নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জন্ম—মৃত্যু—ক্ষণ

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২

তোমরা দুঃখ করো মৃত্যুতে
তোমরা উদযাপন কর জন্মতে,
তোমার জন্মতে যার মৃত্যু
কেমনে অক্ষিপটে আঁক সেই চিত্র?
এ জগতে দিন রাত কিছু নয়
তবে কেন সময়ের উপাসনা ?
তারিখ মাস বছর গুণে গুণে
কেন দুঃখ শোকের আল্পনা ?
জন্মিলে মরতে হয়
এ যে চিরন্তন সত্য ভেবেছো নিশ্চয়।
আজকের এই ক্ষণে জন্মেছেন যে সুধীজন
ভেবেছেন কি তিনি এ ক্ষণেও হয়েছে মরণ তাই শোকার্ত শতজন।
এ জগৎ আশ্চর্য এক ভেলা
সুখ দুঃখ এখানে যুগপৎ বাঁধিছে কাফেলা।
কর্মগুণে মানুষ হয়েছেন বরণীয়
সময় তারে কভু করেনি স্মরণীয়।
মানুষই সৃজেছেন সুখ দুখের গান
সেই মানুষে মানুষে হয় যে বিভেদ আসমান সমান ।
ইতিহাসের সোনালী পাতায় দৃষ্টান্ত থেকে যায়
আজকের এই দিন তেমনই হবে হায় !
আনন্দ বেদনার কাব্য হয়ে করবে এ দিন খেলা
তাকে ঘিরে মানুষে মানুষে ঝগড়া ফ্যাসাদ মেলা ।
সময় থাকেনা থেমে —সময়ের পরিক্রমায়
জীবনবৃক্ষে মৃত্যু ঘন্টা নামে ।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: সব শেষে মৃত্য এসে আমাদের নিয়ে যাবে।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

সোজা কথা বলেছেন: সময় কখনোই স্মরণীয় করেনি, সৃজনেই মানুষ স্মরণীয় হয়েছেন। খুবই সুন্দর। ভাল লাগলো।

শোকের দিনে আনন্দোল্লাস কে করে হায়!
জাতির অভিশাপ তারা কি করে এড়ায়?

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । বঙ্গবন্ধু প্রয়াণ দিবসে শোক প্রকাশ করলাম । আর বেগম জিয়ার জন্মদিনে শুভেচ্ছা । ঘটনাই আসল দিন নয় ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

ডি মুন বলেছেন: এ জগৎ আশ্চর্য এক ভেলা
সুখ দুঃখ এখানে যুগপৎ বাঁধিছে কাফেলা।


বাহ, চমৎকার দুটি লাইন।

:) ভালো থাকা হোক সেলিম ভাই।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: আমার আজকের আনন্দ দিনে অন্যের দুঃখ দিন হতে পারে । আজকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস আবার ভারতের স্বাধিনতাা লাভের দিন। বেগম জিয়ার জন্মদিন ।আর না জানা কত দুঃখ আর আনন্দের দিন । প্রতিটি দিনই বোধ হয় মিশ্রানুভূতির ।
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় থাকেনা থেমে —সময়ের পরিক্রমায়
জীবনবৃক্ষে মৃত্যু ঘন্টা নামে ।


সুন্দর ! সুন্দর !!

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।:)

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অসাধারণ লেগেছে ।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে ভীষণ কবিতা। শুভকামনা রইলো অনেক।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা সেলিম ভাই

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ স্বপ্নবাজ অভি । নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা সেলিম ভাই।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এপারের কাড়াকাড়ি
বাড়াবাড়ি, অর্থ কড়ি
ওপারের খবর নাই
কেবলই ভয় পাই!

অথচ-দিব্যি জেনে গেছেন যারা
তাদেরে অবহেলায়
আমরা অজানা অন্ধকারে
কেবলই তড়পাই!

এসো জেনে নিই গন্তব্য
পাথেয়, শক্তি, সম্পদ
এপারের ওপারের
পরে করি সাধনার শপথ।

@আপনার কবিতা মাথা আউলাই দিছে তো-- তাই এলোমেলো মনে যা এলো....;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.