নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনে

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

এ কেমন ছদ্মবেশ তোমার
এ কেমন পদচারণা !
পর্দার আড়ালে লুকিয়ে থেকে
এ কেমন জীবন যাপনা !
কেমন অশরীরী তুমি ! কোথায় কর বাস?
কেন দূরে থেকে থেকে ভালবাসা করছো উপহাস।
এত যে বিগলিত প্রাণ______গেয়ে রবীন্দ্রগান
বিলাইছো সুরের মূর্ছনা
তবে কেন মানছো না ?
কেন ভালবেসে —নাওনা টেনে কাছে
রূপের অহং ভুলে —ভুলে সকল যাতনা ।
আজকের এই দিনে
ভালবাসার শত লালগোলাপ দানে
শুভেচ্ছা তোমায় প্রিয়ে
আনন্দে কাটুক সারাদিন তোমার —সুখের পরশ নিয়ে ।
আমাদের বাগানে তুমি যে কলতান
তোমার কলরবে মুগ্ধ কত শত প্রাণ !
সুখে থাকো আজীবন জ্ঞানের আলো ছড়িয়ে
সকল আঁধার দূর করে দাও সকল বাধা যাও পেরিয়ে।
-----------------------------------------------------------
সুপ্রিয় আকাশলীনাকে জন্মদিনের লালগুলাপ শুভেচ্ছা । এই দিনে তাঁর সুস্থতা ,দীর্ঘায়ু , উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি ।






মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা। ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

তারছেড়া লিমন বলেছেন: আকাশলীনাকে জন্মদিনের শুভেচ্ছা ।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ । কমেন্টে ও পাঠে ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬

কলমের কালি শেষ বলেছেন: সুপ্রিয় আকাশলীনাকে জন্মদিনের লালগুলাপ শুভেচ্ছা । এই দিনে তাঁর সুস্থতা ,দীর্ঘায়ু , উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি ।
চমৎকার কবিতা উপহার ।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কামনায় ধন্যবাদ ।

৪| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

সোহাইল বিন জয়নুল বলেছেন: চমকপ্রদ,,,,

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

শামির শাকির বলেছেন: আগে বলে নিই, আমি আবৃত্তির অভ্যাস নেই। তবুও লজ্জা শরমের মাথা খাওয়া প্রয়াস এটা জন্মদিনে

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও লজ্জা শরমের মাথা খেয়ে কবিতাটি লিখেছি ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: @ শামির শাকির ভাই ।সুপ্রিয় ব্লগার দারুন হয়েছে । যাকে নিয়ে লিখা তিনিও ভাল আবৃত্তি করেন । আপনার আবৃত্তিতে কবিতা পূর্ণতা পেল । অনেক ধন্যবাদ আপনাকে ।

৭| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

রিকি বলেছেন: আকাশলীনা...তব অবগুন্ঠন খোলো! :D লাল, হলুদ, ক্রিমসন সব রকম গোলাপের শুভেচ্ছা রইল তার প্রতি.

৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে , দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি ॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়--
আনন্দে তাই ভুলেছিলেম,কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি ॥

১০| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা :) :)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জন্মদিনে একটা প্রজাপতি আর একটা পুতুলের শুভেচ্ছা !
ধন্যবাদ আনোয়ার ভায়া !

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: একটা প্রজাপতি আর একটা পতুলের শুভেচ্ছা ভাল লাগলো ।
মুরগীর গ্রীল আর নানের শুভেচ্ছা দিলে বেশি ভাল লাগতো ।

১২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

আবু শাকিল বলেছেন: জম্মদিনে দারুন উপহার এক কবির ।আপু নিশ্চয় খুশি হবে।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপু বোধ হয় খুশি হয়নি । খাবার দাবারের প্রতি তার বিশেষ আগ্রহ । কেক ,গ্রীল , মিষ্টি এগুলো তিনি বেশি ভালবাসেন ।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫১

সুমন কর বলেছেন: সুখে থাকো আজীবন জ্ঞানের আলো ছড়িয়ে
সকল আঁধার দূর করে দাও সকল বাধা যাও পেরিয়ে।

ভালো হয়েছে।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

নিশাত সুলতানা বলেছেন: আকাশলীনাকে জন্মদিনের শুভেচ্ছা ।
ভাইয়া , গিয়াসলিটনের সেলিম কি আপনি ?

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সেলিম নামটা আমার কাছ থেকে ধার করা । গিয়াসলিটন ভাই আমার খুব কাছের মানুষ ।তাই আমার নাম নিয়ে লিখতে ভালবাসেন । ব্যাপারটি আমার ভালই লাগে । তবে ঘটনাটি কিন্তু রম্য ।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিশাত সুলতানা বলেছেন: আকাশলীনাকে জন্মদিনের শুভেচ্ছা ।
ভাইয়া , গিয়াসলিটনের সেলিম কি আপনি ? :D :D

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা আমি গিয়াসলিটন ভাই । লেখককে জিজ্ঞাসা করে দেখেন সত্যতা মিলবে । :) আকাশণীনার কবিতা ভাল লাগেনি :( । এটুকু বলতে পারি এ নামটি তার সবচেয়ে পছন্দের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.