নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প (মালয়েশিয়া)

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

দেবদাস



গতাকাল তিনজন কলিগের স্ত্রী বাংলাদেশে চলে গেছে। তাই সেই দুঃখ ভুলতে তারা পুরোনো রাস্তা বেছে নিলেন। লাল দুঃখ নীল দুঃখ সব মিলে মিশে একাকার হলো। তাদের খুব ফুরফুরে দেখাচ্ছিল। এর মধ্যে যার স্ত্রী এখনো যায়নি সেও অংশ নিয়েছে। তার জোরালো যুক্তি পরের সপ্তাহে তার স্ত্রী যাচ্ছে সেই দুঃখে সেও দেবদাস হলো। এ লাল রং কাব মুঝে ছুড়েগা । B-)



কঞ্জুস



আমার কলিগ মিঃ ক। দারুন স্ত্রৈণ। কোথাও বেড়াতে যাওয়ার প্রসঙ্গ তুললে কড়া জবাব দেন। স্ত্রী ছাড়া তিনি কোথাও বেড়াতে যান না। স্ত্রীকে দেশে ফেলে পরদেশে বেড়ানো তার কাজ নয়। যথা সময়ে ভাবী আসলে তার কাছে মিঃ ক এর তার প্রতি ভালবাসার উদাহরণ দিলে । একটা এলাচি হাসি দিলেন ।



বিড়ম্বনা



আমার এক কলিগ অন্য কলিগত্রয়ের স্ত্রীকে নিজে গাড়ী ড্রাইভ করে লিফট দিয়ে বিদায় দিতে গিয়ে ভুল পার্কিং করার দায়ে একশ রিংগিত জরিমানা গুনলেন।



বিস্ময়



তানভীর ভাই পাকিস্তানের একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাবলীগ করেন। আমরা একদল বাংলাদেশী মালয়েশিয়া আসলে। আমাদের বাসা ম্যানেজ করার জন্য সর্বোচ্চ সহায়তা করলেন। তার গাড়ী দিয়ে সঙ্গে থেকে পরামর্শ দিয়ে অকল্পনীয় সহায়তা করলেন । আমি তাকে উপেক্ষা করে চলছি ভেবে নিজেই ১৯৭১ এর ব্যাপারটা জঘন্য ছিল বলে উল্লেখ করলেন! এবং আমি কি এজন্য তাকে উপেক্ষা করছি জানতে চাইলেন!



ব্যান ব্লগার



একজন পি এচডি ছাত্র আমাদের সর্বাত্নক সহায়তা করেছেন। আমি ব্লগার ব্যাপারটি জানলে তিনিও এক সময় ব্লগার ছিলেন জানালেন । সবসময় প্রয়োজনের সময় মানুষের পাশে দাড়ালেও তার ব্যাপক প্রভাব এখানে। পরে জানা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম স্থান অধিকার করার পরও একটি সংগঠন করার কারণে তিনি টিচার হতে পারেননি । তিনি রগ কাটার মত লোক নন। সবচেয়ে বড় কথা তিনিও ব্লগার ছিলেন।যদিও ব্যান ব্লগার।সব ব্লগার বোধ হয় প্রয়োজনে মানুষের পাশে দাড়ায়।



প্রচন্ড



এখানে প্রচন্ড বজ্রপাত হয়। একের পর এক প্রচন্ড শব্দে ক্রমাগত বজ্রপাত।ব্যাঙ গুলো প্রচন্ড শব্দে ডাকতে থাকে বৃষ্টির পরে। এটা শুনে সুপ্রিয় ব্লগার কুনোব্যাঙের কথা মনে পরে ।



লজ্জা



কেএলসিসিতে চলার পথে সুরঙ্গ রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সায়েম মুনও ছিল বোধ হয়। দুজন লেবার শ্রেণীর লোক বসে আছে আমরা দাড়িয়ে আছি।দুজনের একজন মালয়েশিয়ান আরেকজন ইন্দুনেশিয়ান্। ইন্দুনেশিয়ান আমার এক কলিগকে বলছে বাংলাদেশের মানুষ এই দেশে আসছিল কাজ করতে মালয়েশিয়ানদের টু****থ করে সন্তান উৎপাদন করে টাকা পয়সা নিয়ে ভেগে গেছে।আ্মার সেই সুদর্শন কলিগ আবার ইয়ে কথার এক্সপার্ট।আমরা অপ্রাসঙ্গিক কথায় লজ্জা মাথা হেট করলাম।পরে অনেকের কাছে এরকম কথা শুনেছি।বলতে গেলে প্রথম এটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।



মধুর



পিংক মসজিদে বেড়াতে গেলে।স্পস্ট শুনতে পেলাম এক ভদ্রলোক স্পস্ট বাংলায় তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন।বাংলা যে কত মধুর ভাষা এখানে না আসলে সেটা পুরোপুরি বুঝতাম না ।



মরার উপর খড়ার ঘা



নিয়মিত লেখাপড়ার সঙ্গে যোগ হয়েছে বাহাসা মালায়ু কোর্স ।অন্য বিশ্ববিদ্যালয়ে ওটা এতটা মেন্ডেটরি নয়।কোথাও একটি কোর্স করলেই হয়।আর এখানে দুটি কোর্স করা আবশ্যক।ছায়া সুকা বাহাসা মালায়ু । :((





--------------------------অসমাপ্ত--------------------------------

















মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: এভাবে সব বলে দিতে নেই, কবি !! অনেক কিছু জানতে পারলাম।

মসজিদে বেড়াতে গেলে।স্পস্ট শুনতে পেলাম

একটু দেখবেন।

তা ওখানে আপনি কি পড়াশুনাও করতে গেছেন?

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: পুত্রজা্য়ার প্রধান আকর্ষণ পিংক মস্ক । আএখানে প্রতিটি মসজিদে পুরুষের পাশাপাশি নারীর নামায পড়ার বিশেষ ব্যবস্থা আছে।

পিংক মসজিদ নিয়ে সামুতে পোস্ট আমিও একটি দেয়ার চেষ্টা করবো।

২| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ বেশ বেশ।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

আকিব আরিয়ান বলেছেন: ভালোই, তা আপনি বৈদেশে থাকেন?

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আছি আপাতত। আপনি কৈদেশে আছেন??? !:#P

৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২

লাবনী আক্তার বলেছেন: ভালই লাগল কবি। :D

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ভাল লাগা ।ভল থাকবেন সুপ্রিয় ব্লগার ।

৫| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

মুদ্‌দাকির বলেছেন:
"ছায়া সুকা বাহাসা মালায়ু " মানে কি ?

ভালো লাগল

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি মালয় ভাষা পছন্দ করি ।


কমেন্টে ধন্যবাদ।

৬| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

লেখোয়াড় বলেছেন:

ছোট ছোট গল্প, ছোট ছোট সুখ।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ছোট ছোট কমেন্টে বড় বড় ধন্যবাদ। ভাল থাকবেন লেখোয়াড় ।

৭| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

সোহানী বলেছেন: আমি তাকে উপেক্ষা করে চলছি ভেবে নিজেই ১৯৭১ এর ব্যাপারটা জঘন্য ছিল বলে উল্লেখ করলেন! এবং আমি কি এজন্য তাকে উপেক্ষা করছি জানতে চাইলেন!- বিব্রতকর মূহুর্ত

সব ব্লগার বোধ হয় প্রয়োজনে মানুষের পাশে দাড়ায়। - সহমত


ধন্যবাদ সহ +++++++++++

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৮| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

+++ রইল।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব। নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেশ ভালো লাগলো।

ধন্যবাদ, সেলিম আনোয়ার।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নিজের অভিজ্ঞতা ও অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ!

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় ।

১১| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভাল্লাগলো সেলিম ভাই, দুই একটা যদিও মাথার উপর দিয়া গেল ...! :-* /:)

এই যেমন, ছায়া সুকা বাহাসা মালায়ু :-&

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ছায়া সুকা বাহাসা মালায়ু মানে হলো ঠেলায় পড়লে বাঘও ঘাস খায়।

বঙ্গানুবাদ করলে দাড়ায় আমি মালয় ভাষা পছন্দ করি ।

১২| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

বোকা সোকা বলেছেন: প্রথম "মালয় ভাষা" চিরতার রসের মত উৎকট লাগত ভালভাবে শিখতে পারার পর অন্যরকম ভাললাগা কাজ করত!!

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার কাছে এখনো তা চিরতার রস ।কমেন্টে ধন্যবাদ।

১৩| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

ডি মুন বলেছেন: গতাকাল তিনজন কলিগের স্ত্রী বাংলাদেশে চলে গেছে। তাই সেই দুঃখ ভুলতে তারা পুরোনো রাস্তা বেছে নিলেন। ----- কোন রাস্তা?

একটা এলাচি হাসি দিলেন । ---- এলাচি হাসি কিভাবে দিতে হয়?

আমি তাকে উপেক্ষা করে চলছি ভেবে নিজেই ১৯৭১ এর ব্যাপারটা জঘন্য ছিল বলে উল্লেখ করলেন! এবং আমি কি এজন্য তাকে উপেক্ষা করছি জানতে চাইলেন! ---- আপনি তখন কী জবাব দিলেন?

সবচেয়ে বড় কথা তিনিও ব্লগার ছিলেন।যদিও ব্যান ব্লগার। ---- ব্যান কেন হয়েছিলেন?

আ্মার সেই সুদর্শন কলিগ আবার ইয়ে কথার এক্সপার্ট।আমরা অপ্রাসঙ্গিক কথায় লজ্জা মাথা হেট করলাম।পরে অনেকের কাছে এরকম কথা শুনেছি।বলতে গেলে প্রথম এটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ----- আমরাও স্তব্ধ হতে চাই বলেন কি ঘটনা?


একবস্তা প্রশ্ন করলাম :) এইবার উত্তর দেন।

শুভকামনা রইলো প্রিয় সেলিম ভাই।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমটা উত্তর উৎসব।শোকের আবার অনন্দের।উৎসব।মিশ্র বলতে পারেন। :)
তৃপ্তির হাসি এই জন্য কঠিন একটা দায়িত্ব সম্পন্ন করতে পারা।শপিং এ বিরাট পরিমান টাকা খরচ।আর কয়েকদিন থাকলে রাজার গোলা শেষ।যার কারণে আনন্দ। আমি আনন্দটাই বুঝেছি।কারন সারারাত তো ব্লগিং ছিলাম।আর দেখছিলাম চাদ।চন্দ্রহতরে কবিতাটি লিখেছি রাত ৩টায় ।


এলাচি হাসি খারাপ অর্থে নয়।ওর উত্তর হলো ভালবাসা নয়..............টাকা বাচানো আসল উদ্দেশ্য। :)


ইয়ে বলতে আর কিয়ে? সরকারী কর্মকর্তা জোকস করেন বেশি।মজার ব্যাপার হলে অজানা এক ব্যক্তি তাকেই স্তব্ধ করে দিল।যদি আমাদের দেশের শ্রমিকরা ওরকম না করতো তাহলে বাংলাদেশের মানুষ আরো ভাল থাকতো।এখন সরকার আইন করে বিয়ে বন্ধ করে দিয়েছে।যতটুকু জানি শুধু মাস্টার্স পাশ যারা তারা তা করতে পারবে।আমরা দুই ব্লগার তখন বৃষ্টির টাপুর টুপুর দেখছিলাম।আর সব বিশাল বজ্রপাত।


ব্যান হওয়ার কারণ আমি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি ।সেটা যৌক্তিক কারনে সামু কর্তৃপক্ষ করে থাকেন । :)

ওটা নিয়ে ভাবার সময় নেই।

১৪| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

দৃষ্টিসীমানা বলেছেন: পোস্টে +++++++++ । ভাল থাকুন সারা বেলা সারা ক্ষন ।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সেটার প্রচেষ্টায় আছি।ভাল থাকবেন সবসময় ।

১৫| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

মোঃ ইসহাক খান বলেছেন: প্রচেষ্টাটি সুন্দর।

শুভেচ্ছা রেখে গেলাম।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ইসহাক খান অনেক দিন পর আপনাকে ব্লগে পেয়ে দারুন ভাল লাগছে।

শুভেচ্ছায় ধন্যবাদ। শুভকামনা নিরন্তর ।

১৬| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

ডি মুন বলেছেন: মন্তব্যের উত্তরে উচ্ছ্বসিত কৃতজ্ঞতা

ভালো থাকুন সর্বদা। :)

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: উচ্ছসিত হয়ে একটা লাইক দিতে পারলেন না খামাখা পরিশ্রম করালেন। :P :P ;)

১৭| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

বোকা সোকা বলেছেন: লেখক বলেছেন: আমার কাছে এখনো তা চিরতার রস ।কমেন্টে ধন্যবাদ

ভালভাবে শিখতে পারার পর সেটা হয়ত "ন্যসক্যাফে আইস" এর মত প্রশান্তি দিবে :) :)

ধন্যবাদ সাদরে গ্রহন করা হল। ভাল থাকবেন শুভ কামনা।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

সো কলড বহুভাষাবিদ হচ্ছি। এর পর আরো হায়ার এডুকেশনে অন্যদেশে গেলে সেই দেশের ভাষা শিখতে হবে । ব্যাপারটা কেমন খতরনাক।ব্যাপার হলো নিজেকে দক্ষ করতে হলে তেমনটা করতেই হবে অন্তত দেশের স্বার্থে।

১৮| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: সব কয়টি ভালো লাগল সেলিম ভাই। পোস্টে চতুর্থ প্লাস।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।

ভাল থাকবেন সবসময় ।

১৯| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



অনুগল্প পড়ে ঠিক যে দু'টো প্রসঙ্গ নিয়ে বলবো ভাবছিলুম, মন্তব্যের ঘরে দেখি সহ-ব্লগার সোহানী তা আগেই বলে ফেলেছেন ।

@সোহানী ... ধন্যবাদ ।

ভালো থাকুন ।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২০| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মামুন রশিদ বলেছেন: বিড়ম্বনা, প্রচন্ড, মধুর_ এই তিনটা বেশি ভাল্লাগছে ।

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বাংলা ভাষা কত সমধুর এখানে না আসলে বুঝতাম না।কেএলসিসি,লংকাউই,পুত্রজায়া যেখানেই গিয়েছি হঠাৎ করে কানে ভেসে এসেছে বাংলা কথোপকথন।আগ্রহ নিয়ে তাকিয়েছি। দারুণ ভাল লেগেছে।



বাংলাদেশের মানুষ এখানে ভাল সম্মান পেয়েছে।গুটি কয়েক মানুষের কারণে
সমস্যা সৃষ্টি হয়েছে ।

চাইনিজ ,তামিলদের চেয়ে বাংলাদেশের মানুষকে মালয়েশিয়া বেশি পছন্দ করেছে । সেটা পুরোপুরি ধরে রাখতে পারেনি এদেশের মানুষ।

২১| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৩

জুন বলেছেন: সবগুলোই কথিকাই বেশ আকর্ষনীয় সেলিম। ব্যন ব্লগার পড়ে মন খারাপ লাগলো আর প্রচন্ড শুনে মজা পাইলাম কুনোর কথা মনে করে :P
+

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মজা আর মনখারাপের মিশ্য অনুভূতিতে কৃতজ্ঞতা । ভাল থাকবেন জুনাপি সবসময় ।

২২| ১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P

১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ;)

২৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

একজন ঘূণপোকা বলেছেন: ভালো লাগল

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

খাটাস বলেছেন: অনুগল্পে ভাল লাগা। মধুর টা আসলেই অনেক বেশি মধুর।

২৫| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দারুণ!!!!

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.