নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং এ তিন বছর একমাস পার করলাম তাই সহ ব্লগারদের কৃতজ্ঞতা জানালাম

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯



আমার ব্লগিং এর ৩ বছর পূর্তি হয়েছে মাস খানেক আগে ।দারুন সব সহব্লগারদের সাহচার্যে আমার অসাধারণ দিন কেটেছে ।ব্যাপক আনন্দ নিয়ে ব্লগিং করেছি ।যাদের প্রেরণায় আমার কবি হবার নিরন্তর প্রচেষ্টা তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ।পরিতাপের বিষয় আমার প্রিয় ব্লগারদের অনেকেই এখন ব্লগিং করেন না ।তারপরও তাদের নাম স্মরণ করতে চাই ।আ্মার ব্লগে প্রথম কমেন্ট বোধ হয় কবি সায়মুনের ।তিনি কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করতেন।তবে প্রথম লাইক পেয়েছি সুপ্রিয় ব্লগার অপূর্ণ সাহেবের কাছ থেকে ।তারপর দেখা পেলাম ঘুড্ডির পাইলট আর শিপু ভাইয়ের । একজন আরমান আর কান্ডারী অথর্ব তাদের কাব্যিক ভ্রমন সংকলন করতে থাকলেন আর আমিও তাদের মাধ্যমে প্রচারিত হতে থাকলাম ।তারা দুইজনই আমার কাছের মানুষ হয়ে ওঠেন ।কান্ডারী অথর্ব অসাধারণ এক ব্লগার ছিলেন ।তার লিখা খুব মিস করি । আপুদের মধ্যে আরজুপনির নাম বলবো সবার আগে ।তিনি আমাকে কমেন্ট করে নিয়মিত উৎসাহ প্রদান করতেন ।তারপর মেহজাবিন জুন আপু তার পোস্ট গুলো পড়ে এখনও দারুন মজা পাই ।বিশেষ করে স্মরণ করছি বন্ধু অন্যমনস্ক শরৎকে ।তার সঙ্গে আমার ঘনিষ্টতা একটি হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে । আসিফ মহীউদ্দিন আ্ক্রান্ত হলেন ।ঘটনাক্রমে আমি সেখানে উপস্থিত হই ।তিনি একটি পোস্টে আমার ব্যাপারে উল্লেখ করেন । তারপর ব্লগার কিছু কর্মসূচী সরেজমিনে পালন করতে গিয়ে দেখা হয় আমিনুর রহমান ভাই ব্লগার মামুনুর রশিদ ,কাল্পনিক ভালবাসা ,স্নিগ্ধ শোভন, স্বপ্নবাজ অভি তাদের সঙ্গে ।মামুনুর রশিদ ভাই স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন নিয়মিত আমার ব্লগে কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েছেন ।।এক ঝাঁক কবি ব্লগারের সাহচার্যে চলতে থাকে ব্লগ জীবন । কুনোব্যাঙ ভাই , পরিবেশ বন্ধু তাদের নাম না বললেই নয় । এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ব্লগার প্রিয়তমেষু, রোদেলা নীল সাধু তাদের কাছ থেকেও কমেন্ট পেয়েছি । সোনাবীজ ও ধূলো বালি ছাই , এটি এম মোস্তফা কামাল , ব্লগার অলওয়েজ ড্রিম ,রাইসুল সাগর , সাংবাদিক মাহতাব হোসেন তাদের কাছ থেকেও পেয়েছি প্রেরণা নির্দেশনা এন্ড হুয়াট নট ।এখনকার ব্লগারদের মধ্যে রিকি আপু, শতদ্রু একটি নদী, জন রেসি, চ্যাং ,কি করি আজ ভেবে না পাই, গেম চেঞ্জার , মহান অতন্দ্র প্রমুখ ব্লগারদের পদচারণায় মুখরিত ব্লগ ।অভিজ্ঞতায় তারা অনেক পিছিয়ে থাকলেও প্রতিভায় তার যথেষ্ট এগিয়ে । তাদের কাছে পাই তারুণ্য আর আধুনিকতা । কয়েকজন বিশিষ্ট ব্লগারের কথা না বলে পারছিনা ।মঈনুদ্দিন মইনুল, গিয়াস লিটন, হাসান মাহবুব,স্বদেশ হাসনাইন, কবি নেক্সাস, ঢাকাবাসী , আহমেদ জি এস, কাবিল, রিফাত ,তুষার কাব্য, আবু শাকিল সুমন কর , অন্ধ বিন্দু ,কলমের কালি শেষ ,প্রামানিক ভাই তারা কমেন্টের পাশাপাশি দারুন সব পোস্ট দিয়ে ব্লগকে করেছেন সমৃদ্ধ ।আর আমাকে করেছেন অনুপ্রানিত ।সত্যি আনন্দহীন জীবনে অপার আনন্দ লাভ করেছি ব্লগিং করে ।সেজন্য ব্লগার জানাআপু , আরিল্ড ভাই তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর সাধুবাদ ।

আর আমার ব্লগার হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই হুমায়ূন ফরীদির । তার মৃত্যুর পর আমার ব্লগার হয়ে ওঠা ।আল্লাহ তাকে বেহেশত নসীব করুক । এবারের বই মেলায় হয়তো আমার একখানি কবিতার বই প্রকাশিত হবে তার পিছনে শতভাগ কৃতিত্ব এই প্লাটফরমটির । প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।তার কবিতা গানে বিমুগ্ধ আমি ।


আমার প্রোফাইলের সঙ্গে মিলিয়ে বলবো ৩ বছর কেটে গেল ।মানুষ অল্প কয়দিন বাঁচে । নিরস চাকুরীজীবন সরস করে কাটাতে চাচিছ । আর এই এ যে বেঁচে থাকা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । সহ ব্লগার সবাইকে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আমার ব্লগ জীবন আপনাদের সঙ্গে নিয়ে আনন্দ মুখরিত । যাদের নাম উল্লেখ করতে ভুলে গেছি তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ।

মন্তব্য ৮৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন:
সচেতনহ্যাপী বলেছেন: অনেক শুভেচ্ছা....।। ভাল থাকুন সর্বদা।।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় সচেতন হ্যাপী ১ম কমেন্টে ও শুভেচ্ছা জ্ঞাপনে অনেক ধন্যবাদ । আপনার কমেন্ট করা পোস্টটা সংগত কারেনে ড্রাফতে নেয়া হয়েছে । ভাল থাকবেন ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

মানবী বলেছেন: অভিনন্দন সেলিম আনোয়ার।

শুভ ব্লগিং

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯

সুমন কর বলেছেন: ব্লগে ৩ বছর পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা..... !:#P

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা সব সময় পাশে থেকে উৎসাহিত করার জন্য । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: প্রথমেই ৩ বছর পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ।
বিস্তারিত পড়তে আবারও আসছি। ভাল থাকবেন ভাই!

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপু আপনি পোস্টাইলেন আমি রোজ বিকাল বেলা আপনার বাগানে ফুল নিতে যাই ।!!! #:-S আজকে দেখি আপনিই ফুল দিচ্ছেন । !:#P । ধন্যবাদ ।অনেক শুভেচ্ছা । নিরন্তর শুভকামনা ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন:

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ইয়েস তিন বছর পার করেছি ।চুটিয়ে ব্লগিং করেছি । :)

৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


ভালো

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, আপনার মত অনেকেই যে ফুল নিতে এসেছিল সেদিন!!! :D :D :D
আজ নিজেই দিয়ে গেলাম!!!

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপু । অনেক অনেক ভাল থাকবেন । :)

৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: বছর ফূর্তির অনেক শুভেচ্ছা ।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সব সময় ।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

মহান অতন্দ্র বলেছেন: আমার নাম কোথাও লেখেননি। তবুও আপনাকে শুভকামনা। আপনার ব্লগিং জীবন ভাল কাটুক।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার নাম এখনই দেয়া হচ্ছে । আপনাকেও অনেক শুভেচ্ছা । ভাল থাকবেন সবসময় ।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০২

প্রামানিক বলেছেন: ব্লগে তিন বছর পূর্তিতে অভিনন্দন।

০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । নিয়মিত চমৎকার সব ছড়া কবিতা দিয়ে ব্লগটি মাতিয়ে রেখেছেন । অভিনন্দন আপনাকে ।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১০

কেএসরথি বলেছেন: চলুক লেখা!

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আর কৃতজ্ঞতা পাশে থাকার জন্য ।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০৪

গেম চেঞ্জার বলেছেন: আন্তরিক অভিনন্দন সেলিম ভাই, !:#P

৩য় বর্ষ পূর্তিতে এই নয়া প্রজন্মের ব্লগারকে স্মরণ করাতে বেশ ভাল লাগছে। B-)

অজস্র শুভকামনা। ;)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনার নিকটি নতুন সেই হিসেবে নতুন বলেছি । আপনি চমৎতার লিখেন ।অভিনন্দন আপনাকে । কমেন্টে অনেক কৃতজ্ঞতা ।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ সকাল এবং শুভচ্ছা ।

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও পাশে পেয়েছি । আপনার প্রতিও কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নেতা যায়,নেতা আসে
কথা দেয় এ বছর না ও বছর.........মানুষ বাঁচে ক'বছর?

মানুষ বাঁচে স্বল্পায়ু
ব্লগার হয় যে অমর;
যদি থাকে ঘটে তার
তোমার ব্রেনের গোমর।

দাদা তুমি আলোকিত
ব্লগে সেতূবন্ধন;
তিন সাল পূর্তিতে
জেনো অভিনন্দন।

পুরনোদের করছো স্মরণ
বাহবা দিলে নবীনদের;
চিরকালি থেকো তুমি
ছায়া হয়ে আমাদের।

পরিশেষে বলবো
সুখে থেকো,ভালো থেকো;
ব্লগ লেখো,ব্লগ পড়ো
সামুটাকে তাজা রেখো। :)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছড়া লিখেছেন । আপনার মাধ্যমে ব্লগ অনেক মজার ছড়া পাবে এতে কোন সন্দেহ নেই । কমেন্ট করেছেন দারুন ভাল লাগলো ।

এভাবেই হোক আপনার পথচলা
ছন্দে ছন্দে মিষ্টি মধুর কথা বলা ।

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০

রিকি বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া। আপনি লিখতে থাকুন, আমরা সাথে আছি। :) :) :)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।দারুন সব ভূতাত্ত্বিক পোস্ট আপনি লিখবেন বলে আমার বিশ্বাস ।আর আপনার মুভি রিভিউ গুলো চমৎকার হচ্ছে ।

ভাল থাকবেন ।

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১২

তারছেড়া লিমন বলেছেন: অভিনন্দন সেলিম ভাই।।

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন । সময়ে সময়ে কমেন্ট দিয়ে উৎসাহিত করেছেন । আপনার মত অনেকের নাম উল্লেখ করতে ভুলে গেছি । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

সাহসী সন্তান বলেছেন: ব্লগে তিন বছর পূর্তি উপলক্ষে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা এবং আন্তরিক অভিনন্দন........!!

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন সাহসী সন্তান । ভাল থাকবেন সব সময় ।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন কবি সেলিম ভাই।

আপনার প্রোফাইল পিকচারটা দেখে অনেকবারই মনে হয়েছে শ্রদ্ধেয় হুমায়ূন ফরীদির কথা, কোন ব্যবহার করছেন খুব জানার ইচ্ছা ছিল। ব্যক্তিগত ব্যাপার হয়ে যায় কি না ভেবে জিজ্ঞেস করা হয়নি, আজ জবাব পেলাম।

আপনার কবিতার মতেই পুরো পোস্টে মন ছুঁয়ে যাওয়া একটা ব্যাপার আছে।

কবির দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

শুভ ও আনন্দময় হোক ব্লগিং !!!!

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ফরীদি আমার প্রিয় অভিনেতা । তার অভিনয়ের একজন ভক্ত আমি । ব্যাস আর কিছু নয় ।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একটা সময় আমি দেখেছি আপনি বেশ নিয়ম করে কবিতা পোস্ট দিতেন। এমনকি দিনে দু'টো। একদম টার্গেট করে! এরপর মাঝেমাঝে বিরতি... বিদেশ ভ্রমণ... ইত্যাদি। কিন্তু বারবার ফিরে এসেছেন ব্লগে। অনেকগুলো কবিতা জমা করেছেন সামু'র ভাণ্ডারে। সে হিসাবে আপনার প্রেমের কবিতাগুলো ব্লগের প্রেমের কবিতার প্রতিনিধিত্ব করে। এটি বিরাট অর্জন।

অভিনন্দন, কবি সেলিম আনোয়ার...
ব্লগিং বলি, আর কবিত্ব বলি... সেটি হোক মানবের কল্যাণে.... :)
অবিরত শুভ কামনা :)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট বিজ্ঞ সহব্লগার ।আপনার চমৎকার বুদ্ধিদীপ্ত পোস্ট আর কমেন্ট দারুন ভাল লাগার । ভাল লাগলো আমার মত নবিসের ব্লগে আপনার উপস্থিতি ।

২১| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫

আলোরিকা বলেছেন: শুভ কামনা :)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ । আপনি অনেক কবিতা পড়েন বোধ হয় । আপনার পোস্ট দেখে তাই মনে হয় । কবিতাবোদ্ধার প্রতি ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২২| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

আবু শাকিল বলেছেন: আমি ব্লগে মাঝে মাঝে আসি।নিয়ম করে আসা হয় না।যখনি আসি,প্রিয় লেখকদের লেখা পড়ে যাই।ব্লগে সেই প্রিয় লেখদের মধ্যে আপনি একজন ।
আপনি যেকোন বিশেষ উপলক্ষে, যেমন কারও জম্মদিন,বিশেষ ঘটনা নিতে উপস্থিত কবিতা লিখতে পারেন।এ ব্যাপার টা আমি উপভোগ করি ।
আর কবিতা র উপমা গুলো অসাধারন।
ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন কবি - ব্লগিং এ তিন বছরে সুন্দর সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ।
অফ টপিক - কবির সাথে একদা সাক্ষাৎ হয়েছিল ।ধরে রেখেছি সেই ক্ষণ -

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সামান্য এই মানুষটিকে ক্যামেরা বন্দি করে রেখেছেন দেখে ভাল লাগল ।সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় এই কামনা ।

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: তিন বছর আর এক মাস পুর্তির শুভেচ্ছা রইলো। চার বছর পুর্তি পোস্টটা ঠিক চার বছর পরই পারফেক্ট টাইমিং এ পাবো আশা রাখি। :)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলে তেমন কিছু লিখে উঠতে পারিনি । তাই বর্ষপূর্তি পোস্ট করবো কিনা সিদ্ধান্তহীনতায় ভূগছিলাম ।পরে ভাবলাম যাদের সাহচার্যে এই পথ চলা তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার । সেটাই করলাম । দেরী হয়ে গেল ।

যদি বেঁচে থাকি
আশা রাখি আশা রাখি ।

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: তিন বছর পূর্তীর অভিনন্দন ও শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে পাশে পেয়েছি ব্লগে। আভিনন্দন আপনাকেও আমার মত নবিসকে অভিনন্দন আর শুভকামনা জানানোতে । ভাল থাকবেন সবসময় ।+





















২৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

হামিদ আহসান বলেছেন: ব্লগে তিন বছর পূর্তীতে অভিনন্দন।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: হামিদ আহসান ভাই আপনাকেও এখন নিয়মিত ব্লগে পাই ।

অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় ।

২৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার বিনয়ে সবসময় মুগ্ধ হয়েছি.... এবারও :)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: দুই কমেন্টে ডাবল খুশি হলাম।

সুপ্রিয় ব্লগার বিনয় বড় মানুষের ব্যাপার। আর সেটা আমি নই । আপনার বিনয়ে কৃতজ্ঞতা । অনেক অনেক শুভকামনা আবারো ।

২৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

থিওরি বলেছেন: আমি কিছুদিন আগে দু বছর পার করেছি!
সে হিসাবে আপনি আমার এক বছরের সিনিয়র।
কবিতা পড়তে ভালো লাগেনা।
তাই আপনার ব্লগেও খুব একটা যাওয়া হয় না।

তিন বছর পূর্তিতে অভিনন্দন!

আপনার বইয়ের জন্যও শুভকামনা

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: থিওরি আপনি কবিতা পড়েন না কথাটি জেনে মনটা খারাপ হলো ।

তবে ভাল লাগলো এই জেনে যে আপনি আমাকে উৎসাহিত করতে কমেন্ট করেছেন ।


অনেক অনেক কৃতজ্ঞতা । আর নিরন্তর শুভকামনা ।

২৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: শুভ ব্লগিং। কলম চলুক অবিরাম।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা হাসান মাহবুব। ভাল থাকবেন সবসময় ।

২৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

প্রথম বর্ষপুর্তিতে আপনার টার্গেট ছিল ৫০০ পোস্ট...
সেটা পুরণ হয়েছিল কিনা এখন মনে করতে পারছিনা...তবে ৩ বছরে ৬৫৫ পোস্ট আপনার জন্যে কমই...
লিখতে থাকুন অবিরাম ।
বইয়ের জন্যে অগ্রীম অভিনন্দন।
অনেক শুভেচ্ছা রইল ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আরজুপনি । টার্গেট যেটা ছিল সেটা পূরণ করেছিলাম । বই বের করবো বলেছিলাম চল্লিশে তার বছর কয়েক আগে বেড় করতে পারছি ।তার মানে সে টার্গেটও ফুলফিল ।

আপনাকে অনেক অভিনন্দন ।ভাল থাকবেন সবসময় আরজুপনি ।

৩০| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

মাহমুদ০০৭ বলেছেন: প্রথমেই অভিনন্দন।
বইয়ের জন্য আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম ।

বেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি। আপনার এই কথাগুলো মাঝে মাঝে পড়ি।
আপনার কাব্য সাধনার জয় হোক।
শুভকামনা ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা । আপনার কাক গল্পটি পড়েছিলাম দারুণ ভাল লেগেছিল । আপনি সব সময় ভাল লিখেন এটা সর্বজন বিদিত । বর্ষপূর্তি পোস্টে পাশে পেয়ে ভাল লাগলো ।

৩১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪১

এন এফ এস বলেছেন: :) অভিনন্দন ভাই :)

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । আপনার মত সুহৃদজন পাশে পেয়েছি বলেতো তিন বছর টিকে গেলাম। কমেন্টে কৃতজ্ঞতা ।+

৩২| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: হুমায়ূন ফরীদি অামারও খুব প্রিয় একজন অভিনেতা ছিলেন । বললে অত্যুক্তি হবেনা যে, তিনি বাংলাদেশের সেরা অভিনেতাদের একজন ছিলেন । অাপনার প্রোপিকে তাঁকে দেখে অদ্ভুত রকম ভালো লাগা কাজ করে ।
ব্লগিং এর ৩ বছর পূর্তিতে অাপনাকে অভিনন্দন । কাব্য সাধনা চালিয়ে যান । দীর্ঘদিন থাকুন অামাদের সঙ্গে ।

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার এউ প্রোপিক ব্যবহার করার অন্যতম কারণ মানুষের কাছে ফরীদিকে জীবিত রাখা ।আমার ব্লগ লাইফ যতদিন বেচে থাকবে ফরীদি ততদিন সামহুয়ার ইন ব্লগে বেচে থাকবেন ।কমেন্ট করবেন গল্প কবিতা রম্য লিখবেন । তাকে যারা চিনেনি জানেনি জানার চেষ্টা করবেন । অনেকে তাকে জানেন কেবল বাংলা সিনেমার ভিলেইন হিসেবে । তিনি যে নাটকে অপ্রতিদন্দি নায়ক তা কয়জনে জানে ।তিনি যে মঞ্চ নাটকের অতুলনীয় পারফরমার কয়জনে জানে ।

৩৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: তিনবছর পুর্তিতে অভিনন্দন আর শুভেচ্ছা কবি কাম গদ্য লেখক।

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।

৩৪| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক দুই তিন - থেমে থাকেনা জীবন
সময় চলে যায়- ব্লগিংয়ের ভালবাসায়!

অভিনন্দন ও শূভেচ্ছা। নিয়মিত থাকুন বরাবরের মতোই।

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা সঙ্গে থেকে উৎসাহ প্রদান করার জন্য ।

৩৫| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০

কাবিল বলেছেন: তিনবছর পুর্তিতে অভিনন্দন আর শুভেচ্ছা।
শুভ ব্লগিং।

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার দারুন সব পোস্ট আপনার খুব ভাল লাগে । আপনার পোস্টে আরও সমৃদ্ধ হয়ে ওঠুক সামহুয়ার ইন ব্লগ ।

৩৬| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই সামুর সরব প্রাণ । উনি নিয়মিতই নিয়মিত একজন জনপ্রিয় ব্লগার ।
ত্রিবর্ষপূর্তি পোস্টে তিনি আমার নাম উল্যেখ করে আমাকে সন্মানিত করেছেন এজন্য উনাকে ধন্যবাদ ।
তিনি ''যাদের নাম উল্লেখ করতে ভুলে গেছি তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি'' বলেছেন , এটা ঠিক আছে ।
তবে আমার মনে হয় ,মনে থাকা সত্ত্বেও একটা নাম তিনি সচেতন ভাবে এড়িয়ে গেছেন । :P

সেলিম ভাই ত্রিবর্ষপূর্তিতে -

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট পেয়ে ভাল লাগলো ।আপনি হলেন সেরা ব্লগারদের একজন ।

কবিতা পড়েন

এত কাজের মাঝে
কিভাবে সে মনে আসে?
ভেবে ভেবে অবাক হই!
কোন সে চোরা পথে
ভর করে সে মনে
দুকলা হয়ে রই । :)

৩৭| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: আপনি ব্লগের একজন নির্মোহ নিরবিচ্ছিন্ন সাথি। সামু ব্লগ আপনার কাছে অনেক কিছু পেয়েছে। ব্লগের মন্থর দিনগুলোতেও আপনি সাচল ছিলেন আকি নিয়মে। দিনে দিনে আপনি হয়ে উঠেছেন একজন সর্বজন পরিচিত ব্লগার ও কবি। আপনার পথ চলা শুভ হোক সবসময়।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার সচল ছিলাম আন্তরিকভাবে এটা সত্যি । শুধু অল্প সময়ে কবিতা লিখতে পারি তাই লিখে গেছি একের এক অখাদ্য সব কবিতা । গবেষণা ধর্মী বা বিশ্লেষণধর্মী অথবা ঐতিহাসিক কোন পোস্ট দিতে পারিনি ।কবিতা লিখেছি ।সেগুলোর মধ্যে দুএকটা হয়তো আপনাদের কারো কারো নজর কাড়তে সক্ষম হয়েছে ।ব্যাস অর্জন অতটুকুই ।যোগ্যতার তুলনায় বেশিই পেয়েছি ।

আপনাদের সাহচার্যে দারুন আনন্দিত হয়েছি ।এটাই বড় পাওয়া ।

আপনার সুস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছি ।সুখে থ্কুন

৩৮| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

হানিফ রাশেদীন বলেছেন: শুভ ব্লগিং ....

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ ।সুপ্রিয় ব্লগার ।

আজকাল দারুন সব কবিতা লিখছেন । ভাল লাগছে সেগুলো পড়তে ।

বর্ষপূর্তি পোস্টে পেয়ে ভাল লাগলো ।তাই কৃতজ্ঞতা ।


শুভকামনা থাকলো নিরন্তর ।

৩৯| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



ঈশশশশশশশশশশশশশ ..... শুভেচ্ছা জানাতে আমি লাষ্টু হলুম !

তবুও বলি - পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে দূর্লভ । বেশীর ভাগ মানুষই শুধু থেকে যায় , বেঁচে নয় । আপনিও বেঁচে থাকুন অফুরান আনন্দ আর খুশিময়তার সাথে । নিরস চাকুরীজীবন সরস হয়ে উঠুক আপনার এই ব্লগের সান্নিধ্যে ।

নিয়ত শুভ কামনায় ....................

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক কৃতজ্ঞতা বর্ষপূর্তি পোস্টে পাশে পাওয়ায় । আপনি দারুন সব কমেন্ট করেন । খুভ ভাল লাগে অসাধারণ পোস্ট দেন ।ব্লগকে অনেকখানি সমৃদ্ধ করেছেন সুন্দর পোস্ট আর চমৎকার কমেন্ট দিয়ে ।

৪০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

কলমের কালি শেষ বলেছেন: তিন বছর ফূর্তির অনেক অনেক শুভেচ্ছা । আপনি হচ্ছেন কবিতা দিয়ে বাঁধানো একজন কবি । আপনার কবিতার পথ চলুক জনম জনম ।

অনেক অনেক শুভ কামনা কবি সেলিম ভাই ।

ভাল থাকবেন সবসময় । :)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতার বইটি উৎসর্গ করবো সামহুয়ার ইন ব্লগ এবং ব্লগারদের ।

৪১| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন: দোয়া করি শত বছর বেচে থাকুন ।

আর তিন বছর পুরতিতে শুভেচ্ছা রইল ।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি ভাল পোলা আপনি :) কমেন্টে ও শুভেচ্ছায় অনেক অনেক ধন্যবাদ ।

৪২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: অভিনন্দন প্রিয় কবি। ভাল থাকুন সবসময়।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
ঈশশশশশশশশশশশশশ ..... শুভেচ্ছা জানাতে আমি লাষ্টু হলুম !


জ্বী না ভাই, কিছু কিছু বোকা মানুষ এই ব্লগের মর্ত্যে এখন বিদ্যমান। =p~

তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা রইল। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। শুভকামনা রইল আগত দিনগুলোতে।

৪৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: বেশি কিছু বলব না| তিন বছর অনেক সময়, এত সময় ধরে ব্লগে লেগে থাকাটা বিরাট ব্যাপার| অভিনন্দন| শুভ ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.