নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মিলনের অনভিপ্রায়

২৭ শে জুন, ২০১৪ রাত ৮:০০





সোৎকন্ঠ আহবানে নির্বেদ্য ইশারা

আশংসু হিয়াতে অভিশঙ্কা ধারা

আলোড়িত ধরণী আর প্রফুল্ল শশি

তবু বিসন্নতা ঘিরে এ হৃদয় যেন দূরদ্বীপবাসী

নির্জীব মরুর অবসাদে

সংহরণ জোটে মম ইদুর ললাটে

ধরণীটা আমার পরিপোষণে তোমার

হয়ে যেত প্রায় স্বর্গালোকের আধার।



অলীক সে অভিলাষ!



তাই নিয়ত এই ভাগ্যের নির্মম পরিহাস

শুধু অপারগতাই লেখা ছিল বুঝি ললাটে

যেন নরকজ্বালা হল সার

তাই চাতকের এ ধূসর বুকে

সাগরের মত নীলে সুনামীর প্রলয়ভার।



তবু ভাবি বসে নিরালায়

এ হৃদয়ের করিডোরে

দূর করে এ প্রাণের বিরহ সম্ভার;



ভেঙে যাওয়া এ বুকের পাঁজরে

কদমে কদম ফেলে

আঙুলে আঙুলে ছুঁয়ে

কোন এক আকুতি ঘিরে

হত যদি অভিষেক তোমার।



সুখের প্রদীপ জ্বেলে লিখা হত অভিধান

তাই এ অযাচিত অরাতিদমনে প্রাণের অভিলাষ

পাখির নরম পালকে মুক্ত হাওয়ায়

বাস্তবতা পেত যদি মিলনের অনভিপ্রায়।



মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: মিলনের অনভিপ্রায় ভাল লাগল
হৃদয়ের করিডোরে এবার কাউকে যোগ করে নিলেই হয় কবি ।

২৭ শে জুন, ২০১৪ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা

২| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর ।

২৭ শে জুন, ২০১৪ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:২৮

একজন ঘূণপোকা বলেছেন: সোৎকন্ঠ মানে বুঝি নাই!!


সুন্দর কবিতা। প্লাস

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: উৎকণ্ঠা নিয়ে...কাপা কাপা স্বরে।

কমেন্টে ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৫১

ঢাকাবাসী বলেছেন: প্রথম প‌্যারাতে হিব্রু পেলুম নাকি? ভাল লাগল।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম প্যারাতে খাটি বাংলা শব্দ ব্যবহার করেছি। কিছুটা জটিল।তবে বাংলাভাষার নতুন শব্দ জানার ক্ষেত্রে কার্যকরী ।

২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৫| ২৮ শে জুন, ২০১৪ রাত ২:৩২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার উপভোগ্য কিছু শব্দচয়ন .....
আর মনোজ্ঞ উপস্থাপনা পোস্টটাকে আরো সুন্দর করে তুলেছে ....

কয়েকটা অংশ তুলে ধরছি, যেগুলো বেশি ভালো লাগলো ....

সোৎকন্ঠ আহবানে নির্বেদ্য ইশারা
আশংসু হিয়াতে অভিশঙ্কা ধারা
আলোড়িত ধরণী আর প্রফুল্ল শশি
তবু বিসন্নতা ঘিরে এ হৃদয় যেন দূরদ্বীপবাসী
নির্জীব মরুর অবসাদে
সংহরণ জোটে মম ইদুর ললাটে
ধরণীটা আমার পরিপোষণে তোমার
হয়ে যেত প্রায় স্বর্গালোকের আধার


এবং

তাই নিয়ত এই ভাগ্যের নির্মম পরিহাস
শুধু অপারগতাই লেখা ছিল বুঝি ললাটে
যেন নরকজ্বালা হল সার
তাই চাতকের এ ধূসর বুকে
সাগরের মত নীলে সুনামীর প্রলয়ভার
-এটা বেস্ট!!

২৮ শে জুন, ২০১৪ ভোর ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৮ শে জুন, ২০১৪ রাত ২:৩৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্লাস দিয়ে মার্ক করে গেলাম ...
ভালোলাগা নিরন্তর ..

২৮ শে জুন, ২০১৪ সকাল ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। ভাল থাকবেন ।

৭| ২৮ শে জুন, ২০১৪ রাত ২:৩৮

হাতীর ডিম বলেছেন: সুন্দর :)

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২৮ শে জুন, ২০১৪ সকাল ৮:১০

মামুন রশিদ বলেছেন: কবিতার শব্দ চয়নে উনিশ শতকীয় ফ্লেভার পেয়েছি ।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগার কিছু শব্দ ব্যবহার করেছি। যেগুলোর ব্যবহার অপ্রতুল অথচ শুনতে চমৎকার।

কমেন্টে ধন্যবাদ মামুন ভাই।

৯| ২৮ শে জুন, ২০১৪ সকাল ৯:২৬

জুন বলেছেন: আরিব্বাস দারুন দারুন সব শব্দ আর উপমার ব্যবহারে অসাধারন এক কবিতা সেলিম আনোয়ার।
+

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ জুন আপু। ভাল থাকবেন সব সময় ।

১০| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:২২

চন্দ্রমানব বলেছেন: লেখা, দেখা, শেখা সব কিছুই এর ভিতর আছে। অনুজ হে ভাল লাগলো সব কিছু।

২৯ শে জুন, ২০১৪ ভোর ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।ভাল থাকবেন।

১১| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগল।

২৯ শে জুন, ২০১৪ ভোর ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।

১২| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রথম অংশ বেশি ভালো লাগছে

২৯ শে জুন, ২০১৪ ভোর ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম অংশটা লিখতে সময় নিয়েছি অনেক বেশি।বাকী অংশ সহজ করে দিয়েছি।
ভাললাগায় ধন্যবাদ ।

১৩| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বরাবরই আপনি খুব ভালো লিখেন।

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

অকবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

১৪| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৬

ডট কম ০০৯ বলেছেন: ফিনিশিং দারুন হইছে।

আপনার শব্দভান্ডার অনেক সমৃদ্ধ বোঝা গেল এই কবিতা পড়ে।

ভাল থাকুন লিখতে থাকুন।

০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। সহজতর শব্দ ব্যবহার করে মজা্ পাই।

১৫| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:০৩

আমি গাঙচিল বলেছেন: ভালও লাগল ++++++++

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৬| ০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

লিরিকস বলেছেন: +

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ লিরিকস কেমন আছেন ?

১৭| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১:২৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে ...

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কিসের সংকলন???


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.