নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ফিলিস্তিনের যে শিশুটি
অস্ত্রহাতে আজ বিপ্লবী যুধিষ্ঠির
তাকে সন্ত্রাসী বলিনা আমি
শত্রুর নিষ্ঠুর বুলেটে তার বাবার বুকটি ঝাঁঝরা হয়েছে সেই কবে
শিশুটি নিয়তির নিঠুর খেলায় অস্ত্রহাতে খেলছে
যে বয়সে পরম আদরে পাঠশালায় শিক্ষা নেয়ার কথা
সেই বয়সে মা -বাবা হারিয়ে
প্রতিশোধ স্পৃহায় মত্ত - দোষ দেখিনা আমি তার!
যে রুদ্র নারী
বুকে বেধেছে মাইন
গুড়িয়ে দিয়েছে শত্রুসেনার ট্যাংক
তাকে সন্ত্রাসী বলি না আমি
বিভীষিকাময় পরিণতি হয়েছে তার
পরিবারহারা গৃহহারা হয়তো বা সম্ভ্রম হারার
সবহারার কি আছে করার!
জীবনের প্রতিটি পদক্ষেপে সীমাহীন বঞ্চনায়
প্রলয়ের বীজ উপ্ত হয়েছে বুকে যার
দোষ দেখিনা আমি তার ?
যে পুরুষটি জন্মকালেই দেখেনি পিতার মুখ
মাতুস্তন্য পানে হারিয়েছে যে মায়ের আদরের বুক
শত বুলেট আর প্রবঞ্চনার অনলে পোড়ে পোড়ে
অগ্নিবলাকা হয়ে তপ্ত মরুর আকাশে উড়ে
স্বাধীনতার দাবীতে করেছে যে হুংকার
সন্ত্রাসী বলি কি করে তারে
তারও তো আছে জীবনের অধিকার
দোষ দেখিনা আমি তার?
গাজা উপত্যকা আর বিদ্রোহী রামাল্লার
হে শিশু !হে নারী! হে নর!
তোমাদের চোখে বিভিষিকা দেখি না দেখি যেন ঈশ্বর!
তোমাদের নিয়ে খেলছে যারা নিত্য নিঠুর খেলা
তারাই সন্ত্রাসী মানবতা বিনাশী —ইবলিশের খাস চেলা।
দোষ দেব আমি তার।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ।সুপ্রিয় পরিবেশ বন্ধু্ । ভাল থাকবেন সবসময় ।
২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: খুব ভালো লাগল কবিতাটা।
বিশ্ব রাজনীতির কারণে সন্ত্রাসের পরিভাষা বদলে গেছে এখন। দুর্বল যখন তার অধিকার আদায়ের চেষ্টা করে তখন হয়ে যায় সন্ত্রাসী। আর সবল যখন দুর্বলের উপর অন্যায় অত্যাচার করে তখন হয়ে যায় আইনের শাসন প্রতিষ্ঠা। ইউএন নামে যে একটা জোকারদের সংস্থা আছে তার বিলুপ্তির সময় এসে গেছে।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।
তাদেরকে সন্ত্রাসী বলা হয়। যুক্তরাস্ট্র আর ইসরাইলের কাছে তারা সন্ত্রাসী।
আদতে এর জন্য দায়ী কারা।
যদি শুধু মানবতা হিসেবে ধরা হয় তাহলেও তাদের উপর দোষ দেয়া যাবে না ।
৩| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩০
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: নির্মমতা কখনো দির্ঘস্থায়ী হয় না। যে যার নিজের পতন ডেকে আনে। আজ পর্যন্ত কেউ অন্যায় করে টিকে থাকতে পারিনি পারবে ও না ।
লেখাটি অসাধারণ লাগল ।।।।। আগ্নিবলাকা, মানবাতা বিনাশী। এই দুইটি শিব্দ খুব ভালো লাগল
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয় । এই নির্মমতার অবসান হোক। বিশ্বমানবতা মুক্তি পাক ।
৪| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৩
রাজিব বলেছেন: আপনার কবিতাটি পড়ে ১৯৭১ সালের বাংলাদেশী শিশুদের কথা মনে পড়ে গেল। সে সময় আমাদের শিশুরা অনেক যন্ত্রণা ভোগ করেছে। ফিলিস্তনি শিশুরা নিজেদের দেশ পাক।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: গাজা উপত্যকা আর বিদ্রোহী রামাল্লার
হে শিশু !হে নারী! হে নর!
তোমাদের চোখে বিভিষিকা দেখি না দেখি যেন ঈশ্বর!
মন্মান্তিক লেখা এখানে ভাষা রুদ্ধ
শিশুর মরন চিত্র কাঁপে ঈশ্বরশুদ্ধ ।।