নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজকের বিকেলে অবাক নয়নে দেখেছি চেয়ে খোলা প্রান্তর
গতরাতের ঝড়ে গিয়েছে উড়ে জড়াজীর্ণ সব বিরহকাতর
একঝাঁক পানকৌড়ি আপনমনে ঐ আকাশে উড়ছিল
তারা যেন এমনই কোন আততায়ী এক ক্ষণ খুঁজছিল।
উড়ে উড়ে তারা উড়িয়ে দেবে যেন পৃথিবীর সব শোকগুলি
তাই তারা এত প্রাণ চঞ্চল মুক্ত আকাশে ডানা মেলি
সোনার শীষে ছিল দারুন সাজে ধানক্ষেতগুলি
রাজহাসের দল আনন্দে বিহবল করছিল তারা জলকেলি
প্রকৃতি তাই রূপের পসর ধরেছে মেলি
ঢেউ ভেঙে তাই ছুটেছে চলে নৌকাগুলি
জেলেরা তাই মনের সুখে গায় জাল ফেলি
নৌকো মাঝি গান ধরেছে মিষ্টি মধুর সুর মেলি
এমনরূপের চরম সুখের রূপগুলি
আর কোথায় থেকে এমন স্বপ্ন আঁকে প্রাণখুলি
সুজলা সুফলা গ্রাম বাংলার রূপের পসর নেই তুলি।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ ।পরিবেশ বন্ধু । নিরন্তর শুভকামনা ।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১০
জেন রসি বলেছেন: ভালো লেগেছে
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১২
কলমের কালি শেষ বলেছেন: ছুটেছে চলে
তারা যেন এমনই কোন আততায়ী এক ক্ষণ খুঁজছিল
উড়ে উড়ে তারা উড়িয়ে দেবে যেন পৃথিবীর সব শোকগুলি
তারা যেন এমনই কোন আততায়ী এক ক্ষণ খুঁজছিল
উড়ে উড়ে তারা খুন করবে যেন পৃথিবীর সব শোকগুলি ।- এই দুই লাইন দিয়ে ছোট্ট গবেষণা করলাম আর কি !!
বাঙলার রুপ ভরা কবিতায় ভাল লেগেছে অনেক । শুভ কামনা কবিতাগর্ভ ।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । চমৎকার গবেষণা করেছেন ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩
বাড্ডা ঢাকা বলেছেন: কবিতায় ভাললাগা +++++++
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ।
৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রকৃতিসর্বস্ব কবিতায় ভালো লাগা।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪২
সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল।
২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: লিখে যান লেখক ।
শুরুটা অনেক ভালো লাগছে ।
শুভেচ্ছা
২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৪
তাসজিদ বলেছেন: কেমন আছেন ভাই।
কবিতা ভাল হইছে
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি। ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তন শুভকামনা ।
৯| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো।
কবি কেমন আছেন?
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল । সুপ্রিয় ব্লগার আপনি কেমন আছেন ?
শুভকামনা থাকলো আপনার জন্য ।
১০| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার ছন্দের কবিতা
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১১| ২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
সুমন কর বলেছেন: সুন্দর কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১২
খায়রুল ইসলাম নাদিম বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর
১৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮
সুখেন্দু বিশ্বাস বলেছেন: চমৎকার কবিতায় সুজলা সুফলা গ্রাম বাংলার রূপের ডালা অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা রইল সেলিম ভাই।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০
আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি লাগল
১৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫
যুগল শব্দ বলেছেন:
মন চাইছে গ্রামে ফিরে যাই,
অবাক নয়নে ভোগ করি সে রূপ
কবিতা ভালো লেগেছে ++
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪২
মৃদুল শ্রাবন বলেছেন: গতরাতের ঝড়ে গিয়েছে উড়ে জড়াজীর্ণ সব বিরহকাতর
আহ্ এমন একটা ঝড় দরকার।
ভাললাগা নিবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার লেখনী , কবিতায় ভাললাগা + ।