নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তিনদিন রৌদ্রদগ্ধ হয়ে
অতঃপর বাঘাই বিলে
দু'দন্ড শান্তির দেখা মেলে।
সুশীতল বাতায়ন বইলো,
সূর্যটাও আড়াল হয়ে থাকলো;
পাখিরা গাইলো সুখের মত গান
অতঃপর হিজলের বনে শীতল হলো প্রাণ।
বালিহাসের দল ভাসলো বাঘাই বিলে
থেকে থেকে হিজলের বনে গাইলো কোন পাখি
গানের তানে পানকৌড়ির চপলতায় চোখ রাখি।
বাঘাইবিলের স্বচ্ছ কালো জল
পরশে তার তনুমন হলো শীতল।
গ্রীস্মের প্রচণ্ড দাবদাহে— ধানের সোনালী শীষে
মুগ্ধ নয়নে— জুড়ালো এই প্রাণ
থেকে থেকে অজানা পাখিরা গাইলো মধুর গান।
বাঘাই বিল আছে তোমার চোখ ধাঁধানো রূপের রোশনাই
তোমার পরশে শীতল সমীরণে শান্তি ছুঁয়া যেন পাই ।
১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: বাঘাই বিল কি অপরূপ। কবিতা্র মাধ্যমে তার সাথে পরিচিত হয়ে আমি ধন্য।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। সত্যি দারুন সুন্দর ।প্রচন্ড গরমে কাজ করতে করতে এক সময় এটাতে পৌছলাম । স্নিগ্ধ একটা অনুভূতিতে মন শীতল হলো ।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বিলের নামটিই চমৎকার! ++
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: একটু চমৎকার পরিকল্পনা করে এটি হতে পারে চমৎকার পর্যটন স্পট । বন বিল পাখি মিলে সত্যি অপরূপ ।
৪| ২৬ শে মে, ২০১৫ রাত ১১:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনবদ্য হয়েছে সেলিম ভাই, মনে হচ্ছিল আমি নিজেই ঘুরে বেড়াচ্ছি বাঘাই বিলে।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্নিগ্ধ পাঠ ৷