নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বড় বোনের মত

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

বড় বোনের মত —কত মায়া তোমার!
তোমার প্রবোধে দুঃখ লাঘব হলো আমার ।

অশান্তির প্রখর দুপুরে
তোমার হাতের স্নেহমাখা আদরে
এ মন শান্তনা পেল ।

তুমি অনেক সুন্দর
কন্ঠে তোমার স্নেহমাখা
আদর হাজার শতেক।

অযোগ্যতায় দাও প্রশ্রয়
ঢেকে দাও ব্যর্থতা
সদুপদেশ দানে ঘুচাও রাজ্যের মূর্খতা ।

তোমার ছায়াতলে
একদিন পারবো বোধ হয়
অপারগতা সব করবো জয়।

লোকে বলে নারী তুমি
নেতৃত্বের আসনে
সফল হতে পারবে না ,
পণ করেছি থাকবো পাশে
দেখতে তোমায় সফল বেশে
তাই কেউ আটকাতে পারবেনা ।

আসুক যত বাঁধা
আশীর্বাদ তোমায়
কর রচনা অজস্র সাফল্যগাঁথা ।

মন্তব্য ৫৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

চ্যাং বলেছেন: আহালে....... :(

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আহালে কেন ???

২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: বড় বোনের মত! নারীকে নারীরুপেই অভ্যস্ত| বড় বোনের মত দেখতে অস্বস্তি হয়

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বড় বোন তো নারীর স্নিগ্ধ রূপ অনেকটা মায়ের মতই ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

চ্যাং বলেছেন: আমার আপার কথা মনে হলো। সেকথা নাহয় নাইবা হলো বলা। :) পোস্টে পিলাচ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার বোন সত্যিই কবিতার বড় বোনের মত । :)

প্লাসে ধন্যবাদ ।

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: সবাই বলে নারী তুমি
সফল হতে পারবে না কোনদিন
নেতৃত্বের আসনে ,
পণ করেছি থাকবো পাশে
তোমার প্রয়োজনে ;

সুন্দর কথামালা।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

ফুলফোটে বলেছেন: অনেক ভাল কবিতা...

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

কামরুন নাহার বীথি বলেছেন: অযোগ্যতায় দাও প্রশ্রয়
ঢেকে দাও ব্যর্থতা
সদুপদেশ দানে ঘুচাও মোর রাজ্যের মূর্খতা ।
--------- এটাই যে বড় বোনের রূপ!!!!!!
অনেক অনেক শুভেচ্ছা!!!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার অনুভূতি । বড় বোনের সান্নিধ্যে কবিতা ভাল লেগেছে ।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২

মানবী বলেছেন: 'মা গো আমার শোলক বলার কাজলা দিদ কই"
- এই কবিতার মতো বাংলা সাহিত্যে বোন বা দিদি নিয়ে তেমন কিছু চোখে পড়েনি।
কিছুদিন আগে ব্লগে "বড় আপা" শিরোনামে এক চমৎকার গল্প পড়ার সুযোগ হলো। বোনকে নিয়ে আপনার এই লেখা দেখে ভালো লাগলো।

"সফল হতে পারবে না কোনদিন
নেতৃত্বের আসনে ,
পণ করেছি থাকবো পাশে"
- আমাদের জাতীব আপা তো নতৃত্বের আসন ছাড়তেই চাইছেনা, আপনার এই কবিতা দেখলে আরো এঁটে বসবে :-)

পোস্টের জন্য ধন্যবাদ সেলিম আনোয়ার।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: যে নারী যোগ্য তিনি নেতৃত্ব দিলে অসুবিধা নেই ।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: একটা প্রমান দেই জানা আপু কিন্তু আরিল ভাইয়ের চেয়ে ভাল পরিচালক । তার অসুস্থতা ব্লগের সামনে চলাকর গতিকে মন্থর করছে অনেক খানি ।তিনি সুস্থ হয়ে দায়িত্ব তুলে নিলে সামু প্রাণ ফিরে পাবে ।

৯| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭

গেম চেঞ্জার বলেছেন: আমার বড় আপার কথা মনে হয়ে গেল। শুভকামনা জানবেন ভাই। +

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেক সময় বড় বোন মায়ের ভূমিকায় অবতীর্ণ । এমনকি ছোট বোনও ।

১১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১১

রুদ্র জাহেদ বলেছেন: এই কবিতা পড়ে আমার জীবন গড়ার কারিগর আপুর কথা খুব খুব মনে পড়ে গেল।ভালো লাগা রইল

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: জীবন গড়ার করিগর কে মনে করিয়ে দিতে পেরে ভাল লাগছে ।+

১২| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কিছু লিখতে পাড়লাম না সেলিম ভাই। শুধু ডান পাশে কিছু দিয়ে গেলাম. +++++

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫

আবু শাকিল বলেছেন: কবি আমার কোন বোন নাই।বোনের ভালবাসা বুঝি না।
কবিতা পড়ে মনে হল-বোন রা আপনার কবিতার মত হয়।
ধন্যবাদ।
ঘুম থেকে উঠেই আপনার কবিতা পড়লাম।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: যার বোন নাই তার জীবনে অনেক বড় কিছু নাই । আমার ভাই নাই এটা খুব একটা লসের ব্যাপার নয় ।


আপনার কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সময় ।

আর বড় বোনের মত কেউ একজ জুটুক আপনার ভাগ্যে ।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: অযোগ্যতায় দাও প্রশ্রয়
ঢেকে দাও ব্যর্থতা
সদুপদেশ দানে ঘুচাও মোর রাজ্যের মূর্খতা । --------- এটাই যে বড় বোনের রূপ!!!!!!

কবিতার কথা এবং বীথির কমেন্টে অনেকগুলু +
বোনের মমতা ম্যায়ের প্রতিরূপ
তাই বারেবার
ধমকে তাহার
নীতিকথা ভুলে হয়ে রই চুপ ।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "অযোগ্যতায় দাও প্রশ্রয়
ঢেকে দাও ব্যর্থতা
সদুপদেশ দানে ঘুচাও রাজ্যের মূর্খতা ।" যথার্থই ।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

কাবিল বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

তারছেড়া লিমন বলেছেন: আমার সুবিধা একটাই আমার কোন বড় বোন নাই।। তবে তো বোন আছে অনেক গুলো তাই আমার আবদার কেউ শুনেনি বলিও না কারও কাছে।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: পরিতাপের বিষয় :(

১৯| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

সাহসী সন্তান বলেছেন: প্রিয় কবি! অনেক সুন্দর কবিতা!

মন ছুয়ে যাওয়া ভাল লাগা রেখে গেলাম! অনেক অনেক ভাল থাকবেন সব সময়!

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

কবিতা ভাল লেগেছে যেনে ভাল লাগলো ।

২০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

কিরমানী লিটন বলেছেন: "মা দিয়েছেন সুদূর পাড়ি
হয়না আদর ছোঁয়া,
দিদির আঁচল ঠাঁই পেয়েছে
দুঃখ ভুলার মায়া ..."

সত্যিই ঠিক বলেছে,মায়ের পরে বড় বোনের হৃদয়ই ভাইদের জন্য বেশী কাঁদে ...

বাস্তবতার নির্যাসে টইটুম্বুর স্নিগ্ধ সত্যকে কবিতার মোড়কে নান্দনিকভাবে তুলে ধরার জন্য আপনাকে অজস্র সালাম।
কবিতায় পাঁচ তারকার অবয়ব,তাই ফাইভ প্লাস থাকলো ...!!!

সতত শুভকামনা ...

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কিরমানী লিটন বলেছেন: "মা দিয়েছেন সুদূর পাড়ি
হয়না আদর ছোঁয়া,
দিদির আঁচল ঠাঁই পেয়েছে
দুঃখ ভুলার মায়া ..."

সত্যিই ঠিক বলেছে,মায়ের পরে বড় বোনের হৃদয়ই ভাইদের জন্য বেশী কাঁদে ...

বাস্তবতার নির্যাসে টইটুম্বুর স্নিগ্ধ সত্যকে কবিতার মোড়কে নান্দনিকভাবে তুলে ধরার জন্য আপনাকে অজস্র সালাম।
কবিতায় পাঁচ তারকার অবয়ব,তাই ফাইভ প্লাস থাকলো ...!!!

সতত শুভকামনা ...
সুন্দর অনুকবিতা

আপনাকেও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।নিরন্তর শুভকামনা ।

২১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বড় বোন ছোট বোন কেউ নেই :(

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই ব্যাপরটি কষ্টের ।

শুভকামনা নিরন্তর । ভাল থাকবেন সবসময় ।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৯

রোকসানা লেইস বলেছেন: ভাইদের পাশে বোনরা সব সময় থাকে ভালোবাসায়। ভাইরাও থাকুক তেমন সব সময়

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।
এট লিস্ট ব্লগে সবাই ভাই বোনের মত ।
আবার যে বোন আগে থেকে ব্লগিং করছেন সে কিন্তু বয়সে ছোট হলেও বড় বোনের মত ।
কারণ ব্লগ ব্যাপারে তিনি বেশি অভিজ্ঞ ।

শুভকামনা নিরন্তর

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৯

লালপরী বলেছেন: ছোট বোন আছে। আপনার কবিতার মত বড় বোন হতে ইচছা করে কবি।
++++++

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: হোন বড় বোন হোন । ঠিক কবিতার মত । :)


কবিতা যেহেতু বড় বোনের মত ।

ছোট বোনও কিন্তু বড় বোনের মত হতে পারে । !:#P

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

জেন রসি বলেছেন: চমৎকার সেলিম ভাই।

শুভকামনা রইলো।

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা জেন রসি । :)

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

কলমের কালি শেষ বলেছেন: বোনকে নিয়ে চমৎকার কবিতা ।++

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিম ভাই ক্লাসিক একটা কবিতা এইটা।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ কান্ডারী । তুমি ক্লাসিক বলছো তো ধরে নিলাম ক্লাসিক কবিতাই হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.