নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হিংসা :P :P :P :P :P

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২২





ও খাবার খেতে নেই অন্য কেহ

ওতে বিষ মাখা আছে;

যতই খাসা হোক না দেখতে

ওগুলোতে ভালবাসার হেমলক রস মাখা যে।

ঐ ফলের লোভে বাড়িওনা কেউ জীভ

সেগুলিতে সর্বনাশের কার্বাইড সুনিশ্চিৎ।

খেতে চেওনা ঐ কোর্মা পোলাও দধি

সেখানেও মৃত্যু সুনিশ্চিত যদি

চেখেও দেখোনা লোভনীয় কোন খাবার

বদহজমের সম্ভাবনা তবে এবার

এড়িয়ে চল সুমিষ্ট আহবানে

সবকিছুতে চরম ক্ষতি ভাগ্য বিধাতা জানে।

প্রিয়তমা আমার জন্য রেধেছেন প্রেমের ফাঁদ

সেই ফাঁদে পরলে অন্য কেহ তার জীবন বরবাদ।

আমার জন্য পাতা ফাঁদে আমায় পরতে দাও

হৃদয় মালতীর কলিজার দোপেঁয়াজো আমায় খেতে দাও ।

সযতনে রাখা ,

ও খাবারটি খেতে নেই অন্য কেহ

ওতে ভালবাসার বিষ মাখা

ওটি আমার ললাটেই থাক লিখা ।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৮

প্রবাসী পাঠক বলেছেন: কবিতার নাম হিংসা হলেও আমার কাছে উপদেশ বাণী বলে মনে হল।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: হিংসা করে লিখা ।

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতায় কেমন যেন একটা অস্থিরতা আছে কবি!

০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন ।কবিতা লিখার সময় মনে মনে হিংসা করে লিখেছি। আর কিছু নয় । বিষ মানে নীল রং বিষ মানে লাভ ।


প্রিয়তমা আমার জন্য রেধেছেন প্রেমের ফাঁদ ।

এলাইন নিয়ে আপনি কি ভেবেছেন জানিনা । ওটা ওভাবেই লিখেছে। রান্না মানে তৈরি করা হিসেবে ।


হিংসায় মানুষ অস্থির থাকাই স্বাভাবিক । :)


ওই অস্থিরতা কবিতার প্রেমের অস্থিরতা । :)


ভালবাসাকে খাদ্য হিসেবে ভাবলে কেমন হয় । যা বিশেষ কারো জন্যে রাধা ।


ধর খাদক প্রকৃতির কেউ যদি দেখে তাকে বাদ দিয়ে অন্য কাউকে খাওয়াচ্ছে সেটা হিংসে হওয়ার মতন ।


আর কলিজার দোপেয়াজি শুধু ভালবাসা কিংবা খাটি ভালবাসা ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৬

কালের সময় বলেছেন: 3 like

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিসাব বেড়ে লিখেছেন!

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: #:-S

৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রিয়তমা আমার জন্য রেধেছেন প্রেমের ফাঁদ
সেই ফাঁদে পরলে অন্য কেহ তার জীবন বরবাদ। :)

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: এটা অত্যন্ত কৌশলে থ্রেট দেয়া হলো অন্য কেউ তার প্রেমে পড়তে চাইলে তাকে সাইজ দেয়া হবে ;)

৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫

ব্লগার মাসুদ বলেছেন: +++++++++++5++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ + এ ।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫

সোহানী বলেছেন: ঘটনাটা কি :P :P :P :P .... কেউ দেয় খাবারের ডাক আবার কেউ বিষ দেখে তার মাঝে.... সুমি আপু আপনি কোথায় ?????????

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: :) :) !:#P

৮| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: শেষটুকু বেশী ভাল লাগল।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৯

কলমের কালি শেষ বলেছেন: :| :|

কবিতায় ভাল লেগেছে, ভয়ও লেগেছে !

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভয়ের কোন কারণ নেই ।তবে খাবারকে ভয় করা উচিৎ। কারণ বিষমাখা খাবার । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.