নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হৃদয়ে বাংলাদেশ । কত সুন্দর একটি নাম !বইটির লেখক জনপ্রিয় ব্লগার শায়মা হক । ব্লগে যিনি একাধারে অপসরা ,বরুনা আর শায়মা তিনটি নিকে করে গেছেন একের পর এক জনপ্রিয় সৃষ্টি।
লেখকের কথার কিয়দংশ "জাতি হিসেবে আমরা বাংলাদেশি । আমাদের ইতিহাস,সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ,মমতা বক্ষে ধারণ করেই আমাদের বেড়ে ওঠা । আমাদের জাত পাত ধর্ম বর্ণ সম্পর্কে থাকতে হবে সঠিক ধারণা ।" তিনি যথার্থই বলেছেন ।
আরও বলেছেন "আজকের শিশুদের জন্যই আমার এই প্রয়াস। শিশুরা যেন ছড়ায়,ছন্দে বা কবিতায় জানতে পারে ভাষার জন্য তাদের পূর্বপুরুষদের অবদানের কথা।তারা যেন গরিবদের প্রতি সদয় ব্যবহার শেখে ,সকল মানুষ ,সকল পেশার প্রতি শ্রদ্ধাশীল প্রকৃত মানুষ হিসেবে বড় হয়ে ওঠে এই আমার চাওয়া ।" চমৎকার চাওয়া ।
তার চাওয়া দেশ আর দশের জন্য সন্দেহাতীত ভাবে মঙ্গলজনক । তার এই চাওয়ার প্রতিফলন দারুন ভাবে ফুটে ওঠেছে তার এই বইটির কনটেন্টে । কবিতাগুলো শিরোনামগুলো পড়লেই বুঝা যাবে লেখক শতভাগ আন্তরিকতার সঙ্গে তার চাওয়া বাস্তবায়ন করার প্রয়াস চালিয়েছেন ।
তিনি ছড়া লিখেছেন জাতীয় স্মৃতিসৌধ নিয়ে,জাতীয়তা নিয়ে ,স্বাধীনতা নিয়ে , জাতীয় কবিকে নিয়ে ,বাংলাদেশের ঋতু নিয়ে বাংলাদেশের ফল নিয়ে বাংলাদেশের পিঠা নিয়ে পহেলা বৈশাখ নিয়ে ,ঈদের খুশি নিয়ে শীতবস্ত্রদান নিয়ে ,বাংলাদেশের পাখি শীতবস্ত্র দান নিয়ে গরীবদের প্রতি ব্যবহার নিয়ে ,বাংলাদেশের খেলা নিয়ে বঙ্গবন্ধু নিয়ে ইত্যাদি ইত্যাদি ।
বাংলাদেশের দেশজ উপাদান গুলিকে দারুন ছন্দ দিয়ে শব্দ সুষমা দিয়ে অলংকৃত করেছেন প্রতিটি ছড়া কবিতা । সত্যি শায়মা ব্লগের মত তার প্রকাশিত প্রথম বইটি দিয়ে দায়িত্বশীলতা আর দেশপ্রেমের পরিচয় দিলেন ।
শিশুদের বইয়ের অপ্রতুলতা কারো অজানা নয় । সেই অপ্রতুলতায় লেখকের প্রচেষ্টাকে শ্রদ্ধা জানাই ,সাধুবাদ জানাই । শিশুকাল থেকেই একজন মানুষের ভিতরে তার সংস্কৃতির সঙ্গে সেতুবন্ধন গড়ে দেয়া ,জাতীয়তবোধের অনুপ্রবেশ ঘটানো খুবই দরকার। সেদিকটায় আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। তা্ইতো সুপ্রিয় শায়মার প্রথম বইটি অনবদ্য হয়েছে ।
যিনি সাজুগুজো করতে এত ভালবাসেন তার বাংলাদেশের খেলা শিরোনামের খেলার তালিকা দেখলেই বুঝে যাবেন । এক্কা দোক্কা ,গোল্লাছুট , বউচি, হা ডু ডু ,কানামাছি ,ওপেনটি বায়োস্কোপ । খেলাগুলো শুধু খেলা নয় এগুলো আমাদের নিয়ে যাবে একেবারে পল্লী অঞ্চলে গ্রাম বাংলায় । এগুলো আসলে আমাদের সংস্কৃতির অংশ । শায়মা আপনার দেশপ্রেম মুগ্ধ করবে সবাইকে ।
শায়মা লিখেছেন বাংলাদেশের পর্যটন
অবারিত সাগরে অনাবিল হাওয়া
দিগন্ত ছুঁয়ে যেথা করে আসা যাওয়া
প্রকৃতির সাথে মাতে উত্তাল স্রোত
ঘুরে এসো সেখান থেকে পতেঙ্গা সৈকত ।
...........................................
এভাবেই দারুন ছন্দে লিখে গেছেন একের পর একের কবিতা ।
তার প্রথম কবিতাটি ষোলই ডিসেম্বর
রোজসকালে পাখির ডাকে ভাঙে আমার ঘুম
মায়ের ভাষায় মাকে ডাকি, মা চোখে দেয় চুম।
লাল সুরুযের আলো মেখে ভোরের গান গাই,
সবুজ সজীব হাওয়ায় ভেসে প্রান্তরেতে ধাই ।
.........................................
প্রতিটি শব্দ থেকে দেশপ্রেম আর জাতীয়তাবোধ ঠিকরে ঠিকরে বেড় হচ্ছে যেন । বইটির ২য় কবিতা ঐ পতাকার মানে
লাল সবুজের গড়া মোদের বাংলাদেশের কেতন,
কি তার মানে জানো তুমি,করো কি তার যতন?
....................................................
পেকামাকড় কবিতার একেবারে শেষে দিকে লেখক যে মনে প্রাণে পরী ধরা পরে গেছে
.................................
প্রজাপতির কথা আমি
কী বলবো আর
রঙিন পাখায় ফুল পরীটা
সেও মেনেছে হার ।
হয়তো সে এক নিজেই ফুল
আর হয়তো বা ফুলপরি
রূপ দেখে তার ঘুরছে মাথা
আহা মরি মরি ।
বইটির সর্বশেষ কবিতা বাংলাদেশের ফুল শেষ হয়েছে এভাবে
...........................................................
রজনীগন্ধা ,পদ্ম ,চাঁপা হাজার ফুলের মেলা
ফোটে তারা আমার দেশেই সকাল সন্ধ্যা বেলা।
বইটির আদ্যোপান্ত পড়ে মনে হলে শায়মা হক চমৎকার সুঘ্রাণ সম্বলিত একটি ফুল । এই ফুল খুব সহজে জন্মায়না । এমন দুর্লভ ফুলের যতন করা সবার জন্য গুরুত্বপূর্ণ । শায়মা আপনার ছন্দবোধ চমৎকার । আপনার শিশুদের প্রাত ভালবাসা অকৃত্রিম আর আর আপনার দেশপ্রেম জাতীয়তাবোধ অসাধারণ । যুগ যুগ ধরে বেঁচে থাকুন আর এভাবেই দেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনার অমূল্য সেবা দিয়ে যান সুঘ্রাণ বিলিয়ে যান এই কামনা থাকলো ।
প্রতিকথার ব্যানারে হানিফ রাশেদীনের অনবদ্য প্রকাশনা । বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। অক্ষর ও পৃষ্ঠাসজ্জা আবু সাঈদ তুহিন । বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সকল শিশু।বইটির মূল্য মাত্র ৮০ টাকা ।
বইটি শিশুদের জন্য চমৎকার উপহার হবে। শিশুরা বইটি পাঠ করে শেকড়ের সন্ধান লাভ করবে । তাদের অভিভাবকরাও এটি পাঠে একবার হলেও দেশকে নিয়ে ভাববেন । বইটির নামকরণ শতভাগ স্বার্থক । আমার বিচারে লেখক শায়মা হক দারুন ভাবে সফল হয়েছেন তার প্রচেষ্টায় ।
বাংলাদেশের প্রতিটি শিশুর হৃদয়ে বাংলাদেশ হোক । দেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশ হোক । থ্রি চিয়ারস শায়মা । থ্রি চিয়ারস ব্লগের পরী । আপনি শুধু বহুমাত্রিক প্রতিভার অধিকারী নন ; একজন প্রকৃত দেশ প্রেমিকও বটে ।আপনার বইটি বাংলার ঘরে ঘরে পৌঁছে যাক
এই কামনা থাকলো ।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । সত্যি অসাধারণ সৃষ্টি । প্রতিকথার অনবদ্য প্রকাশনী হয়ে থাকবে এটি ।
২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: বাংলাদেশের দেশজ উপাদান গুলিকে দারুন ছন্দ দিয়ে শব্দ সুষমা দিয়ে অলংকৃত করেছেন প্রতিটি ছড়া কবিতা । সত্যি শায়মা ব্লগের মত তার প্রকাশিত প্রথম বইটি দিয়ে দায়িত্বশীলতা আর দেশপ্রেমের পরিচয় দিলেন ।
থ্যাংক ইউ !!! থ্যাংক ইউ!!! থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: তোমাকেও ধন্যবাদ আকাশলীনা এত চমৎকার একটি বই উপহার দেয়ার জন্য। তোমার মত তোমার বইটিও অনেক সুইট ।
তোমার জন্য নিরন্তর শুভকামনা ।
৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৭
শায়মা বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রিভিউ দেখে বইটি খুলে দেখতে ইচ্ছে হচ্ছে। ভালো লেগেছে।
//শায়মা ব্লগের মত তার প্রকাশিত প্রথম বইটি দিয়ে দায়িত্বশীলতা আর দেশপ্রেমের পরিচয় দিলেন ।//
চিয়ারস ফর ‘মাল্টি-ট্যান্টেড’ শায়মা!
মইনুলভাইয়া!!!!!!!!!
তোমাকেও অনেক অনেক থ্যাংকস!!!!!!!
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি মইনুল ভাইয়ের কমেন্ট অনুপ্রাণিত হওয়ার মত ।তার জন্য শুভকামনা অনেক ।
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা বইটির কোন কবিতা তোমার সবচেয়ে প্রিয় ?
৪| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৯
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: শায়মা আপুর জন্যে অনেক অনেক শুভকামনা।আর বইটি আমি পড়বোই।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।সন্দেহাতিতভাবেই বইটি ভাল হয়েছে ।লেখক সত্যি প্রশংসার দাবীদার ।
৫| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: মচৎকার হো চুকে
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালো লাগলো সেলিম ভাই।
বইটির সফলতা কামনা করছি।
আশা করি এটি বাচ্চাদের প্রিয় বই হবে।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।
৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২২
চাঁদগাজী বলেছেন:
" শায়মা বলেছেন: বাংলাদেশের দেশজ উপাদান গুলিকে দারুন ছন্দ দিয়ে শব্দ সুষমা দিয়ে অলংকৃত করেছেন প্রতিটি ছড়া কবিতা । সত্যি শায়মা ব্লগের মত তার প্রকাশিত প্রথম বইটি দিয়ে দায়িত্বশীলতা আর দেশপ্রেমের পরিচয় দিলেন ।
থ্যাংক ইউ !!! থ্যাংক ইউ!!! থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!! "
-তা'হলে বই কোন শায়মা'র? যার মন্তব্যকে কোট করলাম, উনার বই বলে তো মনে হচ্ছে না!
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: এটা ওনারই বই ।মোদ্দাকথা হলো বইটি ভাল হয়েছে। বইটি পড়ে দেশের শিশুরা উপকৃত হবে বলেই আমার বিশ্বাস ।
৮| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩০
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: তিনি ছড়া লিখেছেন জাতীয় স্মৃতিসৌধ নিয়ে, জাতীয়তা নিয়ে, স্বাধীনতা নিয়ে , জাতীয় কবিকে নিয়ে, বাংলাদেশের ঋতু নিয়ে, বাংলাদেশের ফল নিয়ে, বাংলাদেশের পিঠা নিয়ে, পহেলা বৈশাখ নিয়ে, ঈদের খুশি নিয়ে, শীতবস্ত্রদান নিয়ে ,বাংলাদেশের পাখি, শীতবস্ত্র দান নিয়ে, গরীবদের প্রতি ব্যবহার নিয়ে, ,বাংলাদেশের খেলা....................
হেডলাইন দেখেই আন্দাজ করছি....................।
আমজনতার কাতারে দাঁড়িয়ে কবিতা গুলো লেখা হয়েছে............।
বিরতিহীন শুভহামনা।
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: বইটির কনটেন্ট দেখে মুগ্ধ হবেন দেশপ্রেমিক খাঁটি বাঙালি এতে কোন সন্দেহ নেই ।
৯| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: মাল্টি নিকে মাল্টি ট্যালেন্টেড ব্লগার সাধারণত পাওয়া যায় না। শায়মা সে দিক দিয়ে নিজেকে বেশ উঁচুতেই তুলে ধরতে সমর্থ হয়েছেন।
আমাদের দেশে শিশুতোষ লেখা দিন দিন আসলেই কমে যাচ্ছে। ফলে শিশুমন বিকশিত হওয়ার সুযোগও কমে যাচ্ছে দিন দিন। দেশপ্রেমের ব্যাপারটা শিশুকাল থেকেই মনে গেঁথে দিতে পারলে, সেটা শিশুর বেড়ে উঠার সাথে সাথেই বেড়ে উঠবে। শায়মা'র 'হৃদয়ে বাংলাদেশ' শিশুমনে দেশপ্রেম গেঁথে দেয়ার কাজটা একটু হলেও করতে পারবে বলে আমার বিশ্বাস।
শায়মাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ সুন্দর রিভিউর মাধ্যমে শায়মার বইটি সম্বন্ধে আমাদের সামনে তুলে ধরার জন্য। দু'জনের জন্যই অনেক শুভ কামনা রইলো।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । সুপ্রিয় ব্লগার বইটি বাংলাদেশের সব শিশুকে উৎসর্গ করা হয়েছে এখানেও সুপ্রিয় শায়মার শিশুদের প্রতি স্নেহ আর গভীর মমতার পরিচয় মিশে আছে । সাধুবাদ জানাই তার এ্ই শিশু প্রীতিকে ।
১০| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১০
জাফরুল মবীন বলেছেন: সৌন্দর্য্যের পূজারীর সুন্দর উপহার সবচেয়ে সুন্দর মনের মানুষগুলোর (শিশুদের) জন্য।অভিনন্দন শায়মা!ধন্যবাদ তোমাকে।
অাপনাকেও ধন্যবাদ বইটি ও বইটির লেখিকাকে সুন্দর বিশ্লেষণে উপস্থাপনের জন্য।
ভালো থাকবেন।
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । শায়মা দারুন কাজ করেছেন । সামনে হয়তো আরও চমৎকার কিছু করবেন সেই প্রত্যাশা থাকলো ।
১১| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বইটি নিয়ে আপুর একটি পোস্ট পড়েছিলাম। অসাধারণ। আপনার রিভিউটাও এককথায় চমৎকার। আর শায়মাপুর মধ্যে সত্যিই একটা পরী বাস করে। শুভ কামনা সবার জন্য।
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।
অপসরার হৃদয়ে বাংলাদেশ গেথে আছে দারুন ভাবে ।
আপনার জন্যও শুভকামনা ।
১২| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৫
রূপা কর বলেছেন: শায়মা আপুর জন্যে অনেক অনেক শুভকামনা। বইটি কিনব ++++
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ও কমেন্টে ধন্যবাদ ।
বইটি সত্যি সংগ্রহে রাখার মত ।
১৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: বইটি শিশুদের জন্য চমৎকার উপহার হবে। শিশুরা বইটি পাঠ করে শেকড়ের সন্ধান লাভ করবে । তাদের অভিভাবকরাও এটি পাঠে একবার হলেও দেশকে নিয়ে ভাববেন । বইটির নামকরণ শতভাগ স্বার্থক । আমার বিচারে লেখক শায়মা হক দারুন ভাবে সফল হয়েছেন তার প্রচেষ্টায় ।
সুন্দর বলেছেন ।
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা কলমের কালি শেষ ।
শায়মা হক চেষ্টার কোন ত্রুটি করেন নি ।ফলে এত চমৎকার একটি কাজ করতে পেরেছেন ।
১৪| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাগুলো পড়তে হবে দেখছি। এখানে অল্প দেখেই ভালোলাগছে। সোজা ছন্দের ছড়া ছড়া ভাবের সহজ কবিতা।
শিশু হইতে পারলে ভালো হইতো, আরো বেশি নির্মল আনন্দ পাওয়া যাইতো।
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শিশু হইতে পারলে আসলেই ভাল হতো । তাই কি আর হওয়া যাবে ? এখন নিজেকে শিশু ভেবে পড়লেই হবে ।
সুন্দর কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৫| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২০
নীল-দর্পণ বলেছেন: প্রতিকথার স্টল তো খুজেই পেলাম না। বইটা কেনার খুব ইচ্ছে ছিল
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা এবং হানিফ রাশেদিন ভাই এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন । বইটি সংগ্রহ করা কষ্টকর হবেনা বোধ হয় ।
১৬| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০০
হানিফ রাশেদীন বলেছেন: অসাধারণ একটি রিভিউ। কেবল রিভিউ হিসেবেই অসাধারণ নয়। সেলিম ভাইর যে আন্তরিকতা প্রকাশ পেয়েছে লেখাটায়, এটি বেশ লক্ষ্যনিয়।
শায়মা আপু এবং তা বইয়ের বিষয় ছোট্ট পরিসরে বেশ তাৎপর্যপূর্ণ তথ্য আমরা জানেত পেলাম এই লেখাটার মাধ্যমে।
শুভ কামনা...
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার রিভিউ ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।
শুভকামনা আপনার জন্যও ।
১৭| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
সুমন কর বলেছেন: থ্রি চিয়ারস শায়মা । থ্রি চিয়ারস ব্লগের পরী । আপনি শুধু বহুমাত্রিক প্রতিভার অধিকারী নন ; একজন প্রকৃত দেশ প্রেমিকও বটে ।
চমৎকার রিভিউ।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাললেগেছে জেনে ভাল লাগলো । আপনার কমেন্টে ও পাঠে অুনপ্রেরণা খুঁজে পেলাম । সুপ্রিয় শায়মা সন্দেহাতিত ভাবে প্রশংসার দাবীদার । ঘরে ঘরের বাইরে সব কাজেই তিনি সমান পারদর্শী । সত্যি বিরল প্রতিভা তিনি । তার দেশপ্রেম মুগ্ধ করবে সবাইকে ।
আপনাকে ধন্যবাদ সুমন কর। আগামীকাল বাংলাদেশ টিমের গুরুত্বপূর্র্ণ খেলা আশা করি জিতে যাবে ।
১৮| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রিভিউ ।
আমার ছেলেতো সারাদিন এটা নিয়েই আছে । ২ টি মুখস্ত ও করে ফেলেছে ।
অট ; রিভিউতে ''সাজুগুজু''র অনুপ্রবেশ আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে ।
২ নং কমেন্টের রিপ্লাইয়ের অংশ বিশেষ , অনাপত্তিকর নয় ।
তাছাড়া শায়মার ব্লগে সেলিম ভাইয়ের কমেন্ট গুলিতে বিচক্ষণ সেলিম ভাইকে খুঁজে পাইনি ।
আমার পুরনো সুহৃদ সেলিম ভাইয়ের জন্য শুভ কামনা ।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। শুভকামনা থাাকলো নিরন্তর ।
১৯| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভ কামনা বাচ্চুমনিটার জন্য! বইটি নিয়ে তার পোস্টটিও পড়েছি! ভাইয়া আপনার রিভিউ ও পড়লাম... অনেক ভাল লাগল ...
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । অনেক শুভকামনা বাচ্চুমনিটার জন্য । তার বইয়ের জন্য । আর রিভিউ ভাল লেগছে জেনে আমারও ভাল লাগলো ।
২০| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৯
চন্দনপাল০২৩ বলেছেন: কবিতা গুলো পড়তে ইচ্ছে হচ্ছে।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: বইটি সংগ্রহ করে পড়ে ফেলুন । চমৎকার সব দেশাত্মবোধক কবিতা ।
ভাল লাগবে আপনার ।
২১| ০৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৪৯
আরজু পনি বলেছেন:
শায়মার "হৃদয়ে বাংলাদেশ" বইটির জন্যে অনেক শুভকামনা রইল।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ আরজুপনি আপু । আর আপনার জন্য শুভকামনা নিরন্তর ।
২২| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০০
পরিবেশ বন্ধু বলেছেন: শায়মার বই হৃদয়ে বাংলাদেশ প্রকাশিত হয়েছে জেনে খুশি হলাম এবং সেইসাথে
শুভকামনা থাকল । রিভিউ পড়ে ভাল লেগেছে কবি ।
০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে ভাল থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা ।
২৩| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হৃদয়ে বাংলাদেশ বইটির জন্যে অনেক শুভকামনা রইল।
০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা থাকলো বঙ্গভূমির রঙ্গমেলায় ।
২৪| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫
সোহানী বলেছেন: বইটা পড়তে চাই শায়মা....... কোথায় পাবো?
সত্যিই ধন্যবাদ যে বাচ্চাদের জন্য দারুন একটা উপহার হবে নিশ্চয়.... না পড়েই বইকে +++++
০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় শায়মার দৃষ্টি আকর্ষণ করা হলো ।
সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৫| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এভাবেই জানিয়ে যেতে হবে আজকের এবং গতদিনের কথাগুলো আগামীর সকলের তরে... বইটি পড়ার ইচ্ছা পোষণ করছি।
০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: পড়ে ফেলুন । ভাল লাগবে । চমৎকার ছড়া কবিতার সমন্বয়ে সুন্দর একটি আয়োজন ।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২৬| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১২
বিদগ্ধ বলেছেন: অনেক সুন্দর রিভিউ! পড়তে চাই। অনলাইনে পাবার উপায় আছে কি?
০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: হানিফ রাশেদীন ভাই অথবা সুপ্রিয় ব্লগার শায়মা এব্যাপারে হয়তোবা তথ্য দিয়ে হেল্প করতে পারবেন ।
২৭| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন:
বইটি পড়তে ভাল লাগছে আমার বড় বোনের ছেলের ।স্কুলের পড়ার ফাকে কখনো বা স্কুলের পড়া ফাকি দিয়েই পড়ছে হৃদয়ে বাংলাদেশ । ছোট্ট বেলা থেকেই ওর হৃদয়ে বাংলাদেশ হোক ।
২৮| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১০
শাহজাহান মুনির বলেছেন: এতো ভালো একখানা বই প্রকাশিত হলো অথচ আমি কিছু জানলাম না। ব্লগে অনিয়মিত হলে যা হয়। আমিও বইটি পড়তে চাই। কোথায় পাবো?
১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । সুপ্রিয় লেখকের দৃষ্টি আকর্ষণ করা হলো ।
১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: যোগাযোগ প্রতিকথা ০১৭৮৫৬৬৬৯৭৩/ ০১৯৭২২৫১৭৬১ নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন আশা করি ।
২৯| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৭
বিষের বাঁশী বলেছেন: বইটি আমার বাচ্চাদের জন্যে কিনতে হবে। শুভকামনা শায়মা আপুকে।
১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ।
৩০| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শায়মা আপুর বইটির উপর আপনার রিভিউ থেকে সহব্লগারদের প্রতি আপনার আন্তরিকতা প্রকাশ পেয়েছে। আপনি একজন একনিষ্ঠ পাঠকও। খুব মনোযোগ দিয়ে পুরো বইটা পড়েছেন তা বোঝা যায়।
আপনাকে ধন্যবাদ এবং শায়মা আপুর প্রতি শুভ কামনা থাকলো।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি চমৎকার মন্তব্য আর শুভকামনায় ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রিভিউ দেখে বইটি খুলে দেখতে ইচ্ছে হচ্ছে। ভালো লেগেছে।
//শায়মা ব্লগের মত তার প্রকাশিত প্রথম বইটি দিয়ে দায়িত্বশীলতা আর দেশপ্রেমের পরিচয় দিলেন ।//
চিয়ারস ফর ‘মাল্টি-ট্যান্টেড’ শায়মা!