নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফুল আর ভ্রমরের গানে অপূর্ব সৃষ্টি

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

ফুল আর ভ্রমরের গানে অপূর্ব সৃষ্টি
সূর্যের প্রখর আলো গায়ে মেখে
প্রবল বর্ষণে শীতল জলকণা শুষে
মাতাল হাওয়ায় দোলে ধূলিকণার পুষ্টিতে
সৃষ্টি নতুন ফুল অপূর্ব পরিপূর্ণতা তার ।

তারপর অবাক করা রূপে
একের পর এক অপার কাব্য সৃষ্টির প্রয়াস ।

পৃথিবীর বুক সজ্জিত করে
স্বর্গ রচনার ক্ষুদ্র প্রচেষ্টা ।
রক্তস্রোত বুলেট আর প্রতিবাদের মিশেলে
রক্তাক্ত একাত্তর স্বপ্নের স্বাধীনতা।

বীরাঙ্গনা রমনী যদি ফুল হয়ে থাকে
টগবগে তরুন ভ্রমরের গান
আরও কত রকম ফুল আর কত প্রকার ভ্রমর!
সাড়ে সাত কোটি বাঙালী
উর্বর মাটির মতই পুষ্টি বিলিয়েছে।

মানব বলয়
সূর্যাালোকের মত শক্তি দিয়েছে ।
এত কিছুর অনুরণনে অর্জিত হয়েছে স্বাধীনতা ।

প্রিয়তমার চিবুক কন্ঠস্বর অথবা আত্নীকরণের শক্তি
তার ভূমিকা নিয়ে প্রশ্নের অবকাশ নেই ।
তবেই অর্জিত হয়েছে স্বাধীনতা -
মুক্ত বলাকা মন
স্বাধীন স্বাধীন ক্ষণ
মা, মাটি ,দেশ আর প্রিয়জন ।
একদিন শান্তির শাদা পায়রা উড়বে
সেই বেনু ও বীণা মধুর সুরে গাইবে ।
জীবনটা এখনো অনেক খানি ধূসর
একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর ।










মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: একদিন শান্তির শাদা পায়রা উড়বে
সেই বেনু ও বীনা মধুর সুরে গাইবে ।
জীবনটা এখনো অনেক খানি ধূসর
একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর ।


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

নেক্সাস বলেছেন: একদিন শান্তির শাদা পায়রা উড়বে
সেই বেনু ও বীনা মধুর সুরে গাইবে ।
জীবনটা এখনো অনেক খানি ধূসর
একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: আনোয়ার ভাই, অসাধারণ লিখেছেন, অপরিসীম মুগ্ধতা এই লেখায়।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


এমন প্রত্যাশাতেই আছি সেলিম ভাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যাশা পূর্ণতা পাক ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

রুদ্র জাহেদ বলেছেন: একদিন শান্তির শাদা পায়রা উড়বে
সেই বেনু ও বীনা মধুর সুরে গাইবে ।
জীবনটা এখনো অনেক খানি ধূসর
একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর ।

সেই প্রত্যাশায়...
দারুন ভালো লাগল

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামা । প্রত্যাশায় বাংলাদেশের আপামর জনসাধারণ ।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

অগ্নি সারথি বলেছেন: জীবনটা এখনো অনেক খানি ধূসর
একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর ।
- অনবদ্য!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

লেখোয়াড়. বলেছেন:
প্রিয়তমার চিবুক কন্ঠস্বর অথবা আত্নীকরণের শক্তি
তার ভূমিকা নিয়ে প্রশ্নের অবকাশ নেই ।

................. ভাললাগে এইসব।
+++++++++++++++++++

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

জনম দাসী বলেছেন: আমি চাইনি চন্দনও পালঙ্ক
চাইনি রাজ প্রাসাদ-
চাইনি মূলি শালি শীল ।
চাইনি প্রাকার প্রসাদ পালক পরিচ্ছদ
চেয়েছি একটি পরিচ্ছেদ-
প্রভাতি সসীম অনীল।
আধি অন্ত্য কোমল কমল ১৬ই ডিসেম্বর...

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



সম্ভবত অনেকদিন পরে আপনার কাব্য সৃষ্টির প্রয়াস দেখলুম ।
বিজয়ের মাসটিকে স্মরন করে লেখা কবিতার ইচ্ছেমতো একদিন শান্তির শাদা পায়রা উড়ুক আমাদের আকাশে ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

সাহসী সন্তান বলেছেন: কাব্যতো ভালই লাগলো মনে কয়!



শুভ কামনা!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কবিতা গুলি দিন দিন শাণিত হচ্ছে ।
মনে হচ্ছিল আল মাহমুদের কবিতা পড়ছি ।

শুভকামনা জানবেন সেলিম ভাই ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি লিটন ভাই !!!আল মাহমুদ অনেক বড় কবি ।এ সময়কার শ্রেষ্ঠ কবি । আমি নবীশ ।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

শাহরিয়ার কবীর বলেছেন: একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর ।
এমন প্রত্যাশায়.. ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা|
অনেকদিন পর পড়ছি আপনার কবিতা| ভাল আছেন নিশ্চয়ই

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে বেশ আছি ।বেঁচে থাকা মানে ভাল থাকা ।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৯

সোহানী বলেছেন: হাঁ আলোকিত হবেই.........++++++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের সকল নাগরিকের একই প্রত্যাশা ।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০

সুমন কর বলেছেন: জীবনটা এখনো অনেক খানি ধূসর
একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর ।


ভালো হয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

নুরএমডিচৌধূরী বলেছেন: মা, মাটি ,দেশ আর প্রিয়জন ।
একদিন শান্তির শাদা পায়রা উড়বে
সেই বেনু ও বীণা মধুর সুরে গাইবে ।
জীবনটা এখনো অনেক খানি ধূসর

চমৎকার কবিতা|
..++++++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় ভালোলাগা। অনেক শুভেচ্ছা কবি।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

শামছুল ইসলাম বলেছেন: পূর্ণ হোক কবির চাওয়াঃ

//একদিন শান্তির শাদা পায়রা উড়বে
সেই বেনু ও বীণা মধুর সুরে গাইবে ।
জীবনটা এখনো অনেক খানি ধূসর
একদিন পরিপূর্ণ সফলতা আসবে - আলোকিত হবে ১৬ই ডিসেম্বর ।//


ভাল থাকুন। সবসময়।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

লালপরী বলেছেন: ভালোলাগা :)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

কিরমানী লিটন বলেছেন: মুক্ত বলাকা মন
স্বাধীন স্বাধীন ক্ষণ
মা, মাটি ,দেশ আর প্রিয়জন । নান্দনিক দেশাত্মবোধের কবিতায় অনেক ভালোলাগা ...
নতুন বছরের অনেক শুভেচ্ছা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই ।।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও হ্যাপী নিউ ইয়ার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.