![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কি আর বলবো ? মনটা খারাপ হয়ে গেল যখন পড়লাম জাফরুল মবীন
ব্লগিং কে গুড বাই জানিয়েছেন ।এমন একটি পোস্ট দিয়ে যেটিতে মন্তব্যের
কোন অপশন রাখেননি।তার মানে উনি আমাদের কথা বলার সুযোগ
দিবেন না ।তারপরও কিছু বলতে যাওয়া মানে অনধিকার চর্চার মতন ।
ঠিক এখনকার গণতন্ত্রের মতন। ভোটাধিকার বন্ধ। তারপরও মাথার
মধ্যে কবিতা ঘুরঘুর করছে।মনের মধ্যে নানা বিষয় ঘুরঘুর করছে।কি
কি কারণে একজন মানুষ ব্লগিং ছেড়ে দিতে চায় বা পারে।নানাবিধ
ব্যাপার মাথায় ঢুকেছে ।বেশিরভাগ ব্লগারই কর্ম ব্যস্ততার কথা বলে ব্লগকে
বিদায় জানান যদিও সেটি অভিমানের কারণে হয়ে থাকে । আমার মাথায়
কবিতার চর্চা চলছিল ।কবিতাটি এমন
যদি এসেই থাকেন
শ্বাপদসংকুল এই বনে
তবে কেন চলে যাবেন
কোন সে অভিমানে!
দোষগুণ মিলেই তো মানুষ লিখা আছে অভিধানে।
তাই বলি কেন চলে যাবেন—বিরহপ্রাণে—অন্যকোনখানে;
আপনার সমীপে,
আমাদের জমেছে অনেক ঋণ;
কিভাবে শোধিব তা বলে দিন?
যদি চলে যান দূরে
অভিমানের অচিনপুরে।
এই কি ঢের ভাল নয়
আমরা থেকে যাই কাঁধে কাঁধ রেখে
সমস্ত প্রতিকূলতায় আত্নবিশ্বাস মেখে।
পাছে লোকে কি বলে
তাতে কি আসে যায়?
আমাদের মন ভরে থাক
শুধু মঙ্গল কামনায়
ধরণীর পরে —যুগযুগ ধরে
তারাই হয়েছেন স্মরনীয়
সকল বাঁধা জয় করে যারা
মঙ্গল দীপ জ্বেলে ভবে, হয়েছেন বরণীয়।
আপনাতে দেখেছি রবির আলো প্রতিদিন
আপনি যে অনণ্য ব্লগার শ্রদ্ধেয় জাফরুল মবীন।
তাই বলি থেকে যান আমাদের মাঝে,
বিলিয়ে যান জ্ঞানের আলো রোজে রোজে,
ভুলে যান বিরহ জ্বালা অপমান;
আমাদের ভালবাসা নিয়ে এখানেই থেকে যান।
ক্ষমার উপর বড় কোন কিছু নেই ভবে
মহত্বের পরিচয় মিশে যদি ক্ষমা করেন তবে ।
যদি এসেই থাকেন কেন যাবেন চলে ?
এখানে থেকে যান মিনতি করি সকলে ।
কবিতার উৎপত্তি হৃদয় থেকে। অবশ্য আমার মত নবীশের কথা উনি
শুনবেন কেন? অনেক বিশাল হৃদয়ের কেউ হলেই কেবল এই অধমের
কথায় তার মন গলতে পারে । সেটি একান্তই তার এখতিয়ার । উনি
অভিমান ভুলে ব্লগে ফিরে আসলে আমার মত অনেকে খুব খুশি হতেন ।
হঠাৎ করে মনে হল প্রচন্ড গরম পড়েছে আজকে । এটা কি মাস? পরক্ষনেই
মনে হল বৈশাখ তো ঢাক ডোল পিটিয়ে তার অস্তিত্ব জানান দিবে ।এখন
বসন্ত চলছে। চৈত্র মাস ।চৈত্র মাস নামের সঙ্গে রবি ঠাকুরের সেই বিখ্যাত
কবিতাংশ
প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।
লোড শেডিং হলো অফিসে। মনে মনে কবিতা ঘুরছে । চৈত্রের কবিতা ।
চৈত্রের দাবদাহে—প্রেম—
উথালি পাথালি হাওয়া;
উদাসী হাওয়ায় ভেসে—মনে
শুধু বসন্তের গান গাওয়া
আহা!
সে কি মায়াবী হাসি ঠোঁটে,
দেখে দেখে বুকে রক্তজবা ফুঁটে।
তার বাঁকা চোখের চাওয়ায়
অনবদ্য সে কবিতার মত
উদাসী বুনো হওয়ায়।
আজ হয়ে যাক প্রেম বনে
চৈত্রের খরতাপে —পোড়ে যাক সবখানে।
মায়ার বাঁধনে হয়ে যাক জোড়া জোড়া
যৌবনের অনুরাগে আজ ফুটুক কৃষ্ণচূড়া।
চৈত্রের লু হাওয়ায়;
আজি ব্যাকুল এ প্রাণ
শুধু তাহারে পাওয়ায়।
আমার চাওয়া না চাওয়ায় তার কি আসে যায় ! সে তো চাঁদ আর আমি
বামন । অবশ্য সর্পকন্যা বলেও তিনি দাবী করে থাকেন । আর আমি
যৎসামন্য একজন মানুষ। তারপরও তো মানুষ । মানুষে মানুষে ভালবাসা
হওয়া অস্বাভাবিক নয় । মনের ভিতরে কবিতা বিদ্রোহ করে বসে । কেমন
জানি একটা নীচু ভাবের কবিতা চলে আসে । অবশ্য আমার নাকি লজ্জা
শরম নাই ।আদতেই আমার কবিতা লজ্জা শরমের মাথা খেয়ে আমার
মাথায় ঝংকার তুলে
নাগিনীর ডিম্ব প্রসবে
বিস্মিত হয়না জ্ঞানীজন;
বাঘিনীরও পেট ফুলে ওঠে
যৌবনের উন্মাদনা যখন ।
ভালবাসার বাস নয় শুধু বিষুবীয় অঞ্চলে
বরফে ঢাকা সুমেরু মন্ডলে;
পেঙ্গুইন রাজ্যে,
তপ্ত সাহারার বুকে,
এমন কি সমুদ্রের নির্বাসনে সেন্ট হেলেনায়,
সেখানেও ভালবাসা দীপ জ্বেলে যায়।
ভালবাসা বাঁধা পরে না ঋতু পরিক্রমায়
চৈত্রের দাবদাহে— শরতে হেমন্তে বর্ষায়— প্রচন্ড খরায়—
হাড় কাঁপানো শীতে
ভালবাসায় গেয়ে যায় - বাসন্তী সংগীতে।
ভালবাসা থেমে থাকেনা বিত্তের ব্যবধানে।
ভালবাসা ভেঙে ফেলে—বর্লিন প্রচীর
ভালবাসায় ভেঙে যায় বিশ্ববিধাত্রীর
সুরক্ষিত সীমানা ;
ভালবাসা মানে না কোন মানা;
দুর্গম বনেও তার নিত্য আনাগোনা ।
দিনটা কেমন জানি কাটলো ।মনে মনে একটি দাবী ঘুরপাক খেতে থাকে।
ফিরে আসুক জাফরুল মবীন ।সব অভিমান ভুলে । আর এখনও বইছে
বসন্তের মাতাল হাওয়া ।মনে মনে ঘরপাক খাচ্ছে
এসোনা পরী এইখানে
হৃদয় আমার ভরিয়ে দাও
ভালবাসার গানে ।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মতামতে ধন্যবাদ ।আমি ও বলি তার পাঠকদের ছেড়ে কোথায় যাবেন তিনি ? আর এভাবে চলে যেতে নেই ।
২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি এসেই থাকেন
শ্বাপদসংকুল এই বনে
তবে কেন চলে যাবেন
কোন সে অভিমানে!
দোষগুণ মিলেই তো মানুষ লিখা আছে অভিধানে।
তাই বলি কেন চলে যাবেন—বিরহপ্রাণে—অন্যকোনখানে;
আপনার সমীপে,
আমাদের জমেছে অনেক ঋণ;
কিভাবে শোধিব তা বলে দিন?
----
আপনাতে দেখেছি রবির আলো প্রতিদিন
আপনি যে অনণ্য ব্লগার শ্রদ্ধেয় জাফরুল মবীন।
অসাম!!
প্রতিটা কাব্যই অসাধারন!! দারুন দারুন দারুন!!!!!
ভাই জাফরুল মবিন-এরপরও থাকবেন নীরব জবাবহীন!!!!!
আহবানে কোটিবার সহমত।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সহমতে ধন্যবাদ অনেক । আশা করছি জাফরুল মবীন ভাই ব্লগিং এ ফিরে আসবেন স্বমূর্তিতে। যারা অধীর আগ্রহ নিয়ে থাকেন তার পোস্ট পড়ার জন্য তাদের মুখের দিকে চেয়ে হলেও তিনি ফিরে আসবেন ।
৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৯
হামিদ আহসান বলেছেন: মিস করব ব্লগার জাফরুল মবীনকে ....
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বলেছেন । আমরা সবাই তার অনুপস্থিতি মিস করবো ।তিনি আমাদের কথা ভেবে ব্লগিং এ নিয়মিত হবেন বলেই আমাদের বিশ্বাস ।
৪| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৩
আবদুর রব শরীফ বলেছেন: জাফরুল মবিন ভাই কেন চলে গেলেন কারণ তো কিছু বলে যান নি!!
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ইতিমধ্যে তিনি তার কারণ উল্লেখ করেছেন ।
৫| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
মাত্র দেখলুম আর ঝটিতি এখানে ।
উনি ফিরবেন, এ বিশ্বাস রাখলুম ।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আমারও বিশ্বাস উনি ফিরে আসবেন । উনাকে ফিরে আসতে হবে ।
সুন্দর কামনায় ধন্যবাদ ।
৬| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন:
ভালো লাগে উনার সবকিছু। ফিরে আসার জন্য বিনীত অনুরোধ করছি
৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার শব্দটি এখন অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। এর জন্য দায়ী কিছু মানুষের উল্টা পাল্টা পোস্ট । অনেকে ব্লগার বলতে মনে করেন নস্তিক। অনেকে ভাবেন অনেক খারাপ কিছু । সাম্প্রতিক সময়ে অভিজিৎ হত্যা অনেকের মনে আশঙ্কা তৈরি করেছেন ।থাবা বাবাকে হত্যা করা হয়েছে । আসিফ মহীউদ্দিন আক্রান্ত হয়েছেন । সত্যি বলতে কি কিছু সংখ্যক মানুষের এ ধারণা হয়েছে যে ব্লগিং করলে মানুষ নাস্তিক হয়ে যায় ।ব্লগিং মানেই ধর্মের বিরুদ্ধে উস্কানীমূলক পোস্ট । আদতে তা নয় ।
কিছু মানুষের ভুলের মাশুল সবার গুনতে হচ্ছে । সবার ফ্যামিলি থেকে চাপ আছে ব্লগিং বন্ধ করার । ব্যাপার গুলো ভাববার সময় এসেছে ।
ব্লগিং এর সুবাদে অনেক ব্যাপারে সুচিন্তিত মতামত বেড়িয়ে আসছে ।
চাটুকার মুক্ত এবং ব্যক্তি স্বাধীনতা বোধ হয় এই প্লাটফর্মেই সব থেকে বেশি ।
কেউ নিজে থেকে অন্ধের মত দল সাপোর্ট করলেও কাউকে কিন্তু ব্লগ চাপিয়ে দিচ্ছেনা কোন মতাদর্শ ।
৭| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১০
দীপংকর চন্দ বলেছেন: তারপরও কিছু বলতে যাওয়া মানে অনধিকার চর্চার মতন ।
ঠিক এখনকার গণতন্ত্রের মতন।
এই বিষয়ে অনধিকার চর্চাকে ভীষণ ঠিক কাজ বলে মনে হচ্ছে!!
শুভকামনা। অনিঃশেষ। সবসময়।
ভালবাসা মানে না কোন মানা;
দুর্গম বনেও তার নিত্য আনাগোনা ।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার দের নিরাপত্তার ব্যাপারটি নিয়ে চিন্তা ভাবনার সময় এসেছে ।তাদের সমাজের প্রতি দায়িত্বশীলতা রয়েছে । সত্য বলা ন্যায় প্রতষ্ঠিত করার ব্যাপারে তার ব্যাপক জনমত তৈরি করতে ভূমিকা রাখতে পারেন । সমাজে গঠনমূলক কাজ ,দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ সহ নানাবিধ সেবামূলক কাজে ব্লগা একটা দারুন প্লাট ফরম । বলতে গেলে অরাজনৈতিক একমাত্র প্লাটফরম । শুধু মাত্র ভ্রান্ত কিছু ধারণার উপরে ব্লগিং বাদ দেয়া যৌক্তিক নয় মোটেই। কাঠ মোল্লারা অনেকটা না জেনে ব্লগারদের ধর্মের শত্রু ইমেজ দিয়েছেন । এ থেকে ব্রগারদেরই বেড় হয়ে স্বমূর্তিতে প্রকাশিত হতে হবে ।
৮| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১২
সুমাইয়া আলো বলেছেন: সুন্দর লিখা ,
ফেসবুকে জাফরুল মবীন ভাইয়ের কথা হয়েছে তিনি অভিমানে নয় বরং ব্যস্ততার কারণে ব্লগ আপাতত ছেড়েছেন, তবে আশা করি তিনি আবারো ব্লগে ফিরবেন।
ফেসবুক লিংকঃ-
https://m.facebook.com/story.php?story_fbid=1553221981632723&id=100008348085174&ref=m_notif¬if_t=feed_comment_reply
৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগারবৃন্দ নিরাপদ নন। এখন তাদেরকে টার্গেট করে এটাক করা হচ্ছে।
অনেকে দেখছেন খারাপ দৃষিাটতে । অথচ ব্লগ আর ফেসবুক ব্যাপারটা খুব কাছাকাছি কিছু। সবাই ফেসবুকার । তারা স্বাধীনভাবে লিখছে ।অনেক সেনসিটিভ ব্যাপারও লিখছে।অথচ টার্গেট হচ্ছে ব্লগার ।ব্যাপারটি রহস্য জনক । এবং অযৌক্তিক।
৯| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখাটি পড়েছি। অভিমানের কথা।
কিন্তু ব্লগিং কি ছেড়ে দেওয়ার বিষয়, নাকি ছেড়ে দেওয়া যায়? এটি কি সম্ভব? ভালোভাবে চিন্তা্ করলে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার সম্ভাবনা আছে।
ফিরে আসুন আমাদের একজন প্রিয় ব্লগার....
আপনার চমৎকার লেখাটির জন্য ধন্যবাদ, কবি সাহেব। একদম কাব্যিক হয়েছে ফিরে আসার আহ্বান
৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্যে ভাল লাগা ।+
আমিও বলি ফিরে আসুন আমাদের একজন প্রিয় ব্লগার ।
১০| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪১
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: চমৎকার হয়েছে
৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ফিরে আসুক জাফরুল মবীন ।আরও চমৎকার সব ব্লগিং উপহার দিক ।
১১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪
কলমের কালি শেষ বলেছেন: ফিরে আসার কঠিন আবদার মবীন ভাই । আমরা সবাই করছি আহ্বান । ফিরে আসুন ।
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় ব্লগার শের শায়েরীকে পাইনা এখন আর।তেমনি কান্ডারী অথর্ব একজন আরমান ,শিপু ভাই, ঘুড্ডির পাইলট,মামুন রশিদ ভাই,লিরিকস ,স্বপ্নবাজ অভি এমন অনেকেই আর ব্লগিং এ আসেন না । সে পথেই হাটছেন জাফরুল মবীন ।তারা সবাই ফিরে আসুক সমহিমায় এই কামনা করি ।
১২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: নানাবিধ ব্যাপার মাথায় ঢুকেছে । বেশিরভাগ ব্লগারই কর্ম ব্যস্ততার কথা বলে ব্লগকে বিদায় জানান যদিও সেটি অভিমানের কারণে হয়ে থাকে ।
অাপনার লেখায় এ কথাটি কেন অাসলো? অামি বেশ কিছুদিন ব্যস্ত থাকার জন্য ব্লগে সময় দিতে পারছি না। তাই জানি না, কিছু হয়েছে কিনা?
লিংকটি শেয়ার করার জন্য অাপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং লগইন করতে বাধ্য হলাম।
মবীন ভাই, ব্লগে ফিরে অাসুন। অল্প করে হলেও সময় দিন।
** লেখা পুরো পড়িনি।
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর বলেছেন: মবীন ভাই, ব্লগে ফিরে অাসুন। অল্প করে হলেও সময় দিন।
সহমত ।
১৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৪
জাফরুল মবীন বলেছেন: মা’বুদে এলাহি! আমার মত খুব সাধারণ একজন লেখকের জন্য একি আবেগের উচ্ছ্বাস!!আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই।ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মনে কষ্ট দেবার জন্য। এবার ঘটনাটা খুলে বলি- আমার এক আত্মীয় সরকারের এক বিশেষায়িত সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা।উনি অসুস্থ আব্বাকে দেখতে এসে ব্লগিং নিয়ে কিছু আলাপ করার এক পর্যায়ে অভিজিৎ এর প্রসঙ্গ টেনে আনেন।মা এসব কথা শুনে বেশ ভয় পেয়ে যান।ব্লগিং না করার জন্য বার বার নিষেধ করতে থাকেন।যদিও আমি তাকে বুঝিয়েছি যে আমার ব্লগিং কনটেন্ট ভিন্ন।তবুও ৫সন্তানহারা মায়ের মন অস্থির ছিল।আমার ঐ আত্মীয় গতকাল সপরিবারে আমাদের বাসায় আবার আসেন।গল্প করার এক পর্যায়ে আমার প্রশংসা করতে গিয়ে মা’র উদ্দেশ্যে বলেন “আপনার ছেলেতো ব্লগারদের হিট লিস্টে আছে”।ব্যস উনারা যাওয়ার পর মা কাঁদতে শুরু করলেন।মায়ের চোখে পানি ঝরানোর মত অধম সন্তান হতে না পারায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।কিন্তু এসব বিষয় পাবলিকলি বলতে দ্বিধান্বিত থাকায় ব্লগে পোস্টটা ওভাবে লিখেছিলাম।কিন্তু আমার সহমর্মী মানুষগুলো এতটা আবেগপ্রবণ হয়ে যাবেন বুঝতে পারিনি।আমি কিন্তু পোস্টে লিখেছিলাম “তবে জীবনে এমন কিছু সময় আসে যখন ব্যক্তিগত ইচ্ছাটা সবকিছুর উপর প্রাধান্য বিস্তার করে।আজ সেরকম একটা অবস্থাতেই সামুকে বিদায় জানাতে হচ্ছে।” আশা করি বিষয়টা ক্লিয়ার হলো,তাই না?আমার লেখালেখি ঠিকই চলবে তবে সেটা ফেবুতে।পার্থক্য এটুকুই।
ধন্যবাদ সেলিম ভাই এতটা ভালোবাসার জন্য।ধন্যবাদ মন্তব্যকারী সকল ব্লগার ভাইবোনদেরকে।ভালো থাকুন সবাই।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনি নিরাপদে থাকুন । ভাল থাকুন ।ব্লগারদের নিরাপত্তা দরকার। সুস্থ ব্লগিং করে কারো সমস্যা ফেস করতে হবে সেটি কারো কাম্য নয় ।
১৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৮
নাসরিন চৌধুরী বলেছেন: মবীন ভাই ফিরে আসুন এমন মন্তব্যটি করতে গিয়ে নীচে এসে দেখি মবীন ভাই এর ব্যাখ্যাসহ মন্তব্য।
পড়ে কি আর বলব !! জানিনা তবে ব্লগিং নিয়ে মানুষের নেতিবাচক ধারনা পরিবারের অন্যান্য সদস্যদের কেমনভাবে চিন্তিত করে সেটা মবীন ভাইয়ের মন্তব্য দেখে বুঝলাম।
যাই হোক --তবুও বলব যদি সম্ভব হয় ফিরে আসুন মবীন ভাই
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মন্তব্য । সহমত। ব্লগার জাফরুল মবীন ব্লগিং এ খারাপ কিছু তো করেন নি ।দারুন কিছু পোস্ট করে সবার মনে জায়গা করে নিতে পেরেছেন । এ ধরণের পজিটিব ব্লগারের কোন সমস্যা বা শত্রু থাকার কথা নয় ।
১৫| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৪
সোহানী বলেছেন: কারো একান্ত ব্যাক্তিগত সিদ্ধান্তে নাক গলানো গর্হিত কাজ। কিন্তু সে ব্যাক্তি যখন ব্যাক্তি পর্যায় থেকে সার্বজনীন হয়ে যায় তখন নাক গলানো কিন্তু বৈধ। কারন সে তখন সমাজের সম্পত্তি। যেমন নজরুল বা রবীন্দ্রনাথ..... এখন যদি নজরুলের নাতী-পুতিরা এসে বলে যে উনার লিখা কেউ ছাপতে পারবে না তাহলে কিন্তু কেউই মানবে না।
তেমনি আপনি কিন্তু এখন পরিবারের উর্ধে, ব্যাক্তি পর্যায়ের উর্ধে..... এ সমাজের সম্পত্তি।... আপনার গুনগত মানের লিখাই এ পর্যায়ে আপনাকে এনেছে... আমাদের ভালোবাসা কিন্তু এ কারনেই। আর ফিরে আসার আকুতি ও একারনেই।
সব কিছু ম্যানেজ করে (ব্যাক্তি ও পারিবারিক পর্যায়) আপনি আবারো ফিরে আসবেন, এ প্রত্যাশায়।
!
!
!
আর সেলিম ভাইকে অনেক ধন্যবাদ চমৎকার আবেগময়ী কবিতার জন্য। গতকালই মবীনভাইয়ের পোস্টটা পড়ে কি করবো ভেবে পাচ্ছিলাম না। আপনার লিখাটা স্বস্তি এনে দিল। ধন্যবাদ
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মতামত ব্যক্ত করেছেন।
আমরা সবাই চাই জাফরুল মবীন ফিরে আসবেন ।
হঠাৎ বৃষ্টি হলো মনে মনে কবিতা খেলে গেল ।
চৈত্রের প্রখর উত্তাপে
নেমে এল সুশীতল বৃষ্টি
রিমঝিম শব্দে
হিমল অনুভূতি—লাগে মিষ্টি।
একটু স্মৃতিকাতরতা
ক্ষণিকের কল্পনা
আর গা জুড়ে শান্তির সুবাতাস।
মনের কোনে জমেছে স্বপ্ন মেলা
আজকের আকাশ গড়েছে
সুখের কাফেলা ।
১৬| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: @ জাফরুল মবীন
আপনার মায়ের জন্য অনেক দোয়া ও শুভকামনা। আর আপনার সংশ্লিষ্ট আত্মীয়কে কি বলবেন তার কথার প্রকৃত অর্থটা আপনার মাকে বুঝানোর জন্য। আসলে আপনি ব্লগিং না করলে ব্লগিং জগতের তেমন কোন ক্ষতি হবে না কিন্তু আমরা যারা আপনার পাঠক তার নিদিষ্ট কিছু বিষয়ের জ্ঞনগর্ভ পোস্ট থেকে বঞ্চিত হব। আর ফেবু তে লেখে আর ব্লগে লেখা এক কথা নয়। কারন ফেবুতে তারাই আপনার পোস্ট পড়তে পারবেন যারা আপনার বন্ধু তালিকায় আছেন আর ব্লগে পাঠকদের জন্য সকল পোস্ট উন্মুক্ত। বড় ভাই (ভাইয়া) মাকে একটু বুঝিয়ে ব্লগে ফিরে আসুন প্লিজ
আবারো আপনার মায়ের জন্য দোয়া এবং শুভ কামনা।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার মন্তব্যে ভাল লাগা । এমনটি করা কঠিন কিছু হবে না ।
আজকে একজন ব্লগারকে মেরে ফেলা হলো । কেমন সব পরিস্থিতি চলছে ।
১৭| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩
এহসান সাবির বলেছেন: কবি পোস্ট ভালো হইছে।
মবীন ভাই ভালো থাকুন।
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।আগে মবিন ভাই ভাল থাকুক। আর সঙ্গে এটাও এড করতে চাই ব্লগাররা সবাই নিরাপদে ভাল থাকুক। দায়িত্বশীল ব্লগিং হোক সবার লক্ষ্য ।
১৮| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৪
ঢাকাবাসী বলেছেন: জাফরুল মবীন ফিরে আসবেন এই আশা করছি। অভিমান এদেশে কার সাথে!
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট জাফরুল মবীন ফিরে আসুক। ফেসবুকও এক ধরণের ব্লগিং।
আর এই কামনা নিরাপত্তা লাভ করুক সকল ব্লগার।
১৯| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন: কি হয়েছে জানিনা। তবুও মবীন ভাই ফিরে আসুক সেই আশাবাদ রইল।
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমারও একই আশাবাদ। আর সেজন্যই এই পোস্টের অবতারণা ।
তিনি ঘোষণা দিয়ে ব্লগিং বন্ধ করে দিয়েছেন ।
২০| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা আসলে সুপ্রিয় ব্লগার শায়মা কয়েক সপ্তাহ আগে পোস্ট দিয়েছিলেন তার অপসরা বেলায় হারিয়ে যাওয়া ব্লগারদের নিয়ে । সেটির লম্বা তালিকা অবাক করবে সবাইকে । ব্যাপারটি দুঃখজনক। কত দ্রুত কমে যাচ্ছে ব্লগার ।ব্যাপারটি আতঙ্ক জনক ।
২১| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
ডট কম ০০৯ বলেছেন: মবীন ভাই ফিরে আসুক এই প্রত্যাশা রাখি।
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা । কারণ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের লাঞ্চনা পোহাতে হয়।দুএকজন হলুদ সাংবাদিকতার জন্য ।অসততার জন্য সবাইকে কেমন ভয় করে মানুষ। তারপরও তারা দায়িত্ব পালন করে যান । ব্লগিং ও হলুদব্লগিং আছে। সেই হলুদ ব্লগিং যখন ধর্মের উপর গড়ায় সেটি কতটা ভয়াবহ তা স্পষ্ট। এখন অনেকে সব ব্লগারকে হলুদ ভাবেন ।নাস্তিক ভাবেন ।আরও কত কি ভাবেন তার ইয়ত্তা নেই ।
২২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাম ভাই ফিরে আসুন প্লিজ... প্লিজ জাম ভাই প্লিজ
লেখক বলেছেন: ব্লগার শব্দটি এখন অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। এর জন্য দায়ী কিছু মানুষের উল্টা পাল্টা পোস্ট । অনেকে ব্লগার বলতে মনে করেন নস্তিক। অনেকে ভাবেন অনেক খারাপ কিছু । সাম্প্রতিক সময়ে অভিজিৎ হত্যা অনেকের মনে আশঙ্কা তৈরি করেছেন ।থাবা বাবাকে হত্যা করা হয়েছে । আসিফ মহীউদ্দিন আক্রান্ত হয়েছেন । সত্যি বলতে কি কিছু সংখ্যক মানুষের এ ধারণা হয়েছে যে ব্লগিং করলে মানুষ নাস্তিক হয়ে যায় ।ব্লগিং মানেই ধর্মের বিরুদ্ধে উস্কানীমূলক পোস্ট । আদতে তা নয় ।
কিছু মানুষের ভুলের মাশুল সবার গুনতে হচ্ছে । সবার ফ্যামিলি থেকে চাপ আছে ব্লগিং বন্ধ করার । ব্যাপার গুলো ভাববার সময় এসেছে ।
ব্লগিং এর সুবাদে অনেক ব্যাপারে সুচিন্তিত মতামত বেড়িয়ে আসছে ।
চাটুকার মুক্ত এবং ব্যক্তি স্বাধীনতা বোধ হয় এই প্লাটফর্মেই সব থেকে বেশি ।
কেউ নিজে থেকে অন্ধের মত দল সাপোর্ট করলেও কাউকে কিন্তু ব্লগ চাপিয়ে দিচ্ছেনা কোন মতাদর্শ ।
সেলিম ভাই, জানেন আজকের ঘটনায় (ব্লগার বোকা মানব - ওয়াশিকুর) এর ঘটনা আমার সামু ব্লগের নিক'টা কে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। নিজের অজান্তেই মনে কেন যেন ভয়ের মেঘ দেখা যাচ্ছে। আসলে ব্লগিং তার সুস্থ পরিবেশ হারিয়েছে। তারপরও এটা এমন নেশা, এর থেকে মনে হয় মুক্তি নেই। আশা করি মবীন ভাইও এই নেশা থেকে মুক্ত হতে পারবেন না।
শেষে আবার বলি, প্লিজ মবীন ভাই, প্লিজ। এভাবে চলে যেতে নেই। প্লিজ চলে যাবেন না। প্লিজ, প্লিজ, প্লিজ!!!
০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: এখন যারা ব্লগিং করবেন তারা ব্লগের প্রতি ডেডিকেটেড ব্লগার। তাদের শ্রদ্ধা জানাই । অন লাইন ফাইটার নামের হাউকাউ পার্টি এখন আর তেম দেখা যায় না । যারা শান্ত শিষ্ট মার্জিত তরাই এখন ব্লগিং এ আছেন । জারুল মবীন তেমনই একজন ব্লগার ।
২৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: মবীন ভাইএর কৈফিয়ত পড়লাম।। মার অশ্রু মেটাতে এই সির্দ্ধান্তকেও স্বাগতম।। তবুও প্রশ্ন থেকে যায়,সব প্রতিহিংসা আর বিদ্বেষ শুধু ব্লকে ঘিরেই কেন আবর্তিত?? এখানে সচেতনতার প্রাচুর্য বলে না বেশির ভাগ লোকের অনভিজ্ঞতা??
ভাল লাগা একজন লেখকের লেখা থেকে বঞ্চিত হবো।। আর ফিরে এলে হবো খুশী।।
ধন্যবাদ সেলিমভাই মনোভাব প্রকাশের সুযোগ দেওয়ার জন্য।।
০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামত ব্যক্ত করার জন্য ।
২৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫
জুন বলেছেন: জাফরুল মবীন ভাই এর মত ব্লগার শতদ্রু একটি নদীও নাই
০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপরটি দুঃখ জনক । শতদ্রু একটি নদীও ফিরে আসবেন সেই আশাবাদ থাকলো ।
২৫| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: একজন গুণী সহব্লগারের প্রতি আপনার এ সহমর্মিতা দেখে অত্যন্ত মুগ্ধ হ'লাম।
কবিতাগুলো অসাধারণ হয়েছে। + +
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
জাফরুল মবিনের লেখা ভালো; পাঠক আছেন উনার।
উনি ব্লগ ছেড়ে যেতে পারেন না; আসলে কোন ব্লগার ব্লগিং ছাড়তে পারবেন না।