নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমি চলে যাবো গ্রাম বাংলার মেঠো পথ ধরে

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১




কামনার চৌকাঠে যদি— ঘুণে পোকা বাসা বাঁধে
মিথ্যের বেসাতি করে —যদি পায় ঠাঁই
সত্যের কি দোষ বল?

যদি চাপা পরে যায়— ঝাউ বনে রাতের আঁধারে
জোনাকি পোকার মত—আমি দূষবো না তারে
ভাগ্যের নির্মম ছল।

বিভ্রমের সূর্য হওয়ার কামনা
কোন কালেই ছিলনা —এ মনে;
আমি বরঞ্চ বেছে নেবো —সত্যের ঢিবি ঢিবি বাতি
যদি তা নেভে যায়,দারুচিনি বনে
মিথ্যে ঝড়ো ঝাপটায়_____যাক
তবু মিথ্যের বেসাতি_________ আমি করবো না ।
এটুকু বলতে পারি — সাধনার গোলাপ যদি
দৈবক্রমে ভালবাসার টানে
ফিরে পেতে চায় স্থান;
মম হৃদয় মাঝে — তবে বুক পেতে নেব তারে
নদীর বুকে নৌকো যেমন—
যেমতি খেয়ালি পাখির ঠোঁটে কলতান ।

তবে মিথ্যের সমুদ্র আমি হবো না
আমি বরঞ্চ সত্যের জলকনা হবো্
সত্য বুকে নিয়ে ক্রমাগত বিলীন হবো
মিথ্যের দ্বীপ হয়ে ভাসবো না কোনদিন।

আমি সাত জনমের নিরবতা হবো
আমি চলে যাবো গ্রাম বাংলার মেঠো পথ ধরে
যেখানে মিথ্যের অট্টালিকা নেই —থেকে যাবো সত্যের কুঁড়ে ঘরে ।


মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: যেমন কবিতা তেমন ছবি। খুবই ভাল লাগল। ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কমেন্টে ও পাঠে ।

৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪০

সুমন কর বলেছেন: সুন্দর এবং ভালো লাগা। !:#P

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: @ প্রামানিক সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: অনেকটুকু ভালোলাগা

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম। সুস্বাগতম সুপ্রিয় ব্লগার।

কবিতা পাঠে ও প্রেরণা দায়ক কমেন্টে অনেক ধন্যবাদ ।আর নিরন্তর শুভকামনা ।

৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪২

ভ্রমরের ডানা বলেছেন: কবিভাই,

শিহরণ জাগানিয়া কবিতা। আহা! কি সুখ পাঠ্য! মরি মরি!

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধুই কবিতা । পাঠ করে ভাল লাগলে কবিতা স্বার্থক । কমেন্টে ধন্যবাদ ।

৭| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭

গাধা মানব বলেছেন: অনেক ভাল লাগল। :)

৮| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০২

কলমের কালি শেষ বলেছেন: আমি সাত জনমের নিরবতা হবো
আমি চলে যাবো গ্রাম বাংলার মেঠো পথ ধরে
যেখানে মিথ্যের অট্টালিকা নেই —থেকে যাবো সত্যের কুঁড়ে ঘরে ।


অসাধারণ হয়েছে । ++

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ++এ ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪২

মেঘ ছাউনী বলেছেন: অসাধারন হয়েছে.................আপনাকে অনুসরন করে ফেললাম

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে এবং অনুসরণে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১২

এস কাজী বলেছেন: "আমি সাত জনমের নিরবতা হবো
আমি চলে যাবো গ্রাম বাংলার মেঠো পথ ধরে
যেখানে মিথ্যের অট্টালিকা নেই —থেকে যাবো সত্যের কুঁড়ে ঘরে"

আমি কবিতা বুঝি কম। কিন্তু ভাল কবিতা সবাই ঠিক ই বুঝতে পারে। কবিতা খুব সুন্দর হয়েছে।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

তারছেড়া লিমন বলেছেন: এই গানটা আপনার জন্য সেলিম ভাই............... কবিতায়+++++++++++++++++++++++++++++++++++++++++
মনে যারে চাই........ খালিদ হাসান মিলু

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । গানের লিংকের জন্য আবারো ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.