নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আকাশলীনা ,অহংবোধ পদদলে ভালবাসার বিন্দু হয়ে যাও

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৪

দরজার কড়া নাড়ছি

সম্ভাবনার সীমানা অবদি

একদিন নাড়বো না আর

নিজেকে ভেবোনা আবার —বিজয়ী।



বিজয়ীর বেশে নতুনের হবে আভির্বাব

সে যে কঠোর নিয়তি— ভালবাসার অভিশাপ।



আপাত কক্ষচ্যুত মনে হলেও

ব্যাপারটি তেমন নয় ।

যেখানে ক্ষুদ্র বিন্দুটি হতে পারলে না

বৃত্ত কি করে হয়?



মহাবিশ্বের চিরন্তন নিয়মে

ঘুরছে সবই কেন্দ্রের নিয়ন্ত্রণে।



শুধু বিন্দুটি হতে হয়

দৈর্ঘ্য প্রস্থহীন অতি ক্ষুদ্র এক বিন্দু।

তাকে ঘিরেই সৃজিত হয় সিন্ধু ।



একদিন থেমে যাবে কড়ানাড়া

সেদিন ধূলো জমে হবে স্মৃতিরা দিশেহারা।



যেদিন দম্ভভরে মনের অগোচরে সব হারাবে তুমি

সেদিন নতুন দ্বীপের সৃষ্টি হবে সাগরের বুক চুমি।



তখন যদি মহাশূণ্যতার খোলস ভেঙে বিন্দু হতে চাও

ভালবাসার নিঠুর ছলনায় ডুববে তুমি পাবেনা কোন নাও।

আজও দরজার কড়া নাড়ছি বারেক ফিরে চাও

আকাশলীনা ,অহংবোধ পদদলে ভালবাসার বিন্দু হয়ে যাও ।



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিন্দু থেকে শুরু করে
ঘুরতে ঘুরতে শেষটুকুটা
শুরুর সাথে দিলাম জুড়ে
কি দেবে নাম?
--------- তুমি বলবে শূন্য ওটা
আমি বলব পূর্ণতা।

এটাই আকাশলীনার ভালোবাসা।

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

দারুন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন ।
শূণ্য একটা বৃত্ত বলা যায় ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

অন্ধবিন্দু বলেছেন:
মহাবিশ্বের চিরন্তন নিয়মে
ঘুরছে সবই কেন্দ্রের নিয়ন্ত্রণে।


সেলিম আনোয়ার,
কবিতা পড়ে কিন্তু থামলুম এখানে ! হাহ হা।

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনি থামলে কি হবে ঢঙ্গীরে তো বশ করতে পারছি না ।

এইখানে স্রষ্টা একক শক্তি ।তার নির্দেশে সব কিছু চলছে ।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

ভ্রমরের ডানা বলেছেন: শুধু বিন্দুটি হতে হয়
দৈর্ঘ্য প্রস্থহীন অতি ক্ষুদ্র এক বিন্দু।

দারুন লাগলো চরণদুটি। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চমৎকার লিখেছেন ভায়া,
আশা করি ভালো আছেন। ++

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: আপাত কক্ষচ্যুত মনে হলেও
ব্যাপারটি তেমন নয় ।
যেখানে ক্ষুদ্র বিন্দুটি হতে পারলে না
বৃত্ত কি করে হয়?


এই অনুকবিতায় ভালোলাগা। :)

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: সুন্দর !!

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: Comment a dhonnobad. Nirontor shuvokamona

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.