নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা অর্জনে উৎসর্গের বিকল্প নেই

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

স্রষ্টা মহান তোমার প্রতি ভালবাসা প্রমাণ করবো
কষ্টি পাথরে যাচাই হবে মম হৃদয়ের অর্ঘ্য ।
পরিশ্রমের অর্থে উৎসর্গ হবে নিরীহ প্রাণ
মনের পশুত্বের বিনাশের প্রচেষ্টা হবে কি আগুয়ান?
এ কেমন কুরবানী?
ভূরিভোজন হবে দিনের পর দিন জানি।
আমাদের মাঝে হবে আলোচন
মাংশাসী দাঁতে হেসে কেবলই প্রহসন !!
ত্যাগের নামে নিদারুন বিলাসিতায়
আমার গা এলিয়ে দেব তৃপ্তির নিদ্রায়!!
এভাবেই কি হয় অর্জন স্রষ্টার ?
চারিদিকে যখন কেবল বঞ্চিতের হাহাকার!
বিশ্বাস হয়না এই প্রাণে ।
মনের পশুরও কুরবানী দিতে হবে এই ক্ষণে।
ভালবাসা অর্জনে উৎসর্গের বিকল্প নেই
ঈদ-উল-আযহার মহিমা নিহিত সেখানেই ।

----------------
সবাইকে ঈদ-উল- আযহার শুভেচ্ছা । মানবের কল্যাণে ,সৃষ্টির মঙ্গল সাধনে উদ্বুদ্ধ হই সবাই । মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সকল মুসলমান শতভাগ সফলতা লাভ করুক । মানুষে মানুষে সকল ভেদাভেদ দূর হয়ে যাক ।বাংলাদেশের সবার প্রাণে মিলনের সুবাতাস বয়ে যাক। সকল দলীয় স্বার্থের উর্দ্ধে বাংলাদেশ স্থান পাক । এই ঈদে সবাই এক যুগে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে উদ্বুদ্ধ হোক। আবারো ঈদ মোবারক ঈদ ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

ধমনী বলেছেন: এভাবেই কি হয় অর্জন সন্তোষ স্রষ্টার ?
চারিদিকে যখন কেবল বঞ্চিতের হাহাকার
- সত্যিই

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আর ঈদ শুভেচ্ছা ।
সকল বঞ্চনার শেষ হোক । মনের পশুরও কুরবানি হোক ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

বাড্ডা ঢাকা বলেছেন: কবিতা ভালো লাগলো ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। প্লাস।

প্রমান < প্রমাণ

বিশ্বাস হয়না এই প্রাণে । < এটাও ঠিক করে দিয়েন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

টাইপো ঠিক করা হলো ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো !
ঈদ মুবারক সেলিম ভাই !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদমোবারক । :)

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

কাবিল বলেছেন:


মনের পশুরও কুরবানী দিতে হবে এই ক্ষণে।
ভালবাসা অর্জনে উৎসর্গের বিকল্প নেই
ঈদ-উল-আযহার মহিমা নিহিত সেখানেই ।


বাহ! দারুন লিখেছেন।
ঈদ মোবারক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
আপনার প্রার্থনা কবুল হোক। ঈদ শুভেচ্ছা ।।

আসসালামু আলাইকুম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: ওয়ালাইকুম সালাম । আমিন ।

দেখুন মানুষ গরু কিনছে । গরুর পরিবর্তে হাতী কিনছে । সেটা কি সুস্থ না ওষুধ খেয়ে মোটটাতাজাকরন মোটা সেদিকে খেয়াল কয়জনের ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

কালের সময় বলেছেন: ঈদমুবারক ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ঈদমুবারক ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: যথেস্ট পরিমান বয়স্ক গরু কুরবানি দিতে পারলে ভাল । বন্য প্রাণি কুরবানী হয়না ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

জেন রসি বলেছেন: ঈদ-উল- আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদ উল আযহার শুভেচ্ছা ।

প্রচন্ড দাঁত ব্যথা । অবশ্য চিকিৎসা নিয়েছি ।খারাপ পরীর বদ দোয়ায় দাঁত ব্যথা হয়েছে । :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: খারাপ পরী হার্টলেস অর্থে । পরীরে খুব ভাল পাই কিন্তু পরীর কোন খবর নাই । :(

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

অন্ধবিন্দু বলেছেন:
হাহ হা। খেয়াল ? খেয়াল হবে ডাক্তারের প্রেসক্রিপশন দেখলে, এর আগে না। আমি কিন্তু মোটাতাজাকরন শব্দটা থেকে তাজা বাদ দিতে চাই খুব খেয়াল করেই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আচ্ছা আমিও বাদ দিলাম । মোটাকরণ । মোটা গরুর গোশত খাওয়া যাবেনা । শরীরের জন্য উহা যথেষ্ট ক্ষতিকর ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

ধূর্ত উঁই বলেছেন: উৎসর্গ করলেই কি ভালবাসা পাওয় যায় ???

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: না পাওয়া যায় না ।বৃদ্ধা দাদী যিনি মেয়ের বিয়ে বিয়ে খেলেন তাকে পাওয়া যায় না ।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

মশিকুর বলেছেন:

"মনের পশুরও কুরবানী দিতে হবে"


ঈদ মোবারক :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই ।উদাহারণ শুধু বিবাহ করা যাবে বিবাহ বহির্ভূত রোমান্স নট এলাউড । :)

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

মশিকুর বলেছেন:

রাইট। "বিবাহ করা যাবে বিবাহ বহির্ভূত রোমান্স নট এলাউড।'

কিন্তু চাইটা বিবাহ সম্পর্কে কি বলবেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: চাইটা বিবাহ । ভাই একটাও তো করতে পারিনি । তবে বিবাহ বহির্ভূতের চেয়ে চাইটা ভাল ;)

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

মামুন ইসলাম বলেছেন: ঈদমুবারক সেলিম ভাই । !:#P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । বহুদিন পর ব্লগে এলেন । :)

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: ঈদমোবারক সেলিম ভাই ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ঈদমোবারক ঘুড্ডির পাইলট ।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: বেশ ভাল লাগলো রচনাটি। আবারো লিখবেন। ঈদের শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

গুলশান কিবরীয়া বলেছেন: ঈদ মোবারক । সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.