নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যদি অনুমোদন দাও

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

বৈশাখের প্রচন্ড রৌদ্দরে ছুটে চলেছি বিস্তীর্ণ পথ।সর্পিল পথ ।বন্ধুর পথ।সুদীর্ঘ বিশ কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে । দেখেছি সোনালী রং ধরেছে বিস্তীর্ণ বুরো ধানক্ষেতে। সেখানে দল বেঁধে থাকা শাদা বকের দল। পানকৌড়ি পাখা মেলে শরীর শুকোয় মরা গাছের ডালে। এখানে মাছেদের নিরাপদ পথচলা। পথেরও রহস্যের কিনারা নেই। পথ বলতে বেশির ভাগ চাকা পাথরের অবিন্যস্ত বিন্যাস।হোঁচট খাওয়ার সমূহ সম্ভাবনা। জোকের অবাধ বিচরণ। গাঙচিল বসে হিজলের ডালে শিকারের প্রতীক্ষায় নিশ্চল।সাপেদের ভেসে চলা। সূর্যের প্রখরতায় ধানক্ষেত থেকে বিকরিত হয় মরুভূমির উষ্ণতা । পথের দু'পাশে জংলিফুল। অনন্ত পথ ।দুর্গম ।ভার্জিন এলাকা। সভ্যতার দূর্বলতর চিহ্নটিও দুপ্রাষ্প্য। এখানেও বিজয়ীর বেশে ঘামে কঠিন পরিশ্রমে । প্রচন্ড যৌবনে জয় করেছি সূর্যের তীক্ষ্ণতা । দিনে পাঁচবার দুর্গম ভূমির হৃদয় ফুড়ে তুলেছি সম্ভাবনার লাল পদ্ম। এতো বিস্তীর্ণ এলাকা চষে বেড়ালাম আকাশলীনা । তোমার মাত্র সাড়ে তিনহাত জমি । তাতেও আছে রহস্য আর অপার সৌন্দর্যের লীলা ভূমি । যদি অনুমোদন দাও তোমার দূর্গম এলাকা থেকেও আমি তুলে নিতে পারবো সম্ভাবনার পূর্ণিমা চাঁদ। জোছনার আলোয় স্নান করে পৃথিবী হয়ে ওঠবে স্বর্গরাজ্য। এবাহুতেই পাবে প্রেরণার সুনিশ্চিত আবাসন । দীর্ঘশ্বাস গুলি সযতনে রেখে দিতে পারো দেখনবাক্সে। লজ্জাগুলি ফেলে দিতে পারো ম্যারয়িানা ট্রাঞ্চের অতল গভীরে । ভালবাসার প্রেরণাগুলিকে রূপদিতে পারো বৈশাখীর উত্তাল যৌবনে । এ দেহের ঘামে ভিজে গেছে জলসুখা গায়ের শুস্কতা । তোমার হৃদয় ভেজানোর প্রেরণা এ বাহুতে চেখে দেখতে পারো ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

দীপংকর চন্দ বলেছেন: "এতো বিস্তীর্ণ এলাকা চষে বেড়ালাম আকাশলীনা । তোমার মাত্র সাড়ে তিনহাত জমি । তাতেও আছে রহস্য আর অপার সৌন্দর্যের লীলা ভূমি ।"

অনেক অনেক ভালো লাগা কবি।

আকাশলীনা নামটার মধ্যে কেমন যেন একটা ঘোর!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: জোছনার আলোয় স্নান করে পৃথিবী হয়ে ওঠবে স্বর্গরাজ।...চমৎকার কারুকার্য....


বাংলাদেশ হয়ে উঠুক খাটি বাঙালিদের অভয়ারণ্য :(

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ হয়ে উঠুক খাটি বাঙালিদের অভয়ারণ্য । সহমত । সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২২

ভিটামিন সি বলেছেন: "সূর্যের প্রখরতায় ধানক্ষেত থেকে বিকরিত হয় মরুভূমির উষ্ণতা। " - এইডা কেমন কথা সেলিম ভাই?? ধানক্ষেত থেকে মরুভূমির উষ্ণতা বিকরিত হবে কেন? ধান ক্ষেত থেকে তো সবুজের লাবণ্য ঠিকরে বেরোবে অথবা পাকা ধান ক্ষেত হলে সোনালী দানার ঝিকমিক।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধানক্ষেত থেকে প্রচন্ড রৌদ্রে অতিরিক্ত তাপ বেড় হয় । লাবন্য হলো বিকেলের সময়কার ঘটনা ।ভরদুপুরের নয় ।


ধন্যবাদ্ , কমেন্টে ।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। এটাকে কবিতা ভাবা অনুচিৎ। এটি একজন শ্রমিকের ! কথামালা ভাবতে পারেন ।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৯

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর কথামালা খুব ভাল লাগল ।শুভ কামনা নিরন্তর ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।গ্রামীন ইন্টারনেটকে আল্লাহ তায়ালা জান্নাতবাসী করুক। এত বাজে নেটওয়ার্ক আর হয় না ।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬

সাইলেন্ট পেইন বলেছেন: খুব ভালো লাগল। আমিও হাটতে চাই ঐ মেঠো পথ ধরে, সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে। সূর্যের প্রখর রোদে ক্লান্ত হয়ে বসতে চাই ফসলের মাঠ ঘেসে দাড়িয়ে থাকা গাছটার নিছে।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কমেন্টে ও পাঠে । নিরন্তর শুভকামনা ।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: প্রথম লাইনেই ভেবেছিলাম ভ্রমন কাহিনী।। পুরোটা পড়ার দেখলাম,এ যে আমার জন্মভূমি।।
সেই সাদা বকের পাল,পানকৌড়ি আর ধান শালিকের ভীড়।। খালে-বিলের মাছের মাঝে মাঝে ভেসে উঠা।।
শুধু একটু ঘুড়িয়ে বলি, জোছনার আলোয় স্নান করে আমাদের হৃদয় হয়ে ওঠবে পুত-পবিত্রের স্বর্গরাজ্য। গ্রামের এই সহজ-সরল রূপ দেখি না কঅঅতদিন!!

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে একটু শেয়ার না করে পারছিনা আজকে বাঘাই বিলে বুক ফাটা তৃষ্ণায় পানি পান করেছি।ওটার ছবি আমার সহকর্মী তুলেছেন । সেই ছবি ফেবুতে দেখে আমার বন্ধুর ওয়াইফ আমার সেল নম্বর নিয়ে ফোন করেছে। সেই ফোন শেষ হলো কিছুক্ষণ ।আমাকে আমেরিকা চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন ।

তবে দৃশ্যগুলো অসাধারণ ।এখন তো মাঠের পর মাঠ ধান ক্ষেত । সেগুলোতে পাক ধরছে। দারুন লাগছে দেখতে ।

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে একটু শেয়ার না করে পারছিনা আজকে বাঘাই বিলে বুক ফাটা তৃষ্ণায় পানি পান করেছি।ওটার ছবি আমার সহকর্মী তুলেছেন । সেই ছবি ফেবুতে দেখে আমার বন্ধুর ওয়াইফ আমার সেল নম্বর নিয়ে ফোন করেছে। সেই ফোন শেষ হলো কিছুক্ষণ ।আমাকে আমেরিকা চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন ।

তবে দৃশ্যগুলো অসাধারণ ।এখন তো মাঠের পর মাঠ ধান ক্ষেত । সেগুলোতে পাক ধরছে। দারুন লাগছে দেখতে ।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অদ্ভুত সুন্দর কথামালা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.