নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সাইসমিক মাইক্রোজোনেশন ও আফগান ভূমিকম্প

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২




কয়েক মুহূর্তের ভূ-কম্পনে— ঝরে গেল ৩১১ প্রাণ
আরো সৃজেছে কত—ব্যথাভরা উপাখ্যান।
কত প্রাসাদ ধ্বসে পরেছে—কতটা পথ ক্ষয় হয়েছে
ভেবে ভেবে অবয়ব হলো ম্লান ।

পাকিস্তান, তাজিকিস্তান আর চীন সীমানার কাছাকাছি
ভূকম্পনটির ইপিসেন্টার - সেখানে ধ্বংসযজ্ঞ বেশি ।
সাড়ে সাতমাত্রার ভূ-কম্পনে কাঁপলো পাক-ভারত-আফগান
রচিত হলো মানব বিপর্যয়ে সে এক নতুন উপাখ্যান ।

এমন ভূমিকম্পে
__________ মরছে সভ্যতা
_____________তাই দুঃখিত জনে জনে ।

কেউ কি ভেবেছে ?
সাইসমিক মাইক্রোজোনেশন কোড মেনে
সব অবকাঠামো যদি নির্মিত হত
কত মানুষ বেঁচে যেতো।

বিজ্ঞানের এই যুগে কত অর্থ অপচয় হলো
অপরিকল্পিত নগরায়নে
সেসব যেন উলুবনে মুক্তা চাষ।

সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন
অপচয় রুখবে আর বাঁচাবে অসংখ্য মানব জীবন ।


ছবি-নেট থেকে নেয়া ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগা - বাস্তবের প্রতিচ্ছবি ... +++

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কব কবিতা লিখছেন আপনি । আমার এই সামান্য কবিতা পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

জুন বলেছেন: ভুমিকম্প বিষয়ক কবিতায় ভালোলাগা সেলিম আনোয়ার ।
+

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

গোধুলী রঙ বলেছেন: এটাই জগতের ট্রাজেডি, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দেশে দেশে গনতন্ত্র রপ্তানি করতেছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: জিএসবি বেশ কয়েকটি শহরে সাইসমিক মাইক্রোজোনেশন স্টাডি করেছে ম্যাপিং করেছে। এগুলো নগরায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । ্আর ঘনবসতি পূর্ন দেশটির সবজায়গায় ওটি করারউদ্যোগ নেয়া উচিৎ ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



বাহ বেশ লিখেছেন । কবিতার আবরনে একটি সংবাদভাষ্য ।

একটি মেসেজও দিয়েছেন -----------অপরিকল্পিত নগরায়নে
------------------------------সেসব যেন মুক্তা চাষ উলুবনে ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: কবিতার মূল বক্তব্যের সাথে সহমত।

সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন
অপচয় রুখবে আর বাঁচাবে অসংখ্য মানব জীবন ।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সম্প্রতি ভূমিকম্পে এতগুলো মানুষ মরলো । এভাবে মৃত্যুবরণ এককথায় মানবতার বিপর্যয় ।আমাদের দেশেই এখন সাইসমিক মাইক্রোজোনেশন ম্যাপিং হচ্ছে ।সেগুলোর উপর ভিত্তি করে পরিকল্পিত নগরায়ন করতে হবে । তাহলে ভূমিকম্পের মত হ্যাজার্ডটি মোকাবেলা করা যাবে । মোবাইলে ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে কাজ চলছে ।সেটি আবহাওয়ার পূর্বাভাসের মত মিস হওয়ার ব্যাপক সম্ভাবনা !!! পথ একটাই প্রযুক্তির ব্যবহার । সাইসমিক মাইক্রোজোনেশন ম্যাপিং বলতে বুঝায় কম্পনসহন ক্ষমতার ক্ষুদ্রতমএলাকার মানচিত্রায়ন ।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

আবু শাকিল বলেছেন: কবিতায় সচেতনতা ।
ধন্যবাদ কবি ।
সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন
অপচয় রুখবে আর বাঁচাবে অসংখ্য মানব জীবন ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.