নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আকুতি

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

আমার কিছু শব্দ আছে
তোমার স্মৃতির অভিধানে
তাতে কিছু প্রচেষ্টা আছে —আছে নিরুত্তর সময় প্রশ্নবানে
চায়ের কাপে —অনলাইনে —মুঠোফোনে
কয়েকটা মাইল পথ চলা আছে
কখনো বন্ধুর পথে —কখনো হতাশার গহীন বনে—আনমনে
অনেকগুলি বাধা আছে —পারিপার্শ্বিাক সমীকরণে।
ক্ষুধার্ত কিছু সময় আছে —ভালবাসা প্রমানে;
তাতে নিরলস অলস সময় আছে
হতাশার কাব্য নিরসনে।
বেদনার নীল রং আছে —আছে প্রেরণার সবুজ রং;
তাতে আশা নিরাশার ভেলায় চড়ে কাটিয়েছি কতক্ষণ
আমার কিছু অনুভূতি আছে তোমার অনুভূতি বনে
আমার কিছু আয়ু আছে তোমার আয়ুর সনে ;
তাতে একটা আকুতি আছে — আকাশের উপারে প্রায়
তুমি চাইলেই সে কিছু নয় —হাতের নাগালটায় ।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

ফুলফোটে বলেছেন: সহজ সরল আকুতি...ভাল লেগেছে...

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১০

আরণ্যক রাখাল বলেছেন: আপনার কবিতা আগের চেয়ে ভালো হচ্ছে!

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: স্নদর হইছে। ভাল্লাগছে :)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমার কিছু শব্দ আছে
তোমার স্মৃতির অভিধানে
তাতে কিছু প্রচেষ্টা আছে —আছে নিরুত্তর সময় প্রশ্নবানে
চায়ের কাপে —অনলাইনে —মুঠোফোনে।

কয়েকটা মাইল পথ চলা আছে
কখনো বন্ধুর পথে —কখনো হতাশার গহীন বনে—আনমনে
অনেকগুলি বাধা আছে —পারিপার্শ্বিক সমীকরণে।

ক্ষুধার্ত কিছু সময় আছে —ভালবাসা প্রমানে;
তাতে নিরলস অলস সময় আছে
হতাশার কাব্য নিরসনে।

বেদনার নীল রং আছে —আছে প্রেরণার সবুজ রং;
তাতে আশা নিরাশার ভেলায় চড়ে কাটিয়েছি কতকক্ষণ ।

আমার কিছু অনুভূতি আছে তোমার অনুভূতি বনে
আমার কিছু আয়ু আছে তোমার আয়ুর সনে ;
তাতে একটা আকুতি আছে — আকাশের উপারে প্রায়
তুমি চাইলেই সে কিছু নয় —হাতের নাগালটায় ।


কবিতার অবয়বে একটু পরিবর্তন আনলাম

৬| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমার কিছু শব্দ আছে
তোমার স্মৃতির অভিধানে
তাতে কিছু প্রচেষ্টা আছে —আছে নিরুত্তর সময় প্রশ্নবানে
চায়ের কাপে —অনলাইনে —মুঠোফোনে।++++++++++++++++

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: চায়ের কাপে অনলাইনে মুঠোফোনে.....মুঠোফোনে বলতে ফোনে তার সঙ্গে কথা হতে হবে। এমন বাধ্য বাধকতা নেই ।তার ব্যাপারে অন্য কারু সঙ্গে কথা বলাও এর অন্তভূক্ত ।

৭| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



কিছু কিছু শব্দ আছে যা নিঃশব্দে অনেক কিছু বলে যায় ।

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা রইলো ভাইয়া।

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

লালপরী বলেছেন: আকুতি ভালোলাগলো ++++

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ লাল পরী । সুন্দর ।

১০| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

কাবিল বলেছেন: ভাল লাগা রইল, ভাল থাকবেন।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার কিছু অনুভূতি আছে তোমার অনুভূতি বনে
আমার কিছু আয়ু আছে তোমার আয়ুর সনে ;
তাতে একটা আকুতি আছে — আকাশের উপারে প্রায়
তুমি চাইলেই সে কিছু নয় —হাতের নাগালটায় ।
আহা... :)

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.