নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রথিতযশা সব সাহিত্যিকদের পদচারনায়
নিতান্ত গোবেচারা ধরণের মানুষটি আমি
তাদের পদপিষ্ট হয়ে ধূলোয় মিশে যাওয়ার
মত ন্যায্য ঘটনাটি তাই অমূলক নয় ।
মহৎপ্রাণ সব মানুষের পথ চলায়
কেবলই হোচট খাই—তাদের হৃদয়ের বিশালতার কাছে
শিশিরের মত নগন্য অবস্থান আমার
অনেকটা অপাংক্তেয় —শিশিরের কি আর সাগর সঙ্গম হয় !
সুদর্শন সব মানুষের ভীড়ে নিতান্ত কুৎসিত আমি
তাদের ফুলের মত মুখশ্রীর প্রভাবে ক্রমাগত অবাঞ্ছিত
হতে থাকি ;আমার প্রেম আহবান হায়েনার অট্টহাসির মত
ঘৃণা আর ভয় মিশ্রিত অনুরণন সঞ্চার করে প্রিয়তমার অনুভূতি
প্রবণ এলাকায়—সেখানে সাত আঁধারের পর্দা নামে।
দূর্দান্ত সব কবিতার ভীড়ে আমার কবিতার অসহায় আত্নসমর্পন,
নিত্য নৈমিত্তিক ঘটনা ।কবিতার দুটি পংক্তি যেখানে রূপসীর সতী্ত্বের দূর্গে
ফাটল ধরায় —সেখানে আমার কবিতাগুলি প্রিয়তমার অনুভূতিতে আর্দ্রতার
পরাকাষ্ঠা সৃজনে ব্যর্থ হয়ে আবর্জনা স্তূপে দূর্গন্ধ ছড়ায় । আমি সুরম্য অট্টালিকায়
ডাস্ট বিনের মতো সেঁটে থাকি — সভ্যতার দেয়ালে যেন পুঞ্জীভূত পূজ;
সেটি দেখে নাক সিটকিয়ে অনিন্দ রূপসী কোন লম্পটের উরুতে গেঁথে থেকে রাতভর
আমার কামনার শ্রাদ্ধ করে ।
হ্রাদিনী হতে চাই , অর্ণব হতে চাই, আকাশ হতে চাই,
অতিমান সব চাওয়াগুলো অচ্ছুৎ থেকে যায় রথী মহারথীদের ভীড়ে;
শ্রাবণের প্রগাঢ় বর্ষা হতে পারিনা —পারিনা ফাল্গুনের প্রাণবন্ত রোলম্ব হতে;
চৈত্রের মধ্য দুপুরের মত প্রখর হতে পারি না — পারিনা পৌষের প্রচন্ড শীতে
হাড় কাঁপানো বিভীষিকা হতে ।
শিশির হতে পারি মাত্র — যেন শীতের সকালে সবার
অজান্তে নীরবে নিভৃতে পদ্মপাতার পাঁজরে জমে থাকা শিশির কনা — অথবা ধরণীর
ধূলোয় লেপ্টে থাকা পামর উক্ষণ বিন্দু ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: হ্রাদিনী মানে নদী,....। উক্ষণ - জলবিন্দু /শিশির ।।অচ্ছুৎ এখানে তচ্ছার্থে ব্যবহৃত হয়েছে ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৬
কলমের কালি শেষ বলেছেন: অহংকারহীন নিরব নিভৃত মানব মনের বিশালতার বহিঃপ্রকাশ । যে সকল কিছু নিরহংকার মানব মন হওয়ার ইচ্ছা জাগায় তার উর্ধে এই মানব মন বাস করে । সে অন্যের প্রকাশে হারিয়ে যেতে চায়, সুখ খুজে পায় বলে তার নিজস্ব অর্জন দেখায় সে অন্ধ থাকে । আর এই অন্ধদেরই পৃথিবীতে দরকার ।..
কবিতা পাঠে অনেক ভালো লাগলো... প্রবাসী কবি ।...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট করেছেণ্ । কিছু সত্যি উপলব্ধি থেকে লিখা ।ব্লগে কত ভাল কবি সাহিত্যিকদের আনাগোনা সে তুলানায় আমি ক্ষুদ্র ধূলিকনাটিও নই ।
ভাল থাকবেন সবসময় ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কবিতার তেজ বেরেই চলছে !
আপনি যদি কোন সময় মরে যান , তারপর এই কবিতা গুলো আপনার হয়ে কথা বলবে !
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যবাদ।
কি আর বলবো।
মরণে কেন দিবে মোরে বিজয় পুষ্পমালা।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১০
আরজু মুন জারিন বলেছেন: প্রথিতযশা সব সাহিত্যিকদের পদচারনায়
নিতান্ত গোবেচারা ধরণের মানুষটি আমি
তাদের পদপৃষ্ঠ হয়ে ধূলোয় মিশে যাওয়ার
মত ন্যায্য ঘটনাটি তাই অমূলক নয় :#> :!> অনেক ভালো লাগলো...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনি অনেক ভাল লিখেন । কবিতা আর গল্পের মিশেলে দারুন রকম গল্প । আর আমি একটা গল্প লিখতে পারিনি ।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১১
আরজু মুন জারিন বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাই । ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আপু আপনাকেও অনেক ধন্যবাদ । আর শুভকামনা অনেক ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! কবিতা নিয়ে সম্মৃদ্ধিটা চমৎকার লাগছে সেলিম। অভিনন্দন!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম । নিরন্তর শুভকামনা থাকলো ।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বেদনাঘেষা আর্দ্র শব্দের কবিতা ভাল লাগল ৷
শিশিরের মত নগন্য অবস্থান আমার
অনেকটা অপাংক্তেয় —শিশিরের কি আর সাগর সঙ্গম হয় ! বেশ ভাল লাগল ৷
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
*কুনোব্যাঙ* বলেছেন:
প্লাস
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ধন্যবাদ মামুন ভাই । নিরন্তর শুভকামনা ।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: রুপসীরা এমনই হয় কবি
তাদের পেতে চাইলে কবি নয়- লম্পট হয়ে যাও
খুবই ভাল লাগল পাঠে। +++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । যুগে যুগে সব রুপসীরা লম্পটের উপপত্নী হয়েছেন ।লম্পটেরা রক্ষক সেজে ভক্ষক হয়েছে। প্রতিরক্ষার নাম নিয়ে নিজেরাই অবলাদের সর্বনাশ করেছেন ।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
হরিণা-১৯৭১ বলেছেন: এখন থেকে সামুতে কমেন্ট করা বন্ধ করে দেবো।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কেন কি হলো । কমেন্টে তো সবাই অনুপ্রাণিত হয় ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কেন কি হলো । কমেন্টে তো সবাই অনুপ্রাণিত হয় ।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: রুপসীরা এমনই হয় কবি
তাদের পেতে চাইলে কবি নয়- লম্পট হয়ে যাও
অপূর্ব +++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫
হুইমজিক্যাল বলেছেন: ভালো লাগলো! শুভকামনা ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: অাগেই বলেছিলাম, কবিতার ধরন পরিবর্তন হচ্ছে । এবার অারো সুন্দর হয়েছে।
++++
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। চমৎকার কমেন্টে । কবিতা লিখি কবিতা ভাবি বলতে গেলে কবিতা নিয়ে ঘুমোতে যাই।
ভাল পরিবতর্ন হয়েছে বলাতে বেশি ভাল লাগলো ।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
হানিফ রাশেদীন বলেছেন: শিশিরের কি আর সাগর সঙ্গম হয় ! ভালো লাগা রইলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: হানিফ রাশদিীন ভাই সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮
যাযাবর বেদুঈন বলেছেন: নিজেকে নগণ্য ভাবাটা প্রকৃত মহৎ মানুষের কাজ। যে এই ভাবনাটা ভাবতে শিখেছে তার পক্ষেই অনেক শীর্ষে পৌঁছান সম্ভব নতুবা অহংকারীর পতন অনিবার্য। থেকে গেলাম না হয় নগণ্য একজন মানুষ হয়ে; এর মাঝেই হয়ত জগতের সব কল্যাণ নিহিত।
আপনার কবিতার এমন ভাবনা অসম্ভব রকম ভাল লাগল।
শুভরাত্রি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: দেখুন ভাই ভাবাভাবীর কিছু নেই ।আমি নগন্য এটাই সত্যি কথা ।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ । ভালো লাগার একটি গানের উপর পোস্ট দেয়ার জন্য ।
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
লিরিকস বলেছেন: * গানটা আপনার জন্য।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮
দীপান্বিতা বলেছেন:
শিশির হতে পারি মাত্র — যেন শীতের সকালে সবার
অজান্তে নীরবে নিভৃতে পদ্মপাতার পাঁজরে জমে থাকা শিশির কনা — অথবা ধরণীর
ধূলোয় লেপ্টে থাকা পামর উক্ষণ বিন্দু --- +++
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
দীপান্বিতা বলেছেন:
শিশির হতে পারি মাত্র — যেন শীতের সকালে সবার
অজান্তে নীরবে নিভৃতে পদ্মপাতার পাঁজরে জমে থাকা শিশির কনা — অথবা ধরণীর
ধূলোয় লেপ্টে থাকা পামর উক্ষণ বিন্দু --- +++
২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ওরে সেলিম ভাই এইটা তো আমার মনের কথা,
দূর্দান্ত সব কবিতার ভীড়ে আমার কবিতার অসহায় আত্নসমর্পন,
নিত্য নৈমিত্তিক ঘটনা ।কবিতার দুটি পংক্তি যেখানে রূপসীর সতী্ত্বের দূর্গে
ফাটল ধরায় —সেখানে আমার কবিতাগুলি প্রিয়তমার অনুভূতিতে আর্দ্রতার
পরাকাষ্ঠা সৃজনে ব্যর্থ হয়ে আবর্জনা স্তূপে দূর্গন্ধ ছড়ায় ।
এত সুন্দর এত সুন্দর।
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
নাসরিন চৌধুরী বলেছেন: অনেক ভাল লিখেছেন কিন্তু কিছু বানান ছুটে গেছে
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও মনোযোগ দিয়ে পাঠে ধন্যবাদ ।
২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
নাসরিন চৌধুরী বলেছেন: হোচট---হোঁচট
দূর্দান্ত--দুর্দান্ত
অনিন্দ--অনিন্দ্য
দূর্গন্ধ-দুর্গন্ধ
প্রচন্ড --প্রচণ্ড
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দেবো । ধন্যবাদ ।
২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২
ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: সুন্দর! +++
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার , আপনি তো দিনে দিনে আরও ভালো কবি হয়ে উঠছেন
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: দোয়া করবেন আপু। মনে হয় আমার কবিতা মরে গেছে ।
২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২০
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, খুব ভাল লাগল।
শুভরাত্রি!!
২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
সমানুপাতিক বলেছেন: কঠিন কবিতা । তারপরও পড়তে ভালো লাগলো ।
২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর, দারুন
দূর্দান্ত সব কবিতার ভীড়ে আমার কবিতার অসহায় আত্নসমর্পন,
নিত্য নৈমিত্তিক ঘটনা ।কবিতার দুটি পংক্তি যেখানে রূপসীর সতী্ত্বের দূর্গে
ফাটল ধরায় —সেখানে আমার কবিতাগুলি প্রিয়তমার অনুভূতিতে আর্দ্রতার
২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯
হরিণা-১৯৭১ বলেছেন:
ব্লগে কবিতা/অকবিতার ভিড়ে আপনার পংক্তুগুলো মোটামুটি।
তবে, এখন থেকে আর পড়বো না।
২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে সেলিম ।
৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯
মামুন ইসলাম বলেছেন: বাহা অসাধারন কবিটা হয়েছে সেলিম ভাই ।
৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৯
ডি মুন বলেছেন: মহৎপ্রাণ সব মানুষের পথ চলায়
কেবলই হোচট খাই—তাদের হৃদয়ের বিশালতার কাছে
শিশিরের মত নগন্য অবস্থান আমার
অনেকটা অপাংক্তেয় —শিশিরের কি আর সাগর সঙ্গম হয় !
---- দারুন বলেছেন তো।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৯
আবু শাকিল বলেছেন: স্বভাষা হলেও ওনেক শব্দ জানা নাই।জানালে উপকৃত হইঃ অচ্ছুৎ , হ্রাদিনী , উক্ষণ ।