নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রুপোলি চরিত্র বাস্তবে রূপ দিতে
জুড়ি ছিল না তাঁর্
অভিনয় পেশা হিসেবে নেয়াটা তাই
ভুল ছিল না তাঁর।
হাসিয়েছেন প্রাণ খোলা হাসি মানুষেরে
আত্নকষ্ট গোপন করে,
কাঁদিয়েছেন একইভাবে প্রচন্ড পরাভবে
ট্রাজেডি সৃজন করে।
ভাষা আন্দোলনের বছর জন্ম তার
বাংলা মায়ের কোলে
একাত্তরে অস্ত্র ধরেছেন দেশের তরে
জীবনের মায়া ফেলে।
কন্ঠে তার যাদু ছিল হাসিতে বিস্ময়
হাটা চলাতে আভিজাত্য ছিল দেখেছো নিশ্চয়।
অভিনয় তার রক্তে মিশে হয়েছিল আত্নহারা
দুচোখের পাতায় অশ্রু আটকে এ কেমন ট্রাজেডিধারা!
দর্শনে তা কেঁদে একাকার সবার চোখে অবিরাম অশ্রুধারা।
পিঠটি তার অভিনয় করে বেকে যেতো কত ঢঙে
সংলাপে তার দর্শক মনে সুধা ছড়াতো রঙে রঙে।
তার যাদুতে ভিলেনও হয়েছে নায়ক নায়কের কদর নেই
তার বিজয়ে সকলে খুশি স্বার্থকতা সেখানেই।
নির্দ্বিধায় তিনি অভিনয়ের রাজা ;কোন প্রতিদ্বন্ডি নেই
মরেও তাই অমর হয়েছেন — কোন সন্দেহ নেই:
তার মরণে ব্যথিত সবে সবার চোখে বয়েছে অশ্রু নদী
সবার অতি প্রিয় অভিনেতা তিনি হুমায়ূন ফরীদি।
-----------------------------------------
ফরীদির জন্মদিন ২৯ মে ঢাকা জেলায়।তার অভিনয় নিয়ে বলতে গেলে পাতার পর পাতা লেখা যাবে।তার ঘটনা বহুল জীবন রূপালী পর্দার গ্ল্যামারকেও হার মানায়।সেলিম আল দ্বীনের মত বিখ্যাত বক্তির প্রশংসার ডালি নিয়ে তার অভিনয় জীবনের বর্ণিল শোভাযাত্রা। তার অনন্য বৈশিষ্ট্য আর যোগ্যতার কল্যানে সমসাময়িক সবাইকে ফেলে তিনি হয়ে যান কিংবদন্তীর অভিনেতা।হয়ে যান অভিনয়ের মানদন্ড।কোন অভিনেতা নাটকে ভাল অভিনয় করলে বলা হয় তিনি ফরীদির মত অভিনয় করেছেন।কিংবা ফরীদির কাছাকাছি অভিনয় করেছেন।কোন মাধ্যমে তিনি সবচেয়ে ভাল করেছেন? এর উত্তরে অনেকেই বলতেন মঞ্চের ফরীদি অতুলনীয়।এরপর আসবে টিভি নাটকের অবস্থান। এরপর বাংলা সিনেমা।যেখানে খল চরিত্রে অভিনয় করে তিনি খল অভিনয়ের ধারণাই পাল্টে দিয়েছেন।অভিনয়ে তার নিমগ্নতা ছিল অসাধারণ।তার অভিনিত প্রিয় চরিত্র ছিল কানকাটা রমজান ।যেটির কথা তিনি নিজেই বলেছেন।বিবাহ,মহুয়ার মন, সাত আসমানের সিড়ি প্রভৃতি নাটকে তার অনবদ্য অভিনয় তাকে দারুণ দর্শক প্রিয়তা এনে দেয়।বেশ কয়েকটি ধারাবাহিক যেমন সংশপ্তক, কোথাও কেউ নেই,পাথর সময়,কাছের মানুষ ইত্যাদি ধারবাহিক নটকে চমৎকার অভিনয় করেছেন।প্রায় সবধর্মী চরিত্রে দারুণ অভিনয় করে চৌকস অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।কমেডি ,ট্রাজেডি,রুমান্টিক ,এন্টি হিরু বা খলনায়ক সব কিছুতে অভিনয়ের নতুন মানদন্ড দাড় করাতে সক্ষম হয়েছেন ।তার অভিনয় দেখা সত্যি উপভোগ্য একটা ব্যাপার।সিনেমাতে ভিলেইন হিসেবেই তার প্রধান পরিচিতি হলেও চরিত্র অভিনেতা হিসেবে বেশ সুনামও কুড়িয়েছেন। সন্ত্রাস,বিশ্বপ্রেমিক, ভন্ড,অপহরণ ,ঘাতক, কমান্ডার ইত্যাদি বাণিজ্য ধারার চলচ্চিত্রের পাশপাশি আহা, শ্যামল ছায়া,জয়যাত্রা ,দহন ইত্যাদি ছবিতে পজেটিভ চরিত্রে দারুণ অভিনয় করেছেন।সিনেমাতে অভিনয় করে তিনি সাধারণ মানুষের, সিনেমাপাগল দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করেন ।চন্দ্রগ্রস্তের মত চমৎকার কিছু টিভি নাটকও তিনি নির্মান করেছেন।উপস্থাপনা করেছেন আনন্দ মেলা, ক্রিকেটের উপর নির্মিত অনুষ্ঠান।ক্রীড়া অনুরাগী ফরীদি আর্জেন্টিনার খেলা সমর্থন করতেন।তার ব্যতিক্রমী কন্ঠযাদু ,অসাধারণ অভিনয় শৈলী প্রচন্ড হিউমার তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।বাংলা অভিনয় শিল্প যতদিন থাকবে ততদিন ফরীদি থাকবেন ধ্রৃবতারার মতন।আজকের এই দিনে আমার প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদিকে নিরন্তর শুভকামনা আর শ্রদ্ধাঞ্জলী । আর উৎসর্গ করছি আমার এই সামান্য কবিতা খানি ।
২৯ শে মে, ২০১৪ রাত ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। ফরীদি একজন অসাধারণ প্রতিভাবান মানুষ ছিলেন। দেশপ্রেমিক ছিলেন। আমরা যেনো তাকে ভুলে না যাই। তার মাগফিরাত কামনা করি।শুভকামনা করি ।
২| ২৯ শে মে, ২০১৪ রাত ১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা । যেখানেই থাকুন ভালো থাকুন।
২৯ শে মে, ২০১৪ রাত ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ফরীদি সুখে থাকুন না ফেরার দেশে।
অনেক তথ্যবহুল পোস্ট করা যেত সময়ের অভাবে করা গেল না।
তাই অসাধারণ একজন মানুষকে এমন সাধারণ ভাবে স্মরণ করা হলো ।
তার অভিনয়ের একেকটি অংশই কবিতা হয়ে ওঠতো। সে রকম কবি আর এখন পাওয়া যায় না ।
৩| ২৯ শে মে, ২০১৪ রাত ১:২৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার কবিতার মাধ্যমেই জানাই এ মহাত্মাকে শ্রদ্ধাঞ্জলি ৷
ভাল থাকুন তিনি ৷
২৯ শে মে, ২০১৪ রাত ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: তাকে তুলনা করা যায় আর পাচিনো ডস্টিন হফম্যান প্রমুখ বিখ্যাত অভিনেতাদের সঙ্গে ।ফরীদি ছিলেন একজন কম্প্লিট এক্টর। হয়তো বঙ্গোপ সাগরের তীরের একমাত্র সমপূর্ণ অভিনেতা। তার জন্য শুভকামনা ।আল্লাহ তায়ালা তার বেহেশত নসীব করুক এই প্রার্থনা থাকলো ।
৪| ২৯ শে মে, ২০১৪ রাত ১:৫৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট।
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকানা ।
৫| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪
নিসঙ্গ স্বপ্নদেব বলেছেন: ফরিদীর জন্মদিনে এ্ই একটি মাত্র পোস্ট ।দুঃখ জনক সামু ব্লগের জন্য।
ফরীদির জন্য শ্রদ্ধাঞ্জলী ।
৬| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো। আমিও ফরিদীর ভক্ত।
অ.ট.-আড্ডায় আপনাকে মিস করি।
২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আর আমি পুরো আড্ডাটাই মিস করি ।
৭| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৪২
আমি তুমি আমরা বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা । যেখানেই থাকুন ভালো থাকুন।
৮| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫৭
হাতীর ডিম বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা।
৯| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৩
হৃদয় রিয়াজ বলেছেন: খুব ভাল লাগলো দাদা। আমাদের অনবদ্য কিংবদন্তীরা কেন যেন অকালেই হারিয়ে যান।
যেখানেই থাকুন ভাল থাকুন স্যার...
২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। তাকে নিয়ে আমাদের উন্মাদনা নেই। কোথাকার কোন কেনেডি তাকে নিয়ে মেতে আছে সবাই ।
১০| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় অভিনেতার প্রতি রইল হাজারো শ্রদ্ধাঞ্জলী।
১১| ২৯ শে মে, ২০১৪ রাত ১০:৫০
রক্তপলাশ বলেছেন: সংশপ্তক দেখে তার ভক্ত হয়েছিলাম।সবশেষ দেখেছিলাম “আরমান ভাই” নাটকের সিক্যুয়েলে।তার মতো আর কেউ আসবে না।আর দ্বিতীয় হুমায়ুন ফরিদী আমি চাইও না।গ্রেট একজনই থাকা উচিত।
৩০ শে মে, ২০১৪ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সংশপ্তকে তারিন আর মালু ক্যারেকটার ভাল লেগেছিল।তারাও ছোট ছিল। সবাই কানকাটা রমজানের প্রশংসা করতো কেন করতো বুঝতাম না লোকটা ছিল খুব খারাপ।হুমায়ূন আহমেদের নাটকে তার উপস্থিতি লজিং মাস্টারের চরিত্রে দারুন ভাল লেগেছিল তার অভিনয় ।মহুয়ার মনে তার অভিনয় হৃদয় ছুয়ে গেল......রুমান্টিক হিরু হিসেবেও তিনি এক নম্বর।তাই তাকে শেষ পর্যন্ত দর্শকরা হিরু হিসেবে ই দেখতে চেয়েছেন।নাটকের ফরীদি ছিলেন সবার কাছে বেশি পছন্দের ।
১২| ৩০ শে মে, ২০১৪ রাত ১:৪০
পংবাড়ী বলেছেন: হুমায়ুন ফরিদীর জন্য শ্রদ্ধা।
উনাকে স্মারন করে কবিতা লেখাটা খুবই প্রশংসনীয় কাজ।
১৩| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই হুমায়ুন ফরিদি একজন বড় মাফের অভিনেতা ।। পোস্টে +
১৪| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:৪২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা, সুন্দর লিখছেন
১৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:০২
লিরিকস বলেছেন: ++
১৬| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:১৬
এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।
+++
১৭| ৩১ শে মে, ২০১৪ রাত ১:২৪
মামুন রশিদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা প্রিয় ফরীদি ভাই ।
১৮| ৩১ শে মে, ২০১৪ রাত ৯:০২
একজন ঘূণপোকা বলেছেন: নির্দ্বিধায় তিনি অভিনয়ের রাজা ;কোন প্রতিদ্বন্ডি নেই
মরেও তাই অমর হয়েছেন — কোন সন্দেহ নেই:
তার মরণে ব্যথিত সবে সবার চোখে বয়েছে অশ্রু নদী
সবার অতি প্রিয় অভিনেতা তিনি হুমায়ূন ফরীদি
১৯| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:০৮
আহসানের ব্লগ বলেছেন: মানুষটাকে নিয়ে আমাদের ভেতরে চর্চা একদমই নেই
২০| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:৩৮
গোঁফওয়ালা বলেছেন: এই লোকটা নাই মনে আসলে আমি আবেগ ধরে রাখতে পারি না। তাঁর মাপের একজন অভিনেতার জন্য ভালো একটা স্ক্রিপ্ট কেউ তৈরি করলো না এই আপসোস আমার বহুদিনের, (আমি এটা আমার বন্ধুদের বলেছি)। নিঃসন্দেহে তিনি আমার প্রিয় ভিলেন! প্রিয় অভিনেতা।
ধন্যবাদ আপনাকে। তাঁকে নিয়ে একটা ডকু-ফিচার টাইপের লেখা লিখবো এই ইচ্ছা অনেকদিনের। গাধা টাইপ লেখকতো, এখনো পারি নাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৪ রাত ১:০৪
সুমাইয়া আলো বলেছেন: সুন্দর পোস্ট আনোয়ার ভাই।
যেখানেই থাকেন না কেন হুমায়ন ফরিদি ভাই ভাল থাকুন, এটাই আল্লাহর আছে কামনা।