নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভেঙে গেছে

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬



ঝড়ে ভেঙে গেছে বাসা সেই কবে নিরবে
নতুন করে তা মেরামত হতে হবে।
রাজা মশাইয়ের দারুন আশা মনে
একের পর এক খড়কুটো সব নিয়ে;
ঘরের রানী গড়বে বাসা মনের মাধুরী দিয়ে।
রানীর মনে কেমন করে ঢুকলো ভাঙার নেশা
যা হাতে পায় তাই ছুঁড়ে দেয় এটাই যেন তার পেশা ।
রাজার মনে স্বপ্ন ছিল একদিন হবে সব ঠিক
রানীর মনে আসবে প্রেম ঘৃণার বিপরীত।
এসব ভেবে রাজা মশাইয়ের নেয়া প্রচেষ্টাগুলি
রানী সাহেবান বিফলে দেন দিয়ে অবজ্ঞার ধূলি।
এমন করেই কাটছিল দিন ভাঙা গড়ার খেলায়
ভাঙা ঘর আর জোড়া লাগেনা রানীর অবহেলায়।
বিচার হলো শালিশ হলো হয়নি সমাধান
রানীর মনে রাজা সাহেবের হয়নি অবস্থান ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দিন দিন সম্পর্কগুলো এতো ঠুনকো হয়ে যাচ্ছে কেন সেলিম ভাই?

এটা কি আধুনিকতারই ফল?

চমৎকার লাগল।+++++্

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: মনের মিল না হলে এমনটা হয় ।এটা একটা বাস্তব চিত্র ।শুধু রানী ভাঙবে সেটা নয় রাজাও ভাঙতে পারেন ।

আধুনিক সময়ে এমনটা বেশি হয়

ধরে নেন কবিতা পুরুষের দৃষ্টিভঙিগ থেকে লিখা ।

মহীলা কবিতা হলে এর উল্টো লিখেতন !!! :)

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো। ++

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ঝড়ে ভেঙে গেছে বাসা সেই কবে নিরবে
নতুন করে তা মেরামত হতে হবে।
রানী সাহেবার দারুন আশা মনে
একের পর এক খড়কুটো সব নিয়ে;
ঘরের রাজা গড়বে বাসা মনের মাধুরী দিয়ে।
রাজার মনে কেমন করে ঢুকলো ভাঙার নেশা
যা হাতে পায় তাই ছুঁড়ে দেয় এটাই যেন তার পেশা ।
রানীর মনে স্বপ্ন ছিল একদিন হবে সব ঠিক
রাজার মনে আসবে প্রেম ঘৃণার বিপরীত।
এসব ভেবে রানী সাহেবার নেয়া প্রচেষ্টাগুলি
রাজা সাহেবা বিফলে দেন দিয়ে অবজ্ঞার ধূলি।
এমন করেই কাটছিল দিন ভাঙা গড়ার খেলায়
ভাঙা ঘর আর জোড়া লাগেনা রাজার অবহেলায়।
বিচার হলো শালিশ হলো হয়নি সমাধান
রাজার মনে রানীর সাহেবার হয়নি অবস্থান । :)

এবার কেমন হলো ???

কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

কাবিল বলেছেন: চমৎকার
অনেক ভাল লাগলো।

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯

ভ্রমরের ডানা বলেছেন: দারুন কবিতা।

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ঠিকই আছে। তবে দুর্বলতা হচ্ছে আপনি ছন্দের দিকে যেতে চাইছেন কিন্তু পুরাটায় ছন্দ আর মাত্রা ঠিক রাখেননাই। দুই জায়গায় ছুটে গেছে। ৪-৬-৪ এ শেষ করলে ভালো হতো। যদিও আপনি মনে হয় কখনো প্যারা আলাদা করেননা, যেটা কবিতার বিস্তার বুঝতে দরকার।

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: এবার হয়েছে সঠিক কমেন্ট। ৪-৬-৪ এ শেষ করতে পারিনি । প্যারা আলাদা করার প্রচেষ্টা থাকবে । আরেকটা ব্যাপার নিয়ে ভাবছি ।সেখানটায় বোধ হয় তালগুল পাকিয়ে ফেলি ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

সুমন কর বলেছেন: ভালো লাগল, ছন্দময় কবিতা।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

এস কাজী বলেছেন: আহা বেচারা রাজার খারাপ অবস্থা

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । বেচারা রাজা চরম কষ্টে । :(

৯| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬

হামিদ আহসান বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ..

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও ভাল লেগেছে । :D

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৭

সোহানী বলেছেন: কি কঠিন হ্রদয়ের রানীর পাল্লায় পড়েছে বেচারা রাজা........ আহারে সব রানীরা যদি এমন হতো !!!!!!!!!!!!!!!!++++++

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সব রানীরা এমন হলে কি হতো ? রাজাদের বনবাস হতো ।

মানব বংশবিস্তার বন্ধ !!

বহুদিন পর সুপ্রিয় ব্লগার আমার উঠুনে পদচারণা ।

১২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০

ডি মুন বলেছেন: ভালোলাগা রইলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

রিকি বলেছেন: রাজার মনে স্বপ্ন ছিল একদিন হবে সব ঠিক
রানীর মনে আসবে প্রেম ঘৃণার বিপরীত।


+++++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫২

দীপংকর চন্দ বলেছেন: বিষাদ!!!

রানীর মনে রাজা সাহেবের হয়নি অবস্থান

শুভকামনা। অনিঃশেষ।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

আল ইমরান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৭

আহসানের ব্লগ বলেছেন: :(

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে ভাল লাগা সেলিম ভাই

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

আরণ্যক রাখাল বলেছেন: খুব একটা ভাল লাগে নাই, সেলিম ভাই

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

জুন বলেছেন: হতাশাময় কাব্য সেলিম আনোয়ার । ভালোলাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.