নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুঃখ আর লজ্জা

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩১





_________________দুঃখ আর লজ্জা

___________দুটোই পরিতাপের বিষয়

______অপারগতায় মানুষ শোকার্ত হয়।



____ তবে এই শোকও অর্থবহ হয়ে ওঠতে পারে

__ব্যর্থতায় পর্যবসিত জীবন ঘুরে দাড়াতে পারে

__এমনকি ব্যর্থতা সাফল্যের সোপান হতে পারে

পরাজয় জয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারে।



দুঃখহীন জীবন অনেক সময় শ্রীহীন রমনীর অবয়বেরর মত জৌলুসহীন।



_________ভাগ্যের নির্মম পরিহাসে অামোঘ পরিণতি

____________মেনে নিয়েও জীবন থেমে থাকার নয়;

নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে তা সম্মুখপানে ছোটে।



____আর লজ্জাবোধ থাকাটা বাঞ্চনীয়

লজ্জায় মাথা হেট হওয়া কখোনোই নয়;

________লজ্জাবোধ পোষোকের মত

_____শরীরে চেপে বসে শ্রীবৃদ্ধি করে।



প্রকাশ্য দিবালোকে পোষাক ছুড়ে ফেলা

______কখনো কি মঙ্গল ডেকে আনে?



___________________লজ্জা লুকোতে না পেরে

_________অনেকেই আত্নহননের পন্থা খুঁজে ফেরে

ধরণী দ্বিধা হও বলে ঢুকে যেতে চায় —মাটি খোঁড়ে।



________দুঃখ আর লজ্জা — দুটোই পরিতাপের বিষয়

কিছুটা তফাতে থেকে মানব সমাজে থাকছে ঘুরে ফেরে ।

মন্তব্য ৬৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪

সুফিয়া বলেছেন: কথাগুলো খুবই সুন্দর। জীবনে পরাভব মেনে নেয়া মানুষের জন্য আপনার কথাগুলো হতে পারে ঘুরে দাঁড়াবার মন্ত্রস্বরূপ যদি সে এগুলো গ্রহণ করতে পারে।

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। ৯০ এ আর্জেন্টিনার সঙ্গে ভাল খেলার পর হারাতে পেয়েছি দুঃখ আর এবার জার্মানীর সঙ্গে হারাতে পেয়েছি লজ্জা ।

ভাল থাকবেন সবসময়।

২| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কথাগুলো সুন্দর ,

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুঃখ আর লজ্জা দুটোই পরিতাপের বিষয়
কিছুটা তফাতে থেকে মানব সমাজে থাকছে ঘুরে ফেরে ।

নেপালের অবুঝ কিশোরী
সইতে পারেনি..ধরনীকে বাই বলে চলে গেছে!

অনুভব কি গভীর জিনিষ। বোধের মাঝে এনে-
বিশ্বের অন্য প্রান্তের ঘটনা নাড়িয়ে দেয় এ পান্তে!!
জীবনের মূলসহ!

+++

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার দৃষ্টান্ত দিলেন।


এমন অহরহই ঘটছে।


সুন্দর কমেন্টে ধন্যবাদ।

৪| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১২

রোদেলা বলেছেন: দুঃখহীন জীবন অনেক সময় শ্রীহীন রমনীর অবয়বেরর মত জৌলুসহীন ।
ভালো বলেছেন।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: রমনী সুন্দরের প্রতীক ।সেটি অসুন্দর হলে কেমন লাগবে?
ফরীদির জীবনে দুঃখ ছিল বলে এত বড় হতে পেরেছেন।

৫| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

রাজিব বলেছেন: আর্জেন্টিনার সমর্থক সেই ১৯৮২ সাল থেকে। ১৯৯০ এর মত এত দুর্বল দল আমাদের কখনোই ছিল না। আর ব্রাজিলের জন্য আমার সবচেয়ে দুঃখ লেগেছিল ১৯৮৬ সালে- দারুন এক দল জিকো আর সক্রেটিস।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। ব্রাজিল ফ্রান্স খেলাটি দেখা হয়নি। অনেক রাতে খেলা হত ।বাবা ঘুম থেকে ডেকে তুলে নি।দুঃখ আমি ঠিকই পেয়েছিলাম।

ফাইনাল খেলা বাবা দেখতে দিয়েছেন।

৯০ তে বয়স কম তখন আর্জেন্টিনা কে অপছন্দ করা শুরু করেছিলাম।ব্রাজিলকে হারিয়েছে বলে। তখন ম্যারাডোনা আর ব্রাজিলের স্ট্রাইকার কারেকা নেপলীতে একদলে খেলতো ।

৬| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭

ডি মুন বলেছেন: দুঃখহীন জীবন অনেক সময় শ্রীহীন রমনীর অবয়বেরর মত জৌলুসহীন

বেশ বলেছেন সেলিম ভাই :)

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি বলেন। আমার কাছেতো পৃথিবীটা সুন্দর মনে হয় সুন্দর রমনীর উপস্থিতির কারণে।পাখি ফুল নারী আর প্রকৃতি শুুধুমাত্র এগুলোই সুন্দর ।

৭| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯

সোহানী বলেছেন: দারুন.....

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

ডি মুন বলেছেন: পাখি, ফুল, নারী আর প্রকৃতি এগুলোর জন্যই তো পৃথিবী এতো সুন্দর বৈচিত্র্যময়।

সহমত সেলিম ভাই

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

সেটি যদি অসুন্দর হয় শ্রীহিন হয় তাহলে যেমন......দৃঃখ ছাড়া জীবনটাও তেমন। তারা কিন্তু অনেক সময় দুঃখের কারণ হয় । !:#P

৯| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখহীন জীবন অনেক সময় শ্রীহীন রমনীর অবয়বেরর মত জৌলুসহীন

দারুন তো কথাগুলো। +

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

ব্রাজিল টিম বিপর্যয় যে লজ্জা দিয়েছে আগামী ৩ বিশ্বকাপ জিতলেও সেটি ঢাকবে না ।

১০| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২১

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ সুন্দর

+++++++

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনি বুঝি ব্রাজিলের সমর্থক? আহারে! :(
যতদিন দুনিয়াতে ব্রাজিল নামের দেশটা থাকবে, ব্রাজিল ফুটবলের এই কলঙ্কও থাকবে। :(

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: বিশ্বের সবচেয়ে দামী তিনজন ডিফেন্ডার যে দলে ।তবু আবার ১ ২ ও ৭ নম্বর সেরা তারা ৭টা গোল খাওয়া তবু সেমি ফাইনালে । এটা কতটুকু লজ্জাজনক।ভাববার বিষয়।

স্কলারীকে আজীবন বহিস্কার করা উচিৎ। ভুল কৌশলে খেলার জন্য।

১২| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো লাগছে।

কিন্তু কমেন্ট পড়ে বুঝলাম ব্রাজিলের পরাজয়ে আপনার উপলব্ধি নিয়ে কবিতা। যাই হোক খেলায় হার জিত থাকেই!

ভালো থাকবেন

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি ব্রাজিল বিপর্যয়ে হলেও বাস্তবতার নিরিখে। কত মানুষ আত্নহত্যার পথ বেচে নিয়েছে সীমাহীন লজ্জায় পড়ে। আমরা পত্রপত্রিকায় খবর পড়ে শুধু কারনটা খুজে বেড়াই।

ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।

১৩| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮

সুমাইয়া আলো বলেছেন: কবিতায় +++++

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা । :)

১৪| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৫

সুমন কর বলেছেন: প্রকাশ্য দিবালোকে পোষাক ছুড়ে ফেলা
______কখনো কি মঙ্গল ডেকে আনে?

ভাল লাগল।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: লাখো দর্শকের সামনে ৭টি গোল হজম করা আর দিগম্বর হওয়ার মধ্যে পার্থক্য কি?

কমেন্টে ধন্যবাদ।

১৫| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতার কথাগুলো অনেক ভাল লাগল।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আর মাছরাঙা পাখিটা?

এদেশের সব মাছরাঙা দেখি গাছের আগডালে থাকে। বাংলাদেশে এমনটি দেখিনি দেখতাম পানির কাছাকাছি থাকছে আর মাছ শিকার করছে।

১৬| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

ডট কম ০০৯ বলেছেন: দুঃখহীন জীবন অনেক সময় শ্রীহীন রমনীর অবয়বেরর মত জৌলুসহীন

এই একটা লাইন ই কত যে বিশাল, কতই না সুন্দর।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৭| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাছরাঙা পাখিটা বর্তমান বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের চরম হতাশার একটা প্রতিচ্ছবি।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। অথচ তার রূপের নেইকো শেষ।

১৮| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

চড়ুই বলেছেন: তবে এই শোকও অর্থবহ হয়ে ওঠতে পারে
__ব্যর্থতায় পর্যবসিত জীবন ঘুরে দাড়াতে পারে
__এমনকি ব্যর্থতা সাফল্যের সোপান হতে পারে
পরাজয় জয়ের ভিত্তি প্রস্তর স্থাপিত করতে পারে

আসাধারন।

১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৯| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬

ফা হিম বলেছেন: হুম!!

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বাটু কেভ ঘুরে আসলাম সারাদিন বাইরে ছিলাম ।তাই রিপ্লাইয়ে দেরী।দুঃখীত ।

২০| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী +

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু । ভাল থাকবেন ।

২১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: কোন দৃষ্টিকোণ থেকে কমেন্ট করব দ্বিধায় আছি। জীবনের দৃষ্টিকোণ নাকি ব্রাজিলের পরাজয়। একটি পরাজয় জীবনকে থমকে দেয় না।

পরাজয়ে ডরে না বীর।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: জীবনের দৃষ্টিকোন থেকে করলে উত্তর সার্বজনিন হয়ে যায় কবিতাটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।


পরাজয়ে ডরে না বীর।

২২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৯

বাংলাদেশী দালাল বলেছেন: সুন্দর লিখেছেন সেলিম ভাই।


অ:ট কেমন আছেন।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বাংলােদেশী দালাল কমেন্টে ও পাঠে শুভেচ্ছা ।

ভাল আছি আপনি কেমন আছেন?

২৩| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১:৫০

কলমের কালি শেষ বলেছেন: কবিতা জীবনের কথা বলছে ।মনে হচ্ছে জীবন জীবন্ত হয়ে উঠছে ।... B-) ... সুন্দর গাঁথনী দিয়ে কবিতা লেখাটা অনেক চিন্তমনের বিষয় । ভালো হয়েছে। শুভ কামনা থাকলো... :)

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কলমের কালি শেষ কমেন্টে ধন্যবাদ। ।আপনাকেও শুভকামনা

২৪| ১১ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশি করে সেভেন আপ খান, সব ঠিক হয়ে যাবে

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: অভি সব যদি এত সহজে ঠিক হয়ে যেত। দেখি সেভেন আপ খাওয়ার চেষ্টা করবো।আপাতত মালয়েশিয়ায় যত ফল আছে সেগুলোর জুস খাওয়ার প্রচেষ্টায় আছি।

শুভকামনা থাকলো ।

২৫| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৮

আরজু মুন জারিন বলেছেন: দুঃখ আর লজ্জা
___________দুটোই পরিতাপের বিষয়
______অপারগতায় মানুষ শোকার্ত হয়

লেখার স্টাইল টা বেশ। ধন্যবাদ কবি।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।আর নিরন্তর শুভকামনা ।

২৬| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২১

আহসানের ব্লগ বলেছেন: শুভেচছা রইলো।
ভালো লিখেছেন, :)

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৭| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কিছু কথা পেলাম...
কবিকে শুভেচ্ছা :)

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভ কামনা মাঈনউদ্দিন মইনুল ।
ভাল থাকবেন সব সময় ।

২৮| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভাল্লাগলো সেলিম আনোয়ার ভাই....
শুভেচ্ছা জানবেন....

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ও শুভেচ্ছায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৯| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

এ কবিতার গভীরে এক দুঃসহ পরাজয়ের বেদনা লুকিয়ে রয়েছে।

___ তবে এই শোকও অর্থবহ হয়ে ওঠতে পারে
__ব্যর্থতায় পর্যবসিত জীবন ঘুরে দাড়াতে পারে
__এমনকি ব্যর্থতা সাফল্যের সোপান হতে পারে
পরাজয় জয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারে।



আর এ কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন যে নীচেরটি, তা অনেকের কমেন্ট থেকেই প্রমাণিত।

দুঃখহীন জীবন অনেক সময় শ্রীহীন রমনীর অবয়বেরর মত জৌলুসহীন।


শুভ কামনা কবি।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় সোনাবীজ ভাই চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩০| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: ভালো লাগল সুন্দর কথামালা ।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা মামুনভাই।

৩১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৮

পিয়ালী দও বলেছেন: খুব ভাল...

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন ।

৩২| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: লেখার স্টাইল খুব ভাল লাগল ।ভাল থাকুন সব সময় ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩৩| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

খোরশেদ খোকন বলেছেন: "লজ্জা লুকোতে না পেরে
অনেকেই আত্নহননের পন্থা খুঁজে ফেরে
ধরণী দ্বিধা হও বলে ঢুকে যেতে চায় মাটি খোঁড়ে।"

চমৎকার, কবিতা পড়লাম, শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.