নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দুখুমিয়া, ছোট্ট বেলায়
সূয্যিমামা জেগে ওঠার আগে আলস্য জয় করে
খুব সকালে ভেঙেছি ঘুম তোমার কবিতায়।
কত ছুটেছি কাঠ বিড়ালীর পিছু
পেয়ারা তোমায় দেয়নি বলে রাগ করেছি মিছু।
সময়ের পরিক্রমায় ,দেখলাম তোমার কবিতায়
সাম্যের গান গেয়ে বলেছো তুমি হিন্দু-মুসলিম শ্রেণীভেদ ভুলে যেতে
তোমার অমূল্যবানী মেনে নিয়েছি মাথা পেতে।
অতপর বসন্তের যৌবনে
প্রলয় নৃত্য দেখেছি তোমার অবাক চোখে চেয়ে,
ভগবানের বুকে কেমনে তুমি এঁকে দিলে পদচিহ্ন,
বিদ্রোহী হলে রণতূর্যে প্রেমী হলে বাঁকা বাশরী হাতে,
তুমি চেতনা হলে বাঙালীর জাগরণে,
সব প্রভুরা পালিয়ে গেছে চেতনার আগ্রাসনে।
শেকল ভাঙার শেকল পরার ছলে
মুক্তি সুধার প্রেরণা সব মেলে।
তোমার উদ্দীপ্ত সব বানী
আজও আমাদের উজ্জীবিত করে জানি
আলোর দিশারী হয়ে ,
আজও আমাদের দেখাও যে পথ
শত বাধা জয় করে
প্রেমে বিদ্রোহে সাম্যের কলতানে ,
বাংলার বুলবুলি তুমি চির উন্নত প্রাণে।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ শুভ মধ্যরাত্রি ।জাতীয় কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলী। কিছুক্ষণ পর এখানে ২৯ আগষ্ট কবির মৃত্যু বার্ষিকী ।
২| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৫
সচেতনহ্যাপী বলেছেন: সেই সাম্য আর আজকের সাম্যের মিল কিন্তু বাস্তবে নেই,শুধু আছে আপনর আমার অন্তরে। কিন্তু যাদের থাকলে কাজ হতো,তাদেরই নেই।
বন্ধু বড় দঃখে এই কথা আজ মুখে।।
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
৩| ২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪২
এ কে এম রেজাউল করিম বলেছেন: ভালো লাগল, সুভেচ্ছা র'ল।
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪২
এমএম মিন্টু বলেছেন: তোমার উদ্দীপ্ত সব বানী
আজও আমাদের উজ্জীবিত করে জান
+++++++++++
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের স্বাধীনতা যুদ্ধ এমন কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি তার অনেকটাই আমরা পেয়েছি জাতীয় কবি কাজী নজরুলের কাছ থেকে।
একটা বিশেষ কারণে এ দিনটি আমারও মৃত্যু দিবস মনে হয়।
৫| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫২
কালের সময় বলেছেন: ভাল হয়েছে কি হয় নাই ,,,
কিছু আমার বলার নাই ,,,,
কবির বহু কবিটা পড়েছি ,,,,
আর মানে খুজেছি ।
মনের তালায় কর নেরেছে
মন বলে কবিটা অসংখ ভালো হয়েছে ।
ধন্যবাদ সেলিম ভাই সুন্দর এই কবিটার জন্য ।
++++++
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
জাতীয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী ।
৬| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৫
কোজাগরী চাঁদ বলেছেন: এই কবিতা পড়ে মনে হইতসে আপনার বয়স বারো।
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: আসলে আরো কম।ছোট বেলায় যখন পড়তাম আমি হব সকাল বেলার পাখি। আর কাঠ বিড়ারী কাঠ বিড়ালী ...............তখনকার বয়স আর অনুভূতি ওমনটাই ছিল। তাঁকে আমরা ছোট বেলা থেকেই চিনি ।রবীন্দ্র নাথকেও চিনি ।
৭| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪
ডি মুন বলেছেন: +++
কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী।
কাজী নজরুল ইসলামের লেখায় প্রেম, বিদ্রোহ, মানবতা সবকিছুরই দেখে মেলে। এজন্যই তিনি অনন্য।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। তিনি ছিলেন সাধারণ মানুষের কবি।তার লেখা আমাদের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে।
ভাল থাকবেন ডি মুন।
তবে কবি পর জনম বলিয়া কিছু থাকিলে কবি না হইয়া কুকুর হয়ে জন্ম লাভ করতে চেয়েছিলেন।
৮| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কাজী নজরুল আমার কাছে বিপ্লবের কবি । অসাম্প্রদায়িক-মানবতার পূজারী । তিনি অনন্তকাল তার কর্মের জন্য আমাদের মাঝে বেঁচে থাকবেন ।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: দারুন মন্তব্য করেছেন।
কবি গুরু নজরুলকে বিশেষ স্নেহ করতেন।
এমন যদি হতে নজরুলের মৃত্যু বার্ষীকিতে কবি গুরু একটি কবিতা লিখলেন তাহলে কেমন লিখতেন।
তেমনটা ভেবেছি অনেকদিন ।
ধন্যবাদ।কমেন্ট ও পাঠে ।
৯| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯
একজন ঘূণপোকা বলেছেন: ++++++++++++
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ প্লাসে । ভাল থাকবেন সবসময় ।
১০| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: কবির প্রতি শ্রদ্ধা।
১১| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুখুমামাকে নিয়ে লেখা কবিতা ভালো লাগলো।
শুভেচ্ছা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় ধন্যবাদ। প্রিয় কবি ।
১২| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলার বুলবুলি তুমি চির উন্নত প্রাণে।
৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা।
১৩| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: I am on the way to penang
১৪| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩
আবু শাকিল বলেছেন: "তোমার অমূল্যবানী মেনে নিয়েছি মাথা পেতে।
অতপর বসন্তের যৌবনে"
কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী ।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।শুভ সন্ধ্যা ।