![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমাকে ঘিরে রচিত রক্ষণ ব্যুহ ভেঙেছি কতবার
সেই স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছ বারেবার
কেন গো ধ্রুবতারা?
কী বলতে চাও অপসরা!!
আমি যেন অপ্রতিরোধ্য তোমার প্রেরণায়
আমি নিয়ত মেতে ওঠি ভাঙা গড়ার খেলায়
এক ছায়াপথ দূর গিয়েছি পেরিয়ে কবে
তোমার ঠিকানা কি হয়ে এল তবে?
কি বলতে চাও নীল আকাশের তারা?
আমি যেন তোমার মনের বনে নিমগ্ন এক সাধক
তোমার সুবিশাল অভিধানের নিবেদিত এক পাঠক !
কি বলতে চাও প্রিয়তমা?
আমি কি তবে ছুঁয়েছি তোমার সীমা !
মেঘের ভেলায় চড়ে পেরিয়েছি এক আলোকবর্ষ দূর
সকল আঁধার পেরিয়ে এনেছি নতুন ভোর।
জহুরীর মতন পরখ করে নিশ্চিত হয়েছো কিনা?
তোমাকে ঘিরে প্রাগৈতিহাসিক প্রতীক্ষা আমার সদা বহমান
খরস্রোতা মাতামহুরী নদীর সমান।
এখনো সময় আছে বিস্তর- বাজুক গোধূলীর সোনালি গান
কি কথা বলোগো অন্তরতমা?
কোন সে অভিধান !
আমি কেবলই তোমার অধিকারে একি তারই প্রমান !
স্মৃতির পাঠাগার ভেঙে বলো
ইতিহাসের পাতা উল্টিয়ে বলো
কতবার পড়েছি তোমার প্রেমে ?
কতবার দিয়েছো বাঁধা? কতবার আমি গিয়েছি ক্ষণিক থেমে?
ভরা পূর্ণিমার আলোক রশ্মি মেখে আসবে কি আমার প্রাণে?
এই নশ্বর ধরাধামে ।
স্মৃতির পাহাড় ভেঙে তাই কি সে কথা আনছো তুমি টেনে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬
মাহমুদ০০৭ বলেছেন: মধ্যরাতের তেজি কবিতা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চমৎকার।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: আমি যেন তোমার মনের বনে মগ্ন এক সাধক
তোমার সুবিশাল অভিধানের নিবেদিত এক পাঠক !
এই লাইনগুলো আমার কাছে ভাল লেগেছে ধন্যবাদ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: গভীর মুগ্ধতা রইলো ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
প্লাস।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আপনার ইদানিং সময়ের কবিতা গুলো ভাল হচ্ছে ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
হানিফ রাশেদীন বলেছেন:
আমি যেন তোমার মনের বনে মগ্ন এক সাধক
তোমার সুবিশাল অভিধানের নিবেদিত এক পাঠক !
-----------এ যে আদর্শ প্রেমিক। সেলিম ভাই।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
হালি্ বলেছেন: কবিতা পইড়া লাইক দিলাম ভাই
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ! ++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ্
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
এস কাজী বলেছেন: সেলিম ভাই, সবসময়ের মত আপনার কবিতা অসাধারন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আমি অতি সাধারণ এখন মানুষ কবিতা লিখার চেষ্টা করি আরকি ।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
হামিদ আহসান বলেছেন: বাহ দারুন লাগল কবিতা ...।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার অং বং কবিতা দারুন লাগাতে কৃতজ্ঞতা । ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৫
গেম চেঞ্জার বলেছেন: লক্ষণ কিন্তু মামু ভালো না । আমি ধইরালচ্চি কিন্তু ।
তয় মজা নিলে বেবাক খুশি হইলাম । আর .. হলে
কয়াম না । কয়াম না । পরে কয়াম ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কি ধরলেন গেম চেঞ্জার ? যাই হোক গেম চেঞ্জ কইরেন না ।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০
হাসান মাহবুব বলেছেন: ভালৈসে। +++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইংগিত বাহী সাংকেতিক কাব্য , ভাল লাগলো । ++++++++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ইংগিত আপনি বুঝতে পেরেছেন বলে ভাল লাগলো । তিনিও বুঝতে পেরেছেন ।তাই অপসরা বেলার স্মৃতিচারণ করছেন ।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
জেন রসি বলেছেন: কবিতা চমৎকার হইছে সেলিম ভাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা আমার কাছে অনবদ্য মনে হয়েছে ।
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
কাবিল বলেছেন: গিয়াসলিটন বলেছেন: ইংগিত বাহী সাংকেতিক কাব্য, সহমত।
আমিও ভেবেছিলাম আপনি এমন একটা কাব্য হয়তো রচনা করবেন।
এটাও ভাবছি যে, সে কমেন্ট করতা আসবেনা।
ইংগিতটা আরও কঠিন করতে পারতেন। সহজতর কারনে ঘৃণা আরও বাড়বে।
যাই হোক আমার কমেন্টে কারো আঘাত হানলে আমি দুঃখিত।
কাব্য ভাল লাগলো সেলিম ভাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । কবিতাতো কবিতা । যে কবিতা ভালবাসে সে ইংগিত নিয়ে ভাববে না । কবিতা কেমন হলো সেটাই বড় কথা ।
আর মানুষের জীবনে জোয়ার ভাটা আছে ।অনুভূতিরও । ধ্রুব শব্দটি মানুষের জন্য কতটা প্রযোজ্য কে জানে ।
কারো মনে এই কবিতা দুঃখ এনে থাকলে আমিও সমবেদনা জ্ঞাপন করছি ।
শুভকামনা নিরন্তর আহমেদ জিএস ।
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
কাবিল বলেছেন: আহমেদ জিএস
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন:
২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
্যে অপসরা অপ্রতিরোধ্য এক কবির এমন আকুতিতেও পশে না প্রানের পরে ; সে অপসরাকে কবিতা থেকে অপসারন করাই ভালো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । এমনটাই তার প্রেমের বহিপ্রকাশ । সে জানে এই অং বং কবির কবিতা তার জন্য উৎসর্গিত । আর তার সবটুকু অধিকার আর অহংবোধ আমার জন্য । অন্য কারু সঙ্গে তিনি এমনটি করেন না ।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে। কবিতার বিষয় খানি মনে ধরেছে বেশ। কবি ভাই শুভকামনা রইল। আপনার মনোবাসনার স্ফুলিঙ্গ এক ভয়াবহ দাবানল হয়ে জালিয়ে দিক অপ্সরার মাঠ ঘাট।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনার ধন্যবাদ । অপসার মাঠ ঘাট জ্বলে যাক ভালবাসার বহ্ণি শিখায় ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১২
অন্ধবিন্দু বলেছেন: বাহ্ বাহ্ বাহ্ !!