![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমাদের দু'জনার বাস কেবল বাস্তবের ধরণীতে
তবু কেন অলীক সমীকরণ সৃজ মিথ্যে অজুহাতে?
তুমিতো চন্দ্র- সূর্য নও কোন অসীমের আকাশে!
তুমি এক পশলা বৃষ্টি হতে পারো এ হৃদয় ঘেষে।
মায়াবী ভ্রমে দূরতম নক্ষত্র তুমি — এ মনের উঠুনে
তবু যে হৃদয় ছুঁয়ে যাও ফুলেল অবগাহনে— প্রাণে।
আমি তো দেখি পুঞ্জীভূত মেঘ জমে আছে তোমার প্রাণে —অভিমানে
আছে ভালবাসার অনুদান বিস্তর তোমার ওখানে —উদাসী বাতায়নে।
তুমি তো কোমলমতি তবে কেন দূর থেকে ঢালো মায়া
ভেবে ভেবে এ হৃদয় জুড়ে নামে যেন অমাবস্যার ছায়া।
সময় ছুটে চলে ঝরণার জলের মত অথৈ সমুদ্রে
শিশুরাও যে ওঠে বেড়ে সময়ের ক্রমাগত রৌদ্রে।
যদিও আমাদের দুজনার বাস একই পৃথিবীতে;
আমরা ভেসে বেড়াই একই সময়ের পাখাতে,
তবু কেন আমাদের ঘিরে কেবলই হয় কল্পনা
কি তোমার ব্যস্ততা সদা কি কাব্য করো রচনা?
অসমতার ব্যারোমিটার ভেবে বাড়াও যাতনা ।
যদি তুমি গড় নিবাস ঐ হিমালয়ের দূর শিখরে,
প্রর্থনা করি ভূমিধ্বস হোক তব হৃদয়ের মন্দিরে;
ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ঢাল বেয়ে নেমে আসুক
এহৃদয়াকাশে শরতের শাদা মেঘ হয়ে ভাসুক ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কক্সবাজার মেরিন ড্রাইভ রোড থেকে তোলা । মেরিন ড্রাইভ সত্যি অসাধারণ। কেউ লং ড্রাইভে যেতে চাইলে এর চেয়ে সুন্দর আর মনোরম কোন কিছু হতে পারবে না বলে আমার বিশ্বাস ।
কবিতা ভাল লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
সুমন কর বলেছেন: শেষের দিকে বেশী ভালো লাগল।
২+।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । সবসময় সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ,ছবি এবং কবিতা দুটোই ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আসলে মেরিন ভ্রাইভ আমার দৃষ্টিতে বাংলাদেশের সেরা লংড্রাইভ রোড । বিকেল সূর্য যখন ডুবোডুবো তখন তা আরও সুন্দর । এক কথায় অতুলনীয় ।
কমেন্টে কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার ।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
সাহসী সন্তান বলেছেন: "যখন কাওকে খুব বেশি পরিমানে মিস করি তখন ঐ দূর আকাশ পানে তাকিয়ে থাকি। জানি সেখানে তাকে দেখতে পাবো না, কিন্তু এটা ভেবে শান্তনা পাই যে 'দুজন তো একই আকাশের নিচে আছি'!!
যদিও কথাটা আমাদের কাছে অনেক পরিচিত, তবুও আমি যেটুকু বুঝেছি তাতে আমার কাছে মনে হলো এটাই মনে হয় আপনার কবিতার মূল বক্তব্য!
কবিতার শেষের নয়টা লাইন একেবারে হৃদয় ছুয়ে যাওয়া!! তবে একটু বেশি বেশি মনে হলো! কারন পাওয়া না পাওয়ার হিসাব দিয়ে জীবন চলে না!
ধন্যবাদ পোস্টের জন্য!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন সাহসী সন্তান ।
পাওয়া না পাওয়ার হিসেবে জীবন চলেনা ।
আর নির্বোধরা তো পেয়েও হারায় । সস্তা জনপ্রিয়তা ধরে রাখার জন্য নানাবিধ বোকামী করে বেড়ায় ।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
সাজিদ আল সাহাফ বলেছেন: বাহ, দারুণ লিখেছেন!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
কাবিল বলেছেন: সুন্দর, ভাললাগল।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
স্নিগ্ধ শোভন বলেছেন: কেমন আছেন? দেশে কবে আসবেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আমি এখন দেশে । ভাল আছি। আপনি কেমন আছেন ?
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
এস কাজী বলেছেন:
যদি তুমি গড় নিবাস ঐ হিমালয়ের দূর শিখরে,
প্রর্থনা করি ভূমিধ্বস হোক তব হৃদয়ের মন্দিরে;
ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ঢাল বেয়ে নেমে আসুক
এহৃদয়াকাশে শরতের শাদা মেঘ হয়ে ভাসুক
সুন্দর সুন্দর +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো কবিতা ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫
দীপংকর চন্দ বলেছেন: মায়াবী ভ্রমে দূরতম নক্ষত্র তুমি —
ভালো লাগলো অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: দীপংকর চন্দ কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।আর শুভকামনা নিরন্তর ।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে ভাই। নাইস ওয়ান। আপনি মনে হয় খানিকটা স্বভাব কবি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে যেনে ভাল লাগলো । হা কবি কবি ভাব কবিতার অভাব ।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
কষ্টের কবিতা ।
তাই জীবনানন্দকে মনে পড়ে গেল -------
আমাকে খোঁজ না তুমি বহুদিন - কতোদিন আমিও তোমাকে
খুঁজি নাকো ; - এক নক্ষত্রের নীচে তবু - একি আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি .......
মিলে যাবে হয়তো ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
মিলে গেলেই হয়।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
আলোরিকা বলেছেন: ' তবু কেন অলীক সমীকরণ সৃজ মিথ্যে অজুহাতে?' - অলীক সমীকরণ সৃজনই কবিতা < মায়া < মানবী < জীবন !
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: অলীক সমীকরণ সৃজনই কবিতা < মায়া < মানবী < জীবন !
দারুন বলেছেন আলোরিকা ।
জীবনটা সময়ের ফাংশন ।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক নক্ষত্রের নীচে তবু - একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি
চমৎকার !!
অনেকদিন পর সেলিম ভাইয়ের সাথে মোলাকাত হল ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্ন্তর শুভকামনা।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
মােঃ ফজলুর রহমান বলেছেন: কবিতার অন্ত্যমিলের নিয়মটা হলো - উপরের লাইনের শেষ শব্দের শেষ বর্ণের স্বর-ব্যঞ্জন একই হবে। তবে শেষ বর্ণের অব্যবহিত পূর্বের বর্ণের স্বর একই হতে হবে। যেমন , পূর্বপদে যদি থাকে --- "ধরণীতে" এবং উত্তরপদে যদি থাকে " অজুহাতে " তবে অন্ত্যমিল হলো না। --- এখানে উপরের লাইনে শেষ বর্ণের অব্যবহিত পূর্বের বর্ণের স্বর " ণী / ঈ-কার " এবং নিচের লাইনে শেষ বর্ণের অব্যবহিত পূর্বের বর্ণের স্বর " হা / আ-কার " । উপরে ও নিচে স্বর একই হতে হবে। এগুলি ঠিক করে নিলে কবিতাটি খুব ভাল হবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন । প্রচেষ্টা থাকবে ।
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: আমি তো দেখি পুঞ্জীভূত মেঘ জমে আছে তোমার প্রাণে —অভিমানে
আছে ভালবাসার অনুদান বিস্তর তোমার ওখানে —উদাসী বাতায়নে।
ভালোলাগা কবিতাই ।
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১
আবু শাকিল বলেছেন: ছবিটা অনেক সুন্দর।কবিতায় +
২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
খেয়ালি দুপুর বলেছেন: কবিতা ভাল লেগেছে ভীষণ। ভাল থাকা হোক অনেক।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
রিকি বলেছেন: এটা তো চট্টগ্রামের ছবি---কোন ছড়ার আশেপাশে নাকি ভাইয়া??
কবিতা ভালো লেগেছে। ++++++++