![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
(ভোলাগঞ্জ পাথর কোয়েরিতে পাথর সংগ্রহে দুই শিশু)
আজকের এই দিনটিতেও জীবিকার তাড়নায়
অনেক শিশু ভাঙছে ইট মাঠে -ঘাটে- রাস্তায়।
অনেকে মরছে খেটে অন্যের রাজপ্রসাদে
এই জীবন বৃথা তাদের কাটে শুধু বিষাদে
ঘুমোনোর জায়গা নেই মাথার উপর ছায়া নেই
_________অনিশ্চিৎ ভবিষ্যতের টুপি মাথায়
কঠিন নিয়তির ক্রীড়নক হয়ে — তারা খোলা রাস্তায়।
বঞ্চনা নির্যাতনে নিয়মিত উপহাসে
তাদের বেচে থাকা ঘাম আর শ্রমমাখা বিষাদের কাব্যে।
তাদেরও যে অধিকার আছে অন্ন বস্ত্র বাসস্থানের
তাদেরও যে অধিকার আছে লেখাপড়া বিনোদনের।
এসব অধিকার তাদের আজও পদদলিত
তাই তারা এখনো নিদারুন অবহেলিত।
তাদের ঘিরে গল্প কবিতা আর শুধু গান হয়
বাস্তবের পৃথিবীতে জীবন তাদের ছলনাময়।
এত ছবি এত গানে বিবেকের কড়া নেড়ে হয়েছে হয়রান
তারপরও রাস্তাঘাটে তাদের জীবন অবসান।
আমাদের উৎসবে তারা ক্রীড়নক মাত্র
দুধে ভাতে সন্তান মোদের— তারা অপাত্র।
তাই তারা খেটে খেটে আজো থাকে ক্লান্ত
তাদের এই অযাচিত শ্রম হত যদি ক্ষান্ত ।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কিন্তু এভাবে চলতে পারে না। সঠিক পরিচর্যা পেলে ওরাও দেশের সম্পদ হতে পারতো ।
১ম কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ ।
২| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯
একজন ঘূণপোকা বলেছেন:
বঞ্চনা নির্যাতনে নিয়মিত উপহাসে
তাদের বেচে থাকা ঘাম আর শ্রমমাখা বিষাদের কাব্যে
*************************************
তাদেরও যে অধিকার আছে অন্ন বস্ত্র বাসস্থানের
তাদেরও যে অধিকার আছে লেখাপড়া বিনোদনের।
***************************************
তাই তারা খেটে খেটে আজো থাকে ক্লান্ত
তাদের এই অযাচিত শ্রম হত যদি ক্ষান্ত ।
*******************************
প্রতিটি লাইনই অসাধারন হয়েছে, তাদের কষ্টের কথা সুন্দর করে বর্ণনা করেছে।
আমরা আসলে নিজেদের নিয়ে অনেক ব্যস্ত, এদের প্রতি নজর দেয়ার মত সময় আমাদের নেই।
[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/ghunpoka13_1402567668_1-Child_labor_Bangladesh.jpg
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ভাল লাগা।
এভাবেই চলছে তাদের জীবন ।
৩| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪০
রোদেলা বলেছেন: ছবিগুলো কষ্টে ভরা। লেখাতেও কষ্টের ছন্দ।।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এটা নির্মম সত্য। প্রিয়তে নিয়েছেন কবিতাটি তাই বেশি ভাল লাগলো ।
৪| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই লেখাটা ভীষণ ভাবে ছুঁয়ে গেল। শিশু শ্রম বন্ধ হোক !
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: শিশু শ্রম বন্ধের সঙ্গে জীবনের নিরাপত্তাও তো লাগবে ।মৌলিক চাহিদা গুলির নিরাপত্তাও থাকতে হবে ।
৫| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে , আমরা তার তরে একটি সাজানো ভুবন চাই....সব শিশুর নিরাপদ সুন্দর শৈশব হোক।
তাদের ঘিরে গল্প কবিতা আর শুধু গান হয়
বাস্তবের পৃথিবীতে জীবন তাদের ছলনাময়।
কথাগুলো মন ছুঁয়ে গেল ভাইয়া।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৬| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এই দায় আমাদের সকলের।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। তারপরও কর্তা ব্যক্তিদের দায় সবচেয়ে বেশি।
৭| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
প্রবাসী পাঠক বলেছেন: যে বয়সটাতে ওদের থাকার কথা ছিল স্কুলে। যে বয়সটাতে ওদের মেতে থাকার কথা ছিল বন্ধুদের সাথে খেলার মাঠে। কিন্তু ওদের থাকতে হয় রোজগারের চিন্তায়। দু মুঠো ভাতের জন্য ওদের করতে হয় আমানুসিক পরিশ্রম। রাষ্ট্র , সমাজ এবং ভাগ্যদেবতা কেউ ওদের মুখের পানে তাকিয়ে দেখে না।
কবিতায় প্লাস সেলিম ভাই।
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: গল্প কবিতায় সিনেমাতে ওরা হিট।
বাস্তবে তাদের নিয়ে সরকারের কোন পরিকল্পনা আছে কি না জানা নেই।আনন্দ স্কুল নামে একটা প্রশিক্ষন কর্মশালা আছে বোধ হয়। তবে সেটা কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারছে কে জানে।
৮| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: এ দায় আমাদের সমাজ ও সকলের
তাই এর দায়মুক্তি আমাদের কেই বহন করতে হবে ।।
১২ ই জুন, ২০১৪ রাত ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: সহমত কবি ।
৯| ১২ ই জুন, ২০১৪ রাত ৯:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর এবং সময়োপযোগী কবিতা
কবিতার বক্তব্য বিস্তৃত হোক শোষকের মনে!
১২ ই জুন, ২০১৪ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । ভাল থাকবেন সবসময় ।
১০| ১৩ ই জুন, ২০১৪ রাত ২:০১
পিয়ালী দও বলেছেন: সুন্দর কবিতা...ভাল লাগল
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:২০
মামুন রশিদ বলেছেন: শিশুদের নিরাপদ বিকাশ চাই । চাই আনন্দময় বেড়ে উঠা ।
১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত
১২| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২০
ঢাকাবাসী বলেছেন: এদের জন্য ভাবার লোকের বড় অভাব। তৃতীয় বিশ্বে শাসক গোষ্ঠি প্রথমে ভাবলে মধ্যবিত্তের সাড়া দিতে সুবিধে হয়। সুন্দর লেখা।
১৩ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সত্য বলেছেন। আপনার সঙ্গে একমত।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
১৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদের সকলকেই এর দায় নিতে হবে।।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।
১৪| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:২০
এহসান সাবির বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৫
ডরোথী সুমী বলেছেন: 'এত ছবি এত গানে বিবেকের কড়া নেড়ে হয়েছে হয়রান
তারপরও রাস্তাঘাটে তাদের জীবন অবসান।' সত্যিই, কিছুতেই কিছু হবেনা।ওদের অবস্থা একই রকম থেকে যাবে।