নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র তখন এখন

২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯

পলাশীর যুদ্ধে এদেশের স্বাধীনতা গ্রাস করেছিল শাদা শকুনের দল;

তখনকার স্বাধীনতা কেমন ছিল বলতে পারবোনা ।

এতটুকু বুঝি সেদিন পলাশীর অম্রকাননে স্বাধীনতা হরণ হয়েছিল কাশিম

বাজার কুঠির ষড়যন্ত্রে।

রায়দূর্লভ ,জগৎশেঠ, মীরজাফর ,ঘসেটি বেগম প্রমুখ বিশ্বাস ঘাতক

হয়েছিল।

১৯৪৭ সালে আমরা স্বাধীনতা নামে দাসত্ব খরিদ করেছিলাম।

২৪ বছর শোষণে প্রবঞ্চনায় অতিষ্ঠ এক জাতি হিসেবে অস্ত্র তুলে

নিয়েছিলেন আমাদের বীর পূর্বপুরুষ।

আমরা খান সেনাদের দুশাসন আর শোষণ থেকে মুক্ত হলাম।

তারপর স্বাধীনতার নামে ব্যাংক ডাকাতি ,লুট, দুর্ভিক্ষ ,বাকশাল ,পনেরই

আগষ্ট ,জেল হত্যা,বহুদলীয় গনতন্ত্র সংসদীয় গণতন্ত্র,রাষ্ট্রপতি শাসিত

গণতন্ত্র ,নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কত কি হলো !!

এরপর গণতন্ত্রের প্লাবন হল!!

গণতন্ত্রের উপর গণতন্ত্র ।

প্লাবনে ভেসে গেল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।

এই গণতন্ত্রে ক্ষমতাসীনরা অবরোধ করে হরতাল করে প্রচার যন্ত্র করায়ত্ত

করে । মানুষ মারে গুম করে। বিরুধীদলের ধ্বংসযজ্ঞের অক্ষমতা দায়িত্ব

নিয়ে পুষিয়ে দেয়।

এখন সব সরকারী অফিসে নামের তালিকা করে মানুষদের মেটামরফিক

প্রক্রিয়ায় দুই দলের প্রাণিতে রূপান্তরিত করা হয়েছে ।

নির্বাচনী কাজে সেসব তালিকা ধরে দায়িত্ব প্রদানে মত চমৎকার

ব্যবস্থাপনা এখনকার গণতন্ত্রের বৈশিষ্ট।

প্রতিপক্ষের বিষোদগার করে এখন নিজের অক্ষমতা ঢাকা হয় ।

আর পেশী শক্তির বিলাসিতায় গা ভাসিয়ে প্রলাপ বকেন গণতন্ত্রের

ভগবান।

স্বাধীনতা আর গণতন্ত্রের মূলধন পুঁজি করে চমৎকার সব বিনিয়োগের

আযোজনে তারা ব্যস্ত। এরা কি বৃটিশ বেনিয়াদের চেয়ে উত্তম? এরা কি

পাঠান ঠাকুরদের চেয়ে চরিত্রবাণ? এরা কি এদেশের মানুষ? নাকি নব্য

উপনিবেশবাদের ক্রীড়নকমাত্র ।

আর কতদিন চলবে গণতন্ত্রের তথাকথিত পাশবিকতা ?

আর কতদিন চলবে মানুষ মারার গান।

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে মুশকিলে আহসান।

প্রেমিকার ঠোঁট দিয়ে এখন হেমলকের বিষাক্ত নির্যাস ঝরে।

প্রাসাদ ষড়যন্ত্রের উর্দি গায়ে চাপিয়ে এখনকার সংসার ।

এ কেমন দেশপ্রেমিকে ভরে গেল দেশ ।

এ কেমন গণতন্ত্র যেথা শান্তি নিরুদ্দেশ ।

এ কেমন স্বাধীনতা যেখানে ভোট চাইতে গেলে গুলির নির্দেশ।

এ কেমন বাকস্বাধীনতা যেখানে ভগবানের মিথ্যে স্তুতি বন্দনা।

এ কেমন দায়িত্ব প্রপাগান্ডা চালিয়ে অবাক দায়িত্বশীলতা ।

সিরাজ উদ্দৌলার সময়ের স্বাধীনতা দেখিনি আমরা ।

এখনকার স্বাধীনতায় নব্যউপনিবেশবাদের সুস্পষ্ট ঘ্রাণ।





মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৯

সুমন কর বলেছেন: দারুণ লিখিছেন।

২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০২

তুষার কাব্য বলেছেন: বাহ ! কবিতায় ইতিহাস আর গনতন্ত্র চমৎকার ভাবে এসেছে।

শুভকামনা সেলিম ভাই।

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । এখন সব সরকারি অফিসের কে কোন দল তার তালিকা করা হয়েছে । এত ছোটলোকি অতীতের কোন সরকার করেনি।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৮

জেন রসি বলেছেন: এখনকার স্বাধীনতায় নব্যউপনিবেশবাদের সুস্পষ্ট ঘ্রাণ।

গুম হয়ে যাবেন :P

কবিতা ভালো লেগেছে :)

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: গণতান্ত্রিক অধিকার গুম করা হয়েছে । সেখানে মানুষ তো নস্যি । আমি তো আর ড ইউনুস নই যে আমাকে গুম করা অসম্ভব ।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬

ঢাকাবাসী বলেছেন: গুম হওয়াটা মোটেই আরামদায়ক নয়।

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


পদ্য বলে মনে হয়নি।

পলাশীর যুদ্ধে নবাব বদল হয়েছিল; বাংলা স্বাধীন ছিল না তখন।

ফরাসী বিপ্লবের পর, স্বাধীন ভাবা হতো গণতান্ত্রিক শাসনে থাকা জাতি সমুুহকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.