নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভীষণ রকম মুক্তি দিলে !!

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬



তুমি আমাকে মুক্তি দিয়েছো
দায়িত্ব থেকে ______ সম্পর্কের বেড়াজাল থেকে।
তোমরা আমাকে নিষিদ্ধ করেছো !!
তোমাকে ভাবা থেকে —সুনিশ্চিত দূরত্ব এঁকে।

ভীষণ রকম মুক্তি দিলে !!
বিনিময়ে আমার স্বাধীনতাটুকু কেড়ে নিলে;
ভাবনার রঙিন পাখা
ভেঙে দিলে —তোমাকে ঘিরে জমে ওঠা স্বপ্নগুলো
ভাঙা কাঁচের মতন ছূড়ে ফেলে।

নির্ঘুম রাতগুলো মুক্তি দিলনা আমায়;
এখন জেগে থাকি তোমাকে হারানোর বেদনায়।
বেশ ভাল ছিলাম তুমিমুখর দিনগুলোতে
তোমার দেয়া কষ্টগুলো পরম যতনে নিতাম বুক পেতে।

সেগুলিতে প্রেমের ঘ্রাণ ছিল সুস্পষ্ট — মৃগনাভীর মত
তোমার চোখে চেয়ে স্বপ্ন দেখতাম অবিরত ।

এখন দেখিনা তোমার দীঘল কালো চোখ
তোমার সুললিত কন্ঠের লীলাভূমি মায়াবী ঠোঁট।
তোমার দেয়া মুক্তি আমাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে
প্রহসনী প্রেম জড়িয়ে রেখেছে বেদনার কাব্য এঁকে এঁকে।

তুমি নিজে থেকে বুঝে নিলে আমাদের হবে না পরিনয়
তুমি ভেবে নিলে আমি বেঁচে যাবো তুমি চলে গেলে নিশ্চয় ।
আমার বুকের খাঁচা আজ ভরে গেছে শূণ্যতায়
এখন নির্ঘুম রাত কাটাই অযাচিত বেদনায় ।

তুমিহীন এখন আমি দিকহারা নাবিক
ধ্রুবতারা ছিলে তুমি চিনিয়েছো যেন দিক ।

জানিনা আমি যাচ্ছি কোথা অথৈ সাগরে
জীবনটা যেন নীল বেদনা জেগে থাকা প্রহরে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

লালপরী বলেছেন: প্রথম ভালোলাগা ভাইয়া ++++্

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাললাগা ও কমেন্টে অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩

ব্লগ সার্চম্যান বলেছেন: তুমিহীন এখন আমি দিকহারা নাবিক
ধ্রুবতারা ছিলে তুমি চিনিয়েছো যেন দিক ।


অসাধারন ভালো লাগল কবি আপনার কবিতা । শুভকামনা থাকল ।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বেদনা অসাধারন অনুভূতি ।কবিতাটি কোন এক সময়ের বেদনা ঘিরে । এখন তো প্রতিক্ষায় আছি

আকাশলীনা আসবে এবার আসবে
ফুলে ডালি হাতে ভাসবে সুখে ভাসবে ।

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর কবিতায় আপনাকে খুঁজে পেলাম সেলিম ভাই! শুভেচ্ছা রইল।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: জানিনা আমি যাচ্ছি কোথা অথৈ সাগরে
জীবনটা যেন নীল বেদনা জেগে থাকা প্রহরে

এক কথায় দারুন

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: অসাধারন বেদনা

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮

ভিটামিন সি বলেছেন: ছবিটি মনে হলো শেরপুর জেলা থেকে তোলা। কবিতার প্রথম ৬ পঙক্তি পাঠ করে ভেবেছিলাম এ বুঝি ছিটমহল বাসীদের (সম্প্রতি মুল ভু-খন্ডে অর্ন্তভুক্ত) প্রানের আকুতি লিখেছেন।

পরে বোঝলাম এই টা সানি লিওনকে নিয়ে লিখেছেন। হা হা হা। ভালো লিখেছেন দাদা।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: আহারে!! কবিতা ভালো হইছে।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩২

তুষার কাব্য বলেছেন: চমৎকার বেদনার স্পর্শ কথামালায় !

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

অদ্বিতীয়া সিমু বলেছেন: +++

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: +++ ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫

এস কাজী বলেছেন: ভীষণ রকম মুক্তি +++++

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সৃষ্টি !
শুভ কামনা সেলিম ভাই ।

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ । গিয়াস লিটন ভাই । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১২| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ++++++

কেমন আছেন, কবি?

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল । আপনি কেমন আছেন মাঈনুদ্দিন মইনুল ? অনেকদিন পর ! সুস্বাগতম ।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

জেন রসি বলেছেন: তুমিহীন এখন আমি দিকহারা নাবিক
ধ্রুবতারা ছিলে তুমি চিনিয়েছো যেন দিক ।

জানিনা আমি যাচ্ছি কোথা অথৈ সাগরে
জীবনটা যেন নীল বেদনা জেগে থাকা প্রহরে।


চমৎকার হয়েছে সেলিম ভাই।

++

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: জানিনা আমি যাচ্ছি কোথা অথৈ সাগরে
জীবনটা যেন নীল বেদনা জেগে থাকা প্রহরে-----------


-------------------- হাঁকাও গাড়ী তুই চিলমারির বন্দরে ।। (রংপুরের আঞ্চলিক গান। গরু গাড়ি দেখে মনে পড়ল :) )

চমৎকার লেখেন আপনি।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: কবি, প্রেমের কবিতায় প্লাস।

ভালো হয়েছে।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে অনেক ধন্যবাদ ।নিয়মিত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।

১৬| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৮

জুন বলেছেন: 'তুমি আমাকে মুক্তি দিয়েছো'
দারুন একটি কবিতায় প্লাস ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালৈ লিখসেন +

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । শুভকামনা নিরন্তর ।

১৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮

সকাল রয় বলেছেন: দারুন

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ কবি ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১৯| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । ভাললাগা । ++

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২০| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




তুমি আমাকে মুক্তি দিয়েছো
দায়িত্ব থেকে ______ সম্পর্কের বেড়াজাল থেকে।

প্রেমের ঘ্রাণ যখন অস্পষ্ট হয় সম্পর্ক তখন দায়সারা গোছের হয় । আর তার পরিনতি এটাই হওয়ার কথা ।

২১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: যেমন কবিতা তেমন ছবি। ধন্যবাদ

২২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: Laptop thekey log in kortey patchina technical somosyar karoney bodh hoi porey commitment er jobab dibo

২৩| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৫০

রাসেলহাসান বলেছেন: অসাধারন ভালোলাগা!

২৫| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: যারা কমেন্ট করেছেন ও কবিতা পাঠ করেছেন ভাল লাগা জানিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রোমান্টিকতা থেকে বিষাদের কবিতায় প্রস্থান কেন কবি ভাই?

কবিতায় +++

২৭| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭

জোৎস্নাআলো বলেছেন: বুড়ী হয়ে গেছ তুমি এই বুড়ো পৃথিবীর মত।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন । আমার আসলে বাবা হওয়ার বয়স হয়েছে । পৃথিবী তো অনন্ত যৌবনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.