নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জীবন নদী
স্মৃতির আকাশে জমেছে মেঘদল অভিমানের
অশ্রুগুলি যেন বৃষ্টি হলো বিরহ প্রাণের।
চৈত্র রবির মেজাজ ছিল কড়া;
তার উত্তাপে দুকুল শুকিয়ে নদীরা ছন্নছাড়া ।
প্রচন্ড দাবদাহে ব্যথাভরা এ অন্তর,
কষ্ট জমে জমে এলো অভিমান প্রহর।
অভিমান জমে জমে হয়েছে কালোমেঘ,
বৃষ্টিগুলি কান্না হয়ে ঝরে মিটালো উদ্বেগ।
বৃষ্টির শীতল জলে জুড়ালো প্রাণভূমি,
বর্ষার বেশ ধরে ধরে যায় সে পৃথিবী চুমি ।
এমনি করে কাটছে বেলা দিন রাত মাসগুলি
এমনি করেই জীবন নদীর দুঃখ বয়ে চলি।
যেদিন আর জমবেনা মনে দূর আকাশের মেঘ
জীবন নদীর সমাপন হবে ফুরোবে উদ্বেগ ।
প্রেরণা
চৈত্রের দাবদাহ ফুরিয়ে এল, আসবে বৈশাখ
নব বর্ষের আগমন ধ্বনি দিচ্ছে যেন ডাক।
আমাদের দুজনার উৎকণ্ঠা গুলি থেকেছে কেবল ছড়িয়ে
মিলন মন্ত্রে হয়নি গাওয়া বিচ্ছেদ দূরত্ব দিয়েছে বাড়িয়ে ।
দুজনার দুটি মন মিলে গেছে কোন কালে
ভাগ্যের বিড়ম্বণায় তাতে বিচ্ছেদের কাটা মেলে।
এক মন দুই দেহ তাতে ঘিরে রয়েছে ভালবাসা মমতা স্নেহ
মিলে গেলে মনে মনে ব্যবধান রচেনা কেহ।
প্রবাদ আছে ,
ভালবাসার টানে পরিমিতি ব্যবধান ঘুচে যায় চিরতরে
একবার নয় বারবার প্রিয় ভালবাসা এই ডোরে ।
নতুনের আগমনে ঝরে যাক বিরহমালা
হদয়বসন্তে পাখিরা ডাকুক লাগুক প্রাণে দোলা ।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: হতাশার নেই কোন শেষ ।
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০
কলমের কালি শেষ বলেছেন: মনে হচ্ছে কবিতার আবাদ বেশ ভাল । এখন দেখি দুইটা করে কবিতা দেওয়া হচ্ছে ।
আপনার মতো এমন একটা উর্বর কবিতার জমি পেলে ভাল হতো ! কবিতার বাম্পার ফলন ফলাতে পারতাম !
প্রেরণা টা একটু বেশি ভাল লেগেছে । ++
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: ক্ষতি কি?
বর্ষণে বর্ষণে মগ্ন মগনে
ভাসিয়েছি এ মন স্মৃতির বিলাসনে
আজিকে বাজিছে মনে
হারিয়ে যাবো দজনে
নিঝুম দ্বীপের নির্জন কোন কোণে
জলের কলকলে
স্নিগ্ধ হাওয়ায় দোলে
সময়ের ডানায় ভেসে
আমরা দানিব মহালগন
কপোত কপোতি বেশে
ছুয়ে যাক আমার এ মনে তোমার ঐমন
হয়ে যাক প্রাণে ভালবাসার অবগাহণ
এ দেহ এমন সবই
তোমার দেহমনে যদি
মিশে যায় কোন লগনে
যেমতি নদী সাগর সঙ্গমে
ক্ষতি কি?
এটি পাবলিশ করিনি । তাহলে তিনটি হতো ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ ++++্
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৬
কলমের কালি শেষ বলেছেন:
এইটাও ভাল লেগেছে । রবিন্দ্রনাথের ছোঁয়া পাওয়া গিয়াছে ।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: লেখক বলেছেন: ক্ষতি কি?
বর্ষণে বর্ষণে মগ্ন মগনে
ভাসিয়েছি এ মন স্মৃতির বিলাসনে
আজিকে বাজিছে মনে
হারিয়ে যাবো দজনে
নিঝুম দ্বীপের নির্জন কোন কোণে
জলের কলকলে
স্নিগ্ধ হাওয়ায় দোলে
সময়ের ডানায় ভেসে
আমরা দানিব মহালগন
কপোত কপোতি বেশে
ছুয়ে যাক আমার এ মনে তোমার ঐমন
হয়ে যাক প্রাণে ভালবাসার অবগাহণ
এ দেহ এমন সবই
তোমার দেহমনে যদি
মিশে যায় কোন লগনে
যেমতি নদী সাগর সঙ্গমে
ক্ষতি কি?
এইটা বেশী ভালো লেগেছে কবি ভাই
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০২
সুমন কর বলেছেন: দু'টোই সুন্দর।
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কবিতা ।
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০০
জেন রসি বলেছেন: ভালো হয়েছে
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
চন্দনপাল০২৩ বলেছেন: অসাধারণ, কেমনে পারেন?
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে প্রেরণা পেলাম । আমার সাদামাটা মানের কবিতা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৭
আমি কাল্পনিক সজল বলেছেন: ভালো লাগলো। কবির জন্য শুভকামনা।
০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্যও শুভকামনা । ভাল থাকবেন সবসময় ।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৩
শামছুল ইসলাম বলেছেন: যেদিন আর জমবেনা মনে দূর আকাশের মেঘ
জীবন নদীর সমাপন হবে ফুরোবে উদ্বেগ । -
পুরোটাই অসাধারণ, শেষে এসে মনটা আরও ভার হলো ।
এক মন দুই দেহ তাতে ঘিরে রয়েছে ভালবাসা মমতা স্নেহ
মিলে গেলে মনে মনে ব্যবধান রচেনা কেহ। - মিলে গেলে ...
সত্যি তখন আর কিছু লাগে না ।
++++ ভাল লাগা ।
০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে অনেক ধন্যবাদ নিরন্তর সম্ভাবনা ।
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: +++++
০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪
বিদগ্ধ বলেছেন: সুন্দর তিনটি কবিতা। মন্তব্যে দেওয়া কবিতাটি সহ।
০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪
নেক্সাস বলেছেন: ভাল হয়েছে। লিখতে থাকুন সেলিম ভাই
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫
মিঠু জাকীর বলেছেন: নাহ ! যেন চল্লিশ-পঞ্চাশ বছর আগের কোন লেখা পড়ছি !!
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি ! তখনতো আমার জন্ম হয়নি ।
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর সেলিম ভাই কেমন আছেন?
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি অভি। আপনি কেমন আছেন । এখন আছি আজমেরি গঞ্জ । এমন দুর্গম এরিয়া । মাটির রাস্তা হাটলে ওষ্ঠা খেয়ে দাত ভাঙার চান্স ।জটিল জায়গায় জটিল আছি ।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: যেদিন আর জমবেনা মনে দূর আকাশের মেঘ
জীবন নদীর সমাপন হবে ফুরোবে উদ্বেগ ।
কিংবা
আমাদের দুজনার উৎকণ্ঠা গুলি থেকেছে কেবল ছড়িয়ে
মিলন মন্ত্রে হয়নি গাওয়া বিচ্ছেদ দূরত্ব দিয়েছে বাড়িয়ে ।
খুবই ভালো লাগলো কবিতা
শুভেচ্ছা রইলো ভাই সেলিম
২০| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৭
ঢাকাবাসী বলেছেন: খুবই ভাল লাগল। শুভেচ্ছা।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮
দীপংকর চন্দ বলেছেন: আমাদের দুজনার উৎকণ্ঠা গুলি থেকেছে কেবল ছড়িয়ে
মিলন মন্ত্রে হয়নি গাওয়া বিচ্ছেদ দূরত্ব দিয়েছে বাড়িয়ে ।
চৈত্র বৈশাখ দাবদাহ বৃষ্টি দূরত্ব বিচ্ছেদ উৎকণ্ঠা- মিলে মিশে জন্ম দিচ্ছে ভিন্ন অনুভূতি!!
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন কবি। অনেক।
২২| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯
অন্ধবিন্দু বলেছেন:
বিচ্ছেদ খারাপ। বিচ্ছেদ ভাল। কবিতা ভাল।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
জীবন নদীতেও জোয়ার ভাটা হয়, প্লাবন হয়, আবার শীর্ন-কায়াও হয়।
কবিতায় বেশী হতাশা জমছে; বসন্তে কি ফুল ফুটলো না এখনও?