নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বসন্তের শেষ সূর্যটি আজ অস্তগেল
নববর্ষের শুচনা তাই হয়ে এল ।
সময়ের ডানায় ভর করে
এভাবেই দিন কেটে যায় মাস কেটে যায় ধরণীর পরে।
আমরা ছোট হতে থাকি
জীবন ফুরিয়ে যেতে থাকে
আমাদের ত্বকে পরে ভাজ দিনে দিনে
পৃথিবীর জৌলুস কমেনা তবু বেড়ে যায় ক্ষণে ক্ষণে।
পথের হয়না শেষ — জীবনের অনন্ত ছুটাছুটি তাতে বাড়ায় বিদ্বেষ
ভালবাসা ফুরিয়ে যায়— জীবন গড়িয়ে যায়
তবু নববর্ষের আগমনে বাঙালীর ঘরে ঘরে
প্রত্যাশার কালবোশেখী ভর করে ।
নতুন প্রত্যয় —শাশ্বত নতুনের আগমনি
রমনার বটমূলে কিংবা চারুকলায়
উচ্ছ্বল প্রাণচঞ্চল তরুণ -তরুণী —পুলকিত মনে
যৌবনের অনুরাগে জীর্ণটা ঠেলে দেয় দূর বনে।
আমার জীবনের একটি বছর এমনি কেটে গেল
নতুন বছরে কী যে হবে ভেবে হই এলোমেলো।
তবু সময় উড়ে যায় সময়ের ডানায় ভর করে
এমনি করে নতুন বছর আসে আমাদের ঘরে ঘরে ।
বসন্তের শেষ সূর্যটি আজ অস্ত হয়ে গেল
প্রাণচঞ্চল নতুন সূর্যটি উদয়ের সময় হলো ।
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯
***মহারাজ*** বলেছেন: শুভ নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভনববর্ষ মহারাজ ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২০
একজন আরমান বলেছেন:
সুন্দর।
নববর্ষর শুভেচ্ছা রইলো কবি।
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আর নববর্ষের শুভেচ্ছা ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪
এহসান সাবির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল!!
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভ নববর্ষ সুমন কর ।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২
কলমের কালি শেষ বলেছেন: সবার জীবন সুন্দর হোক ।
শুভ নববর্ষের শুভেচ্ছা ।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০
রোদেলা বলেছেন: বসন্তের শেষ সূর্যটি আজ অস্ত হয়ে গেল
প্রাণচঞ্চল নতুন সূর্যটি উদয়ের সময় হলো ।
-----------------
পুরনো বছরের জন্য এখন ভীষন মন খারাপ হচ্ছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: তবু সময় উড়ে যায় সময়ের ডানায় ভর করে
এমনি করে নতুন বছর আসে আমাদের ঘরে ঘরে ।
বসন্তের শেষ সূর্যটি আজ অস্ত হয়ে গেল
প্রাণচঞ্চল নতুন সূর্যটি উদয়ের সময় হলো ।
সুন্দর কবিতা ।
নববর্ষের শুভেচ্ছা কবি ।