নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সূর্যমুখী শেষ কর খেলা তব

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯





পড়ন্ত বেলায় দারুন উৎসুক নয়নে
পরিপাটি সেজে সবে সমুদ্র দর্শনে
সূর্য ডুববে আগুনের মত রূপে
অথৈ সাগরের তৃষিত কোন বুকে।
তাকে দেখতে যেতে হবে
তাই মানুষের ভীড় লাগে।
তার রুপের আগুনে জ্বলে গেছে পথ ঘাট
প্রচন্ড পরাভবে তার কেবল কষ্ট কষ্ট পাঠ ।

তাই উৎসুক সবচোখ কেবলই চেয়ে রয়
কখন ডুববেন সূর্য রাজা নিদারুন অসহায়।

আনন্দের সীমা নাই
অস্তরবি ঘিরে সবে উৎসবমুখর তাই।
আনন্দময়ী প্রাণ তাই করছো কলতান
রবির পতনে মনের গহীনে
গুনগুনিয়ে গাইছো কেবল গান ।

ভেবেছো কি কভু প্রাণে ?
ভর দুপুরের ক্ষিপ্ত রবির অবদান কোন খানে?

সে যে শক্তির আঁধার-তিমির হারার;
নিজেকে পুড়িয়ে হয়েছে নিঃশেষ,
মানবের কল্যাণে জীবনের অনুদানে
বিলিয়েছে শক্তি অশেষ ।

উজাড় করে সব দিয়ে,
সে যে বিদায় বেলায় সেজেছে সবরূপ নিয়ে
বিলিয়েছে বিনোদন !
গোধূলীর আলো গায়ে সে যে স্বপ্নের আলোড়ন ।

সূর্যমুখী শেষ কর খেলা তব
বেদনা দূরে ঠেলে আনন্দ দানো নব নব।
সূর্যের মত নিজেকে বিলিয়ে স্বপ্নের মত রঙে
এ জীবন পূণ্য করো আনন্দ বিনোদনে ।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । বেশ লেগেছে প্রিয় কবি ভাই ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
ভেবেছো কি কভু প্রাণে ?
ভর দুপুরের ক্ষিপ্ত রবির অবদান কোন খানে?

সে যে শক্তির আঁধার-তিমির হারার;
নিজেকে পুড়িয়ে হয়েছে নিঃশেষ,
মানবের কল্যাণে জীবনের অনুদানে
বিলিয়েছে শক্তি অশেষ ।
------

ভালোলাগা সিমাহীন -------------

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সীমাহীন ভাললাগায় অনেক ধন্যবাদ । আর শুভকামনা নিরন্তর ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২

হামিদ আহসান বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ........।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি লিখে তৃপ্তি মেটেনি । মনে হচ্ছিল কিসের যেন অভাব ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪

জুন বলেছেন: ভালোলাগলো কবিসাহেব ।
+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

কবিতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি :)

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

আমজাদ মামা বলেছেন: উজাড় করে সব দিয়ে,
সে যে বিদায় বেলায় সেজেছে সবরূপ নিয়ে
বিলিয়েছে বিনোদন !
গোধূলীর আলো গায়ে সে যে স্বপ্নের আলোড়ন । অসাধারণ দাদা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

ভালথাকবেন আমজাদ মামা ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় প্রথম লাইক ! কিন্তু সূর্যমুখী টা কে ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সূর্যমুখী আর চন্দ্রমুখী কিংবা অপসরা সব একজন । :)

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

খেয়ালি দুপুর বলেছেন: বেশ চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা নিরন্তর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৩

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা। ভাল লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

সুমন কর বলেছেন: কবি বলেছেন, সূর্যমুখী আর চন্দ্রমুখী কিংবা অপসরা সব একজন । ;)

ভালো লাগল। ২য় প্লাস।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

রিকি বলেছেন: উজাড় করে সব দিয়ে,
সে যে বিদায় বেলায় সেজেছে সবরূপ নিয়ে
বিলিয়েছে বিনোদন !
গোধূলীর আলো গায়ে সে যে স্বপ্নের আলোড়ন ।


+++++++++++++++++++++++++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

গেম চেঞ্জার বলেছেন: সূর্যমুখী শেষ কর খেলা তব
বেদনা দূরে ঠেলে আনন্দ দানো নব নব।
সূর্যের মত নিজেকে বিলিয়ে স্বপ্নের মত রঙে
এ জীবন পূণ্য করো আনন্দ বিনোদনে ।


খেলা 'তো শেষ হয়ে যাবে হে ভাই ।
চেন্জ হয়ে গেছে তো তাই ।
কিসের বেদন কোথায় দেখি নাতো কোথাও
বেদনাগুলি আজ শিশিরের ফোঁটা হয়ে ঝরে গেছে সে-ই হেমন্তের সকালবেলায়ই
জীবনসমুহ তাই পূর্ণ হয়ে যাক মহান ভালবাসায় আর পরস্পর শ্রদ্ধায় ।
ভুলে যাক সবাই সব বিভেদ, মানবপ্রেমে উদ্ভাষিত হউক সারা জগত, সারা ভুবন ।
আলোকিত হউক সব নিঁখাদ ভালবাসা, পাক তারা পুণ্য ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ।অপসরা আমার হোক । আপনার জন্য শুভকামনা ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: সূর্যমুখী শেষ কর খেলা তব
বেদনা দূরে ঠেলে আনন্দ দানো নব নব।
সূর্যের মত নিজেকে বিলিয়ে স্বপ্নের মত রঙে
এ জীবন পূণ্য করো আনন্দ বিনোদনে ।

এখানে ভালো লেগেছে বেশি । পুরোটাই ভাল লাগলো ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।হু এখানটায় এসে কবিতা হয়ে গেল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.