![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জেগে থাকো অনুরাগ
খেয়ালী বটের মত,
অবিরত ।
জেগে থাকো ফুল___দাও দোল,
মাতাল সমীরণে ___আনমূল
জেগে থাকো প্রহরী সারারাত,
জেগে জেগে দাও পাহাড়া ফুটপাত।
জেগে থাকো আস্তিক নাস্তিক
বিতর্ক করো____মনগড়া পথিক
জেগে থাকো অন্বেষণে____সত্যের সন্ধানে
নক্ষত্রের মতন;
জেগে জেগে হোক ভ্রান্তের পতন;
জেগে থাকো আলোর মিছিলে
জেগে জেগে হোক সাধনা____সত্যের প্রদীপ জেলে
জেগে থাকো আজীবন
ভুলের মাশুল গুণে গুণে___হোক বিশোধন
ভ্রান্তি বিলাস___পরশ্রীকাতর মন ।
জেগে থাকো কথা বলার ছলে
জেগে থাকো স্বপ্নের পাখা মেলে
হয়ে যাক আবাসন ___বাবুই পাখির মতন
হাওয়ায় হাওয়ায় দোলে
জেগে থাকো প্রজাপতি
জেগে জেগে ফুল খুঁজো নিতি___ফুলেদের কর জ্বালাতন ।
জেগে থাকো ভাঙা মন
জেগে জেগে যেন লাগে জোড়া__সকল চাতক মন।
জেগে থাকো জেগে থাকো ___খরস্রোতা নদীর মত
জেগে জেগে সৃজ খাত__নরম শিলা কেটে কেটে
ভ্রান্তরে কর উৎখাত।
জেগে থাকো অতিথি পাখি____জেগে থাকো চন্দ্রতারা
জেগে জেগে ধ্রুবতারা___ দূর করো যা ভ্রান্তি ভরা।
আমি যে নিদ্রাহারা____জেগে জেগে করি পার
রাতের আঁধার____কালো;
জেগে থাকো অনুরাগ___ জেগে জেগে ঘোরের চোখে
ঘোর কেটে কেটে___দেখাও সুপথ___জ্বালো সত্যের আলো ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ গেম চেঞ্জার ।
জেগে থাক সত্যিকার অনুভূতি গুলো । মুছে যাক আঁধার মনসা ।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮
গুলশান কিবরীয়া বলেছেন: Beyond the describing word !!! Truly find no word to describe your piece of talent . I just like to ask how do you do that ??? great ....
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনুপ্রাণিত হলাম । কবিতা হয়ে ওঠেছে কতটুকু জানিনা ।তবে কবিতা প্রচেষ্টা বলতে পারেন ।
ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪০
জসিম বলেছেন:
জেগে থাকার আহবান চমৎকার.
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
রাফা বলেছেন: বেচে থাকা থেকে জেগে থাকা-মন্দ নয়।
কোবতে ভালো হইছে........সে.আ.ভাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা ।
আকাশলীনা , অপ্সরা ওই সব সিকুয়ালের চেয়ে ভাল হয়েছে ।
এই ফর্মেটে চালিয়ে যান সেলিম ভাই ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: গিয়াসলিটন বলেছেন: চমৎকার কবিতা ।
আকাশলীনা , অপ্সরা ওই সব সিকুয়ালের চেয়ে ভাল হয়েছে ।
এই ফর্মেটে চালিয়ে যান সেলিম ভাই ।
মানুষ বদলায় জীবন বদলায় কবিতার ফরমেটও বদলায় । নতুন ফরমেট ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।
মানুষ সারারাত ব্লগে জেগে থাকে । রাতজাগা পাখিদের নিয়েই এই কবিতা ।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১
আলোরিকা বলেছেন: জেগে থাকো অন্বেষণে____সত্যের সন্ধানে
নক্ষত্রের মতন;
জেগে জেগে হোক ভ্রান্তের পতন । - সুন্দর , কবিতাটি পড়ে হুমায়ুন আজাদের ' ভাল থেকো ' কবিতাটি মনে পড়ে গেল-
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: হুয়াট এ কোয়েনসিডেন্ট । কবিতাটি লিখার সময় একবারও ওটির কথা মনে পড়েনি ।
হুমায়ূন আজাদ স্যার দারুন কিছু কবিতা লিখে গেছেন ।কথা বলেছেন যা বিবেককে নাড়া দেয় ।
পাঠে ও কমেন্টে কৃতজ্ঞতা ।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: বিঃ দ্রঃ জেগে থাকো প্রজাপতি
জেগে জেগে ফুল খুঁজো নিতি___ফুলেদের কর জ্বালাতন
এখানে ফুল হলো অন্যের বিশ্বাস বা অনুভূতি । ব্লগে এব্যাপারে চলে বিস্তর বিতর্ক ।শেষ মেস একটা সুরাহা হয় ঠিকই ।
্
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
কথাকথিকেথিকথন বলেছেন: শেষ প্যারাটা বেশি ভাল লাগলো ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: "__জেগে থাকো চন্দ্রতারা
জেগে জেগে ধ্রুবতারা___ দূর করো যা ভ্রান্তি ভরা।
আমি যে নিদ্রাহারা____জেগে জেগে করি পার
রাতের আঁধার____কালো;
জেগে থাকো অনুরাগ___ জেগে জেগে ঘোরের চোখে
ঘোর কেটে কেটে___দেখাও সুপথ___জ্বালো সত্যের আলো" । গভীর মুগ্ধতা রেখে গেলাম ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগল। ধন্যবাদ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । ++
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
এতো এতো জেগে থাকতে হলে আমিও যে নিদ্রাহারা হয়ে যাবো !
তবু ও জেগে জেগে হোক সাধনা
দেখা যাক সত্যের প্রদীপ জ্বলে কিনা ....
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে তো রাতজাগা পাখির শেষ নাই । আসলে ব্লগে পৃথিবীর নান জায়গা থেকে ব্লগারর ব্লগিং করেন ।ফলে এখান মাঝরাত পার করে শেষ রাতেও অনেক ব্লগারকে দেখা যায় চুটিয়ে ব্লগিং করতে । কেউ কে্উ হয়তো অনেক রাত অবধি জাগেন ।
সুন্দর বলেছেন
তবু ও জেগে জেগে হোক সাধনা
দেখা যাক সত্যের প্রদীপ জ্বলে কিনা ....
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সত্যিই খুব ভালো লিখেছেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
রাবার বলেছেন: জেগে জেগে সৃজ খাত__নরম শিলা কেটে কেটে
ভ্রান্তরে কর উৎখাত।
ভালোলাগলো সেলিম ভাই
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।আর নিরন্তর শুভকামনা ।
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
সুমন কর বলেছেন: জেগে আছি, জেগে থাকবো.....+।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর বলেছেন: জেগে আছি, জেগে থাকবো.....+।
থাকুন জেগে
সামু ব্লগে
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
আমি ময়ূরাক্ষী বলেছেন: জেগে থাকুক রাত জাগারা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
অবচেতনমন বলেছেন: জেগে থাকো কথা বলার ছলে
জেগে থাকো স্বপ্নের পাখা মেলে
হয়ে যাক আবাসন ___বাবুই পাখির মতন
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯
গেম চেঞ্জার বলেছেন: জেগে থাক সত্যিকার অনুভূতিগুলো । মুছে যাক সব আঁধার মনসা ।