নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আবারো আকাশ নীল আবারো সমুদ্রের নীল ঢেউ ধূসর সৈকতে
লঙ্কাউই আর মালয় সাগরের লালজ সন্ধিক্ষণে
আমিও মিলন কামনায় লেহন করেছি প্রেরণা ।
নীল আকাশ আর নীল সমুদ্রের নীলে নীলশার্টে মোড়া দেহটাকে
আর অপেক্ষার অনলে পোড়া নীল হৃদয় ডুবিয়েছি কিছুক্ষণ
তারপর শুধু অনুভূতির গভীরে হারিয়ে যাওয়া
কতগুলি ঢেউ আছড়ে পরেছে সমুদ্র সমতটে
তার কতগুলি আছড়ে পরেছে এই বুকে।
বুকের নীল ক্ষত গুলি নোনা নীল জলে ধুয়ে দেয়ার প্রচেস্টা মাত্র
আমিও ক্ষত খুঁজে পাই সমুদ্র সমটতে
ওখানেও রয়েছে বেদনার কারুকার্য
বিচিত্র বিন্যাসে বেদনার অপরূপ রূপ
সেখানেও বাসা বেধেছে বেদনার্ত কোন কীট
সেও এফোঁড় ওফোঁড় করেছে বিশাল সাগরের রূপ।
অবশেষে আমিও সাগরের বুকে তেজেছি ভালবাসার ঢেউ
ছুঁয়ে দিয়েছি লালসার তীব্র অনুভূতি
ক্রমাগত লীন হয়ে যাবার প্রচষ্টা ব্যর্থ হলো আকাশলীনা
সেদিনও আকাশ ,সমুদ্র আর এ আর্দ্র হৃদয় মিলে মিশে একাকার
প্রেম আরও আর্দ্র হয়ে ওঠলো হৃদয়ে আমার
ভালবাসা গুলি কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে
সমুদ্রের তীর ঘেসে —অজানা পোকার বসত ঘিরে
অজানায় মিলে মিশে শুধু নীল
চির জানা সেই ভালবাসার নীড়
অবশেষে সমুদ্র সঙ্গম হলো— ঢেউ হলো— পাহাড় হলো
অতঃপর যা হবার হলো প্রখর অনুভূতির হৃদয়টা তাই যেন বড্ড এলোমেলো ।
---------------------------------------
লঙ্কায়ি ,মালয়েশিয়া থেকে
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩২
সেলিম আনোয়ার বলেছেন: মন ভাল করে দিতে পারাতে ভাললাগা । এখানকার দৃশ্যাবলি সত্যি মন ভাল হয়ে যাওয়ার মত ।
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।
২| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪২
লেখোয়াড় বলেছেন:
মনে হলো খুব একাকিত্বে ভুগছেন, খুব শূণ্যতায় ভাসছেন।
কবিতার শিরোণাম আর কথা বলা নিয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু সময় নেই।
একটি কথা, কবিতায় করেছি, গিয়েছি, রেখেছি এই জাতীয় শব্দগুলো বাদ দেওয়ার টেষ্টা করবেন, দেখবেন কবিতা আরো শক্তিশালী আর নন্দিত হয় উঠবে।
শুভকামনা।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: লেখক বলেছেন: সুপ্রিয় লেখোয়াড় এখনই কাঁচি চালালাম । এবার কেমন হলো জানাবেন ।
প্রবাসী জীবন একাকিত্বের । এবারের ঈদ অনেক একাকিত্বে কাটবে ।
৩| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৩
মৃদুল শ্রাবন বলেছেন: নেটওয়ার্ক ত্রুটির কারণে রিপিটেড কমেন্ট গুলো মুছে দিবেন দয়া করে।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: সদয় অনুমতি সাপেক্ষে ডিলিট করা হলো । ধন্যবাদ।
৪| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২১
লেখোয়াড় বলেছেন:
আরে!!
এটা কি করলেন?
করেছিনু, রেখেছিনু এরকম কেন? এটা তো রাবীন্দ্রিক হয়ে গেল। না না এরকম নয়।
আমি বলেছি মুল শব্দটাকেই বিশেষ্য বা ক্রিয়ায় রাখতে।
যেমন..........
নীল হৃদয় ডুবিয়ে রেখেছিনু কিছুক্ষণ
এখানে
নীল হৃদয় ডুবিয়েছি কিছুক্ষণ
সবসময় এটা করতে হবে এমন নয়, মাঝে মাঝে দেখবেন করেছি, গিয়েছি, খেয়েছি এগুলো ব্যবহার করলে অপ্রয়োজনীয় মনে হবে, তখন ওগুলো বাদ দেয়া যেতে পারে। আমার কবিতায় দেখবেন ওগুলোর ব্যবহার খুবই কম।
ধন্যবাদ সেলিম।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এবার কেমন হলো? চমৎকা কমেন্টে ধন্যবাদ।
রবীন্দ্র স্টাইল ভালবাসি আমি। রবীন্দ্র নাথ আমার সবচেয়ে প্রিয় কবি ।
৫| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪২
লেখোয়াড় বলেছেন:
কিন্তু এই সম্পূর্ণ কবিতাটি আধুনিক ঢঙে লিখেছেন, সেখানে দু-একটি রাবীন্দ্রিক বিষয় আনলে কেমন বেমানান লাগছে, পুরাটাই যদি রাবীন্দ্রিক ঢঙে হতো তা হলে ভাল লাগত বেশি।
রবীন্দ্রনাথ কার প্রিয় নয়? রবীন্দ্রনাথ ছাড়া কি একটি মুহূর্ত বাঁচা যায়?
ধন্যবাদ।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: গুরুদেবকে আমি কালউত্তীর্ণ মনে করে।কালের বাঁধনে তাকে আটকে রাখতে চাইনা।
সুপ্রিয় ব্লগার আপনার আর বন্ধুবর অন্যমনস্ক শরৎ এর কথা আমলে না নিয়ে পারলামনা।
তা্ই কিঞ্চিত পরিবর্তন করা হলো
কবিগুরুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তির সেই কয়টি চরণ ;তার আবেদন বোধ করি আধুনিক সময়ের কোন কবি অতিক্রম করতে পারেন নি ।
শুভকামনা নিরন্তর ।
৬| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৪
শরৎ চৌধুরী বলেছেন: লেখোড়ার মনে হয় সবচেয়ে ভালো বলেছে, এ পর্যন্ত।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
আধুনিকতার পোশাক পরালাম ।
৭| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
ধন্যবাদ, ভাই সেলিম আনোয়ার।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭
ফা হিম বলেছেন: ভালো হয়েছে।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬
জসীম অসীম বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা থাকলো ।
১০| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩০
সুমন কর বলেছেন: ওখানেও রয়েছে বেদনার কারুকার্য
বিচিত্র বিন্যাসে বেদনার অপরূপ রূপ
সেখানেও বাসা বেধেছে বেদনার্ত কোন কীট
সেও এফোঁড় ওফোঁড় করেছে বিশাল সাগরের রূপ।
ভালো হয়েছে।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
১১| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । আগাম ঈদ শুভেচ্ছা ।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই আপনাকেও শুভেচ্ছা ভাল থাকবেন অনেক। আর মনে রাখবেন ।
১২| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১১
কলমের কালি শেষ বলেছেন: সমুদ্রের পারে গেলে প্রথমে যেন হৃদয় থেকে কিছু একটা হাহাকার করে উঠে । মনে হয় সকল দুঃখ বেদনা বুঝি বের হয়ে সমুদ্রে মিশে যাবে । আসলেও তাই ঘটে । বিশাল এক হৃদয় বেরিয়ে আশে ভালোবাসা নিয়ে । ভালু লাগিতছে কবিতাখান । ধন্যবাদ কবিকে ।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টেও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
দুঃখ বিলাস বলেছেন: ভালো লাগল।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৪| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৯
সুমাইয়া আলো বলেছেন: সুন্দর একখানি কবিতা কবি।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:১১
আরজু মুন জারিন বলেছেন: নীল আকাশ আর নীল সমুদ্রের নীলে নীলশার্টে মোড়া দেহটাকে
আর অপেক্ষার অনলে পোড়া নীল হৃদয় ডুবিয়েছি কিছুক্ষণ
তারপর শুধু অনুভূতির গভীরে হারিয়ে যাওয়া...... ++++++++++
সুন্দর কবিতা। অনেক ভাল লাগল। শুভেচ্ছা রইল সেলিম ভাই। ভাল থাকবেন।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৬| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৫
সুমাইয়া আলো বলেছেন: ভাল লাগা জানাই গেলাম, +++++
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ভাল লাগা পায়নি ।
১৭| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫০
আরজু মুন জারিন বলেছেন: নীল আকাশ আর নীল সমুদ্রের নীলে নীলশার্টে মোড়া দেহটাকে
আর অপেক্ষার অনলে পোড়া নীল হৃদয় ডুবিয়েছি কিছুক্ষণ
তারপর শুধু অনুভূতির গভীরে হারিয়ে যাওয়া.....
বেশ ভাল লাগল কবিতা সেলিম ভাই। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ভাল থাকবেন।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদমোবরক । ভাল থাকবেন খুব ।
১৮| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬
জসীম অসীম বলেছেন: জাতিসংঘের মূল দাপ্তরিক ভাষা ২ টি। ইংরেজি ও ফরাসি। এছাড়াও জাতিসংঘের আরও চারটি ভাষা রয়েছে। চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। আমার প্রায়ই মনে হয় , আমাদের বাংলা ভাষা কেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হতে পারে না ? কিন্তু আজ আবার আপনার কবিতা পড়ে সেই আক্ষেপ যেন উড়ে গেছে আমার। কবিতার সঙ্গের প্রচ্ছদটিও অসম্ভব ভালো লেগেছে।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। ভালথাকবেন সবসময়।
১৯| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৯
টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার লিখেছেন। শুভেচ্ছা জানবেন।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় টুম্পামনি ।ভাল থাকবেন। ঈদমোবারক ।
২০| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:২০
রাজিব বলেছেন: কবিতা এবং ছবি দুইই চমৎকার হয়েছে। ঈদের শুভেছা রইল।
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই বিদেশে থাকটা আপনার লেখার জন্য সার্থক। অনবদ্য লিখেছেন।
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: তোমার কমেন্টে খুব ভাল লাগলো কান্ডারী অথর্ব। যেদিন সত্যি অনবদ্য লিখতে পারবো সেদিনের অপেক্ষায় থাকলাম ।
২২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ২:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লিখেছেন, প্রবাসের ঈদ আনন্দের হোক! শুভেচ্ছা রইলো সেলিম ভাই!
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা অভি ।
২৩| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫
খোরশেদ খোকন বলেছেন: সুন্দর একটা কবিতা পড়লাম, শুভেচ্ছা...
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৪১
মৃদুল শ্রাবন বলেছেন: অবশেষে আমিও সাগরের বুকে তুলেছি ভালবাসার ঢেউ
ছুঁয়ে দিয়েছি লালসার তীব্র অনুভূতি
ক্রমাগত লীন হয়ে যাবার প্রচষ্টা ব্যর্থ হলো আকাশলীনা
আজ আকাশ ,সমুদ্র আর এ আর্দ্র হৃদয় মিলে মিশে একাকার[/sb
খুব সকালে চমৎকার একটা কবিতা পড়ে মন ভালো হয়ে গেল।