নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফুটবল উৎসব

০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:১৯





বত্র্রিশ পতাকা একটাই শিরোপা

মেতে সবে উচ্ছ্বাসে কার কত ক্ষমতা।

মাঠে খেলা গড়ানোর আগে তাই জল্পনা

কার খেলা লাগে ভাল কোন দল ভালনা।

গোল করার ব্রত মনে বাইশ মাঝি মাল্লায়

এক খানি বল নিয়ে মেতে উঠে পাল্লায়

পায়ের জাদুতে দর্শক মুগ্ধ

টার্গেটে না গেলে বল হয়ে ওঠেন ক্ষুব্ধ

রুপসী রমনীর চেয়েও আকর্ষণ বেশি তার

কত লাখো মানুষের বুকে বাজে হাহাকার।

এক দল জিতে যায় বাকী একত্রিশ বিফলে

এক দল মাতোয়ারা বাকী সব সব ফিকে যে!



তারপর ও থেমে নেই লাখো কোটি জনতা

গুঞ্জনে কলরবে জমে যায় আড্ডা



এই খেলা কেন্দ্র করে ঘটে কত ঘটনা

মল্লযুদ্ধ তর্কযুদ্ধ মিলন-বিচ্ছেদ রটনা।



ব্রাজিল আর্জেন্টিনা স্পেন নাকি ইটালী

কোন দল বেশি ভালো মেতে তাই সকলই

রোনাল্ডো মেসি আর নেইমার বন্দনায়

ফুটবল অনুরাগীদের দিন যায় রাত যায়

কথায় জিতে লাভ নেই জানে ফুটবল জনতা

তবু তারা থেমে নেই মুখে তাই বন্দনা বারতা

অন্ধভক্তের আছে খোঁড়া যুক্তি

তাদের মতে হলে মত তবেই মেলে মুক্তি

ফুটবলের জ্বরে যেন কাঁপে সারা বিশ্ব

ফুটবলে সোনার হরিণ না পেলে সব নিশ্ব

পেলে নাকী মেরাডোনা এই নিয়ে ইতিহাস

জিদানই নাকি সেরা তাই নিয়ে উচ্ছাস

রুমারিও ব্যাজিও মার্কো ভ্যান বাস্তেন

বিশ্বকাপ মওসুমে কত নাম যে আসছেন

শত শত ক্যাচালে মুখর আছেন সকলে

নিজ দল হেরে গেলে সবকিছু বিফলে।



তবু তারা মেতে থাকেন আর্জেন্টিনা আর ব্রাজিলে।





ছবি নেট ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৭

ইষ্টিকুটুম বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। খুব ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:১০

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: দারুন লিখেছেন।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর ফুটবল অনুরাগীদের জাম্পেশ কথার লড়াইয়ে খেলান মাঠের মতই উদ্দীপনা থাকে ।

৩| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সাজিদ উল হক আবির বলেছেন: ১। প্রিয় সেলিম ভাই, আপনার কবিতার যে দিকটা ভালো লাগে তাহল আপনি সময়োপযোগী বিষয় নিয়ে কবিতা লেখেন। এটা খুবই প্রশংসনীয় একটি দিক।

২। গোল করার ব্রত মনে বাইশ মাঝি মাল্লায়
এক খানি বল নিয়ে মেতে উঠে পাল্লায় - জোস লাগলো :)

৩। ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি স্পেন চতে পারে, কিন্তু ইতালি ভুয়া X( কারণ আমি ফ্রান্সের সাপোর্টার

৪। জিদান সবার সেরা :)

ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ইটালীর খেলা আমার ভাল লাগেনা। খোড়া পায়ে ল্যাংরিয়ে ল্যাংরিয়ে কাপ জিতার ইতিহাস তাদেরই আছে।

ফ্রান্সে ম্যাচ উইনার নেই। জিডান অধ্যায়ের সমাপ্তি হলো ।তিনি ফুটবল ক্যারিশ মিশেলকে প্লাতিনিকে হার মানিয়েছেন।

অনেকের কাছে তিনিই সেরা খেলোয়াড়।
২০০৬ বিশ্বকাপ জিতলে দাবীটা আরো শক্তিশালী হত।
ইতালী টিমের ঘৃণ্য ট্রিকস তা হতে দেয়নি। তাই তার বিদায় হয়েছে বেদনা বিধুর ।ট্রাজিক হিরু হলেন জিডান। মাতারাজ্জিকে দেয়া হেড মনে থাকবে। মাতারাজ্জিরা কাপ জিতে যায়। মানুষের মনে জায়গা করে নেন জিডান রুমারিও ম্যারাডোনা পেলেরা ।রোমারিও হিরু হতে পারতেন।কিন্ত তাকে নেয়া হয়নি ৯৮ আর ২০০২ বিশ্বকাপে। সেও আরেক ট্রাজেডি।কোচ স্কলারীর অন্ধকার অংশটা শুধুই রোমারিওকে ঘিরে।

৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩০

আরুশা বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন তো। প্লাস রইলো ++++

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা। আপনি কোন দলের সমর্থক ।

৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম! বেশ লেখা ...
ভালোলাগা জানিয়ে গেলাম ...

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ। শুভকামনা ।

৬| ০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি ভাই ব্রাজিল দলের সমর্থক :)

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমার হিসেবে ব্রাজিল জেতার চান্স ৯০%। আর্জেন্টিনার অবস্থা তেমন সুবিধের হবে না ।

৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ২:৩৫

পংবাড়ী বলেছেন: খেলার উপর সুন্দর কবিতা হচ্ছে, সুন্দর বর্ণনা হচ্ছে; পতাকা উড়ছে; আমরা খুশী; কিন্তু আমরা খেলতে পারি না কেন?


২০১৮ সালে আমরা খেলবো!

০৭ ই জুন, ২০১৪ সকাল ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ্

৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ২:৩৬

পংবাড়ী বলেছেন: ২০১৮ সালে আমরা খেলবো; আমি ভুলে গেলে ৬ মাসর ভেতর একটু মনে করায়ে দেবেন।

০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: মনে করিয়ে দেয়ার চেষ্টা করবো।

৯| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

কালের সময় বলেছেন: যাই বলেন ভাই আমি ছোট থেকেই যে দলই একতু দূর্বল আমি তারই সাপতার
তাই বরাবরে মত এবার ব্রাজিলের সাপতে আছি

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: দূর্বল ব্রাজিলদল ? কাপ জেতার মত শক্তি তাদের আছে। ইউরোপীয়ান পাওয়ার ফুটবলের বিরুদ্ধে ল্যাটিনদেরই জয় হবে। তবে অনেকের অভিযোগ ব্রাজিল আগের মত শৈল্পিক খেলা খেলে না।স্পেনই নাকি এখন আগের ব্রাজিলের খেলা খেলে। এবারা জার্মানী অনেক শক্তি শালী দল ।

১০| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯

অর্থনীতিবিদ বলেছেন: সময় উপযোগী কবিতা। ছন্দটাও ভালোই মিলিয়েছেন। এক কথায় সুখপাঠ্য। আর বিষয়বস্তু নিয়ে কী বলবো! পাঁচদিন পর থেকে তো চাক্ষুস দেখাই যাবে।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

ঠিক বলেছেন ক্রীড়ামোদী সবাই উন্মুখ হয়ে আছেন সেই মুহুর্তের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.