নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কি?

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫

নিজেকে আড়াল করে রেখে
বেঁচে গেলে কি অনিষ্ট থেকে?

যে ভ্রমরের ভেঙেছো ডানা
বুক পাঁজড়ের হাড় কখানা
লাভটা হলো কী ।

যার সঙ্গে গড়েছো দোসর
সে কি কেবলই সুখের আকর
মনের ভিতর বনের ভিতর
কাজটা হলো কি?

যার জন্য রোজ স্বর্গ বিরচন
সে কি তবে খুব সুদর্শন !

আর যে ভ্রমরের ভাঙলে আশা
সে কিসে কম নাকি খাসা !

যার দিবানিশি তোমার চাওয়ায়
সে কি তবে অযোগ্য হায়
ভেবে দেখেছো কি?

যে নিতি মেটায় প্রেমের তৃষা
আর যে একা রাতে নিয়ে হতাশা
দুজনার পার্থক্যটা কি?

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:

আপনার অনেক পাঠক, সবাই সুনাম করে; আমি আপনার কবিতা তেমন বুঝতে পারলাম না, কোনদিন!

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এটি সহজতম কবিতা । প্রিয়তমা বিয়ে করেছে অন্য কাউকে তাই প্রেমিকের মনে উদিত হওয়া প্রশ্ন থেকে কবিতা । :)

২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য। ধন্যবাদ

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। আমার আধা সাময়িক পোস্ট! আপনার সাময়িক পোস্ট! কপি করছেন, সামনে কঠিন আন্দুলন।

কবিতায় প্রথম ভালোলাগা

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: নারে ভাই আধা কপি করেছি । তারপরও দেখে করিনি ।

আন্দুল করে অধমরে বিব্রত করবেন না । ;)

৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭

প্রবাসী পাঠক বলেছেন: আপনি সরকার হলে বিব্রত করব না। নয়ত অবশ্যই.।.।.।.।.।.।.।.।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: একটু সুখে থাকতে চাই :( । আমি সরকারের অংশ তবু বিব্রত কইরেন না । ;)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: মন ছুঁয়ে দিল কবি ভাই। দারুন কবিতা। ভ্রমরের ভাঙা ডানার সৎকারে ব্যস্ত ওরা। ওরা, আধুনিক, ওরা এই সমাজের ভিত্তি।

কবিতায় প্লাস। খুবই সরল উপস্থাপন কবিতাকে আরো প্রাণবন্ত করেছে।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৮

কাবিল বলেছেন: যে নিতি মেটায় প্রেমের নেশা
আর যে একা রাতে নিয়ে হতাশা
দুজনার পার্থক্য কতটুকু ,কি?

চমৎকার ভাই, ভালো লাগলো।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৫

মামুন ইসলাম বলেছেন: আরেকটি চমৎকার লেখা পড়লাম কবি সেলিম ভাইয়ের ।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩

লালপরী বলেছেন: যে ভ্রমরের ভেঙেছো ডানা
বুক পাজড়ের হাড় কখানা
লাভটা হলো কী ।

কবিতার কথাগুলি জেন বুকের মাঝে ঘা দিয়ে গেল ভাই। চমৎকার।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: দর্পন ভাইয়ের গল্পের থিমের উপর লিখা কবিতা । ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩

গেম চেঞ্জার বলেছেন: ভালই। মর্মার্থটা ধরতে বেশি চেষ্টা করিনি। ভাল থাকবেন কবি।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা

১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

সাহসী সন্তান বলেছেন: প্রিয় কবির কবিতা মানেই নিজের মধ্যে একটা অন্য রকম ভাল লাগা কাজ করে! অনেক সুন্দর হয়েছে! কি? বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, কবিতায় একটা অন্য রকম ফিলিংস অনুভব করছি!

শুভ কামনা জানবেন!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধন্যবাদ ।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

জাহিদ জুয়েল বলেছেন: দীর্ঘ বিরতির পর ফিরে এলাম । অনেক মিস করেছি ,আশা করি সবাই ভাল আছেন।
কোবিটা বেশ ভালো লেগেছে ভাই

১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা

১৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুন কবিতা

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেন এমন হল? ;) :P

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

মশিকুর বলেছেন:

আহারে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.