নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চাইলেই সঙ্গী হতে পারতে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০




এত মানুষের ভীড়ে
পুরানো দেয়াল ঘেষে স্মৃতির মন্থন
মাঠে সবুজ ঘাসে ।যেখানে উৎপত্তি হয়েছিল স্বপ্নের ।
যেখানে আজও মিশে আছে ঘ্রাণ মায়া ও কুহেলিকার।
বদলে গেছে অনেক কিছু ! বদলে গেছে রাজপথ ।
তবু পুরানো স্মৃতি ঘিরে মনের গহীনে হয়ে গেল উৎসব ।
সেই কাকটি আজ বেঁচে নেই যেটি বিব্রত করেছিল কোনো এক তরুনের নতুন পোষাক ।
সেইদিনের মুক্তবলাকা আজ গৃহবন্দী ...।
রাজপথের শ্লোগানও ভাষা বদলেছে।
পুরানো বোতলে একই বিন্যাসে নতুন শ্যাম্পেইন ।
আজও তরুণ-তরুণীর একইরকম উচ্ছ্বাস ।
আজকের প্রিয়জন চাইলেই সঙ্গী হতে পারতো ।
অতীতে যা হয়নি তার মঞ্চায়ন করে নতুন কোন স্বপ্নের গন্তব্য লিপিবদ্ধ হতে পারতো ।
হয়তো ছুঁয়ে দিতাম লাল নীল শাদা স্বপ্নের চোখ।
অথবা চারুকলার শিউলিতলায় ঠোঁট থেকে কিছু প্রেরণা খুঁজে নিতাম ।
চুলগুলো এলোমেলো করে কষে ফেলতাম অসমতার সমীকরণ ।
এক হয়ে যেতাম ফুল আর প্রজাপতির চির পরিচিত কোন রূপে ।
হারিয়ে যেতাম শতাব্দীর শ্রেষ্ঠতম প্রেম মন্থনে ।
হেঁটে যেতাম দূর থেকে দূরে হাতে হাত রেখে মায়ার বন্ধনে ।
কিছু ব্যবধানের সলিল সমাধী হতে পারতো ।
কিছু চাওয়া পূর্ণতা পেত ।
হয়তো ধরে ফেলতাম অনুভূতির মেরুদন্ড ।
ফুল গুজে দিতাম খোঁপায় ।
বুকের সঙ্গে লেপ্টে নিয়ে হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনের হিসেব হতে পারতো ।
হয়ে যেতে পারতো দৌড় ঝাপ ।
প্রতিটি কম্পনের ষড়লিপি পূর্ণতা পেত ।
ভেবেছি শত মানুষের ভীড়ে তবু মানবিক নির্জনে
কারণ অনুভূতির প্রচণ্ডতায় হারিয়ে যায় ব্যস্ত শহর রাজপথ ।
হেঁটেছি বিস্তর স্মৃতি বুকে নিয়ে একা।
চাইলেই সঙ্গী হতে পারতে ।
নতুন ইতিহাসের জন্ম হত আজ।

মন্তব্য ৬২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

আবু শাকিল বলেছেন: পাঠে প্রথম হইছি - :)
যা দেবার দিয়া দেন !!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে লাইক দিলাম । :) সঙ্গে ধন্যবাদ আর শুভকামনা বোনাস ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
বেশ লাগলো কবিতা।


আশা করছি কুশলে আছেন। শুভকামনা জানবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আছি কিছুটা ব্যস্ততায়
সময় কেবল যায় যায় ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ নীল সাধু ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

সাহসী সন্তান বলেছেন: কবি ভাই শিরোণামের শেষে যদি একটা (?) জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করতেন তাইলে মনে হয় ভাল হতো? তবে কবিতায় বেশ হাহাকার দেখতে পেলাম! সে বুঝি আপনার হইলো না? আহরে, কি দুঃখ কি দুঃখ (প্রচন্ড একটা ভাল লাগা দুঃখের ইমো হবে)!



উপরের গুলো সব ফান ভাই! আসলেই কবিতা বরাবরের মত চমৎকার! ভাল থাকবেন এবং শুভ কামনা জানবেন!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর আবেগি এক্ষানা কবিতা । ভীষণ ভালো লাগেছে । :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯

সাহসী সন্তান বলেছেন: দুই দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, পার্বতীরে মায়া করলে চন্দ্রমূখি কান্দে!


এইটা পড়ছিলেন কখনো? দেইখেন, আপনার আবার সেই অবস্থা না হয়.......!! :`>

০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। এটা জাস্ট একটা কবিতা । :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

মাকড়সাঁ বলেছেন: ভাল লাগলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: কবি, জোস হয়েছে। মনের ক্ষোপ-ইচ্ছা-স্বপ্ন প্রকাশ পেয়েছে।

ভালো লাগা রইলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্লাস হইব কবিতা ++++++++্

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

উল্টা দূরবীন বলেছেন: মিল্লা গেছে। কেমতে লেখেন এমন কবিতা?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

কালের সময় বলেছেন: ভালো লাগলো । =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

জুন বলেছেন: বাহ অনেক ভালোলাগলো কবিতা ।
সেলিম আনোয়ার ।
+

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।নস্টালজিয়া এবাউট ডিউ ।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

সুলতানা রহমান বলেছেন: সবাই দেখি বিস্তর স্মৃতি নিয়া একা ……
শ্যাম্পেন টা কেমন? মানে স্বাদ কেমন? :P

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শ্যাম্পেইন এখানে প্রতীকমাত্র । স্বাদ জানা না্ই ।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

অগ্নি সারথি বলেছেন: আসলে আপনার কবিতায় অনেক বড় বড় মন্তব্য করতে চাই কবি কিন্তু কবিতাগুলো ভাবনা গুলোকে একটা জায়গায় নিয়ে সংকীর্ন করে রেখে মুগ্ধতা ছড়িয়ে দেয়। ভাললাগা জানবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: মুগ্ধতায় ধন্যবাদ।বিশ্ববিদ্যালয়ের কার্জন হল খুব একটা বড় নয় ।তবে স্মৃতিগুলি দারুন ।আনন্দ বেদনার পূর্ণ কাব্য।কত ঘটনার আধার এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন । তার সবুজ মাঠে ক্লাস রুমে ক্যফেটেরিয়াতে আড্ডা গল্প । কত খেলার স্মৃতি। সহপাঠি অগ্রজ অনুজদের ঘিরে কত স্মৃতি ।কত জনের বিয়োগ ।কত আনন্দমাখা ঘটনা । খেলাধূলা হৈ হুল্লোর । কত কিছু । বৃহস্পতিবার ক্লাস শেষে আড্ডা গান চা পান । আর কাকের কাকাতে অস্থির এলাকা । আর কত কি?

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক কিছু হওয়ার ছিল, অনেক কিছু হতে পারতো, কিন্তু কিছুই হয় না বাস্তবতার ভংগুর দর্পনে। কবিতায় ভালোলাগা রইল কবি মহোদয়...

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।কবিতা তো কবিতা । কল্পনার জগৎ থেকে কবিতা হতে পারে ।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

কাবিল বলেছেন: চাইলেই সঙ্গী হতে পারতে ।
নতুন ইতিহাসের জন্ম হত আজ।


কবিতায় ভালোলাগা রইল।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

আমি মাধবীলতা বলেছেন: হয়তো ধরে ফেলতাম অনুভূতির মেরুদন্ড ।
ফুল গুজে দিতাম খোঁপায় ।
বুকের সঙ্গে লেপ্টে নিয়ে হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনের হিসেব হতে পারতো ।
সুন্দর !

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

লেখোয়াড়. বলেছেন:
ভাল লিখেছেন সেলিম। কেমন নস্টালজিক ভাব আছে।

কিন্ত বানানগুলোর দিকে একটু নজর দিন।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

রুদ্র জাহেদ বলেছেন: লেখক বলেছেন: মুগ্ধতায়
ধন্যবাদ।বিশ্ববিদ্যালয়ের
কার্জন হল খুব একটা বড় নয় ।তবে
স্মৃতিগুলি দারুন ।আনন্দ বেদনার
পূর্ণ কাব্য।কত ঘটনার আধার এই
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন । তার
সবুজ মাঠে ক্লাস রুমে
ক্যফেটেরিয়াতে আড্ডা গল্প । কত খেলার
স্মৃতি। সহপাঠি অগ্রজ অনুজদের ঘিরে কত
স্মৃতি ।কত জনের বিয়োগ ।কত আনন্দমাখা ঘটনা
। খেলাধূলা হৈ হুল্লোর । কত কিছু ।
বৃহস্পতিবার ক্লাস শেষে আড্ডা গান চা পান ।
আর কাকের কাকাতে অস্থির এলাকা । আর কত
কি?

কবিতায় দারুণ ভালো লাগা+

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ! দীর্ঘশ্বাস আর অনুধাবনের দূর্দান্ত প্রকাশ। মুগ্ধ হলাম!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো কবি।

চুলগুলো এলোমেলো করে কষে ফেলতাম অসমতার সমীকরণ ।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


মুগ্ধ +++

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: সেইদিনের মুক্তবলাকা আজ গৃহবন্দী ...
রাজপথের শ্লোগানও ভাষা বদলেছে।
কবিতা বোধগম্য নয়,শুধু পড়ে যাই।। এই লাইন দুটি মনমতো হওয়ায় মন্তব্য।।
অপ্রাসঙ্গিকঃ আমার রাজনৈতিক দীক্ষাগুরুর নামও সেলিম।। আসল নকল জানি না।। প্রয়োজনও বোধ করি নি।।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

উল্টা দূরবীন বলেছেন: চাইলেই সঙ্গী হতে পারতে

নামটা শুনেই কেমন জানি হু হু করে উঠলো বুকের ভিতর।

ভালো লাগা রইলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ হুহু করার কিছু নেই ।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

জনম দাসী বলেছেন: হেটেছি বিস্তর স্মৃতি বুকে নিয়ে একা;

গভীর ভাবে অনুভব করে করে গেলাম... ভালো থাকুন সব সময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

রিকি বলেছেন: কেমন আছেন ভাইয়া? কবিতা বরাবরের মত ভাল লেগেছে। বইমেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত নাকি ভাইয়া?? :(

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

আরজু পনি বলেছেন:
ওদিকে কিন্তু ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে... ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

কাজী মেহেদী হাসান। বলেছেন: অথবা চারুকলার শিউলিতলায় ঠোঁট থেকে কিছু প্রেরণা খুঁজে নিতাম ।
চুলগুলো এলোমেলো করে কষে ফেলতাম অসমতার সমীকরণ । --- বলতেই হচ্ছে চমৎকার

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

সোহানী বলেছেন: বাট কার্জন হলের ফটোক কেনে!!!!!!!!! কই শ্যাম্পেইন আর কই চারুকলার শিউলিতলা.............. কোথা থেকে কই আসলেন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.