নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পূনর্জন্ম ব্যাপারটি কেবল মানুষের জীবনে ঘটতে পারে
অনেক পাপীষ্ঠ পূণ্যাত্মা হয়ে মৃত্যু বরণ করেন
তার উল্টোটিও ঘটে ভাল মানুষ মন্দ হতে পারেন।
নতুন নতুন উপলব্ধি আর নতুন করে জীবনের খেয়া পার
সেগুলো পুনর্জন্ম বলা যায় ।
সাপের মত খোলস বদলের ব্যাপারটি হয়তো ঘটে না
তবে মানুষ পরিবর্তনশীল
বয়সের ভারে নুয়ে পড়া জীবন
আর টগবগে তারুণ্য এক ভাষায় কথা বলে না ।
ভুল মানুষে করে ।
তবে ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ অনুকরণীয় আদর্শ হতে পারে ।
সম্ভাবনার স্বপ্নীল সাগরে ভাসতে পারে আবার ডুবতে পারে ঘোর হতাশায়।
পরশ পাথরের ছুঁয়ায় পাথর সোনায় পরিণত হয়
তুমি কি পরশ পাথর হতে পারো না হৃদয়মালতী !!
হৃদয়ের সবটুকু জৌলুস ঢেলে দিয়ে দুঃখবিলাসীকে নতুন করে সাজিয়ে !
প্রেরণার পাল তুলে সম্ভাবনার দরিয়ায় ভাসিয়ে সাফল্যময় কোন গন্তব্যে পৌঁছে দিতে পারো।
কিংবা সুখ নামের বহু সাধনার পাখিটি বশিভূত করে সৃষ্টি করে দিতে পারো নবজীবন ।
আদর্শচ্যুত হতে পারা এক প্রকার মরণ ।
আর নবউদ্যমে মিথ্যের বেড়াজাল ভেদ করে আলোর পথে চলতে শেখা সেতো পুনর্জীবন ।
তেমন কোন পুনর্জনমের পাথেয় হয়ে আগমন ঘটুক তোমার ।
শীতের শিউলি ফুলে গড়ে দিবো ফুলেল গালিচা
কুয়াশার চাদরে ঢেকে ডেবো বেদনার অবগাহন ।
শোকের সমাপ্তি টেনে হয়ে যাক সাফল্য ঘেরা নবজীবন ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
তৌফিক মাসুদ বলেছেন: ভালো প্রচেষ্টা।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন...............
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
রাফা বলেছেন: মানুষ প্রতিদিনই নতুন একটি জিবন নিয়ে জন্মগ্রহণ করে।গতকালের মানুষ আর আজকের মানুষ কি কখনও এক হয় বা হতে পারে?
আর যদি বলেন সেই পুনর্জন্ম তা কেবলি ধোয়াশায় ঢাকা।অনাবিষকৃত বিষয়।
ধন্যবাদ সে.আনোয়ার।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিবর্তন সাময়িক। তাই তার সাথে পরিবর্ধন প্রয়োজন। ঘড়ির কাটা ধরে মানুষ বদলায়। কিন্তু তা হওয়া উচিত ভালোর দিকে।
বিষয়বস্তু অনেক ভালো। প্রশংসার দাবি রাখে।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
অনেক ভাবনা, অনেক কল্প জমা হচ্ছে অজানা ভুবনে।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর! ধন্যবাদ।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: আনোয়ার ভাই দারুণ লিখেছেন। অনেক মুগ্ধতা।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: টেকনিকাল সমস্যার কারণে কমেন্টের জবাব দিতে পারছি না । অথবা কমেন্টের উত্তরে ব্যান টাইপ শাস্তি হতে পারে । যথা সময়ে প্রত্যুত্তর দেয়া হবে । প্রত্যুত্তরে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করছি ।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
অন্ধবিন্দু বলেছেন:
বয়সের ভারে নুয়ে পড়া জীবন
আর টগবগে তারুণ্য এক ভাষায় কথা বলে না ।
তারুণ্যও কিন্তু নুয়ে পড়ে প্রায়ই। আবার বয়সের ভার ভারী পড়ে যায় ...
লেখাটি বেশ এলোমেলো লাগলো। কবি কি পথহারা ?
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
সেলিম আনোয়ার বলেছেন: অন্ধবিন্দু বলেছেন:
বয়সের ভারে নুয়ে পড়া জীবন
আর টগবগে তারুণ্য এক ভাষায় কথা বলে না ।
তারুণ্যও কিন্তু নুয়ে পড়ে প্রায়ই। আবার বয়সের ভার ভারী পড়ে যায় ...
লেখাটি বেশ এলোমেলো লাগলো। কবি কি পথহারা ?
হ্যা আমি এখন দিশেহারা ।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যা আমি এখন দিশেহারা ।
সেলিম ভাই, আসেন নিক চেঞ্জ করি।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
আজাদ মোল্লা বলেছেন: প্রেরণার পাল তুলে সম্ভাবনার দরিয়ায় ভাসিয়ে সাফল্যময় কোন গন্তব্যে পৌঁছে দিতে পারো।
কিংবা সুখ নামের বহু সাধনার পাখিটি বশিভূত করে সৃষ্টি করে দিতে পারো নবজীবন ।
আদর্শচ্যুত হতে পারা এক প্রকার মরণ ।
আর নবউদ্যমে মিথ্যের বেড়াজাল ভেদ করে আলোর পথে চলতে শেখা সেতো পুনর্জীবন ।
তেমন কোন পুনর্জনমের পাথেয় হয়ে আগমন ঘটুক তোমার ।
অনেক সুন্দর হয়েছে এই লাইন কটি ধন্যবাদ আপনাকে ।
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
দীপংকর চন্দ বলেছেন: চিন্তায় নাড়া দিয়ে যাওয়া লেখায় ভালো লাগা থাকছে।
অনিঃশেষ শুভকামনা কবি।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাব-সম্প্রসারন!