নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যদি অনুমতি দাও প্রিয়তমা

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২


যদি অনুমতি দাও প্রিয়তমা
আর একবারও ভুল হবে না
এই নাও চাতাল বিলের বনফুল—
এসবে কোন খাদ থাকেনা
এখানে মানুষের হাত পরেনি কোন
আবার যদি কস্ট দিই মন দিয়ে শুনো।
আর লিখবোনা কবিতা— অন্য কারো সনে
যদি ক্ষমা করে দাও প্রিয়তমা,
যদি ভুলে যাও আমায় ঘিরে মিথ্যে অপবাদ,
আর করবোনা ভু্ল— কোনদিনও
আজকের এই আটমাত্রার ভূমিকম্প সে প্রকৃতির প্রতিবাদ;
ভালবাসার এইখানে ছুঁয়ে দেখ
এখানে পাবেনা কোন পাপ।
ভুল বুঝে যদি কষ্ট পেয়ে থাকো তবু করে দাও আমায় মাফ
এ বুকের ১৩৪টি নীল পদ্ম
সবগুলোতে তোমার একচ্ছত্র অধিকার,
এ্ হৃৎপিন্ডের চারটি প্রকোষ্ঠে ফুটেছে স্বপ্নমাখা চার চারটি রক্তগোলাপ,
যদি অনুমতি দাও বলে দিই সাফ সাফ ,
সব গুলি ফুল তোমার জন্যে তাতে নেই কোন বিবাদ।
যদি অনুমতি দাও প্রিয়তমা ;
ভুল হবেনা কোন দিনও
তোমার মনে যাহা চায় শাস্তি দানে করে দাও মোরে ক্ষমা।
---------------------------------------------
উৎসর্গ : হৃদয়মালতী

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


যাকে ভালোবাসে তার কাছে মাফ চাইতে হয়?

ভুলটুকু ভুলে যেতে অনুরোধ করা যেতে পারে; কবিতা ভালোবাসার সনাতন সত্যকে খাট করছে!

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসায় ক্ষমা চেতে চেতে এখনকার প্রেমিকদের নাভিশ্বাস। এমনকি স্ত্রীও বাবার বাড়ি চলে যাওয়ার হুমকি দেয়। মাফ টাফ চেয়ে তবে রক্ষা। সনাতন ধারা আর নেই ।সব শেষ ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় প্রথম প্লাস।


ভালো থাকা হোক।

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এই নাও চাতাল বিলের বনফুল—
এসবে কোন খাদ থাকেনা


ভালোলাগা +++

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪

ডি মুন বলেছেন: কবিতা দারুণ হয়েছে সেলিম ভাই।
উৎসর্গে তো দেখছি 'হৃদয়মালতী '। উনি কে?
কবিতা কি উনার চোখে পড়ার সম্ভাবনা আছে?

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার সব কবিতার প্রথম পাঠক সে। আমি তাকে এখন হৃদয়মালতী বলেই ডাকি ।সে তো অপসরার মতন । সে তো ঢঙ্গী ।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫১

রোদেলা বলেছেন: অনুমুতি দেওয়া হইলো।

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ রোদেলামনি ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৮

ঢাকাবাসী বলেছেন: ধারা টারা আর কোথায়, সব ওদের কথামত চলবে! ক্ষমা টমা চাওয়াটাই নিরাপদ! ভাল লাগল্ ।

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিচক্ষণের মত কমেন্ট করেছেন। বাপের বাড়ি যাওয়ার মত ভয়ানক হুমকি নিষ্ঠুর হুমকি কি আর পুরুষরা দিতে পারে ?অথচ .......

৭| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: এই নাও চাতাল বিলের বনফুল—
এসবে কোন খাদ থাকেনা

বাকীটুকু যা ইচ্ছা হোক, এই দুই লাইনে চরম ভালোলাগা। :)

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: তারপরও নিঠুরিয়া অনুমতি দেয়নি কমেন্টের ।

৮| ০২ রা মে, ২০১৫ ভোর ৪:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা ও প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.