নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জীবনের ঘানি

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১



জীবনের ঘানি টানি -টানি
মরণের হাতছানি
সমুখে আছে জানি।
তবু জীবনতো অর্থহীন নয়
বরং জীবন বৈচিত্রময়;
জীবন নদীর মত বাঙময়,
তারও আছে জোয়ার —ভাটা
সঞ্চয় আর ক্ষয়।

আরও থাকে লক্ষ্য সুনিশ্চিৎ ।
নদীর যেমন সাগর কিংবা হ্রদ
তেমনি জীবনের লক্ষ্য আছে
ওহে ব্যর্থ মনোরথ ।

সঠিক পাথের সন্ধানে
সৃষ্টিলোকের কল্যাণে
নিজেকে করেন যিনি নিবেদন
তিনিতো আলোবর্তিকা —প্রদীপের মতন।

প্রদীপ আলো জ্বেলে নিত্য আঁধার করে দূর
এলো মেলো বায়ে যতই কাঁপুক না থরোথর।

আলো সে যাবেই জ্বেলে সারাজীবন ভর
আঁধার ঠেলে ঠেলে আনবে নতুন ভোর ।

জীবন যেন জীবন্ত এক নদী
যার যাদুতে শহর নগর জমিদারের গদি।

নদীর মরণে রবির দহনে মরে যায় যেমন সকল সম্ভাবনা
জীবনও তেমন বিনাশে কেমন ছড়ায় হতাশা আর বেদনা ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

Rezwan Ahmed Mohsin বলেছেন: ভাল লিখছেন।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:

৮ জন সন্ত্রাসী পুরো ফ্রান্সকে ভয় লাগিয়ে দিয়েছে; ৮ লাখ বাংগালী বাংলার সম্পদ দখল করে নিয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন খবর !! জানেন তো ব্যাড নিউজ ইজ গুড নিউজ !!!

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: ৮ লাখ বাঙালীর জন্য সমবেদনা । তারা তাদের সম্পদ ফিরে পাক । আর সন্ত্রাসীরা সাজা পাক ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

সুমন কর বলেছেন: সঠিক পাথের সন্ধানে
সৃষ্টিলোকের কল্যাণে
নিজেকে করেন যিনি নিবেদন
তিনিতো আলোবর্তিকা —প্রদীপের মতন।


সুন্দর হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

আরণ্যক রাখাল বলেছেন: ভালোই

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: জীবন বৈচিত্রের দারুণ কবিতা । আশা সঞ্চারণী কবিতা ।

জীবন নদীর মত বাঙময়- বাঙময় এর অর্থটা বুঝতে পারিনি ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বাঙময় এখানে জীবন আর নদী যেন একই নিয়মে কথা বলে বুঝানো হয়েছে । বাঙময় বলতে সরব বলতে পারেন । জীবন নতুন নতুন জীবনের চলার পথের পাথেয় হয় নদীও তেমনি নতুন নদীর জনম দেয় আর বিলোয় অজস্য সঞ্জীবনী সম্পদ ।

ধন্যবাদ কমেন্টে । ভাল থাকবেন সব সময় এই শুভকামনা থাকলো ।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

শামছুল ইসলাম বলেছেন: আলোবর্তিকা বড়ই দরকার,
প্রদীপের আলোয় দূর হোক অন্ধকার।
--- কবির মত আমারও চাওয়া।

ভাল থাকুন। সবসময়।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর চাওয়া আর কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । আর আবারো শুভকামনা ।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা।জীবন সত্যি পুরো বৈচিত্র্যময়! +

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নীরন্তর শুভকামনা ।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার মূল্যবোধকে নাড়া দেওয়ার কবিতা। ভাল লাগলো।

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৫

সুলতানা রহমান বলেছেন: এখানে জীবন যেন নদীর মত,,,,
লাইনটা মনে পড়লো।
ভাল লাগলো

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: হা হা জীবন তো নদীর মতই ।

ভাল থাকবেন ।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবু জীবনতো অর্থহীন নয়
বরং জীবন বৈচিত্রময়;
জীবন নদীর মত বাঙময়,
তারও আছে জোয়ার —ভাটা
সঞ্চয় আর ক্ষয়।


জীবনেরও বাঁক আছে
এঁকে বেকে চলা;
স্রোত আছে,ঢেউ আছে
কভু পানি ঘোলা।

সার কথা জীবনেরি
নেই সোজা সংজ্ঞা;
বয়ে চলে অবিরাম
মেঘনা বা গঙ্গা।

দাদা তুমি কেমন আছো
কেমনি বা হালচাল;
বেশ দিন পরে দেখা
যেনো হলো কতো কাল !!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

হৃদয়মালতী ব্লগে আসেনা তাই উৎসাহে ভাটা । :(

আপনার ছড়াকবিতা ভাল হয়েছে ।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথম তিন স্তবকে বেশ একটা রিদম আছে। মনে হচ্ছিলো গান শুনছি।

কবিতা ভাল হইছে সেলিম ভাই।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।কান্ডারী অথর্ব । আর অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা ।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

বিদগ্ধ বলেছেন: জীবনের ঘানি ভালো লাগে না। কবিতা ভালো লেগেছে।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন একটি কবিতা সেলিম ভাই। শুভকামনা।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''তবুও জীবন যাচ্ছে বয়ে জীবনের নিয়মে ।''

কবিতায় ভাল লাগা সেলিম ভাই ।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কেন এই নিস্সঙ্গতা । কেন এই মৌনতা? তোমাকে ঘিরে .................................................


কমেন্টে আ্র পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

রাবার বলেছেন: নদীর মরণে রবির দহনে মরে যায় যেমন সকল সম্ভাবনা
জীবনও তেমন বিনাশে কেমন ছড়ায় হতাশা আর বেদনা।
:(

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

দীপান্বিতা বলেছেন: :)

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবন যেন জীবন্ত এক নদী
যার যাদুতে শহর নগর জমিদারের গদি।
অতি সইত্য কথা।

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১

আলম দীপ্র বলেছেন: সত্য সুন্দর !
বেশ হয়েছে প্রিয় কবি :D :D !

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।


ব্লগে সুস্বাগতম ।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৯

উল্টা দূরবীন বলেছেন: কবিতায় সত্য বচন। ভালো লেগেছে।

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শু ভকামনা ।

২১| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

গেম চেঞ্জার বলেছেন: জীবন যেন জীবন্ত এক নদী
যার যাদুতে শহর নগর জমিদারের গদি।


হায়রে জীবন! হায়রে মানুষ!!

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: হায়রে নদী হায়রে জীবন !!!

২২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

বিদগ্ধ বলেছেন: মন্তব্যের উত্তর দিতেই হবে এমন কোন কথা নেই। কিন্তু সবার মন্তব্যের উত্তর দিয়ে যখন একটি মন্তব্যটিকে নিরুত্তর রাখেন, তখন তো সমস্যার আশংকা করতেই হয়। যা হোক, সমস্যা জানার কৌতূহল নেই। ভালো থাকুন, সেলিম আনোয়ার।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯

বাংলার ফেসবুক বলেছেন: আরও থাকে লক্ষ্য সুনিশ্চিৎ ।
নদীর যেমন সাগর কিংবা হ্রদ
তেমনি জীবনের লক্ষ্য আছে
ওহে ব্যর্থ মনোরথ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.