নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একটি লাভিং বার্ড উড়ছে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩



একটি লাভিং বার্ড উড়ছে
মাতৃভাষা বাংলায় কত কথা বলছে ,
বাঙালিয়ানা গায়ে মেখে সারাজাহান ঘুরছে ।

ছোট গল্প কবিতায় রকমারি ছবিতে
ফিচার ভ্রমন কত কিছু আছে যে!
জনমত গড়তে নেই তার তুলনা
প্রাণ খোলা হাসিতে করে রম্য রচনা।

নানা মুনীর নানা মত করেছে সে অনুমোদন
মুক্তমনা পাখিদের এখানে অবাধ বিচরণ।

একটি পাখি স্বপ্ন আঁকি কত কথা বলেরে
টক ঝালমিষ্টি কত যাদু মনেরে।

দেখতে দেখতে কেটে গেল সুদীর্ঘ দশবছর
পাখি সে তো উড়ছেই নেই ভয় নেই ডর।

কত বাঁধা কত ধাঁধা বীরদর্পে মাড়িয়ে
সামহুয়ার ইন বাংলা ব্লগ আর সবাকে ছাড়িয়ে।

আরো কত মাইল ফলক করবে সে অতিক্রম
সামহুয়ারইন বাংলা ব্লগ উড়ছে- উড়বে হবে না তার ব্যতিক্রম।

মন্তব্য ৬১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: প্রথম প্লাস। প্রথম পাঠ।

আরো কত মাইল ফলক করবে সে অতিক্রম
সামহুয়ারইন বাংলা ব্লগ উড়ছে- উড়বে হবে না তার ব্যতীক্রম।

চমৎকার পঙ্কতি। :)

একটি লাভিং বার্ড উড়ছে
মাতৃভাষা বাংলায় কত কথা বলছে ,
বাঙালিয়ানা গায়ে মেখে সারাজাহান ঘুরছে ।

এই পঙ্কতির আলোকে বলি - আপনার লেখায় কিন্তু বাংলার পাশাপাশি লাভিং বার্ড, ফিচার, ব্লগ - এগুলো কিন্তু মাতৃভাষা বাংলার না। :P

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকমনা।লাভিং বার্ড এর বাংলা করলে ভাল শুনায় না । বাংলা ভাষা চর্চার দারুন জায়গা সাহুয়ারইন ব্লগ ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

উল্টা দূরবীন বলেছেন: দেখতে দেখতে কেটে গেল সুদীর্ঘ দশবছর
পাখি সে তো উড়ছেই নেই ভয় নেই ডর।


অসাধারণ লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।ব্লগদিবসের অগ্রিম শুভেচ্ছা ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার সামু বন্দনা।

বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সামু নিয়েই লিখা। কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

সুমন কর বলেছেন: সবগুলো বিষয় দেখি কবিতায় চলে এসেছে... !:#P

দারুণ হয়েছে এবং প্লাস।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: সহজ ভাবে লিখার চেষ্টা করেছি যাতে সমবেত স্বরে আবৃত্তি করা সম্ভব হয় কিংবা কোরাচের মতন । ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: কত বাঁধা কত ধাঁধা বীরদর্পে মারিয়ে
সামহুয়ার ইন বাংলা ব্লগ আর সবাকে ছাড়িয়ে।

আরো কত মাইল ফলক করবে সে অতিক্রম
সামহুয়ারইন বাংলা ব্লগ উড়ছে- উড়বে হবে না তার ব্যতীক্রম।
-------

সামুর জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: দেখতে দেখতে কেটে গেল সুদীর্ঘ দশবছর
পাখি সে তো উড়ছেই নেই ভয় নেই ডর।


সামুর অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।সামু চলবে যুগ যুগ ধরে ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্প কথায় দারুন লিখেছেন ।
আমার দেখা সামুর সবচেয়ে একটিভ ব্লগার সেলিম ভাই এর জন্য শুভ কামনা ।
লং লিভ সামু ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলে প্রচন্ড ব্যস্ততার মাঝেও সময় বের করে লিখছি ।মানে পোস্ট করছি মন্তব্যের জবাব দিতেও ছাড়ছি না ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্ট ,কমেন্ট , রিপ্লাই সব মিলিয়ে একজন পারফেক্ট ব্লগার সেলিম ভাই !
আপনি যে একজন অতি ব্যস্তজন তা গতকাল জেনেছি ।

দুঃসময় চিরস্থায়ী নয় , আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দুঃসময় শেষ হোক। সবাই তো সুখী হতে চায়।তবু কেউ সুখী হয় কেউ হয়না ।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধারুন হয়েছে কবিতা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপন ভুবন নিয়ে সুন্দর কবিতা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । ব্লগ দিবস সামনে তাই লিখলাম ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

আবু শাকিল বলেছেন: সামু বন্দনা ভাল লাগল ।
আপনার বিশেষ কোন দিন নিয়ে বিশেষ কবিতা লেখা খুব ভাল লাগে।
ধন্যবাদ সেলিম ভাই ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: নুন খাই যার গুন গাই তার ।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

আবু শাকিল বলেছেন: =p~ =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: :)

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

অগ্নি সারথি বলেছেন: প্রিয় ব্লগটির জন্য অনেক অনেক শুভকামনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায় । আমার কবিতা লিখা কবিতার বই বেড় হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটি এই ব্লগে লিখেই ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

কাজী মেহেদী হাসান। বলেছেন: লাভিং বার্ড! ভালো বলেছেন

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: আলবত সত্যি ।লক্ষাধিক ব্লগার । সবার তো লাভিংবার্ড সামু ।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

রিকি বলেছেন: দেখতে দেখতে কেটে গেল সুদীর্ঘ দশবছর
পাখি সে তো উড়ছেই নেই ভয় নেই ডর।

কত বাঁধা কত ধাঁধা বীরদর্পে মারিয়ে
সামহুয়ার ইন বাংলা ব্লগ আর সবাকে ছাড়িয়ে।


লাভিং বার্ড সামু B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি লাভিং বার্ড সামহুয়ার ইন ব্লগ আর আমরা একেকজন তার পালক ।সবার সম্মিলিত প্রচেষ্টায় এই লাভিংবার্ড উড়ছে বাংলার আকাশে ...

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনে পারেনও সেলিম ভাই। সামু নিয়া কবিতা B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: শুধু কবিতা লিখলাম । আপনারা বোধ হয় ব্যানার প্লাকার্ড ইত্যাদি বানানোতে দিনকে রাত করছে ব্লগ ডে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য ।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
কবিতা সুন্দর।
বানান ঠিক করেন ||

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

সোহানী বলেছেন: হাহাহাহা.... সামু কবিতায় ভালোলাগা.........

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

কেউ নেই বলে নয় বলেছেন: কব ইতা ভালো হইছে। এরপর আমীর হোসেন আমুরে নিয়াও লিখেন। ফ্যাটি গুল্লুগুল্লু ব্ল্যাক বার্ড। B-))

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: তাঁকে নিয়েও হয়তো লিখবেন কেউ। আমি লিখবোনা । :)

কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: (মাড়িয়ে, ব্যতিক্রম) অনেকগুলো বিষয় সুনিপুণভাবে উঠে এসেছে । ভালো লাগলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় ।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

নিমগ্ন বলেছেন: ভাল+

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: কবিতায় ভালো লাগা। সামুর প্রতি ভালোবাসা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

লালপরী বলেছেন: সেলিম আনোয়ার ভাই আপনার সামু বন্দনায় ১৩ নম্বর ভালোলাগা :)
++++্

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ১৩ নম্বর +++ দেখছিনা ।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

আলোরিকা বলেছেন: লাভিং বার্ড সামু ! :)

সামুর অগ্রযাত্রা নিষ্কণ্টক ও সমৃদ্ধ হোক । শুভ কামনা ভাইয়া ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

কিরমানী লিটন বলেছেন: সামুকে উপজীব্য করে চমৎকার ভালোলাগার কাব্য,ভালোবাসা জানবেন- নিরন্তর শুভকামানা রইলো ...

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

তুষার কাব্য বলেছেন: ফিরে এসেই একটা দারুন কবিতা পড়লাম কবি ভাই । শুভেচ্ছা ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

রাবার বলেছেন: একটি লাভিং বার্ড উড়ছেতে ভালোলাগা রেখে গেলাম :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

নুরএমডিচৌধূরী বলেছেন: চমৎকার সামু বন্দনা
সামু দীর্ঘজীবি হোক
লিখায়+++

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

ধমনী বলেছেন: পূর্তির মূহুর্তে শুভকামনা জানালাম।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ধমনী । ভাল থাকবেন ।

৩১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন: যুগ যুগ বয়ে যাবে সামুর গতিধারা, বদলে দেবে বাংলাদেশ!


এই প্রত্যাশায় নবজাগরিত হোক প্রতিটি প্রান!

কবিতা খুবই ভাল লেগেছে সুপ্রিয় সেলিম আনোয়ার ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.