নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ইলিশ নাকি দেশে নাই

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৭




কাঁচা বাজারে লেগেছে আগুন
শ'টাকা কেজিতে পাবেন বেগুন।
ইলিশ নাকি দেশে নাই !!
জাটকা পাবেন হাজার টাকায়।
গুরাগারি মাছ পাঁচশ টাকা
এক কেজি কিনলে পকেট ফাঁকা।
পটল ঝিঙে করলা
কোনটার দাম কমনা ।
কেজি প্রতি পঞ্চাশে
নিচ্ছে কিনে গোগ্রাসে।
লালশাক পুইশাক লতা পাতা
কিনতে গেলে হবে মাথা ব্যথা
মাছের বাজার নাগালে নেই
গোশত ডিম এক দশাতেই ।


আকাশলীনা ধৈর্য্য ধরো
করবো প্রেম বিয়ের পরও

এখন বিয়ে করলে পরে
থাকতে হবে অর্ধাহারে ।

কেবল
পে স্কেলের খবর পড়ে
দিবা স্বপ্নে কাশি ঝেরে।
পে স্কেলের মুলো খান
ঝুলে ঝুলে করছে গান।
বেঁচে থাকলে বাড়বে বেতন
সেই সুখেতে উড়াই কেতন।
রাতে ঘুমে দেখি স্বপন
জোড়া ইলিশ কিনছি তখন।
তুমি খুশি ভীষণ রকম !!

বাড়ছে সকল জিনিসের দাম
সঙ্গে বাড়ছে বয়স খান ।

কমছে কেবল বাঁচার সময়
হুর হাঙ্গামা আর কিছু নয় ।

কাঁচা বাজারে লেগেছে আগুন
শ'টাকা কেজি হয়েছে বেগুন ।
-----------------------------------------------
ছবি নেট---- বি: দ্র : কাঁচাবাজার করার পর লিখা

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Back to Bangladesh?

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: আমি বললাম বড় ইলিশ কোথায়?।একজন মাছবিক্রেতা ফিসফিসিয়ে সভয়ে বললেন সামনে পূজো.........বড় ইলিশ সব দেশের বাইরে ।

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় নির্মম বাস্তবতার প্রতিফলন ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: বাজারের অবস্থা উর্দ্ধমুখি ।চাকুরীজীবীদের বেতন বাড়েছেনা । সিলেকশন গ্রেড নাকি বাদ দেয়া হচ্ছে । সবমিলিয়ে কঠিন বাস্তবতা ।মধ্য বিত্তরা না খেয়ে আধা খেয়ে থাকতে হবে । :(

এক আটি লাল শাক ৩০টাকা ।পুই শাকও তাই । ৪ আটি মিলে এক কেজি হবে কিনা সন্দেহ ।

মানুষ খাবে কি ? ঘাস । যারা কম বেতন পায় তাদের কি অবস্থা ভেবে লিখা ।

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: বাসা থেকে ভেসে আসা কান্নার সুরটাই পড়লাম।।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ্ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫১

তুষার কাব্য বলেছেন: বাস্তবতা আজ এমনই । শুভেচ্ছা কবি ।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

কলমের কালি শেষ বলেছেন: বাস্তবতা গিলে খেয়েছে জীবনকে নির্মমভাবে ।

কবিতায় ভাললাগা । +

৬| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। প্লাস।


তা, আকাশলীনা কে জানি !!! B-)

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: এখানে জাটকা ছোট ইলিশ । আসলে জাটকা মারা আইনত নিষিদ্ধ ।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: আকাশলীনা ধৈর্য্য ধরো
করবো প্রেম বিয়ের পরও
.....

আকাশলীনার ভয় বিয়ে হয়ে গেলে প্রেম শেষ তাই তাকে নির্ভয় করা । ;)

এখন বিয়ে করলে পরে
থাকতে হবে অর্ধাহারে । সরকারি বেতনের অবস্থা এরকমই । :(


৭| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আকাশ লীনা যিনি ইলিশমাছ লাইক করেন । আর ইলিশ কেনার টাকা আমার আছে ।কত ইলিশ খাবে সে ??

৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ওরে আল্লাহ! প্লাস :)

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসুন সবাই মিলে বাজার করা বর্জন করি ;) :-B

=p~ =p~

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি । বাজারের আগুন নেভাতে হবে। আর না হলে হ্যাভি মোটা অংকের টাকা ইনকাম করতে হবে ।আর না হলে দেশ ছাড়তে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.