নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভালবাসা আজ

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২০





হৃদয়মালতী,

আমাদের ভালবাসা আজ

যেন আবর্জনা তুরাগ কিংবা বুড়িগঙ্গার;

সেখানে জমেছে হাট বিষাক্ত সব কীটোৎকণ্ঠার।

মনে রেখো , অন্য তটিনীর মতই তাদের উৎসরণ,

চলতে গিয়ে সভ্যতার বিষ সেথা করেছে অবগাহন।

সম্ভাবনার যোনীপথে ঢুকে গেছে জারজ ভ্রুন অবলীলায়,

তাই সুস্বাদু মাছের ঝাঁক মরে গেছে নিদারুন নৃশংসতায়।





সেথা বিলীন হয়েছে জলজ পুস্প—পাখির বন

ওরা দুর্গন্ধ ছড়ায় এখন ।





ওথানে বাসা বাঁধেনা ঘুঘু

ওথানে নির্জীব যেন সে মরুভূমি শুধু ।



সে যে সুপেয় পানির বদলে বিলোয় দূষণের আস্তরণ

তবে ভালবাসায় খাদ থাকেনা পাহাড়ি ঝর্ণা যেমন

ও যে দূষিত হতে লাগেনা বেশিক্ষণ।



হৃদয়মালতী , সে যে বয়ে চলে তটিনীর মতন

নিয়ে পারিপার্শ্বিক উপকরণ;

তাকে তুমি ঘৃণা দিয়ে সাজাতে পারো

পরাতে পারো অবজ্ঞার নূপুর পায় আরো

গুড়িয়ে দিতে পারো তারে নিদারুন অহমিকায়;

ভরে দিতে পারো দূষিত আবর্জনায়

অবিশ্বাস আর ক্রমাগত ষড়যন্ত্রে;

সেও ছোটে চলে বুড়িগঙ্গা -তুরাগ মন্ত্রে।

হৃদয়মালতী, হৃদয় তোমার

আজ প্রস্ফুটিত পদ্ম,

আমার ভালবাসা খামার ।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩

ছেঁচা ঝিনুক বলেছেন: ভাল লাগলো...

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও ভাললাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৯

আলমগীর হোসেন আবীর বলেছেন: অসাধারন

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ্ । আর নিরন্তর শুভকামনা ।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: শব্দের ব্যাবহার দারুন। যদিও মানে উদ্ধার করা একটু কঠিন লাগতেছিলো। ++

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ । যাক একটু কঠিন হয়েছে বেশি তো আর হয়নি । মানে উদ্ধার করতে পেরেছেন জেনে ভাল লাগলো ।

ভাল থাকবেন সবসময় ।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
আপনি তো অনেক লেখেন!!

২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ ।

খুব যে লিখি তা কিন্তু নয় । যতটুকু লিখি বলতে গেলে সবটুকু ব্লগে পোস্ট করি এই যা ।


ভালথাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৫| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: হৃদয়মালতী , সে যে বয়ে চলে তটিনির মতন
নিয়ে পারিপার্শ্বিক উপকরণ;
তাকে তুমি ঘৃণা দিয়ে সাজাতে পারো
পরাতে পারো অবজ্ঞার নূপুর পায় আরো
গুড়িয়ে দিতে পারো তারে নিদারুন অহমিকায়;
ভরে দিতে পারো দূষিত আবর্জনায়
অবিশ্বাস আর ক্রমাগত ষড়যন্ত্রে;
সেও ছোটে চলে বুড়িগঙ্গা -তুরাগ মন্ত্রে।
হৃদয়মালতী, হৃদয় তোমার
আজ প্রস্ফুটিত পদ্ম,
আমার ভালবাসা খামার ।


---- ভাল লাগলো।

২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ সুপ্রিয় ব্লগার । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৬| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৮

রোদেলা বলেছেন: সুন্দর ।

২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার ।

৭| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


হতাশ হৃদয়ে হয়তো ক্ষণিকের স্ফুলিং জ্বেলেছেন।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষণিকের স্ফুলিংগ আর অনন্ত ভালবাসা ।

কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।

৮| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৫

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: অসাধারণ।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।

৯| ২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: শেষ প‌্যারা অসাধারণ হয়েছে।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: শেষ প্যারা ভাল লাগাতে ধন্যবাদ। আর শুভকামনা থাকলো সুমন কর ।

১০| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভাল লিখেছেন।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।

১১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: মালতীকে খুজে বেড়াচ্ছি, মনে হচ্ছে ক্ষোভে দুঃখে মালতী আর ফিরবে না!

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ফিরবে না কেন ফিরতেই হবে । না ফিরে যাবে কোথায় ? এমন ভালবাসা আর কোথাও পাবে না ।সে কি জানে না ।


ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।

১২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় লেগেছে ভাল অসাধারণে । ++

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সবসময় পাশে থেকে প্রেরণা দিয়ে ঋণি করছেন । ভাল থাকবেন সবসময় । এ কামনা থাকলো ।

১৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৮

রুপ।ই বলেছেন: কবিতা তেমন বুঝি না , তাও আপনার কবিতার মায়া ছাড়তে পারিনি।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় ব্লগার । ভাল লাগলো আমার ব্লগে আপনার বিচরণ ।

১৪| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৯

আরজু মুন জারিন বলেছেন: আমাদের ভালবাসা আজ
যেন আবর্জনা তুরাগ কিংবা বুড়িগঙ্গার;
সেখানে জমেছে হাট বিষাক্ত সব কীটোৎকণ্ঠার।
মনে রেখো , অন্য তটিনীর মতই তাদের উৎসরণ,
চলতে গিয়ে সভ্যতার বিষ সেথা করেছে অবগাহন। :(( :(( :((

ভালো লাগলো কবিতার আবেগ সেলিম ভাই।

অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভালো থাকবেন। .কেমন।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৩

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৬| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় বুড়িগঙ্গাকে নিয়ে এসেছেন, কেউ আসলে ভাবে না এমন করে, যদি ভাবতো তাহলে বুড়িগঙ্গার অবস্থা এমন থাকতো না - বুড়িগঙ্গা তার যৌবনেই দাপটের সাথে বয়ে চলতো ----কেন তার আজ এই অবস্থা !!!!! কেউ কথা রাখে নাই --কেউ না --কেউ উদ্যোগ নেয় না ---

কবিতা অসাধারণ হয়েছে, আপনার যতগুলো কবিতা পড়েছি তার মধ্যে আমার কাছে সেরা মনে হয়েছে

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো অনেক সুপ্রিয় ব্লগার ।আর ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।


সভ্যতার কড়াল গ্রাসে আজ বুড়িগঙ্গা তুরাগ নদী ধ্বংসের পথে ।নদীগুলোর পনির রং জায়গা বিশেষে কালো কুচকুচে হয়ে গেছে । আবর্জনা কলকারখানার বর্জ্য নদীগুলোকে শেষ করে ফেলেছে প্রায় দুর্গন্ধে বমি আসার মত অবস্থা ।দক্ষ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা মানুষের সীমাহীন অসচেতনাতা এর জন্য মূলত দায়ী। এর চেয়ে শিল্পপ্রধান অনেক দেশের নদীগুলোর অবস্থা কিন্তু এত খারাপ নয় । কারণ তাদের আছে সুষ্ঠু ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম । ওরকম করতে পারলে নদীগুলোর এমন শোচনীয় অবস্থা হত না ।

১৭| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

সকাল রয় বলেছেন:
বাহ!
দারুন তো

৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১

এনামুল রেজা বলেছেন: ভাল লাগলো কবিতা।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। ভালো থাকা হোক সবসময়।

৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার উৎসাহিত হলাম আপনার কমেন্টে। আমি এখন নিজেকেই ছাড়িয়ে যাই। ব্যাপারটা ভাবতে অন্যরকম ভাল লাগা কাজ করে ।

তবে এটুকু স্বপ্ন আছে কোন দিন হয়তো লিখে ফেলবো ভাল কোন কবিতা । তবে পারবো কিনা কে জানে ?


ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার । অনেক দিন পর এলেন আশা করি ভাল নিয়মিত ব্লগিং এ পাবো ।

২০| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

সোহানী বলেছেন: বুড়িগঙ্গা -তুরাগ ..... সে তো মৃত যোদ্ধা... তারপর ও কবি তার ভালোবাসায় মৃত যোদ্ধাকে টেনে এনেছে,,,,,, ভালোলাগা কবি....+++++++

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: পরিচর্যা পেলে মরা নদীও তাজা হতে সময় লাগবে না বেশি ।চলতে থাকবে অসীম কাল ।

২১| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

ডট কম ০০৯ বলেছেন: কঠিন কবিতা।

কীটোৎকণ্ঠার মানে কি?

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কীটের (ক্ষতিকর) ন্যায় যে উৎকন্ঠা । কীটের মতই বিনাশী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.