার পর রেখে দিবেন। দুই তিন দিন পর কবিতাটা পড়বেন। তাহলে কোন ভুল ভ্রান্তি প্রথমে হয়ে থাকলে তা ধরা পড়বে এবং কবিতার বুনন ঠাসা হবে।
আপনার এই কবিতাটা কিছুদিন পর পইড়েন তাহলে দেখবেন আপনার চোখে কিছু ভুল ভ্রান্তি ধরা পড়েছে। এভাবে কাটাকুটি করেই একটা কবিতা দাঁড়ায়।
যা বললাম সবটাই আমার ব্যক্তিগত অভিমত। আপনি ট্রাই করে দেখতে পারেন অথবা এই কমেন্ট টোটালি ওভারলুক করে যান।
শুভ কামনা রইল।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপরামর্শে ধন্যবাদ।
এটা আমার নিজেরই কবিতা মনে হয়নি ।এটা স্টাটাস মাত্র!
আমার বোধ হয় ড্রাফটে আছে ২০০ উপর লিখা
তবে এটার অনুভুতি কালকেই থাকবে না।
শুভকামনা নিরন্তর ।
৪| ২০ শে মে, ২০১৪ রাত ৯:২২
মামুন রশিদ বলেছেন: প্রবাস জীবন আনন্দময় হোক ।
আহমেদ আলাউদ্দিন@ আপনার টিপস শুধু কবিতা নয়, ছোটগল্পের ক্ষেত্রেও কার্যকরী ।
২০ শে মে, ২০১৪ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রবাস জীবনে আনন্দ। মামুন ভাই সেটা কি করে।দেশের আইন শৃঙ্খলার খারাপ অবস্থা সবসময় টেনশনে থাকি আপনাদেরন সবাইকে নিয়ে।
শুভকামনায় ধন্যবাদ ।
৫| ২১ শে মে, ২০১৪ সকাল ৮:২৮
এহসান সাবির বলেছেন: কেমন আছেন কবি?
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি আপনি কেমন আছেন?
৬| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪০
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: শব্দটা এফোর উফোর নয়; এফোঁড় ওফোঁড় হবে খুব সম্ভবত। কবিতা ভাল লেগেছে। প্রেমিকের হৃদয়ের হাহাকার যদি প্রেমিকা বুঝত তাহলে সব ল্যাঠা চুকেই যেত।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করা হয়েছে ।
৭| ২১ শে মে, ২০১৪ রাত ৯:০৭
একজন ঘূণপোকা বলেছেন:
পুত্তুম প্লাস
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
৮| ২২ শে মে, ২০১৪ রাত ৩:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
ঢাকাবাসী বলেছেন: সুন্দর!