নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একটি অটোগ্রাফ ও অসম্পর্কের ঋণ (বই রিভিউ)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭





অসম্পর্কের ঋণ সুপ্রিয় খলিল মাহমুদের সদ্য প্রকাশিত কবিতার বই। বইটির প্রচ্ছদ করেছেন জাদিদ (ব্লগার কাল্পনিক ভালোবাসা)।প্রকাশক নীল সাধু ,এক রঙা এক ঘুড়ি।বইটির উৎসর্গে অবাক হয়েছি। এটি কবি উৎসর্গ করেছেন যারা কথা রাখেনি ও যারা কথা রেখেছে। আমি কোন দলে কবি বলতে পারবেন । আসলে তার সঙ্গে আমার কোন কথাই হয়নি ।রাখারাখি পরের ব্যাপার।



শুরুতেই

"তুমি ছিলে সেই অমরাবতী পাখি

যাহার লাগিয়া একটি জীবন নদী

তোমার অধরে তীব্র আলোর ক্ষুধা

নীরব দহনে দুঃখী বনষ্পতি



ঘাসের শরীরে শিশিরের বেদনারা

চাঁদের আলোয় মৃত ওষ্ঠেরা কাঁদে

যে ফুল ফুটিল শুধুই তোমার লাগি

ক্ষয় হলো সে-ই নিষ্ঠুর সম্পাতে"



বেশ লাগলো ।রীতিমত মুগ্ধ ।অথচ তিনি নাম নিয়েছেন ধূলো বালি ছাই।



মনে হলো কবিতাতে দারুন সব রুমান্টিক উপাদান পাওয়া যাবে । কম বেশি আশিটির মত কবিতার সমাবেশ ঘটিয়েছেন কবি । তার ১ম কবিতা তোমার নির্দেশ



তুমি কি নজরুল হবে? কিংবা সুকান্ত?

রবীন্দ্রনাথও বাচবেন আর বড়জোর দুশোটি বছর

ঈশ্বরপূর্ব কজন কবিকে মানুষ রেখেছে মনে?



অতঃপর অচিরেই তুমিও নিমজ্জিত ইতিহাস

তুমি তো মাইকেল হবে না ,অথবা জীবনন্দদাশ।



এত লিখোনা

কী কাজ প্রতিদিন মহাকাব্য লিখে?


...........

..........



আর শোনো

আমায় নিয়ে কবিতা লিখোনা আর কোনদিনও।




কি বলেন কবি? গুরুজন হিসেবে মানি তাই বলে কবিতা লিখতে না বললে মানবোনা বোধ হয় !শায়মা না বললে তারপর লিখা বাদের কথা ভাবতে পারি ।





যাই হোক ক্ষণজন্মাপড়লাম এবং মুগ্ধ হলাম।





পাঁজর ফুঁড়ে তীব্র বেরিয়ে পড়ে জ্বলন্ত আগুন, টগবগে বাঘ। তোমার বুক খুঁড়ে হন্যে হয়ে খুঁজি, গহিন অরণ্যে গেঁথেছো কার নাম ।



তারপর এলো বুবুর কথা শিরোনামে তুই চলে যাবার পর ভ্রম ছায়া



এখনো মনে হয় সুতীব্র অভিমানে তুই

মেঝের উপর আছড়ে ফেলিস মুঠেফোনে আর আমি আবেগে ছুটে এসে

নীরবে পেছনে দাঁড়াই,সন্তর্পনে তোর ঘাড়খানা ছুঁই।







তারপর অসম্পের্কের ঋণ শিরোনামে দুটি কবিতা অমর্ত্যবর্তিনী আর প্রাপ্তি



অমর্ত্যবর্তিনী



তুই তো বউ হলিনা, হলিনা প্রেমিকাও

সম্পর্ক আর অসম্পর্কের মাঝগাঙে তোর নাও



বউকে দিব্যি প্রেম দিই,যার চেয়ে ঐশ্বর্য কিছু নেই

তোকে দিই মুহুর্তকবিতা, না চাইতেই



গৃহের ধ্যানে বড্ড গুটিয়ে গেছিস, আমিও তাই

আজও এক গৃহেই জ্বালি তোর রোশনাই।





প্রাপ্তি

.........................



যৌবন বনস্পতি

বরিখে বরিখে নীরবে অশ্রু ফেলে

কী এমন হতো রে ক্ষতি

একজনমে এ প্রাসাদটুকু না পেলে ?






কেন এই বইয়ের নাম অসম্পর্কের ঋণ? রক্ত সম্পর্কের বাইরের সে সম্পর্ক সেটিই বোধ হয় অসম্পর্ক । কবি দুটি কবিতায় ঋণ স্বীকার করেছেন সুপ্রিয় ব্লগার শায়মার । কবিতা দুটি হলো নাম না জানা ঘাসের ঘ্রাণে আর অধরা , শৈশবের দুঃখগুলো কবি ব্লগার স্বদেশ হাসনাইন , প্রমীলা এখন যে কোন নারী; তার বুকে অচেনা গন্ধ বরুনা ও নীল লোহিত এবং অভিলাষ ব্লগার রাইসুল নয়ন ।





এবার কবিতা সম্পর্কে বলি। কবিতাগুলোর উপজীব্য নারী ,প্রকৃতি আর বিশেষকরে মানুষের পারস্পরিক মিথোজীবিতা তথা সম্পর্ক । দারুন সব শব্দ সুষমায় তার কবিতাগুলো হয়ে ওঠেছে বাঙময় । আমারতো ভাল লেগেছে খুব । তিনি কত বড় মাপের কবি এটি না পড়লে বুঝা যাবেনা ।





উল্লেখিত কবিতা গুলো ছাড়া আরও বেশ কয়েকটি কবিতা যেগুলোর নাম না বলাটা সমীচিন হবে না । মোদ্দাকথা আমার অন্য বিশেষ ভাল লালাগার কবিতা হলো যে মেয়েটি আমায় ভালবাসতো , মেয়েরা ফুলের মত , আমার স্ত্রীকে হতে হবে , কবিতার মেয়ে। কত কাব্যিক ঢঙে নারীর চিত্র এঁকেছেন তিনি সেটি অনুভব করতে হলে পড়তে হবে অসম্পর্কের ঋণ ।





আমি মুগ্ধ হয়েছি। কবির কবিতা পাঠ করে। কত চমৎকার করেই না তিনি লিখেছেন ! হৃদয়ে গেঁথে আছে কত কত লাইন !! তার কবিতা দিয়েই শেষ করি । আমার কবিতার মেয়েকে এমনটাই প্রশ্ন করেছিলাম আমি!!



সময় দৌড়ায়। আমিও গুণে যাই দিন

একদিন ঠিক তুমি বলবেই ;

কেন তুমি কবিতা লিখো নি?

কেন তুমি নিষ্ঠুরিয়া

লিখো নি একটি কবিতাও, আমায় নিয়ে?




-----------------------------------------

বিঃদ্রঃ বইটির মূল্য মাত্র ১০০টাকা । প্রিয়জনকে উপহার দেয়ার জন্য এর চেয়ে ভাল কিছু হতে পারে না ।

মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

বেলায়েত মাছুম বলেছেন:



সোনাবীজ না জানলেও, উনি প্রিয় ব্লগারের একজন।

আপনাকে ধন্যবাদ, সুন্দর ও ভিন্ন আঙ্গিকে আলোচনা করার জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টে । নিরন্তর শুভকামনা থাকলো ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রিভিউ ভালো লেগেছে। কবিতার বইটি নিঃসন্দেহে ভালো লাগবে। এত চমৎকার একজন লেখকের বইয়ের অংশ হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত!

আপনাকে ধন্যবাদ সেলিম ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা জাদিদ ।দারুন একটি প্রচ্ছদের জন্য আবারো ধন্যবাদ ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: চমৎকার রিভিউ লিখেছেন। ২য়প্লাস। অনেক ধন্যবাদ।

বইটি সংগ্রহ করবো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে সুমন কর। বইটি সংগ্রহ করে ফেলুন ।

সৈয়দ মুজতবা আলী বলেছিলেন বই কিনে কেউ দেউলিয়া হয় না ।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন মুগ্ধ হলাম কবির এই অসম্পর্কের ঋণ জেনে। শুভকামনা কবির জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার বই আপনাকে আরও মুগ্ধ করবে ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনি আমাকে অবাক করে দিয়েছেন আমার বইটির একটা রিভিউ করে। আমি ঋণী, যা কোনোদিন শোধ করতে পারবো না।

'অসম্পর্কের ঋণ'-এর উপ-শিরোনামে ৩টি কবিতা আছে। ৩য় কবিতাটির নাম 'ধ্রুব'।

আমার অনেক কবিতার জন্ম হয়েছে বিভিন্ন ব্লগারের পোস্টে কমেন্ট করতে যেয়ে। যেসব কবিতা এসব কমেন্ট থেকে এসেছে এবং যাদের পোস্ট থেকে এসেছে, তাঁদের সবার কাছে আমি ঋণ স্বীকার করেছি। তবে সব কবিতা এই বইয়ে আসে নি। যেসব কবিতা রয়ে গেছে তা দিয়ে এরকম আরো ৪টি বই হবে, কিন্তু সেই ৪টি বই হয়তো আর ছাপা নাও হতে পারে।



'একটি অটোগ্রাফ' আপনি আমার বইয়ে রেখে এসেছেন তো?

অনেক ধন্যবাদ বেলায়েত মাছুম, জাদিদ, সুমন কর ও আমি ময়ূরাক্ষী।

নিজের লেখার উপরে অন্যের মতামত দেখতে কত ভালো লাগে তা বোঝাতে পারছি না।

ভালো থাকবেন প্রিয় কবি সেলিমা আনোয়ার ভাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা রেখে এসেছি ।

নিজের লেখার উপর অন্যের মতামত দেখে কত ভাল লাগে তা বোঝাতে পারছিনা । :)


আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো ।

ধ্রুব নিয়ে কিছু লিখিনি । সতীন(পুংলিঙ্গ কি হবে জানি না ) ক্যারেকটার বলে কথা । ধ্রুব চুলোয় যাক ;)

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার রিভিউ সেলিম ভাই। বইটি কেনা হয়েছে কিন্তু এখনো আমার হাতে আসে নি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো । বইটি পড়লে আরো ভালো লাগবে ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪১

মনিরা সুলতানা বলেছেন: এখন ও হাতে পাইনি
আপনার রিভিউ খুব ভাল লাগলো ধন্যবাদ :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: বইটি পড়লে আপনার ভাল লাগবে থুব । একথা বলতে পারি । আমারতো খুব ভাল লেগেছে ।

কমেন্টে আর পাঠে :ন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫১

কয়েস সামী বলেছেন: বইটি হাতে পেয়েছি সবে। প্রিয় কবির কবিতার বই পড়ার মজাটাই আলাদা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত । আর বই খানি যদি চমৎকার হয়ে থাকে তাহলে তো কথাই নেই । বই টি কিন্তু সেই রকম ।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: রিভিউতেও কিছুটা হাস্যরস ঢুকিয়ে দিয়েছেন। ভালো লাগলো। কবিকে উদ্দেশ্য করে কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন। আশা করবো কবি সময় করে এর উত্তর দিবেন।
আশা করছি একদিন আমিও বইটা পড়ে কবির কবিতার স্বাদ আস্বাদন করতে পারবো।
কবি এবং আপনার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আমারও একই রকম প্রত্যাশা । দেখা যাক কি হয় ? আপনাকেও শুভেচ্ছা আর ধন্যবাদ চমৎকার কমেন্টে ও পাঠে ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯

জাফরুল মবীন বলেছেন: চমৎকার রিভিউ!

অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে।

সশ্রদ্ধ সালাম ও শুভকামনা জানাই সোনা ভাইকে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় । আপনার রিভিউ ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

সোহানী বলেছেন: প্রিয় ব্লগারের বইটি আমি বইমেলায় খুজেঁ পাইনি... আশা করি আজ/কাল আবার খুজেঁ নিব। আর সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার রিভিউ এর জন্য্ ও বইটি সংগ্রহের কথা মনে করিয়ে দেয়ার জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ রিভিউ পড়ার জন্য । সংগ্রহ করে নিশ্চিন্তে পড়ে ফেলতে পারেন চমৎকার একটি বই ।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

দীপান্বিতা বলেছেন: রিভিউ ভালো লাগল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লেগেছে ভাল লাগলো ।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

বিদগ্ধ বলেছেন: রিভিউ সংক্ষিপ্ত হলেও ভালো হয়েছে। মজা লেগেছে উৎসর্গের বিষয়টি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লেগেছে জেনে ভাল লাগলো । কমেন্টে কৃতজ্ঞতা ।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

রোদেলা বলেছেন: এখনো মনে হয় সুতীব্র অভিমানে তুই
মেঝের উপর আছড়ে ফেলিস মুঠেফোনে আর আমি আবেগে ছুটে এসে
নীরবে পেছনে দাঁড়াই,সন্তর্পনে তোর ঘাড়খানা ছুঁই।
-----------------------------------------------------
আপনার রিভিউ অনেক অন্যরকম।এক্ষনী বইটা হাতে নিয়ে পড়তে ইচ্ছে করছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো । এখনি বইটি পড়ে ফেলুন । অপার আনন্দ লাভ করবেন। সেনাভাইয়ের বইটি দারুন হয়েছে । মুগ্ধ হতে বাধ্য ।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: আমি জানতাম না খলিলভাইয়া ওরফে আমার পুরোনোদিনের সেই ফারিহানভাইয়া আর বর্তমানের সোনাবীজ অথবা ধুলোবালি ছাই ভাইয়া আমার পোস্টে লিখে ফেলা কবিতাগুলো যে আমাকেই উৎসর্গ করেছে।

জানার পরে আমার কি যে ভালো লাগছে!!!!!!!!!!!!!!!!!!!! বলেও বুঝাতে পারবোনা ভাষায়!!!!!!!!!!!:)





আর ভাইয়ার সাথে আমার অনেক ছড়ার খেলা হয়েছে সেসব নিয়ে ভাইয়া যে কবে লিখবে এখন সেটাই ভাবছি!!!!!!!!!

ভাইয়ার সাথে আমার আজকের সম্পর্ক না। ভাইয়ার কাছে আমি কোন কোন অসম্পর্কের ঋণে ঋণী, আমি যদি সেটা নিয়ে লিখি তাইলে নাম কি হবে ? ভাইয়া লিখেছে অসম্পর্কের ঋণ আর আমি লিখবো কৃতজ্ঞতার ঋণ ভাইয়া!!!!!!!!!!!!!!


অনেক অনেক শুভকামনা আমার খলিলভাইয়ার জন্য। অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসাও।:)


সেলিমভাইয়া তোমাকেও থ্যাংকস এই পোস্ট লিখে ভাইয়ার বই সম্পর্কে জানানোর জন্য। এমন রিভিউ আর হয়না। আসলে মন থেকে লিখলে সব লেখাই অনন্য হয়ে ওঠে সেটা বুঝা যাচ্ছে এ লেখা দেখে। :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লেগেছে যেনে ভাল লাগলো । আমার কবিতার বই বের হলে তো তোমার জন্য উৎসর্গকৃত কবিতাই থাকবে অনেকগুলো আর কবিতা গুলো ঘুরবে তোমাকে কেন্দ্র করে তখন আমার বইয়ে লিখতে হবে ঋণ নয় মহাঋণ ।সম্পর্কের মহা ঋণ । :P

মন থেকেই তো করি । :) মন থেকে করলে সেটা ভাল না হয়ে পারেনা । একদম খাটি কথা। :)


সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ । :)

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা পাঠ প্রতিক্রিয়ায়।

প্রার্থণা করি, অসম্পর্কের ঋণ সুসম্পর্ক গড়ে তুলুক পাঠকের সাথে।

শুভকামনা অনিঃশেষ কবিদ্বয়ের জন্য।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক শুখেচ্ছা দীপংকর চান্দু। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

আবু শাকিল বলেছেন: বই টা কিনেছি ।পড়া হয়নি । আসলে সময় কুলাচ্ছে না।
দৌড়ের ঊপ্রে আছি ।

রিভিউ ভাল হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ফ্রি হয়ে পড়বেন। দারুন ভাল লাগবে । আমার ভাল লেগেছে ।

রিভিউ ভাললেগেছে জেনে ভাল লাগলো ।ধন্যবাদ।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুন রিভিউ।+++++

বইটির সফলতা কামনা করছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লেগেছে জেনে ভাল লাগলো । বইটি সফল হোক ।


আপনার জন্য শুভকামনা থাকলো ।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬

টুম্পা মনি বলেছেন: চমৎকার রিভিউ। অনেক অনেক শুভকামনা ওনার জন্য এবং আপনার জন্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

কলমের কালি শেষ বলেছেন: রিভিউতে চমৎকার লেগেছে । কবিতার বইটি অবশ্যই মনোমুগ্ধকর হয়েছে বলাই যায় ।

বইটির অভূতপূর্ব সাফল্য কামনা করছি ।

শুভ কামনা সোনাবীজ ভাই।

এবং আপনার জন্য । :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লাগায় ধন্যবাদ ।

আমাদের জন্য শুভকামনায় কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন নিরন্তর ।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০২

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সুন্দর রিভিউ। বইয়ের দু’টি কপি আমার জন্য কালেক্ট করা হয়েছে এখনো হাতে পাই নাই। রিভিউতে অনেকখানি পড়ে ফেললাম মনে হচ্ছে। ভালো লাগার সাথে কবি ও আপনার জন্য শুভকামনা রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপুন চিনি কি জিনিস তা শুধু মুখে না বলে একটু খাইয়ে দিলাম । ;)
এখন যাদের ধারণা হবে তার ঠিকই চিনি খাবে । তাই ওভাবে লেখা ।কবিতার পাচ শতাংশ চেখে বাকী ৯৫ শতাংশ খাওয়ার লোভ সামলাতে পারেবেনা কেউ ।

কবিতাগুলি কিন্তু চমৎকার পড়তে ভাল লাগবে সবার ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: রিভিউ ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কামাল ভাই ।আপনার বইটি এখনো সংগ্রহ করতে পারিনি ।মেলায় গেলে কিনে ফেলবো । ওটা পড়ার জন্য আগ্রহী হয়ে বসে আছি ।


সোনা ভাইয়ের এই বইটি পড়ে দারুন ভাল লেগেছে আমার। চমৎকার কবিতায় অনবদ্য বই ।

শুভকামনা নিরন্তর আপনার জন্য।

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর রিভিউ কবি।


ভালো লাগা....!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ভাল লাগা ।নিরন্তর শুভকামনা ।

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: রিভিউ ভালো লাগলো।



বই মেলা থেকে মোড়ক উন্মোচনের দিনই বইটি সংগ্রহ করেছি। একটু একটু করে পড়ছি। গুরুজনেরা বলেছেন ভালো কিছু একবারে শেষ করতে নেই :)


শুভেচ্ছা জানবেন :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার রিভিউ ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।বইটিও নিশচয়ই ভাল লাগবে ।

পড়ে ফেলুন ধীরে ধীরে মজা করে।

নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সেলিম আনোয়ার ভাই, চমৎকার পোষ্ট।
আমি সোনাবীজ ভাই এর কবিতার একজন ভক্ত পাঠক।

পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নীল সাধু ভাই । চমৎকার বইটির প্রকাশনার জন্য ।

কমেন্টে ওপাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

তুষার কাব্য বলেছেন: মুগ্ধ হলাম কবির এই অসম্পর্কের ঋণ জেনে। শুভকামনা কবির জন্য ।

চমৎকার রিভিউর জন্য আপনাকেও ধন্যবাদ সেলিম ভাই ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

সাসুম বলেছেন:

এতই ভাল লেগেছে যে আমি নিজের কভার পিক হিসেবে এটা ইউজ করি :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দারুন । আরো দূর্দান্ত সব কবিতা লিখুক কবি ।

২৯| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪০

মহান অতন্দ্র বলেছেন: অফ লাইনে আগেই পড়েছি। অনেক মুগ্ধতা রইল ।

০২ রা মার্চ, ২০১৫ সকাল ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে ও পাঠে । আর নিরন্তর শুভকামনা থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.