নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিনোদিনী

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

বিনোদিনী হৃদয়ে রক্ত ঝরাও
সেখান থেকে উৎসরিত করো নদী
তারপর ধোয়ে মুছে সাফ করো
অবিত্র আত্না । বার্ধক্যে এসেও তোমাতে জোয়ার ওঠে।
সেখানে ভর করে তক্ষকের দল ।
তুমি মরে যাও ।মরে যেতে চাও
কিশোরের অবুঝ প্রেরণার কাছে।
ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাও
জনপ্রিয়তার কাছে বিক্রি হয়ে যাও নটির মতন।
পুতুলের মত দুলতে থাকো
প্রশংসা আর কামনার বানে শিকার করো অযাচিত সব প্রনোদনা।
তোমাকে নক্ষত্র হতে হয়
মিথ্যার বেসাতি করে ।
মায়া আর ভ্রম ছাড়া আর কোন সত্ত্বা আছে কিনা তুমি জান !
সৃষ্টিতে পাওয়া গেল না তোমায় ।
তুমি বৃষ্টি নামাও দূর পাহাড়ের গায়।
তোমার বিষাক্ত ঠোঁটে প্রিয়তমের নাভিশ্বাস ওঠে ।
ভুলে যাও । ভুল করে ভুলের পাহাড় বুণে যাও
এখন আর তোমাকে সৃষ্টি করতে দেখা যায় না ।
তুমি প্রশংসাকারি মাত্র !!
এমন তপস্যায় কি হবে অর্জন !!
আর এমনই বা পারবে কতদিন ।
সময় ফুরিয়ে যাবে কর্পুরের মতন ।
মিথ্যের পূজারী!! মিথ্যের মোড়কে মোড়া এ কেমন সুন্দরী!





মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

তার আর পর নেই… বলেছেন: অপবিত্র আত্মা।
কাকে বললেন এমন করে?

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

জনম দাসী বলেছেন: বেশির ভাগ বই, প্রায় অল্প কিছু ছাড়া দামি মোড়কে মোড়ানো থাকে... অথচ ভেতরটা মিথ্যা, কাল্পনিক, বানোয়াট কথন ছাড়া আর কিছুই না। যারা সত্যটা তুলে ধরতে চায়... তাদের থাকে নানা রকম বাঁধা, বিছানো কাঁটা... ভয়, অনেক কিছু।

এই আমি কবি হতে পারিনি। কারন আমার কাছে ওই সামান্য সত্য ছাড়া আর কিছু নেই। এবার আপনিই বলেন সেলিম ভাই, সামান্য সত্য লিখে কি কখনো কবি হওয়া জায়!!!

লেখাটি বেশ ভাল লেগেছে... গুরু তথ্যটা উপলব্ধি করার চেষ্টা করছিলাম... জানিনা আপনার ভাবনার সাথে মিল হল কিনা...

ভাল থাকুন ভাই সাহেব সব সময়...

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

কল্লোল পথিক বলেছেন: তুমি বৃষ্টি নামাও দূর পাহাড়ের গায়।
তোমার বিষাক্ত ঠোঁটে প্রিয়তমের নাভিশ্বাস ওঠে ।
চমৎকার কবিতা।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: এমন তপস্যায় কি হবে অর্জন !!
আর এমনই বা পারবে কতদিন ।
সময় ফুরিয়ে যাবে কর্পুরের মতন ।
মিথ্যের পূজারী!! মিথ্যের মোড়কে মোড়া এ কেমন সুন্দরী!

ভাল লেগেছে ধন্যবাদ

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


অবসর, অবসর বিনোদিনীর জন্য, সরাও এদের; কসমেটিক আর সাহায্য করতে পারছে না, অবসর অবসর!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

নুরএমডিচৌধূরী বলেছেন: তুমি বৃষ্টি নামাও দূর পাহাড়ের গায়।
তোমার বিষাক্ত ঠোঁটে প্রিয়তমের নাভিশ্বাস ওঠে ।
চমৎকার কবিতা
লিখায়++++++++

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন: এখন আর তোমাকে সৃষ্টি করতে দেখা যায় না ।
তুমি প্রশংসাকারি মাত্র !!
এমন তপস্যায় কি হবে অর্জন !!
আর এমনই বা পারবে কতদিন ।
সময় ফুরিয়ে যাবে কর্পুরের মতন ।
মিথ্যের পূজারী!! মিথ্যের মোড়কে মোড়া এ কেমন সুন্দরী!


সুন্দর+

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিনোদিনীকে এমন করে বলতে নেই ;)

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

নিমগ্ন বলেছেন: কাক কাঁ কাঁ করতে থাকুক, আর এদিকে টিয়ে'র বিয়ে হয়ে যাচ্ছে।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

হৃদয় মালতী বলেছেন: "তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হবো রাধা.......!"
আপনার বিনোদিনী পড়ে আমার এই গানটা মনে পড়ে গেল! অনেক সুন্দর কবিতায় এক গুচ্ছ ভাল লাগা!

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগা।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
কবিতা পড়ার পর থেকে শুধু বিনোদ বিনোদ ... পড়ছি......! ভালো লেগেছে!

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: কঠিন আঘাত করলেন!!

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

উল্টা দূরবীন বলেছেন: আঘাতে আঘাতে সুন্দর কবিতা। ভাল্লাগছে।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

আহসানের ব্লগ বলেছেন: কবিতায় সুখপাঠ্য হয়েছে কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.