নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রচণ্ড এই শীতের রাতে কাঁপছি থরোথর

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

শীতের রাতে সাঁঝ প্রভাতে কাঁপছি থরোথর
এমন সময় ভাবনা এলো মাথার উপর।
এমন শীতের রাতে দরিদ্রজন থাকে কত কষ্টে
এমন কষ্ট লেখা কেন তাদের অদৃষ্টে ।

পঞ্চগড় পৌরসভায় করতে হবে কাজ
শীতের ভীতে এখনই তাই কাঁপছি মহারাজ ।


মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। ধন্যবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: শীত নিয়ে দারুণ কবিতা।

শীতের রাতে সাঁঝ প্রভাতে কাঁপছি থরোথর
এমন সময় ভাবনা এলো মাথার উপর।
এমন শীতের রাতে দরিদ্রজন থাকে কত কষ্টে
এমন কষ্ট লেখা কেন তাদের অদৃষ্টে ।


তাদের দিকে আমাদের অবশ্যই নজর দেয়া উচিত।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আজকে প্রচণ্ড শীত ।শীতের তীব্রতা হঠাৎ করে বেড়ে গেছে বোধ হয় ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

সাহসী সন্তান বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম প্রিয় কবি?



প্রচন্ড শীতে কম্বল মুড়ি দিয়ে আপনার শীতকাব্য বেশ উপভোগ করলাম! শুভ কামনা জানবেন!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: লিখলাম অনেক দিন পর । একটি পোস্ট দেখে এই কবিতার উৎপত্তি ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

জনম দাসী বলেছেন: দরিদ্র জন তো ধনীদের জন্য আল্লাহ্‌র এক পরীক্ষা সরূপ।

''হাজার খানেক ভুলের মাঝে ফুলের শোভা ছড়াও
মমতাময়ী মনটি তোমার প্রমান করে দাও।

সুন্দর লেখা সেলিম ভাই। তবে অনেকে আবার অনেক মমতার প্রমান পেয়েও ফিরে না। ভাবে তারা চির সবুজ রইবে মৃত্যু তাহাদের গ্রাস করিবেনা। ভাল থাকুন ভাই সাহেব অনেক শুভ কামনা...

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

সাহসী সন্তান বলেছেন: আয় হায় কন কি? তার মানে আপনি এতদিন ছিলেন, তবে লুকিয়ে?




কোন পোস্ট কনতো (?) রিপোর্ট কইরা আসি......! :`>

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: লুকিয়ে থাকার মত কোন সময় নেই । পোস্ট পড়লাম আর দশ মিনিটে কবিতা লিখলাম । আর তাই কবিতাও অং বং মার্কা । আর সেই পোস্ট আপনি অন্তত মিস করবেন না

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

সাহসী সন্তান বলেছেন: আমি ভাই একটু সাদা-মাঠা ধরনের! সবাইরেই ভাল পাই, তাই সবার কাছেই ছুটে যাই!



আপনিও তার ব্যতিক্রম নন! তাছাড়া প্রিয় কবির এই অভিমানে আমি নিজেই অনেক ব্যাথিত!


শুভ কামনা সব সময়ের জন্য!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দীর্ঘদিন পর তিনি একটি পোস্ট দিয়েছেন তাতেই আমি খুশি । এট লিস্ট সি ইজ এলাইভ ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:


এতো গরীবের পরীক্ষা!

স'বে ! গরীবেরেই চোখে দেখে !!


০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

ধমনী বলেছেন: আপনি কি সত্যিই পঞ্চগড়ে? শুনেই আমার কাপুনি হচ্ছে...

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: না আমি পঞ্চগড়ে নই ।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: তা কবি, পঞ্চগড়ে কেন?

কেমন আছেন?

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: পঞ্চগড়ে কাজের পরিকল্পকা আছে ।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

শহুরে আগন্তুক বলেছেন: :D =p~

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

অগ্নি সারথি বলেছেন: খেক।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: খেকে ধন্যবাদ ।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:



তারপরেও কাজ এগিয়ে চলুক।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কান্ডারী কাজে আছি । ব্যস্ত রাখছি নিজেকে ।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

নুরএমডিচৌধূরী বলেছেন: হে সূর্য
তুমি আলো দাও
গরীব মানূষে্রে
একটু বাঁচাও

সত্যি গরিবের কথা
কেউ ভাবেনা
লিখা ভাল হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার নিরন্তর শুভকামনা ।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: শীতের ভীতে এখনই তাই কাঁপছি মহারাজ ভল লিখেছেন ...........

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

নেক্সাস বলেছেন: শীত নিয়ে ছড়া লিখেন ভয় করেনা?

পঞ্চগড় কি করেন ভাই।

ছড়া ভাল হইছে

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: করে ভয় করে । ভয় থেকে কবিতার উৎপত্তি ।

আমি পঞ্চগড় যাচ্ছি বোধ হয় !!

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: পঞ্চগড়ে যাইনি ।যাওয়ার সম্ভাবনা আছে । শীতের ভয়ে লিখা কবিতা ।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

কিরমানী লিটন বলেছেন: নির্বাচনে নাকি কবি- পঞ্চগড় ? কবিতায় মুগ্ধতা :) :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: নির্বচানে নয় ।ওটা হবে আমার প্রফেশনাল ট্যুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.